![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব বেশিদিন হয়নি বাংলাদেশে অনলাইন শপ শুরু হয়েছে এর মধ্যে অনেক জনপ্রিয়তা পেয়েছে অনেকের কাছে, আবার অনেকের কাছে খুব অপ্রিয় অনলাইন শপ গুলা এর পিছনে হয়তো যথেষ্ট কারন আছে ওনারা হয়তো অনলাইন শপ থেকে কখনো কোনো ধরনের পণ্য কিনেননি, অথবা অনলাইন সম্পর্কে তেমন কোন ধারণা নেই, আবার এটাও হতে পারে কিছু অসাধু ব্যাবসায়ীদের কাছ থেকে কোন কিছু ক্রয় করতে গিয়ে ঠকেছেন তাই তার আস্থা চলে গিয়েছে এই অনলাইন শপ থেকে, এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা যাদের সাথে ঘটছে তাঁদের উদ্দ্যেশে একটা কোথায় বলবো আপনি যখনি কোন অনলাইন শপ থেকে আপনার পছন্দের কোন কিছু ক্রয় করতে চান তাহলে আপনি তাদের ওয়েব সাইট টি একটু ভালো করে দেখুন ঠিক যে ভাবে আপনি কোন মার্কেট এ গেলে যেভাবে দোকানের ডেকোরেশন দেখেন, যেভাবে খেয়াল করেন দোকানটা কতটুকু গোছানো, ঠিক ঐভাবেই অনলাইন এর শপ গুলাও আপনি এভাবেই দেখবেন, আশা করি আপনি কখনোই ঠকবেননা বা আপনাকে কেউ ঠকাতে পারবেনা।
এবার আসি আপনি কেন অনলাইন থেকে পন্য ক্রয় করবেন সুবিধাটা কি !
* আপনি খুব সহজেই ঘরে বসে, অফিস এ বসে, অথবা অন্য যেকোন জায়গা থেকেই আপনি খুব সহজেই আপনার পছন্দের প্রয়োজনীয় পন্যটি ক্রয় করতে পারবেন।
* অনলাইন শপ এ সাধরনত যে ধরনের সংগ্রহ পাওয়া যায় তা সাধারনত কোন দোকানে পাওয়া যায়না।
* মার্কেট এর যেকোন দোকানেই যান অনেক পণ্যের ভিড়ে আপনি হয়তো আপনার পছন্দের পন্যটি খুঁজে পেতে অনেক কষ্ট করতে হয়।
* কিন্তু অনলাইন এ প্রতিটা পন্য আলাদা করে সাজিয়ে গুছিয়ে রাখা যা আপনি খুব সহজেই খুঁজে বের করতে পারবেন।
* যারা ঢাকাতে থাকেন এই ঢাকায় খুব পরিচিত একটা নাম জ্যাম আর তার ভুগান্তিতে প্রতিটা মুহূর্তে পড়তে হয়, এই জ্যামের মধ্যে আপনি একাহোনা বা প্রিয়জনের সাথেই হোন শপিং মল এ যেতে যেতেই আপনি/ আপনারা ক্লান্ত হয়ে যান।
* কিন্তু অনলাইন থেকে আপনি কেনাকাটা করলে এই ধরনের ঝামেলা থেকে সহজেই মুক্তি পাবেন।
* প্রায়শই শুনতে পাই শপিং করতে গিয়ে ছিনতাই কারীর কবলে পরেছেন কখনো টাকা, মোবাইল, স্বর্ণ, নিয়ে গেছে আবার কখনো মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে।
* আপনি খুব সহজেই সব ধরনের ঝামেলা/ বিপদ মুক্ত থেকে আপনি আপনার শপিং এর কাজটা ঘরে বসেই করে ফেলতে পারেন।
* বর্তমানে অনলাইন এ সবকিছু পাওয়া যায় আপনার পরিবারের জন্য কাঁচা বাজার থেকে ধরে কাপড় আরো অনেক কিছু পাবেন অনলাইন শপ এ।
* আপনি কর্ম বেস্থতার জন্য পরিবার নিয়ে শপিং এ যেতে সময় বের করতে পারছেননা তাতেও কোন সমস্যা নেই ঘরে বসেই যে কোন সময় শত হোক রাত কিংবা দিন সবাইকে নিয়ে খুব সহজেই অনলাইন থেকে আপনার/আপনাদের শপিং করে ফেলতে পারবেন।
২| ০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪১
মীর শাহেদুর রহমান বলেছেন: করোনাভাইরাস মহামারির মধ্যে অনেকে এখন অনলাইনে বাজার করার দিকে ঝুঁকছেন, বিশেষ করে যাদের কম্প্যুটার বা স্মার্টফোন ব্যবহারের সুযোগ আছে। কারণ অনলাইনে কেনাকাটায় ঘরের বাইরে বেরনোর প্রয়োজন নেই, অপরিচিত মানুষের সাথে মেলামেশা বা ছোঁয়াছুঁয়ির আশঙ্কাও এড়ানো যায়।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
এমএ জব্বার বলেছেন: এগিয়ে যাচ্ছি আমরা এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা আশাবাদী ভবিষ্যতে অবশ্যই সুন্দর ও গ্রহণযোগ্য প্লাটফর্ম তৈরী হবে। বাংলাদেশী অনলাইন শপিং এ যে সব প্রতিবন্ধকতা আছে তা আমরা কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। আমরা আশাবাদী ভবিষ্যতে অবশ্যই সুন্দর ও গ্রহণযোগ্য প্লাটফর্ম তৈরী হবে। বাংলাদেশী অনলাইন শপিং এ যে সব প্রতিবন্ধকতা আছে তা আমরা কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ।