![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোশ্যাল মিডিয়া কমার্স বা এফ-কমার্স যাই বলুন এই এফ কমার্স এর কারনে ই-কমার্স থেকে কেনাকাটার জন্য ক্রেতারা আস্থে আস্থে তাদের আগ্রহ হারিয়ে ফেলছেন। এর যথেষ্ট কারন ও আছে এর জন্য এক মাত্র দায়ী এফ-কমার্স নামে বেনামে ফেইসবুক এ একটা পেইজ খুলে মোবাইল দিয়ে ছবি তুলে ছেড়ে দিলেন ব্যাস কাজ হয়ে গেলো এবার টাকা আসার পালা কোন এক ক্রেতা কল দিলো অগ্রিম কিছু টাকা নিয়ে নিলো তারপর ওই পেইজ ডিলেট করে দেওয়া হলো।
আবার নতুন নামে পেইজ আবার নতুন কাউকে ঠকানো, এভাবেই চলছে অধিকাংশ এফ-কমার্স এর ব্যবসা। কারন ফেইসবুক এ হাজারটা পেইজ খুললেও একটা টাকাও লাগবেনা, আর যদি এখানে একটা ই-কমার্স করা হত লক্ষ লক্ষ টাকার দরকার হয় ব্যবসা শুরু করার জন্য, যারা ৫০০-১০০০ টাকার বিকাশ নিয়ে ওয়েব সাইট ডিলেট করে দিতে আসেনি।
আমার মনে হয় এর জন্য ই-ক্যাব সহ বাংলাদেশ সরকার (এফ কমার্স ) এদের বিরুদ্ধে কঠোর হওয়া উচিৎ। অন্যথায় হয়তো সম্ভাবনাময় ই-কমার্স ব্যবসা ধ্বংস হতে খুব বেশি সময় লাগবেনা।
এফ-কমার্স এর নির্দিষ্ট কোন সাইজ চার্ট নাই যাতে করে একজন ক্রেতা সহজেই তার মাপের পণ্য ক্রয় করতে পারবেন।
অদিকাংশ এফ-কমার্স এর ক্ষেত্রে দেখা যায় ছবির সাথে পন্যের মিল পাওয়া যায়না।
বিস্তারিত কোন কিছু লেখা হয়না পন্য সম্পর্কে।
তাদের নির্দিষ্ট কোন ঠিকানা থাকেনা, থাকেনা কোন মার্কেটিং পলিসি।
ক্রেতাদের জন্য থাকেনা কোন রকম সুবিধা।
এইসকল ব্যাপারে অনলাইন এর সকল ক্রেতাদের যথেষ্ট সচেতন থাকতে হবে।
©somewhere in net ltd.