![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফরে যাচ্ছে না, সোমবার বিসিবির এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের কিশোরী মালালা। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নিজ টুইটার অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি টুইট করেন মালালা। এতে বাংলাদেশের আচরণ বিড়ালের মতো বলে উল্লেখ করলেন তিনি!!!এর কিছু সময় পর টুইটটি মুছে ফেলা হয়, বিরুপ প্রতক্রিয়ার ফলে। কোন যুক্তিতে সে একথা বলে? যেই দেশ নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে পারেনা তারা তো বিড়ালের চেয়েও অধম। Click This Link
২| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
ডাব্বা বলেছেন: FB বা Twitter account গুলোর সাথে মালালা'র কোন ব্যক্তিগত সম্পর্ক নেই। Fan page বলতে পারেন।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ওটা যে ফেইক আইডি তাতে কোনো সন্দেহ নেই। যেই মেয়েটা মাথায় গুলি খেয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে তার টুইট দেবার কথাটা খুব বেশী হাস্যকর…
টুইটার বা ফেসবুকে সার্চ দিলে মালালা ইউসুফজাইয়ের অভাব হবে না… :-D
৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
সোহানী বলেছেন: ও নিজ দেশেই তো নিরাপদ নয় অথচ আমাদের ব্যাপারে না জেনে মন্তব্য করেছে কিন্তু আমরাতো আর আমাদের প্রিয় প্লেয়ারদের সন্ত্রাসীদের হএত তুলে দিতে পারি না....
৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: হায়রে কপাল! দিলাম : - P আর হয়া গেলো চুম্মা দেওনের ইমো!!
৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪
আমিতপু বলেছেন: মালালা নিয়া এত ফালাফালি করার কি আছে???
আমরাই একবার তারে নিয়া বেশি নাচছি। এখন সে আমাগোরে ুটকি মারছে, আমরা অখন আরেকবার নাচুম
৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫
অনিমেষ হৃদয় বলেছেন: এটাই মালালার অফিসিয়াল অ্যাকাউন্ট। খবরটার একটা আপডেট এসেছে, দেখুন-
প্রসঙ্গত, এর আগে দিল্লিতে গণধর্ষণের শিকার তরুণী সিঙ্গাপুরে মৃত্যুবরণ করলে মালালা তার এই অ্যাকাউন্ট থেকেই টুইট করেছিলেন, “ধর্ষকরা তাকে রাস্তায় ছুঁড়ে ফেলেছে, ভারত সরকার ফেলেছে সিঙ্গাপুরে”। এ টুইটটি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছিল।
এই টুইটটা এখনও আছে। এছাড়া ইন্টারন্যাশনাল পত্রিকাগুলো মালালার বিভিন্ন টুইট নিয়ে নিউজ করেছে বিভিন্ন সময়, এই অ্যাকাউন্ট থেকেই।
৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
জেরিফ বিন্ আমির বলেছেন:
কোন পাকি কুত্তারবাচ্চা কখনো আমাদের বন্ধু না, হবেও না।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
ফাটা বাশঁ বলেছেন: মামালাও একটা মানুষ!