| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশরাফুল কে নিয়ে অনেক কিছু বলার আছে ,এবং সারা জীবনই থাকবে , কিন্তু তার আগে একটা কথা না বললেই নয় ।
-এতদিন জানতাম জুয়া, জুয়াড়ু ,ঘুষ, কেলেঙ্কারি ,পাতনো ম্যাচ , পক্ষপাত দুষ্ট; শব্দ গুলো এশিয়ার মধ্যে শুধ মাত্র পাকিস্থান,ভারতের নিজস্ব সম্পত্তি ।
;কিন্তু গত কাল শ্রিলংকান আম্পায়ার Ruchira Palliyaguruge আশরাফুল কে যেভাবে আউট দিল তাতে ঘুষ, কেলেঙ্কারি ,পাতনো ম্যাচ , পক্ষপাত দুষ্ঠ শব্দ গুলো শ্রিলংকান এই ফালতু আম্পায়ারের সাথেই যায় ।
-আমি যতদুর জানি ,হোম গ্রউন্ড সাধারণত একজন লোকাল আম্পায়ার, একজন ফরেন আম্পায়ার থাকে কিন্তু কালকের ম্যাচে দুজনই শ্রিলংকান আম্পায়ার কেন ? কেউ যদি জানেন আমাকে জানাবেন প্লীজ ।
কালকে আশরাফুলের আউট সহ যে আম্পায়ারিং হয়েছে, তাতে এক বাক্যে বলা যায় বাংলাদেশ গত কাল ম্যাচ হারে নি ;বাংলাদেশ কে হারানো হয়েছে ।
-আর আশরাফুল ,
ক্রিকেট বিশ্বরের এক উদাহারনের নাম ।
আজ যারা দিলুস্কুপ ,আমলা ড্রাইভ দেখেন বিস্মিত হন, জেনে নিন এগুলো আশরাফুলই শট ।
-তাই আবারো বলছি ক্যালিসের সেরা এভ্যারেজ , শচীনের ১০০ সেঞ্চুরি , আমলার সেরা র্যংকিং থাকতে পারে , কিন্তু আশরাফুল হ্ল সেরাদের সেরা ।
০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯
শোয়েব হাসান বলেছেন: একবার চিন্তা করেন আশরাফুলের আউট টা যদি না হত তাহলে খেলার রেজাল্ট অন্যরকম হতে পারত
২|
০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৫
মুহাম্মদ ফয়সল বলেছেন: শ্রীলংকানরা জাতে বেশ নির্লজ্জ ধরনের হয়। ওদের সাথে অনেকদিন কাজ করার অভিজ্ঞতা থেকে বললাম। তাই তাদের কে অনেকে যখন ভাল বলে তখন আমি মুচকি হাসি। আর কালকের ম্যাচ দিয়ে তো প্রমানই হয় যে কতটুকু নির্লজ্জ হতে পারে তারা।
০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৪
শোয়েব হাসান বলেছেন: আমি এতদিন ওদের কে ভাল জানতাম ।এখন দেখছি সবাই একই রকম
৩|
০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০
বোকা_ছেলে বলেছেন: শামসুর এর আউট টাও হয় নাই
০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২
শোয়েব হাসান বলেছেন: তাহলে ??
৪|
০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৯
আহমাদ জাদীদ বলেছেন: একমত
৫|
০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৯
নিজাম বলেছেন: একমত। প্রথম টেস্টেও তার দুর্নীতি করেছে। বাংলাদেশ যখন ব্যাট করে তখন মাঠের ঘাস বড় রেখেছে এবং শ্রীলংকা যখন ব্যাট করতে তখন ঘাস কেটে ছোট করেছে। ধিক!
০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩
শোয়েব হাসান বলেছেন: ধিক ! তোদের যারা খেলা থেকে ২নম্বরি কে বেশি পারদর্শি
৬|
০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৬
আহসান২০২০ বলেছেন: বাংলাদেশ অবশ্যই জিতেছে। টাইগার১১ বনাম তামিল১৩ এর খেলা হয়েছে কাল। আউট না হয়েও সাজ ঘরে যেতে হলো আশরাফুলকে, ২ টা ওয়াইড দেয় নাই, আর তামিলদের ৩টা এলবিডব্লিউ হয়েছিলো, শালার পুত কাইল্লা একটাও দেয় নাই।
জয়ের আরো হিসাবঃ আশরাফুল আর ২ ওভার খেললেই আমরা জিতি।
৩টা ওয়াইড+ বাই = ৫ রান করে ১৫ রান + তামিলদের ২টা ওয়াইড = ১৭ রান। ফলাফল আমরা জিতি।
শাহাদাত শেষ ওভারে এতো রান না দিয়ে শুধু মাত্র ৭ রান দিলেও আমরা জিতি।
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫
শোয়েব হাসান বলেছেন: শাহাদাত যত রান ই দিক না কেন আশরাফুলের আউট না দিলে আমরা জিততাম
৭|
০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
মেংগো পিপোল বলেছেন: পুরা সিরিজ দেখে যেটা মনে হইছে শ্রিলংকা একটা ফকির দেশ। প্লাড লাইট নাই। মাঠের যা চেহারা। কালকের খেলায় শেষের দিকে বাউন্ডরী লাইনের পাশের প্লেয়ার দের দেখা যাচ্ছিলো না! আজব! আগের ম্যাচটা যখন বাংলা দেশের ঝড় ব্যাটিংয়ের কাছে হেরেছে তখনই ভয় পেয়েছিল। নামাইলো নিজের দেশের দুই আম্পায়ার। আবুলের এলবিতেো সন্দেহ আছে। আর আশরাফুল যেই দেখলো ধোলাইতাছে অমনি ওরে এলবির হাতে জবাই করলো। মালিংগা ব্যাটসম্যানের মাথার উপর দিয়ে বল করলো একের পর এক তাতে নো হয়না।
আর আমাগো টিম ম্যানেজমেন্টের অবস্হাও বুঝিনা কোন ব্যাপারে মেরুদন্ড সোজা করে কথা কেনো বলেনা। এশিয়া কাপে মাহমুদুল্লারে ধাক্কা দিয়া রান ঠেকাইলো টিম মেনজমেন্ট কিছু কইলো না। সেদিন মুখখুল্লে এশিয়া খাপটা ঘরে থেকতো, আর শ্রিলংকাও এই সব দুইনম্বারী করতে পারতো না।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২
মোহাঃ আব্দুল আওয়াল (তমাল) বলেছেন: আমি আপনার সাথে একমত। প্রতিদিন ১১ প্লেয়ার খেলা দেখাতে পারে না। যে এক দু জন দেখায়। ভুল সিধান্ত দিয়ে যদি তাদের কে আউট করে দেয়া হয় তবে সেটা জোর করে হারানোর সামিল।