![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(শতকরা)% হিসাব কি প্রতি হাজারে নাকি প্রতি লাখে হয়? নাকি বর্তমানে গায়েবানা ভোটের সিস্টেম চালু আছে?
হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর ইউনিয়নের নোয়াগাঁও ভোটকেন্দ্রে শতভাগ ভোট কাস্ট হয়েছে! ওই কেন্দ্রের দুই হাজার ৬০০ ভোটারের সবাই ভোট দিয়েছেন বলে জানানো হয়েছে।
তবে এ ক্ষেত্রে শতকরা (%) হিসাবের কোনন বালাই নাই। সমস্যা হল যে ভোটার মারা গেছেন, বিদেশ আছেন, এলাকার বাহিরে আছেন কিংবা নির্বাচন পরিদর্শক হিসেবে দায়িত্বে আছেন তাদের ভোট কাষ্ট হল কিভাবে। নিশ্চয়ই তাদের প্রেতাত্মা এসে ভোট দিছে।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১০
মারজ সোহাগ বলেছেন: আমাদের ভাগ্য ভাল যে কোন কেন্দ্রে ১০০%এর চেয়ে বেশী ভোট কাউন্ট হয় নাই।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৬
ভিটামিন সি বলেছেন: কি আর কইতাম? কিচ্ছু কইবার নাই। এই হাসিনা সবই পারে। এক কেন্দ্রে সারাদিনে ভোট পড়েছে ৫২টি (৩৩০০+) এর মধ্যে। ফলাফল হয়েছে ৫২% ভোট কাষ্টিং। সুত্রঃ ওই কেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইনচার্জ।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩১
মুহসিন বলেছেন: তাহলে ১০০% মানে কি ১০০ ভোট কাস্টিং? % জাস্ট বসিয়েছে, পরে আদালতে চ্যালেঞ্জ হলে উঠিয়ে দিবে প্রিন্টিং মিস্টেক বলে?
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৬
ম্যাংগো পিপল বলেছেন: লীগ হলো একটা বিশেষ প্রজাতির প্রানী। এরা দেখতে মানুষের মত, হয়তো বিবর্তনের ধারায় মানুষের মত আকৃতি পেয়েছে। অথবা ওদের বিশেষ জ্বিনগত বৈশিষ্ট্য আছে।
যার কারনে ওরা কল্পনাতীত নির্লজ্ব।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫
পদ্মা_েমঘনা বলেছেন: উনারা যা বলবেন মানতে হবে! কি করা! শুনেন নাই, বাঁচতে হলে জানতে হবে!
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৪
ইনোসেন্স বলেছেন: নির্বাচনে বিজয়ী প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যার সাথে ভোটকেন্দ্রগুলোতে সারাদিনে ভোটার উপস্থিতির চিত্রকে কিছুতেই মেলাতে পারছিনা।
গায়েবি ভোটে ৫০ শতাংশ উপস্থিতি দেখানোর নির্দেশনা : ফলাফলও প্রস্তুত রিটার্নিং কর্মকর্তাদের হাতে