নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মারজ সোহাগ

মারজ সোহাগ

মারজ সোহাগ › বিস্তারিত পোস্টঃ

আ.লীগ যুবক সম্প্রদায়ের ভোট কেড়েছিল যুদ্ধাপরাধীর বিচারের বাহানা দেখিয়ে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

Full time Somalochona Party



আব্বার চাকরীর কারনে সাঈদির এলাকায় বড় হয়েছি। আমি দেখেছি তার এলাকার লোকজন এখন পর্যন্ত জানে না সাইদী কবে-কোথায় রাজাকারগীরী করছে। কিছুদিন আগেও সেই এলাকার এক বন্ধু কে জিগ্ঞাসা করায় সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ''তাকে শুধুমাত্র রাজনৈতিকভাবে ফাসানো হল"। কিন্তু ঢাকায় বসে কিছু লোক সব জানে তিনি কবে কোথায় কি করছেন। "ডিজিটাল স্বাক্ষ্মী"।

তিনি যে তার এলাকায় জনপ্রিয় তার প্রমান হল সেই এলকাটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ হওয়া স্বত্ত্বেও নিরঙ্কুশ ভাবে জয়ী হওয়া।

যদি ধরেও নেই তিনি রাজাকার ছিলেন কিন্তু তার রেটিং কি কখনোই প্রথম ১-১০জন রাজাকারের মধ্য পড়ে?

শুধু শুধু আমাদের জাতির কাংখিত বিচারকে কলঙ্কিত করল এই গোয়ার-গবিন্দ আ.লীগ।

আ.লীগকে মনে রাখতে আমরা যুবক সম্প্রদায়ের ভোট কেড়েছিল আ.লীগ এই যুদ্ধাপরাধীর বিচারের বাহানা দেখিয়ে। কিন্তু রাজনৈতিক চরিতার্থ সিদ্ধ করতে এই বিচারে কলঙ্কের যে দাগ আ.লীগ লাগাল তার জবাব একদিন নিশ্চয়ই আ.লীগ দিবে। ঘটনাক্রমে এই দেশে কোন কুকর্মকারী-ই পার পায় নাই। আ.লীগ যে পার পাবে তার নিশ্চয়তা নাই

Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.