নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মারজ সোহাগ

মারজ সোহাগ

মারজ সোহাগ › বিস্তারিত পোস্টঃ

পদ্মা সেতু করার চেয়ে জন প্রতি ১লক্ষ টাকা দিলে আমাদের অনেক টাকা বেঁচে গেল।

০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৯

১টা পদ্মা সেতু করতে যত খরচ হয়

তার চেয়ে জন প্রতি ১লক্ষ টাকা দিলে অনেক কম খরচ হয়।

কাজেই পদ্মা সেতু করার চেয়ে জন প্রতি ১লক্ষ টাকা দিলে আমাদের অনেক টাকা বেঁচে গেল।

সেই টাকা দিয়া আমরা কি কি করতে পারিঃ

১. নির্বাচনে নমিনেশন কিনতে পারব

২. মন্ত্রী পদ কিনতে পারব

৩. মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কিনতে পারব

৪. দাদাদের মনোবাঞ্চা পুরন করতে পারব

৫. বেশি বেশি বিদেশ ভ্রমন করতে পারব

৬. নতুন ব্যাংকের লাইসেন্স নিতে পারব

৭. টিভি লাইসেন্স নিতে পারব

৮. নিজেকে দেশ প্রেমিক প্রমান করতে, সারা দেশে বিল বোর্ড টানাইতে পারব

৯. সুইজ ব্যাংকে টাকা জমিয়ে আমাদের পূর্বের রেকর্ড কে ধরে রাখতে পারব

১০. আমার বাপ দাদা চৌদ্দগুষ্ঠির নাম ও ছবি দিয়া সারা দেশ ঢেকে দিতে পারব

১১. বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করতে অঢেল টাকা দরকার, এখন আর সেই টাকা জোগাড় করতে চিন্তা করতে হইব না

১২. যেহেতু সরকারি কোষাগারে অনেক টাকা আছে, তাই বিরোধীদল দমন করতে সরকারি সব প্রতিষ্ঠানকে কিনতে পারব

১৩......... আসল যে কাজগুলো করতে পারি তা কাউকে বলা যাবে না। কালো বিড়ালরা যা করে সবার অগোচরেই করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.