নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: সানোয়ার হোসেন

আমি একজন কথাসাহিত্যিক।

মো: সানোয়ার হোসেন › বিস্তারিত পোস্টঃ

দুইজন নাস্তিক ও আস্ততি এর মধ্যে কথোপকথন। দয়াকরে কেউ নিজের গায়ে মেখে নিবেন না। কাল্পনিক............

০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪২

দুইজন নাস্তিক ও আস্ততি এর মধ্যে কথোপকথন। দয়াকরে কেউ নিজের গায়ে মেখে নিবেন না। কাল্পনিক............
মোঃ সানোয়ার হোসেন।

আস্তিকঃ তোমার কাছে কি মনে হয় যে মানুষের সৃষ্টি কিভাবে??

নাস্তিকঃ তুমি যদি বই পড় তাহলেই অনেক কিছু জানতে পারবে। বিজ্ঞান প্রমাণ করেছে যে মানুষ বানর থেকে এসেছে। মেন্ডেলিফের সুত্র তাই বলে!!

আস্তিকঃ তার মানে তুমি বলতে চাচ্ছ পৃথিবীতে সব মানুষ বানর থেকে এসেছে?? আচ্ছা ঠিক আছে... তাহলে বানর এসেছে কি ভাবে??

নাস্তিকঃ আসলে যখন ডাইনোসরের যুগ ছিলো তখন ডায়নো সরের বিবর্তনে বানর থেকে শুরু করে সব প্রানীর কাঠামো এসেছে। এটা বিজ্ঞান প্রমাণ করেছে বা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আস্তিকঃ বুঝলাম! ডায়ানোসরের উৎপত্তি কিভাবে? তারা কার থেকে এসেছে?

নাস্তিকঃ আসলে !(একটু চিন্তায় পড়ে গেছে) কোটি কোটি বছর বিবর্তনের মাধ্যমেই তাদের উদ্ভব আরকি।। হেহেহে!

আস্তিকঃ আমার প্রশন সেটা ছিলো না। যেমন মানুষ কাঠামোগত দিক থেকে যদি বানর থেকে আসে তবে ডায়ানোসরের কাঠামোগত দিক থেকে কার থেকে এসেছে??

নাস্তিকঃ আসলে দেখো প্রথমে এই পৃথিবী কিছুই ছিলো না। বিগ ব্যাং নামক মহা বিস্ফোরনের মাধ্যমে শক্তির বিকিরন ঘটে। চার দিকে ছড়িয়ে পড়ে। শক্তি বিকিরিত হতে হতে গ্রহের সৃষ্টি ও গ্রহে ঠান্ডা হয়ে পানির সৃষ্টি। সেই পানি থেকে অ্যামিবা নামক অণুজীবের সৃষ্টি। সেখান থেকেই বিবর্তনের মাধ্যমে সকল জীবের সৃষ্টি। এইসব জ্ঞানের কথা।

আস্তিকঃ তার মানে তুমি বলতে চাচ্ছ যে বিশাল বিশাল ডায়ানোসরের জন্ম অতী ক্ষুদ্র একটা অণুজীবের থেকে?? আমার প্রশ্ন এটা কিভাবে সম্ভব??

নাস্তিকঃ আসলে এটাই বিবর্তন...
আস্তিকঃ কিন্তু তোমার যুক্তি কি তাই বলে??

____________________________________________(চলবে)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৫ বিকাল ৪:১৭

আবু মুছা আল আজাদ বলেছেন: ভাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.