![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নবী বন্দনা
মোঃ সানোয়ার হোসেন
আল্লাহ আল্লাহ্ বল রে মন,
সেই নামেরই জিকির শোন।
খোদার কাছে পানা চেয়ে,
আমি পাপি ক্ষমা পেয়ে;
আল্লাহ্র নামে শপথ করি
মুহাম্মাদের নামে গেয়ে।
নবীজি মোর নূরের খনি,
ত্রিভূবনের সেই যে ধ্বনি।
যে তারে আঁকড়ে ধরে নিতে পারে,
তার কিসমাত কে ছিনতে পারে?
ও মন তুই শুনে যা____
আমার নবী কাঁদে রে ভাই
উম্মাতেরই লাগি;
বুঝতিস যদি তোরা সবাই,
দরুদ পড়তি রাত্রি জাগি।
১৯ শে জুন, ২০১৫ রাত ১২:৫০
মো: সানোয়ার হোসেন বলেছেন: হা ভাই ।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বুঝতিস যদি তোরা সবাই,
দরুদ পড়তি রাত্রি জাগি। +++++++++++