| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'কবিতা লেখার নিয়ম কানুন ও বিষয় জ্ঞান"
পর্ব-২
প্রবন্ধ সম্পাদনায়- মোঃ সানোয়ার হোসেন।
কবিতার প্রকার গুলো হলো...
১)রুবাই
২) সিজো
৩) ক্বাসিদা
৪) চদুর্দশপদী
৫)হাইকু
৬)গজল
কবিতার ধারা আবার কয়েক ভাগে বিভক্ত
১)আখ্যান কবিতা
২) মহা কাব্য
৩) নাট্যকাব্য
৪)বিদ্রুপাত্বক কবিতা
৫) গীতি কাব্য
৬)শোকগাথা
৭)পদ্য কাব্য
৮)গদ্য কাব্য
এবার ছন্দ অনুসারে বাংলা কবিতার প্রকারভেদ
স্বরবিত্ত কবিতা, মাত্রা বিত্ত কবিতা, অক্ষর বিত্ত কবিতা, গদ্য রীতি, সনেট, পদ্য রীতি, ছড়া, গজল, ক্বাসিদা, চতুর্দশপদী ইত্যাদি।
এবার আসাযাক মাত্রা বিত্ত কবিতার নিয়মঃ
এই ধরণের কবিতা লিখতে গেলে প্রথমেই যে বিষয়ের গুলো জানা অত্যাবশ্যক তা হলো, পদ, মাত্রা যুক্ত অক্ষর, অর্ধ মাত্রা অক্ষর, মাত্রা ছাড়া অক্ষর। যেমন কেউযদি মাত্রা বিত্ত কবিতা লিখতে চায় তবে কিভাবে লিখবে? প্রথম চরণ যদি চৌদ্দ মাত্রার হয়ে থেকে (অর্ধমাত্রা অক্ষর ও ধরতে হয়) ও পদ সংখ্যা তিন হয় তবে দ্বিতীয় চরণ ষোল মাত্রা বা তার বেশি হবে এবং পদ সংখ্যা চার হতে হবে । এবং এর সাথে প্রথম চরণের শেষ শব্দের সাথে মিল রেখে দ্বিতীয় চরণের শেষ শব্দ মিল করে লিখতে হবে। অর্থাৎ ১+১+শব্দ, ১+১+১+শব্দ। এখানে এক পদ সংখ্যা বুঝানো হয়েছে ও শব্দ শব্দের মিল বোঝানো হয়েছে। অর্থাৎ প্রথন চরণ ১৪মাত্রা দ্বিতীয় চরণ ১৬ মাত্রা আবার তৃতীয় চরণ ১৪মাত্রা ও চতুর্থ চরণ ১৬ মাত্রা। এভাবে কবিতা এগুতে থাকবে। মাত্রা বিত্তের সাথে সনেটের একটা মিল আছে। মাত্রা বিত্তের উদাহরণ হিসেবে জসিমউদ্দিনের "কবর" কবিতা দেখে নিতে পারেন।
_____________________________________________(চলবে)
২|
২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
সুমন কর বলেছেন: আজকাল কি আর কেউ নিয়ম অনুসরণ করে ?
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৫ রাত ১২:০৬
অঝোরে কষ্ট বলেছেন: valo