| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনায় সোহাগ
হাঁটছি তোমায় সঙ্গে নিয়ে কোন এক অজানা পথ পাড়ি দেব বলে, হঠাৎ দেখি নেই তুমি !!! তুমিহীনা এই আমি এখনও একাকী দাঁড়িয়ে সেই পথেরই ধারে। তোমায় হারিয়ে শুধুই মনে হয় জটিল তুমি,জটিলতায় আমি।।
বার মাসের পবিত্র মাস, হল মাহে রমজান
আত্মশুদ্ধি হেদায়াত সুযোগ দিয়েছেন মহান।
সংযম ও ইবাদতের এই, একটি মাত্র মাস,
এই মাসেতে নফলে পাবেন, ফরজের সওয়াব।
দান কর, যিকির কর, কর খোদারই আমল,
তাতেই জীবনটা তোমার হবে যে সুফল।
রোযা মানেই নয়তো শুধু, না খেয়ে থাকা,
তাতেই উপলব্ধি হবে, অনাহারের কষ্ট আ-হা।
চালচলন কথা বার্তায় করিবে আদব,
চোখের, মনের পর্দাতেই আছে আসল সংযম।
রমজানেরই একটি রাত, আছে অতি উত্তম,
পবিত্র সেই রাতে খোদাতালা দিয়েছেন কদর।
হাজার মাসের চেয়ে বরকতময় এ শবে-কদর,
২১ থেকে ২৯ তারিখ তালাসে পাবেই কদর।
রমজানেরই আরো ইবাদত যাকাত ও ফিতর,
ধনীর সম্পদ/জানের উপর গরীবেরই উদর।
একে একে ৩০ রোযা পরিপূর্ণ, করেছে যে জন,
খোদা তাঁর পুরষ্কার স্বরুপ দিয়েছেন ঈদুল ফিতর।
ঈদুল ফিতরের দু'রাকাত, সালাত করে যে আদায়,
আল্লাহ তাঁর পাপ সকল মার্চনায় করে দিবেন নিষ্পাপ।
রমজানেরই মাঝেতে আছে, আছে এত সকল নিয়ামত,
আমরা সকল সবাই করি এক মহান খোদার গুণগান।
©somewhere in net ltd.