![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। আসসালামুআলাইকুম ।।\nসকলকে শুভেচ্ছা জানাচ্ছি । \n\\\\
আজ কাল বেশির ভাগ ব্লগাদের লেখায় ইসলাম ধর্মকে নিয়ে নানান দৃষ্টিকোণ থেকে কটাক্ষ করে কথা বলার উল্লেখ পাওয়া যায় । যা অন্য কোন ধর্মের ব্যাপারে দেখা যায় না । যা লেখা হয় শুধুমাত্র ইসলামকে বিদ্রুপ করে । মানলাম এটা তাঁদের বাক স্বাধীনতা ।
আর এই বাক স্বাধীনতার ধারাবাহিকতায় ইসলামী কিছু উগ্রবাদী সংগঠন যাদের অনেককেই সন্ত্রাসী বা জোঙ্গী গোষ্ঠী যাই বলি না কেন ঐ সকল ব্লগারদের ইসলাম বিদ্বেষের উপর লেখার জন্য হত্যার হুমকী দিয়ে আসছেন । আর এরই ধারায় পরপর তিনজন ব্লগার হত্যা কান্ড ঘটল বাংলাদেশের মতো একটি গণতান্ত্রীক বাক স্বাধীনতার দেশে । যার সুষ্ঠু বিচার তো দূরে থাক এ ব্যাপারে সরকারের কোন মনোযোগ কারোর চোখে পড়েনি । সরকারের চোখ ঐ জামাত ঐ শিবির আর ঐ বিএনপি । বাংলাদেশ একটি ইসলামী দেশ হিসেবে বিশ্বে পরিচিত । আর এর সিংহভাগই ইসলামকে কটাক্ষ করে কথা বলা বা লেখা পছন্দ করেন না । যদিও এর কোন সমীক্ষা কেউ তৈরী করেন নি । প্রামাণ হিসেবে দেখলাম সাবেক আওয়ামিলীগ নেতা লতিফ সিদ্দীকর ব্যাপারে । তিনিও ইসলামকে , মহানবী ( সা: )- কে ব্যাঙ্গাত্বক কথা বলেন । এছাড়াও তিনি বর্তমান সরকার শেখ হাসিনার পুত্রকে নিয়েও মন্তব্য করেন । যার দরুণ ইসলামী সংগঠনের আন্দোলনের চাপে সরকার তাঁকে দল থেকে বহিষ্কার করে জেলে পাঠান । সে যাই হোক কে কি লিখল আর কে কি বলল সেটা তাঁর ব্যাপার , এ ব্যাপারে সাধারণ জনগণের মাথা ব্যাথা নেই । এ নিয়ে মাথা ব্যাথা যতোসব ঐ সকল ইসলামী জঙ্গী গোষ্টির । তাঁরা মনে করেন নাস্তিক হত্যা করলে তাদের কোন পাপ হবে না । বরঞ্চ তাঁরা সওয়াব পাবেন । আসলে ইসলাম কি বলে ? আর যাই করুণ ইসলামে মানুষ হত্যা একটি নিকৃষ্ট পাপ কাজ । যা মানুষকে শয়তানে পরিণত করে । আবার এও বলা হয়েছে যে ইসলাম ধর্মকে অবঞ্জা করে কিছু বলা বা লেখা ঐ সকল ব্যক্তি কিংবা নাস্তিকদের বিরুদ্ধে জিহাদ করতে । সুতরাং এতে স্পষ্ট বোঝা যাচ্ছে ইসলামে নাস্তিকদের কোন স্থান নেই । তাঁদেরকে শরীয়াহ মোতাবেক শাস্তি দিতে হবে । যা করছে একমাত্র সৌদি আরব । বাংলাদেশে ইসলামের শরীয়াহ মোতাবেক আজ পর্যন্ত কোন আইন তৈরি হয় নি এবং আমার বিশ্বাস যে কোনদিন হবেও না । যার দরুণ উগ্র জঙ্গী গোষ্টী যাদের কিয়দাংশ মুসলিম তাঁরা ঐ সকল নাস্তিকদের হত্যা করতে বাধ্য হন । আসলে আমার মনে হয় তারাই খাঁটি মুসলমান ।। তাঁরা লম্বা দাড়ি রাখেন , পাঁচ ওয়াক্ত নামায পড়েন , মানুষকে হত্যার বোমা তৈরী করেন আবার নাস্তিকতার বিরুদ্ধে জিহাদও করেন । বাংলাদেশে কি আর মুসলিম নেই ? শুধু কি এই জঙ্গীরাই মুসলিম ? এ প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে বেশ গভীরে যেতে হবে । এখন আসছি ইসলামিক স্টেট প্রসঙ্গে । যাদের দেখেই শিক্ষা নিচ্ছেন বাংলাদেশে থাকা ঐ সকল ইসলামী জঙ্গী সংগঠন গুলো । যার দরুণ বাংলাদেশে নতুন নতুন ইসলামী জঙ্গী গোষ্ঠীর সৃষ্টি হচ্ছে । আই এস ধ্বংসে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে খ্রীষ্টান প্রধান দেশ যুক্তরাষ্ট্র । শুধু তাই নয় ইহুদী রাষ্ট্র ইসরাইল অনেক ভয়েই আছে আই এসদের নিয়ে । যদিও সেটা পরিষ্কার নয় । যাই হোক আই এস এর সংখ্যা দিন দিন এতোটাই বৃদ্ধী পাচ্ছে যে এদের বন্ধ করা না গেলে খ্রীষ্টান সহো অন্যান্য ধর্ম আর ক শতাব্দী পরে সংখ্যা লঘু আকার ধারণ করবে বলে এমনটাই বিশ্বাস করেন বিভিন্ন রাজনীতিবিদ ও ধর্মজাযকরা । শুধু কি আই এস ? পৃথিবীর প্রতিটি দেশেই বিভিন্ন নামের ইসলামী সংগঠন যারা "ইসলামী জঙ্গী গোষ্টি" হিসেবে পরিচিত । আর এদেরকে প্রতিনিয়তই উত্তপ্ত করছেন নাস্তিক ব্লগাররা । যাদের বিশ্বাস মানুষের সৃষ্টি বানর থেকে । এনারা বিঞ্জানকেই নিজের ধর্ম হিসেবে মান্য করেন । যাই হোক ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি না করাই ভালো । নয়তো ঐ সকল ইসলামী জঙ্গী গোষ্টির হাতে সকলকেই মরতে হবে । মিথ্যা বা সত্যের বেড়াজালে যেন নিজেকেই না বলি হতে হয় ।
শুধু ইসলাম নয় অন্যান্য ধর্মকে নিয়ে কটাক্ষ বা বিদ্রুপাত্বক মন্তব্য আমিও পছন্দ করি না । যে ধর্ম নিয়ে আমি জন্মেছি সে ধর্মের প্রথা বা রীতিনীতিকে আমি বিশেষ গুরুত্বের সাথেই দেখি । তাই বলে অন্য ধর্মকে অবঞ্জা করবে সেটাতো হতে পারে না । মনুষ্যত্ব বোধ কে কাজে লাগিয়ে কাজ করতে আমি পছন্দ করি । আমি মনে করি , " যে অন্যের ধর্মকে সহ্য করতে পারে না সে নিজের ধর্মকে নিয়েও উদাসীন " ।
প্রসঙ্গে আসি ,
বাংলাদেশে লেখক বা ব্লগারদের নিরাপত্তা সরকার কিংবা পুলিশ কারোর হাতেই নেই । বাংলাদেশ বাক স্বাধীনতার দেশ হলেও এখানে বাকের পরে যে মৃত্যু তা আমরা সকলেই প্রমাণ পেলাম পরপর তিনজন লেখকের হত্যার মধ্য দিয়ে । যাদের প্রত্যেকেই ইসলাম বিরোধী কথা লেখার দায়ে হত্যা করে বাংলাদেশে সৃষ্ট কিছু নবীন প্রবীন ইসলামী জঙ্গী গোষ্টি । যাদের একমাত্রই কাজ নাস্তিক ব্লগার কিংবা লেখকদের হত্যা করা । বাংলাদেশে না জানি আরো কতো ঘটনা ঘটবে , কাল কি ঘটবে তাঁর পর কি হবে বলা বেশ দুঃসাধ্য । কেননা বাংলাদেশে জননিরাপত্তা বলতে কিছুই নেই । এখানে যে যার মতো থাকো , উটপাখির মতো মাথা লুকিয়ে । সাবধান , সরকারের বিরুদ্ধে যেন কিছু না লেখা হয় । তবে কিন্তু সাথে সাথেই রিএ্যকশন ।।
©somewhere in net ltd.