নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_ " সত্যটাই বলুন , কেননা সত্যের মাঝেই প্রশান্তী "

মোঃ সোহানুর রহমান

।। আসসালামুআলাইকুম ।।\nসকলকে শুভেচ্ছা জানাচ্ছি । \n\\\\

মোঃ সোহানুর রহমান › বিস্তারিত পোস্টঃ

পুলিশ কার সেবক , সরকার নাকি জনগণের ?

১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৭

ইংরেজীতে পুলিশ এর ওয়ার্ড বিশ্লেষণ করলে তাঁদেরকে জনগণের সেবা করার কথা বলা হয়েছে । কিন্তু বাস্তব চিত্তে বাংলাদেশে পুলিশের অবস্থান কিরুপ ? এ কথাটির বিশ্লেষণ করতে গেলে আমাদের চোখের সামনেই ধরা পরবে গতকালের ঘটনা । পহেলা বৈশাখ মেলায় কয়েকজন মহিলা শ্লীসলতাহানীর সিকার হয়েছেন পুলিশের সামনেই । যা প্রত্য্ক্ষদর্শীদের বড়াতেই জানা যায় । এছাড়াও পুলিশ পরিচয়ে অজকাল গুম হওয়ার ঘটনাও ঘটছে । বাংলাদেশে বহুল আলোচীত ব্লগার হত্যার একটি হলো অভীজিত্‍ রায়ের হত্যার ঘটনা । যা কিনা পুলিশের প্রত্য্ক্ষ সামনেই সংঘটিত করা হয় । আজ পর্যন্ত এ হত্যা কান্ডের সাথে জড়িত প্রকৃত দোষীকে সামনে নিয়ে আসতে ব্যর্থ হয়েছে পুলিশ । এছাড়াও সাংবাদিক দম্পত্তি সাগর রুনির হত্যা কান্ডের ঘটনার কয়েক বছর পার হয়ে গেলেও হত্যা কারী কাউকেই ধরতে পারে নি পুলিশ । অথচ সরকারের ব্যাপারে অতন্ত সচেষ্ট পুলিশ । সরকারের একমাত্র শত্র হিসেবে আক্ষ্যায়িত জামায়াত শিবির এবং বিএনপি । জামায়াত এবং শিবিরের এতো নেতা কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে যে দল দুটি ক্রমশ দূর্বল হয়ে পড়েছে । তাঁদের অনেকেই প্রধানমন্ত্রীকে গালিগালাজ এর অপরাধে আবার বেশির ভাগকেই হরতালে নাশকতার দায়ে । এ সকল কর্মীদের কেউই গা ঢাকা দিয়ে থাকতে পারে না । সকলকেই পুলিশ ধরতে সক্ষম হয়েছে খুব অল্প সময়ের ব্যবধানে । সুতরাং আমরা এতে কি বুঝতে পারছি ? পুলিশ কার জন্য ? পুলিশ কিসের জন্য ? এসকল প্রশ্ন তুলে দিতে চাই বর্তমান ক্ষমতাশীন সরকারদের উপর । কেননা তারাই তো এর নিয়ন্ত্রক , তারাই তো এর পৃষ্টপোষক । আমার মতে পুলিশকে কাজ করতে হবে নিরপেক্ষ ভাবে । তাঁদেরকে হতে হবে জনগণের রক্ষক । তাঁদেরকে হতে হবে শান্তি এবং ঐক্যের অতন্দ্র প্রহরী । আর যেন পুলিশকে প্রশ্নবিধ না হতে হয় এজন্য সরকারের সজাগ দৃষ্টি থাকতে হবে । কেননা সরকারই পারে সকল সমস্যার ফয়সালা করে দিতে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.