![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। আসসালামুআলাইকুম ।।\nসকলকে শুভেচ্ছা জানাচ্ছি । \n\\\\
আজকাল প্রায়শই চোখে পরে ছাত্রলীগের নানান অপকর্ম আর দুষ্কৃতীর খবর । তাঁরা নিজে নিজেরাই মাঝে মাঝে এতোটাই বেহায়াপনা কাজ কারবার করেন যাতে তাঁদের হিংশ্র পশু বলাও ভুল হবে । বর্তমান সরকারের একটি গুরুত্বপূণ অঙ্গসংঠন হলো এই ছাত্রলীগ । যারা কিনা বিরিয়ানি নিয়েও নিজেদের মধ্যেই মারপিট শুরু করেন । তাঁদের দলেই যদি ঐক্য না থাকে তবে তাঁদের ভবিষ্যত নিয়ে যথেষ্ট চিন্তায় পড়বে আওয়ামিলীগ । বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগ কর্মীদের সোনার ছেলে হিসেবে আখ্যায়িত করেন । আর এই সোনার ছেলেরাই আবার প্রকাশ্যে বৈশাখী অনুষ্ঠানে নারীদের উত্যক্ত করে বেড়ায় । গত ১৪ তরিখের ঘটনা উত্যক্ত বলাটা মনে হয় কম হয়ে যাবে । তাঁরা এতোটাই বেপড়োয়া যে বর্তমানে তাঁদের দলের চরিত্র নিয়েও সন্দেহ দেখা দিয়েছে । তাঁরা এতোটাই উত্তেজিত প্রকৃতির যে চলন্ত বাসেও নারীদেরকে যৌন হয়রানি করে বেড়ায় । ছাত্রলীগের বহু বেহায়াপনা কর্মকান্ড বর্তমানে তাঁদের দল আলীগের উপর বিরাট প্রভাব ফেলেছে । কিন্তু আলীগ তাদেরকে শুধু ধমক দিয়েই ক্ষান্ত হচ্ছেন । এমনকি পুলিশও তাদের কিছুই করতে পারছে না । আজ এই ছাত্র লীগের মধ্যকার দুগ্রুপে সংঘর্ষের ফলে রংপুর মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে । শুধুকি রংপুরে ? না , দেশের প্রতিটি যায়গায় , প্রতিটি স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয়ে এমনকি টয়লেটেও তারা এতোটাই প্রভাব এবং ক্ষমতা বিস্তার করেছে যে তাঁদেরকে মুখ ফসকে জামায়াত শিবিরের মতো সন্ত্রাসী দলই বলতে হয় । যদিও আজ পর্যন্ত শুনি নি যে জামায়াত শিবিরের কোন কর্মী নারীদের উত্যক্ত করেছেন । যাই হোক সে ব্যাপারে যাচ্ছি না । আলীগকে বলতে চাই আপনারা নারীদের যে ব্যাপক ক্ষমতায়ন করেছের তা বিশ্ব ব্যাপী প্রশংসনীয় । কিন্তু এই প্রশংসার সাদা কাগজে কালী ফেলে দিচ্ছে আপনাদেরই অঙ্গসংগঠন ছাত্রলীগ যারা কিনা সোনার ছেলে হিসেবেই সমাদ্রীত । অবিলম্বে এদের ঠেকানো না গেলে বহু খেসারত দিতে হবে আপনাদেরকে । যার প্রভাব হয়তো পড়তে পারে নির্বাচনেও । শিগ্রই ছাত্রলীগদের উত্তেজনা ঠান্ডা করার টিকা বের করুণ নয়তো পরে কোন লাভ হবে না ।
©somewhere in net ltd.