![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। আসসালামুআলাইকুম ।।\nসকলকে শুভেচ্ছা জানাচ্ছি । \n\\\\
বাংলাদেশের সিটি কর্পোরেশন নির্বাচন
পর্যবেক্ষণ শেষে নির্বাচন পর্যবেক্ষণকারী জোট
ইলেকশন ওয়ার্কিং গ্রুপ বা ই-ডব্লুউ-জি বলেছে,
ঢাকা এবং চট্টগ্রামে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি।
ঢাকায় এক সংবাদ সম্মেলনে ই-ডব্লুউ-জি
কর্মকর্তারা বলেন, নির্বাচন প্রক্রিয়া এবং
নির্বাচনের দিনে সংঘটিত অপকর্ম, অনিয়মের
কারণে তারা এই নির্বাচনকে বিশ্বাসযোগ্য বলে
মনে করে না।
সংস্থাটি বলছে, নির্বাচনে উল্লেখযোগ্য মাত্রায়
অনিয়ম ও সহিংসতা হয়েছে। বিপুল ব্যালট ছিনতাই
করে সিল মারার ঘটনা, ভয়ভীতি প্রদর্শন, ভোট
কক্ষ দখল, ও সহিংসতার ঘটনা ঘটেছে।
বুধবার ঢাকা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে
ইডব্লিউজি জানিয়েছে, তিনটি সিটি কর্পোরেশনের
প্রায় ২৭০০শ কেন্দ্রের মধ্যে তারা ৬১৯টি
কেন্দ্র পর্যবেক্ষণ শেষে তারা এই তথ্য পেয়েছে।
ইডব্লিউজি বলছে, নির্বাচনী ফলাফলকে
পরিবর্তনের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এসব
অনিয়ম ও সহিংসতার ঘটনা ঘটানো হয়েছে। এসব
রোধে নির্বাচন কমিশনের ভূমিকাও পর্যাপ্ত ছিল
না।
সূত্র: বিবিসি ।।
সেনা নামানোর কথা বলে বিভ্রান্ত ছড়িয়ে নির্বাচন কমিশনার বলেছিলেন যে , নির্বাচনে এমন কোন পরিস্থীতি সৃষ্টি হয়নি যে সেনাদের মাঠে নামাতে হবে । এখন প্রশ্ন পরিস্থীতি কি তখনই খারাপ হবে যখন একদল অন্যদলকে গুলি করে হত্যা করবে ? মানুষ মরার পরই যদি প্রস্তুতি নেয়া হয় তবে তা কতোটুকু বুদ্ধীমানের কাজ হবে ? মূল কথা হলো মাঠে সেনা ছাড়া আদৌ সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় । এই সিটি নির্বাচনই যার উত্কৃষ্ট প্রমাণ ।
২| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২২
মোঃ সোহানুর রহমান বলেছেন: বাংলাদেশের গণতন্ত্র এতোটাই দূর্বল যে এদেশে একজন ক্ষমতা রক্ষা করতে মরিয়া আর অন্যজন ক্ষমতা পেতে মরিয়া । তাই নিরপেক্ষমূলক নির্বাচন পেতে সেনা বিকল্প আমি দ্বীতিয়টি দেখছি না । কেননা কারচুপি ভোটে ক্ষমতায় যাওয়ার অপর নামই অগণতান্ত্রীক ক্ষমতা । সেনাই সাধারণ জনগণের একমাত্র ভরসা ।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৬
মোঃ সোহানুর রহমান বলেছেন: সেনা মানেই যে সৈরাচার তা কিন্তু ১৯৮৮ এরপর বাংলাদেশ কখনও দেখে নি । আর হয়তোবা কখনও দেখবেও না , কেননা বাংলাদেশ গণতন্ত্রে বিশ্বাসী দেশ । এদেশের দুদলই উদার গণতন্ত্রমনা ।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৮
চাঁদগাজী বলেছেন:
সেনা বাহিনী থাকা কি গণতণ্ত্রের ব্যাপার?