![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। আসসালামুআলাইকুম ।।\nসকলকে শুভেচ্ছা জানাচ্ছি । \n\\\\
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কাচারিকান্দি গ্রামে এনজিওর
কিস্তি দিতে না পেরায় বসতবাড়ি ভেঙে নেয়ার পর অনেকেই
সেই অসহায় মা ও মেয়ের পাশে দাঁড়িয়েছেন । সাহায্য,
সহযোগিতা আর সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনসহ
সাধারণ শিক্ষার্থীরা ।
ইতোমধ্যে বিদেশ থেকে প্রবাসীরা অসহায় ওই
পরিবারটির জন্য আর্থিক সাহায্য পাঠিয়েছেন । ইতোমধ্যে ভেঙে নেয়া ঘরও ফেরত দিয়ে
গেছে বেসরকারি এনজিও ঋণদাতা সংস্থা আশা এর কর্মীরা ।
গত ২ মে দিনমজুর নাসিমা বেগমের করুণ ও হৃদয় বিদারক ঘটনাটি ঘটে ।
এরপরেই তোলপাড় শুরু হয় কালকিনি উপজেলা ও
মাদারীপুর জেলা প্রশাসনে । দেশ ও দেশের বাইরে শুরু হয় আলোচনা সমালোচনার
ঝড়।
ঘটনার ৩৬ ঘন্টা পর কালকিনি
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্দু
বালা ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে দেন। বেসরকারি
সংস্থা আশার কর্মকাণ্ড তদন্তের নির্দেশ দেন ।
রোববার দুপুরে ওসি কৃপাসিন্দু বালা অসহায়
পরিবারটির ১৫ হাজার টাকার ঋণ বহন করার
ঘোষণা দেন । তিনি বলেন, ‘ঋণদানের
কিস্তির বই আমি নিয়ে এসেছি। তাদের কিস্তি আমি
নিজে পরিশোধ করে দেবো’ । এরপর রোববার
রাতের খাবারের জন্য তিনি নগদ এক হাজার টাকা নাসিমা বেগমের হাতে তুলে দেন ।
এদিকে, কালকিনি উপজেলার এনায়েতনগর ইউপি
চেয়ারম্যান শহিদুল্লাহ মারুফ অসহায় মা মেয়ের
খাবারের জন্য দুই হাজার টাকা দিয়েছেন । এছাড়া
ইতালি প্রবাসী জনি আহমেদ ১৫ হাজার টাকা,
মালয়েশিয়া প্রবাসী রংপুর জেলার সবুজ টাকা পাঠানোর
আশা ব্যক্ত করেন।
এদিকে স্থানীয় রাজনীতিবিদদেরও টনক নরেছে । তাঁরাও নাসিমা বেগমকে যথেষ্ট সাহায্যের আশ্বাস দেন ।
ঘর ফিরে পাওয়া ঋণগ্রস্ত দিনমজুরি নাসিমা বেগম চোখের পানি মুছতে মুছতে বলেন , স্বামী চলে যাওয়ার পর
মেয়েকে নিয়ে তিনি অন্ধকারে পড়ে গিয়েছিলেন ,
হারিয়েছিলেন ঘরও । কিন্তু সাংবাদিকদ এবং স্থানীয় লোকজন এবং সর্বপরি প্রশাসনের জন্য তিনি
সব ফিরে পেয়েছেন । তার পাশে অসংখ্য মানুষ এসে
দাঁড়িয়েছে ’ ।
এই না হলে ব্লগ লেখার স্বর্থকতা ! দিনমজুরি নাসিমা বেগমের ঘটনার ঐ দিনেই আমি ঘটনাটি বিভিন্ন ব্লগে প্রকাশ করি । ব্লগগুলোতে অনেক ব্লগার বিষয়টি অনুধাবন করেছিলেন । এছাড়া অনলাইন মিডিয়া সংবাদিকদের চেষ্টায় বিষয়টি প্রশাসন অবধি পৌছতে কোন সময়ই লাগে নি । ব্লগে লেখার এটাই আমার স্বার্থকতা । কেননা প্রশাসন ব্লগ এবং ওয়েবসাইটের ব্যাপারে বেশ সচেষ্ট থাকেন । তাঁরা দৈনিক নিউজের চেয়ে অনলাইন নিউজ তথা ব্লগকেই গুরুত্ব দিয়ে থাকেন । আর এটি তারই প্রমাণ । আমার মতো সমাজের এসকল অবহেলিত মানুষদের বিষয়ে লেখালেখি করলে দেশের মানুষ সজাগ থাকবে । প্রশাসনের টনক নড়বে । সুখি সমৃদ্ধ সমাজ দেশে সুপ্রতিষ্ঠিত হবে ।
২| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:৫১
প্রামানিক বলেছেন: খুব খুশি হলাম। ব্লগের মাধ্যমে এরকম লেখার সফলতা আসুক এটাই কমনা করি। ধন্যবাদ আপনাকে
৩| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:৫৮
মোঃ সোহানুর রহমান বলেছেন: আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ ।
সমাজের নানান অবহেলিত মানুষ এবং সাধারণ জনগণের অধিকার সম্পর্কে আরো বেশি বেশি লেখা সকল ব্লগারদের কাছ থেকেই আশা করছি ।
"কেননা দেশটাতো সবারই ,
দেশের মানুষ সম্পর্কে লেখার দায়িত্ব আমাদেরই"
৪| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:৩১
তাপস কুমার দে বলেছেন: খুব বড় একটা ধন্যবাদ দিলাম
৫| ০৫ ই মে, ২০১৫ সকাল ৭:১৪
বটের ফল বলেছেন: আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
৬| ০৫ ই মে, ২০১৫ সকাল ১১:১৫
গোল্ডেন গ্লাইডার বলেছেন: নাসিমা বেগম চোখের পানি মুছে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ +++++
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:৪৯
আহমেদ জী এস বলেছেন: মোঃ সোহানুর রহমান ,
আশাপ্রদ খবর । তবে এনজিও "আশা"কে ধিক্কার ।
সুখি সমৃদ্ধ সমাজ দেশে সুপ্রতিষ্ঠিত হোক , এ প্রার্থনা আপনার সাথে । ।