![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি কেতাদুরস্ত অভিজাত পরিবেশে অমার্জিত ভঙ্গিতে বসে থাকা উদ্ধত লোকটিকে দেখে আপনার ভাল লাগবে না । তিনি উরুগুয়ের বর্তমান প্রেসিডেন্ট হোসে মুজিকা । তবে তার সংগ্রামের ইতিহাস ও সাদামাটা জীবন যাপনের কথা জেনে আপনার কুঞ্চিত ভ্রু তার আগের অবস্থানে ফেরত যেতে পারে । ইতিপূর্বে আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রপতি দের চমক জাগানিয়া কিছু ঘটনা জেনে চমৎকৃত হয়েছি । কেউ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য টিকেট কেটে লাইন ধরে বসে থাকেন , কেউ দুচাকার সাইকেলে চলাফেরা করেন , কেউ হয়তো বিলাস বহুল সরকারি বাসভবন ছেড়ে সাদামাটা ঘরে রাত্রিবাস করেন , কেউ বুকে প্রচন্ড ব্যথা নিয়ে ও কর্পোরেট হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান ইত্যাদি ইত্যাদি । আমাদের রাষ্ট্র প্রধানেরা অতিমাত্রায় কাঙাল , লোভী আর শঠ বলেই এসব ঘটনা আমাদের আপ্লুত করে বেশি । পক্ষান্তরে আমাদের রাষ্ট্র প্রধানদের জনগনের সেবক ও দেশপ্রেমিক হওয়ার হাস্যকর প্রচেষ্টা গুলো বড্ড বেশি রকমের অশ্লীল ঠেকে ।
উরুগুয়ের বর্তমান প্রেসিডেন্ট হোসে মুজিকা এদিক থেকে ব্যতিক্রম , অন্ততঃ লোকদেখানো ভালমানুষী ও ত্যাগের পরাকাষ্ঠা প্রদর্শন নিয়ে তাঁর যে মাথা ব্যথা নেই রেকলেস বসার ভঙ্গিটি দেখেই ধারণা করা যায় ।
▪ তাঁর 12000 ডলারের মাসিক বেতনের 90% এর ও বেশী চ্যারিটি কার্যক্রমে ব্যায় করেন যাতে দরিদ্র মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তারা উপকৃত হয় ।
▪ তিনি ছিলেন "টুপামারোস " নামের একটি রবিনহুড সংগঠনের গরিলা যোদ্ধা । দুইবার কারারুদ্ধ হন , জেল ভেঙে পালাতে গিয়ে ছয়বার পুলিশের গুলিতে আহত হন ও 14 বছর জেল খাটেন ।
▪ 42 জন স্টাফ সমৃদ্ধ সরকারি প্রাসাদ ছেড়ে রাজধানীর অনতিদূরে একটি সাধারণ ফার্ম হাউজে সস্ত্রীক বসবাস করেন । প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত তিনি বানিজ্যিক ভাবে ফুলের চাষ করে জীবিকা নির্বাহ করতেন ।
▪1987 মডেলের ভক্সওযাগনে চলাফেরা করেন , দুজন সরকারি প্রহরী ও তিন পা ওয়ালা কুকুর তাঁর নিরাপত্তায নিয়োজিত ।
▪বিশ্বের দরিদ্র তম রাষ্ট্রপতি পরিচয়ে তাঁর যথেষ্ট আপত্তি , তাঁর ভাষায় দরিদ্র হল ," It is not the man who has too little, but the man who craves more , who is poor ."
©somewhere in net ltd.