নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রংঙ্গের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন.., এই মন তোমারি আশায়.. স্বপ্নে বিভোর সারাক্ষন.....

shoikot chowdhury

shoikot chowdhury › বিস্তারিত পোস্টঃ

আপনার বেঁচে থাকাকে অভিবাদন

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

আপনি কি কখনও আপনার অস্তিত্বের সম্ভাবনা নিয়ে ভেবে দেখেছেন ?
আসুন আমি আপনাকে সাহায্য করছি -
▪একজন মানুষের শরীরে দৈনিক গড়ে বিশ লক্ষ স্পার্ম তৈরি হয় ।
▪সারাজীবন গড়ে চারহাজার পাঁচশ কোটি ।
▪প্রতিটি স্পার্মের আছে সুনির্দিষ্ট ডি এন এ ।
▪প্রত্যেক মানুষ গড়ে তিনজন সন্তানের জন্ম দেয় ও প্রতিপালন করে ।
▪যেহেতু আপনার জন্মের জন্য আপনার বাবার একটি মাত্র স্পার্ম প্রয়োজন সেহেতু এক্ষেত্রে আপনার সম্ভাবনা ছিল 1:15000000000
এখানেই কি শেষ ? অবশ্যই না ।
▪আপনার দাদার একটি স্পার্ম থেকে আপনার বাবার জন্ম হওয়া ও আপনার বাবার একটি স্পার্ম থেকে আপনার জন্ম হওয়ার সম্ভাবনা ছিল 1:144000000000000000000 ।
▪আপনার দশ প্রজন্ম ( এক প্রজন্ম= 25 বছর ) পূর্ব পুরুষ থেকে আপনার অস্তিত্বের সম্ভাবনা ছিল 1:600000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 ।
▪ সৃষ্টির শুরু থেকে ধরলে আদম থেকে আপনি পর্যন্ত আসার সম্ভাবনা ছিল 1:18000000000000000000000000000000000000000 ... (এবং আরও 5000000 শূণ্য ) ।
▪ এখানেই শেষ নয় , এ পর্যন্ত শুধু পিতৃত্বের ফ্যাক্টর গুলো ধরা হয়েছে । মাতৃত্বের ফ্যাক্টর , বাবার মৃত্যু , মায়ের মৃত্যু , গর্ভপাত, শৈশব কালীন মৃত্যু ইত্যাদি স্বাভাবিক ও অস্বাভাবিক ঘটনাকে হিসেবের আওতায় আনা হয়নি ।এসব ধরা হলে আপনার অস্তিত্বের সম্ভাবনা ছিল প্রায় শূণ্য ।
▪কি অচিন্ত্যনীয় বিরাট দৈবাৎ সম্ভাবনার যোগফল আপনার এই অস্তিত্বশীলতা !! সকল শূণ্য সম্ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে আপনি বহাল তবিয়তে শতভাগ বেঁচে আছেন - আপনার বেঁচে থাকাকে অভিবাদন ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

গেম চেঞ্জার বলেছেন: মাথাটা ঘুরতেছে রে ভাই!!

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

ডাঃ মারজান বলেছেন: স্পার্মকাহন।অভিবাদন গ্রহন করলাম। মজা পাইলাম। ধন্যবাদ।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

shoikot chowdhury বলেছেন: ধন্যবাদ ডাঃ মারজান ভাই

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

ক্রিবিণ বলেছেন: শূণ্য গুনতেই টেক্সট শেষ...

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:১৮

আন্ধার রাত বলেছেন:
অন্য সবার কথা জানিনা, আমার জন্মটার কি দরকার ছিল সে হিসেব মিলাতে পারিনা। :(( :(( :((

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২৮

shoikot chowdhury বলেছেন: কেন ভাই কি হইসে????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.