নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রংঙ্গের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন.., এই মন তোমারি আশায়.. স্বপ্নে বিভোর সারাক্ষন.....

shoikot chowdhury

shoikot chowdhury › বিস্তারিত পোস্টঃ

আমার এলোমেলো ভাবনা

১৩ ই অক্টোবর, ২০১৫ ভোর ৪:২৬

রাত প্রায় ২টা। কিন্তু রাতটি নিঝুম না। রাস্তার পাশে বাসা হওয়ায় ক্ষণে ক্ষণে ট্রাক, কিংবা অন্য কোন গাড়ির দ্রুত হর্ণ বাজিয়ে যাওয়ার শব্দ হচ্ছে। ঘুমাতে ইচ্ছা করছে না। কিন্তু আমি জানি যতটুকু জেগেছি তাতেই সকালে ঘুম ভাঙ্গার পর থেকেই চোখ জ্বালা করবে কম ঘুমের কারণে। ঘুম দরকার শরীরের জন্য। আর মনের জন্য কি চাই? মনের অস্থিরতা দূর হচ্ছে না। মনের বিক্ষিপ্ত চিন্তাগুলি মনতে শান্ত হতে দিচ্ছে না। সব কিছু অগোছালো, এলোমেলো লাগে।


ঘরটা এলোমেলো, অফিসের চেম্বারটা এলোমেলো, কম্পিউটারের ফাইলগুলি এলোমেলো, জীবনের প্রয়োজনীয় কাজগুলিও এলোমেলো হয়ে আছে। তবুও মানব জীবন এগিয়ে চলছে। আমার জন্য নির্ধারিত সময়টুকুন পার করে চলছি আশেপাশের মানুষগুলির স্নেহ, ভালবাসা, শ্রদ্ধা নিয়ে।


আমি জানি আমার চিন্তাগুলি আজ এলোমেলো। তবুও আমি আমার কিবোর্ড চেপে যাব দেখি কতটা এলোমেলো চিন্তা আমার মাথাটাকে নষ্ট করে দিতে পারে।


ফেসবুকে আমার পছন্দের কিছু মানুষ আছে যারা আমারই মতো রাত জেগে বসে আছে। তারা ফেসবুকে কি করে জানতে ইচ্ছে করে। নক করা যায় কিংবা তাদের প্রোফাইলে গেলেই দেখা যায়। কিন্তু যতবার গিয়েছি দেখেছি তারা আসলে তেমন কিছু করছে না।


কিবোর্ড চাপতে চাপতেই একজনকে জিজ্ঞেস করলাম, ”ভাই জেগে আছেন?” বললো হ্যা। আমি বললাম, এতো রাতে জেগে কেন? ... বলে বউ নাইট ডিউটিতে ... বউয়ের সাথে কথা বলি। মানুষের কষ্টের এটা আরেক রূপ। দুইটা বাচ্চাকে বাপের কাছে রেখে মা গিয়েছে অফিসে নাইট ডিউটিতে। আমারতো অন্ততঃ এই কষ্টটা নেই।


এতো রাতে মানুষের জেগে থাকা মানুষগুলিকে নিয়ে আমার আরেকটা ভাবনা হলো এই মানুষগুলি রাতের সময়টা পছন্দ করে কারণ এই সময়টাতে যেই মানুষগুলি তার মতো শুধু তারাই জেগে থাকে। যারা তার মতো নয় তারা এ্খন ঘুমোচ্ছে। অর্থাৎ এখনকার পৃথিবী শুধু তার আর তার সমভাবনার মানুষের। এরা রাত ভালবাসে, এরা চিন্তা বেশী করে। আর চিন্তা বেশী করে বলেই তাদের কষ্ট বেশী।


আমার চিন্তাগুলি বিক্ষিপ্ত আমি জানি। আমি কি লিখছি আমি নিজেও ঠিক বুঝতে পারছিনা। কিছুক্ষণ আগে আমি কি লিখেছি তা আমি আর পড়ে দেখবো না। কারণ রিভিউ করতে গেলে হয়তো সবটাই মুছে ফেলতে ইচ্ছে করবে। আমি অন্য কোন এক সময়ে আমার মনের এই ভাবনাগুলি পড়ে দেখবো। ভেবে দেখতে চাই আমি কতটা অসংলগ্ন চিন্তা করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.