নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রংঙ্গের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন.., এই মন তোমারি আশায়.. স্বপ্নে বিভোর সারাক্ষন.....

shoikot chowdhury

shoikot chowdhury › বিস্তারিত পোস্টঃ

" কে যাবে আমার সাথে ? "

২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:০৮


লালন সাঁইজি তাঁর গানে বলেছেন, " নিকাশের দায়েই করে খাড়া, মারবে রে অতশের কোড়া, সোজা করবে ব্যাকা ত্যাড়া, জোর জবর খাটবেনা তাতে / কে তোমার আর যাবে সাথে, কোথায় রবে এ ভাই বন্ধু, পড়বি যেদিন কালের হাটে ! "
তাইতো ? কে যাবে আমার সাথে ? সারাটা জীবন যাদের জন্য সংগ্রাম করেছি, যাদেরকে ভাল রাখতে প্রানান্তকর চেষ্টা-অপচেষ্টা, ধন-সম্পদ, চুরি-চামারী, ক্ষমতা-অক্ষমতা, দৌড়-ঝাঁপ, দখল-দখলবাজি....... কতইনা কত কিছু করছি। তাদের কেউকি যাবে সাথে ?
প্রিয়তমা স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন সকলেই ভুলে যাবে সাড় তিন হাত মাটির নিচে চাপা দিয়ে। প্রথমে কান্না-আহাজারী, তারপর ক'দিন আগরবাতি, তারপর আবার স্বাভাবিক চলবে গতি, যেভাবে আমিও চলছি.....। ঘাসে-নোংরায় ভরে যাবে গোর, বছরে হয়তো একবার জিয়ারত, তারপর................!
তাহলে কেন ? কেন এই অসম প্রতিযোগিতা, মারামারি-হানাহানি। বিবেককে বন্দক রেখে অন্যের মুখের আহার কেড়ে নিয়ে সম্পদের পাহাড় বাননোর কোন ইঁদুর দৌড়ে কে কাকে পিছনে ফেলছি......!
সব কিছু করলে সাবাড়
যা ছিলনা একেবারেই তোমার,
ঘাপটি মেরে ধরলে তাকে
সব পথ রুদ্ধ করে,
হাপুস হুপুস খিস্তি মেরে
ঝোলাগুলো সব ভরে নিলে,
ভাবলে তুমি পগাড় পার
ধরা ছোঁয়ায় নেইকো হার,
রাতারাতি নামের পাশে
জুড়ে দিলে খ্যাতির বলি,
ভাবলে না আর কোথায় রবে
কেমনে যাবে আসল পাড়ে,
সাথে যাবে আর কি তোমার !
জানিনা, ওপাড়ে যাবার....পার পাবার জন্যে কি করতে পারলাম, সঞ্চয়ের ঝুলির তলা ফুটা না তালি দেয়া তাওতো দেখার সময় মিললোনা !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:২২

চাঁদগাজী বলেছেন:


লালন ছন্দ মিলায়ে গান বানায়েছেন, এগুলোর তেমন কোন অর্থ নেই।

২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:৫৭

shoikot chowdhury বলেছেন: জীবনের অনেক কিছুরই তো অর্থ হয় না রে ভাই। তারপর ও জীবন জীবনের মত কেটে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.