![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব দেখতে ইচ্ছে করে তোমায়
রাতের দ্বিপ্রহরে যখন সবাই গভীর ঘুমে
কিংবা রোদ তপ্ত খর দুপুরে-
খুব ভাবতে ইচ্ছে করে পাশেই আছো
যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে,
পাশ ফিরলেই বুক ভরে ঘ্রাণ নেওয়া যাবে!
খুব জানতে ইচ্ছে করে কেমন আছো
ব্যস্ত দিনের ক্লান্তি নিয়ে,
হঠাৎ ঘুম ভেঙে এখনো কি আমায় খোঁজ?
খুব বলতে ইচ্ছে করে আবার তুমি আমার হও,
একটা নশ্বর জীবন শুধু তোমার জন্যে কাটাতে চাই-
তীব্র হাহাকার তবু তৃষ্ণা মিটিয়ে ভালবাসতে চাই!
১৬ ই জুন, ২০২১ রাত ১২:১০
সোনালী সকাল ১৩ বলেছেন: ব্ল্যাক ডেথ সম্পর্কিত আপনার লেখাটা পড়ার ইচ্ছে ছিল। কোন এক সময়, সময় করে পড়ে নেব ইনশাআল্লাহ। এই জন্যে অনুসরণ করে রাখলাম আপনাকেও ধন্যবাদ কমেন্টের জন্যে
২| ১৪ ই জুন, ২০২১ রাত ১০:১৪
জটিল ভাই বলেছেন:
ইচ্ছেগুলো পূরণ করুণ
ভালো লাগলো
১৬ ই জুন, ২০২১ রাত ১২:১৩
সোনালী সকাল ১৩ বলেছেন: হাহা... সব ইচ্ছে পূরণ হবার নয়! কিছু ইচ্ছে অপূর্ণ না থাকলে লেখা হবে কেমন করে!!
লেখা ভাল লেগেছে জেনে ভাল লাগলো মন্তব্যের জন্যে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০২১ রাত ১:৫৮
ডঃ এম এ আলী বলেছেন:
আপনার কাছে মধ্যরাত আর তপ্ত দুপুর লাগে ভাল
সোনালী সকালতো আরো ভাল, এসময়ে ভিজাচুলে
ভোরের আলো এসে ভুলিয়ে দিক মধ্য রাতের যতসব
বিরহ যাতনা ,কবিতা পাঠে রেখে গেলাম এই কামনা।
অনুসরণ করার জন্য ধন্যবাদ