![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নবাজ অভি নিকেই এখন আমার অবস্থান !
বেরোয়াসের আর্শীবাদ সিক্ত হীম বাতাস
ছুঁয়ে যায় আমার আদ্যোপ্রান্ত ।
সে বাতাসে সুগন্ধী নেই,
হীম হয়ে যাওয়া সুখপাখিটার ডানা ঝাপটানো আর্তচিৎকার সে বাতাসে ভেসে বেড়ায় !!
সুখপাখিটা কেঁদে যায় , বেরোয়াস তাতে অট্টহাসি হাসে !
নিয়তির অন্তরালে সে হাসি ঘুরে ফিরে সুগন্ধী ফুলের কানে লাগে .......... চটপট করে ফুলগুলো , নিষ্টুর বাতাসে উড়ে আসে বৈকী , বোকা আমায় আর ছুঁতে পারেনা , সুখপাখিটার আর্তনাদ ও আমায় আর স্পর্শ করেনা !!!!!!
কুঁড়ে কুঁড়ে আমার আমিকে কেবল ছিদ্র করে চলে বেরোয়াসের চিৎকার !
নিখাদ যন্ত্রণায় সেই আমি যখন ছটপট করি তখন শুণ্যতায় কান পাতলেই কেবল আঁধারের হাহাকার , বহুদূর , বহুদূর শুন্যতা ভরা হাহাকার মিশে যায় অন্ধকার পৃথিবীর নিরস বাতাসে !
ছবিসুত্র : গুগল !
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১
স্বপনবাজ বলেছেন: পূরাণ মতে বেরোয়াস হলো শীতকালের ঠান্ডা বাতাসের দেবতা !
২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১
আশিক মাসুম বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা !! অপেক্ষায় ছিলাম +++
খুব খুব খুব ভাল লাগলো। এমনিতেই মনটা খারাপ ছিল। তার উপর এই কবিতা পরে মনটা পুরাই খারাপ হইলো।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩
স্বপনবাজ বলেছেন: মন খারাপ করে দেয়ার লাইসেন্স নিছি যে খবর পান নাই ??
ধন্যবাদ আশিক ভাই !
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
একজন আরমান বলেছেন:
এতো কঠিন কঠিন কবিতা লিখেন কেন ভাই?
আমার মতো মূর্খের তো বুঝতে হলে ২/৩ বার পড়তে হয়।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১১
স্বপনবাজ বলেছেন: জীবন টাই যে ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে আরমান ভাই !
ধন্যবাদ আপনাকে !
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।
বিষাদী কবিতার জয় হোক
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১২
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ ভাই !
জয় হোক সুখপাখিটার ! জয় হোক বিষাদের বিদায়ের !
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩
তারছেড়া লিমন বলেছেন: ভাল হয়েছে ভাই.......
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ লিমন ভাই !
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার ||
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ !
৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: মৃদু জলোচ্ছাসের মত মাথার উপ্রে দিয়া গেছে। আমার মাথায় যখন আটকায়নাই তখন জিনিসডা ভালাই হইছে।
++++++ না দিলে বোকামি।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪
স্বপনবাজ বলেছেন: হাহাহাহা
ধন্যবাদ মিতা !
৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১০
shfikul বলেছেন: কবিতা ভালো লেগেছে।তবে গুগল সার্চেও বেরোয়াস শব্দটা পেলাম না।এটা কি বাংলা শব্দ?জানাবেন দয়া করে।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২১
স্বপনবাজ বলেছেন: Click This Link
এই লিঙ্কে দেখতে পারেন , উইকিপিডিয়াতে আমি প্রথম দেখেছিলাম , বেরোয়াস হলো শীতকালের বাতাসের দেবতা !
অনেক ধন্যবাদ আপনাকে !
৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৩
একজন আরমান বলেছেন:
ঠিক বলেছেন।
জীবনটাই ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে !
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৮
স্বপনবাজ বলেছেন: ঠিক তাই !
১০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১২
ভিয়েনাস বলেছেন: কুঁড়ে কুঁড়ে আমার আমিকে কেবল ছিদ্র করে চলে বেরোয়াসের চিৎকার !
খুব অল্প কথায় শূন্যতা আর হাহাকারের চমৎকার প্রকাশ
ভালো লাগা জানালাম
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস !ভালো থাকবেন !
১১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩২
কবীর হুমায়ূন বলেছেন: কবিতার কাব্যতায় মুগ্ধ।
ভালো থাকুন কবি।
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ !
১২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫২
মেহেদী হাসান মানিক বলেছেন: এত কঠিন কবিতা কেনু
++
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ মানিক ভাই !
১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০
শূন্য পথিক বলেছেন: ভালো লাগা। +
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ !
১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩
ৎঁৎঁৎঁ বলেছেন: দারুণ সুন্দর! অনেক ভালো লাগা রইলো।
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে !
১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা ভালো লাগলো।
অটঃ আদ্যোপ্রান্ত হবে।
আর্তনাদের সাথে চিৎকার যায় না। বরং আর্তচিৎকার লিখতে পারেন!
৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ কবি !
মনে থাকবে আপনার উপদেশ , ভালো থাকবেন !
১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ভালোলাগলো..............
শুভকামনা
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ চিল ! ভালো থাকুন সবসময় !
১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
কালোপরী বলেছেন: +++++++++++++
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ কালোপরী !
১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
সুখপাখিটা কেঁদে যায় , বেরোয়াস তাতে অট্টহাসি হাসে ! ++++++++++++++++++++++++
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই !
১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: থটটা ধরতে পারার পরেই খুব ভাল লাগলো, দুইবার পড়লাম +++ ১১ তম ভাল লাগা ভাই।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১
স্বপনবাজ বলেছেন: মন দিয়ে পড়ার জন্য এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ !
২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১
বটবৃক্ষ~ বলেছেন: একজন আরমান বলেছেন:
এতো কঠিন কঠিন কবিতা লিখেন কেন ভাই?
আমার মতো মূর্খের তো বুঝতে হলে ২/৩ বার পড়তে হয়
আমারও
বিষাদময় জটিল কাব্য...
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪১
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ ! বিষাদের উৎপত্তি আর বিচরণক্ষেত্র জটিলতা থেকেই !
২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩
মাক্স বলেছেন: কবিতায় ভালোলাগা!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ অনেক মাক্স !
২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮
চয়নিকা আহমেদ বলেছেন:
খুব খুব সুন্দর!!!
অন্য রকম!!!
নিখাদ যন্ত্রণায় সেই আমি যখন ছটপট করি তখন শুণ্যতায় কান পাতলেই কেবল আঁধারের হাহাকার , বহুদূর , বহুদূর শুন্যতা ভরা হাহাকার মিশে যায় অন্ধকার পৃথিবীর নিরস বাতাসে !
পোস্টে প্লাস!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপু !
২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
আমি বাঁধনহারা বলেছেন:
খুব ভালো লাগল!!
+++++++++
হারিয়ে যাক দুঃখ-জরা
এই দো'য়া করে গেলাম
আমি কবি বাঁধনহারা।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ কবি বাঁধনহারা !
২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১
নীলফরিং বলেছেন:
নিখাদ যন্ত্রণায় সেই আমি যখন ছটপট করি তখন শুণ্যতায় কান পাতলেই কেবল আঁধারের হাহাকার , বহুদূর , বহুদূর শুন্যতা ভরা হাহাকার মিশে যায় অন্ধকার পৃথিবীর নিরস বাতাসে !
সুন্দর।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ ফরিং ! শুভকামনা থাকলো !
২৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
রাইসুল নয়ন বলেছেন: খুব অল্প কথায় অনেক বোঝালেন কবি ।
মুগ্ধ পাঠ ।
ভালো থাকুন ভাই ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন ভাই ! কবি শব্দটার যোগ্যতা আমার নাই , পাশেই থাকুন !
২৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
ইনকগনিটো বলেছেন: পাঠে ভালো লাগা জানবেন!
অঃ টঃ "ছবিসুত্র গুগল" লাইনটাকে আরেকটু নিচে নামিয়ে দিন। ভালো লাগবে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে ! উপদেশ সাদরে গৃহীত !
২৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১০
অবচেতনমন বলেছেন: নিখাদ যন্ত্রণায় সেই আমি যখন ছটপট করি তখন শুণ্যতায় কান পাতলেই কেবল আঁধারের হাহাকার , বহুদূর , বহুদূর শুন্যতা ভরা হাহাকার মিশে যায় অন্ধকার পৃথিবীর নিরস বাতাসে !
অসাধারন অনুভূতী,,,,,,,,,,
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২১
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ অবচেতনমন ! শুভকামনায় থাকুন প্রতিক্ষণ !
২৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৫
লক্ষ্মীপেঁচা বলেছেন: কষ্ট আর যন্ত্রণার কথাগুলো সুন্দর করে বলেছেন। কষ্টের বোঝা দূরে ছুড়ে ফেলে দিন।
কবিতায় ভালোলাগা । অনেক ভালো থাকুন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯
স্বপনবাজ বলেছেন: অনেক দিন পরে ! ধন্যবাদ আপনাকে !~
২৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২
সায়েম মুন বলেছেন: কবিতা পড়ে আমারো মন হাহাকার করে উঠলো।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪
স্বপনবাজ বলেছেন: শুভকামনা সায়েম মুন ! সাথেই থাকুন !
৩০| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬
শিপু ভাই বলেছেন:
২ বার পড়ছি!!!
বিষাদ মাখা খুব সুন্দর কবিতা +++++++++++++++++++
তয় বুঝি নাই!!!
১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
স্বপনবাজ বলেছেন: কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যোবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেরোয়াসের শব্দটার মানে?