![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নবাজ অভি নিকেই এখন আমার অবস্থান !
ঘুমঘরের কপাট খুলে তাকিয়ে দেখি তিনটি পাখি ঘর ময় উড়ে বেড়াচ্ছে! পাখি তিনটা লাল! ওরা নাকি আমায় গল্প শুনাবে!
পাখি তিনটা থাকতো এক স্নিগ্ধ কণ্যার সাথে! কণ্যা ওদের রোজ গান শুনাতো, গল্প করতো, কবিতা শোনায়, কাশবনে ঘুরতে নিয়ে যেত! বদ্ধ খাচায় ও পাখি তিনটে তাই বড্ড খুশি!
বিকেলের ছাদে কন্যা ওদের সাথে গল্প করে! তার বাবা তার জন্য পাত্র দেখছে! পাখিদের মন খারাপ হয়, আর যদি গান না শুনতে পায় কন্যার!
.... ধুর বোকার দল তোদের ফেলে কোথায় যাবো! কিন্তু জানিস বাবা যাদের দেখে তাদের কাউকেই ভালো লাগেনা, আমার অযোগ্য! ওরা গান ভালোবাসেনা, ওরা কবিতা বুঝেনা ! শুনে পাখি তিন টার আরো মন খারাপ হয়!
তাই কন্যা ওদের নিয়ে নদীতীরের কাশবনে যায়!
হাওয়ার তালে উড়তে থাকা কাশফুল গুলো ওদের উচ্ছ্বাসে যোগ দেয়! রাজকন্যা ওদের কবিতা শুনায়
" তোরা জানিস, আমার স্বপ্নপুরুষ এলো! সে আমার সাথে সুর মিলিয়ে গান গায়, সে আমার কবিতায় আঁকিবুকি করে! সে আমার বুকের স্পন্দন টের পায়! সে আমার স্বপ্ন পুরুষ! "
——— জানিস আমার স্বপ্নপুরুষ তোদের কবিতা শুনাবে! বিকেলের নদীতীরে পাখি তিনটা কাশবনের দোলায় রাজকন্যার স্বপ্নে হারিয়ে যায়!
আরেক দিন বিকেল বেলা কন্যা খুব খুশি ! কাশবনে এসে কন্যা উড়তে থাকে স্নিগ্ধ কাশফুলের তালে ! তার লালচে ওড়না টা উড়ে এসে খাচার উপর দিয়ে হারিয়ে যায় !
--- তোরা জানিস , আমি সত্যি পেয়ে গেছি আমার স্বপ্ন পুরুষ ! সে আমার সাথেই পড়ে ! সে আমার গান ভালোবাসে , কবিতা ভালোবাসে , সে আমায় ভালোবাসে ! পাখিদের সাথে নিয়ে বসন্ত পার করে দেয় ! রাজকুমার কে নিয়ে অনেক খুশি !
একদিন বাস্তব এসে ভর করে গল্পে ! কন্যার জন্য সুযোগ্য পাত্র নিয়ে এসেছে বাবা ! কেঁদে কেঁদে মেয়েকে বলে “তোর আরো ছোট দুটি বোন আছে , আমার যাবার সময় হলো , তুই আর না করিস না !” বাবার চোখের জল চূর্ণ বিচুর্ণ করে দেয় তাকে ! পাখিদের বড্ড মন খারাপ ! কি হবে তার স্বপ্ন পুরুষ আর তার সাথে দেখা রংধনু স্বপ্নের !
দেরী না করে বাবার কথা বলে তার রাজকুমার কে ! শুনেই রেগে যায় তার রাজকুমার ! বিয়ে কিছুতেই করা যাবেনা ! বাবার চোখের জল আর নিজের স্বপ্নের রঙ মিলেমিশে একাকার !
স্বপ্ন পুরুষ ইদানিং আর কন্যাকে বিশ্বাস করেনা ! যদিও বিয়েটা ভেঙ্গেছে !
আরেকবার বিয়ের আয়োজন , স্বপ্ন পুরুষ কে বললো আর দেরী করোনা ! বাবার সাথে কথা বলো ! স্বপ্নপুরুষ দুঃস্বপ্ন হয়ে যায় ! সে কিছুতেই দেখা করবেনা !
একদিন কন্যাকে নিয়ে ঘুরতে গিয়ে কন্যার উপর ঝাপিয়ে পড়ে ! পাখি তিনটা আর্তনাদে ছটপট করে ! কন্যার সর্বস্ব লুটে নিয়ে পায়ে ধরে মাফ চায় রাজকুমার ! অনেক ভালোবাসে তাই হারানোর ভয় তাকে পাগল করে দিচ্ছে !
বাড়িতে বিয়ের আলাপ আসলেই তার কল্পনার স্বপ্নপুরুষ ভয়ানক হয়ে যায় ! সে বাবার সাথেও দেখা করবেনা , বিয়েও করতে দিবেনা ! কুৎসিত এক পথ বেচে নেয় সে , সেদিনের করা নোংরা বিডিও দেখায় সে ! নিজেই বিয়ে না ভাঙ্গলে এসব দিয়ে ক্ষতি করবে !
নিখাদ ভালোবাসার মরণ হতে পারতো তখনই ! শুধুই ঘৃণা ! খুব ভীতু কন্য বাবার সম্মানের কথা ভেবে চুপ থাকে ! ইদানিং কথায় কথায় গায়েও হাত তুলে কল্পনার রাজকুমার ! বাবার চোখের জল আর নিজের স্বপ্নভঙ্গের জল মিলে পাখিদের গায়ে রক্ত হয়ে পড়ে !
প্রতিবার গায়ে হাত তুলে শিশুর মত কান্না করে ! সে অনেক ভালোবাসে , কিন্তু এখন গেলে বাবা মেনে নিবেনা তাই যাবেনা , আবার হারাবেও না কিছুতেই !
কন্যার মায়া হয় ! বাবাকে বলে তার ভালোবাসার কথা ! বাবা সময় বেধে দেয় , পড়াশুনা শেষ করার পর আরো দু বছর !
আবার বসন্ত ফিরে আসে ! আবার স্বপ্নের ক্যানভাসে আঁকিবুঁকি ! ফিরে আসে কাশবনের মৃদু হাওয়ার ছন্দালাপ !
একদিন কন্যা জানলো তার স্বপ্ন পুরুষ মাদকাসক্ত ! মাদকের ছোবলে তার ভবিষ্যত অন্ধকার ! আরেকটি লড়াই , ভালোবাসার মানুষ টিকে মানুষ করার ! কিন্তু হয়না ! নিংড়ানো ভালোবাসা হেরে যায় মাদকের কাছে বারবার ! এদিকে বাবার দেয়া সময় শেষ প্রায় ! মনে করিয়ে দিলেই সেই ভয়ানক চেহারা ! সেই ভয় দেখানো , গায়ে হাত তুলা !
এসব আর কন্যার খারাপ লাগেনা ! সয়ে গেছে ! তার কষ্ট একটাই যাকে ভালোবেসে সব হারালো সে কখনোই ভালোবাসেনি ! কন্যা অন্য কিছু ভাবতে পারেনা ! আশ্চর্যজনক ভাবে তার মনন জুড়ে সেই ভয়ানক মানুষ টি !
অনেক দিন হলো পাখিদের গান শোনায় না ! কাশবনে কবিতার আসর বসেনা ! শুধু চোখ বেয়ে পড়া রক্তজলে পাখিদের শরীর লাল হয় ! তাই কন্যা ওদের মুক্তি দিয়েছে , যন্ত্রণার সঙ্গী করতে চায়না ! কিন্তু পাখিরা এই মুক্তি চায়না , ওরা ওদের স্নিগ্ধ কন্যার মুক্তি চায় !
“এই গল্পটি প্রিয় ব্লগার কান্ডারী অথর্ব ভাই কে উপহার দিলাম ! তার জন্য লিখেছি ”
বিঃ দ্রঃ বাস্তবই কল্পনা হয়ে ধরা দেয় ! কারো সাথে মিলে গেলে ক্ষমাপ্রার্থী !
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৫
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম ভাই ! গল্প লিখতে পারিনা , লিখতে গেলেই এমন অখাদ্য কিছু একটা হয়ে যায় ! ভালো লেগেছে জেনে ভালো লাগলো !
২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৫
একজন আরমান বলেছেন:
এক কথায় দারুন হয়েছে ভাই।
আসলে মানুষ যা চায় তা পায় না,
আর যা পায় তা ভুল করে পায়।।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৬
স্বপনবাজ বলেছেন: একদম !
৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৫
আমিনুর রহমান বলেছেন: মন খারাপ করা গল্প।
অসম্ভব ভালো হয়েছে গল্প +++
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৬
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুর ভাই !
৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:১০
শুকনোপাতা০০৭ বলেছেন: ঠিকই বলেছেন,বাস্তবই কল্পনা হয়ে ধরা দেয়..
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩০
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ জানবেন !
৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২
তারছেড়া লিমন বলেছেন: এক কথায় অসাধারন...........
১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৩
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ !
৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
অসাধারণ লেগেছে স্বপ্নবাজ ভাই!!!! পুরাই সময় উসুল, দুইবার পড়লাম। +++++++++
১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৪
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ , ধন্যবাদ !
৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো ++
১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৪
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ কবি !
৮| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:১০
বনলতা মুনিয়া বলেছেন: একজন আরমান বলেছেন:
এক কথায় দারুন হয়েছে ভাই।
আসলে মানুষ যা চায় তা পায় না,
আর যা পায় তা ভুল করে পায়।।
সহমত............
১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৫
স্বপনবাজ বলেছেন: সহমতে ধন্যবাদ ! পোষ্ট পাঠে আরেকবার !
৯| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৯
লক্ষ্মীপেঁচা বলেছেন: অসাধারন লিখেছ । তোমার লেখার মান অনেক ভালো । চর্চা করলে কোথায় গিয়ে যে দাঁড়াবে তুমি নিজেও জানোনা । স্বপ্নের কথা লিখে যাও। আশা ভঙ্গের কথা লিখে যাও। আশা পূরণের কথা লিখে যাও । আর কেউ পড়ুক না পড়ুক , আমি পড়বো।
তোমার লেখার ফ্যান হয়ে গেলাম। লেখায় বাড়তি কোন শব্দের বাড়াবাড়ি নেই। যা লিখেছ খুবি গুছিয়ে লিখেছ । লেখায় ++++++
ভালো থাকো ।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২
স্বপনবাজ বলেছেন: অসাধারণ মন্তব্যে ব্যাপক লজ্জা পাচ্ছি ! অনেক ধন্যবাদ !
১০| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লেগেছে।।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:০৫
স্বপনবাজ বলেছেন: আপনাকে ধন্যবাদ !
১১| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি দেখেছি এই মাদকের জন্য অনেক সংসার ভেঙে গেছে, অনেক পরিবার সমাজের কাছে বারবার হেও হয়েছে। তবে নেশা গ্রস্ত মানুষ গুলোকে ঘৃণা না করে কিংবা তাদের উপর কোন সিদ্ধান্ত হুট করে চাপিয়ে না দিয়ে শুধু যদি ভালবাসা দিয়ে কাছে রাখা যায় তবে সুফল পাওয়া যায় এটাও সত্যি।
চমৎকার হয়েহে পরীক্ষার এত টেনশনের মাঝেও যে লিখেছ । পোষ্ট প্রিয়তে নিলাম।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬
স্বপনবাজ বলেছেন: ঠিক বলেছেন !
ধন্যবাদ অনেক অনেক ভাই !
১২| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৩২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: গল্পটা ভালো হয়েছে। ম্যাসেজটা ভালো। তবে আমার মনে হয়, আরো প্রাঞ্জল হলে সুখপাঠ্য হত। যারা ভালো কবিতা লিখেন, তাদের গল্পগুলোতে বেশ কিছু সুন্দর ম্যাটাফর লক্ষ্য করা যায়। এই লেখাটিও ব্যতিক্রম নও। ঘুমঘরের কপাট, স্বপ্নপুরুষ ইত্যাদি বেশ কিছু সুন্দর ম্যাটফর ভালো লাগল।
শুভেচ্ছা রইল অনেক।
১০ ই মার্চ, ২০১৩ রাত ২:২৪
স্বপনবাজ বলেছেন: দামী মন্তব্যের জন্য ধন্যবাদ !
১৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
কা _ ভা কিছু সুন্দর দিক তুলে ধরেছেন ভাল লাগল।
১০ ই মার্চ, ২০১৩ রাত ২:২৬
স্বপনবাজ বলেছেন: হুম !
১৪| ১০ ই মার্চ, ২০১৩ রাত ২:২২
বাংলার হাসান বলেছেন: খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। চমৎকার +++++
১০ ই মার্চ, ২০১৩ রাত ২:২৭
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই !
১৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
পোস্টে ভালোলাগা।
চোখে স্নিগ্ধ কন্যা!
১০ ই মার্চ, ২০১৩ রাত ২:৪২
স্বপনবাজ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ !
১৬| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৫
মাক্স বলেছেন: গুড ওয়ান!
++++++
১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৬
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ মাক্স !
১৭| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬
ব্লগার রবিন বলেছেন: সুন্দর লেখা, চালিয়ে যান।
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ , সাথে থাকবেন আশা করি !
১৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:০৭
মোঃ নুর রায়হান বলেছেন: প্রথমে ভাবলাম কবিতা।
পরে পড়ে বুঝলাম ছোটগল্প।
দারুণ লিখেছেন।
তবে ভাবটা আসলে একটু কঠিন।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬
স্বপনবাজ বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ! ভালো ত্থাকবেন !
১৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫২
জাবেদ ফেনী বলেছেন: ভালো হয়েছে
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩০
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ !
২০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৬
নিশীপাখি বলেছেন: সকল চাওয়াই বাস্তবায়িত হয়না.....
সুন্দর গল্প
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:১৯
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ !
২১| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Comotkar !
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৩
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে ! অনেক দিন পর দেখলাম আপনাকে !
২২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৭
বটবৃক্ষ~ বলেছেন: খুব চমতকার রুপকথা ভেবে পড়ছিলাম....কিনতু শেষে এসে বাস্তবতার মুখোমুখি!!
বর্ননা খুব অসাধারণ...কঠিন একটি বাস্তবতার গল্প লিখেছেন
ধন্যবাদ~~~
শুভেচ্ছা
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৮
স্বপনবাজ বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ অনেক অনেক ! সাথে থাকুন সবসময় !
২৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৩
আমি বাঁধনহারা বলেছেন:
খুব ভালো লাগল
++++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ !
কেন জানি আপনার পোষ্ট গুলোতে মন্তব্য করতে পারছিনা , শুধু ভালো লাগা জানিয়ে চলে আসতে হচ্ছে ! টেকনিকাল সমস্যা নাকি বুঝতে পারছিনা !
২৪| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার গীতল স্বচ্ছতায় আপনার গদ্যের বিন্যাসে খুব ভালোলাগা জানালাম।
শুভকামনা।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৪
স্বপনবাজ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ !
২৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০০
ভিয়েনাস বলেছেন: চমৎকার লাগলো ব্রো
১৪তম প্লাস
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৮
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ !
২৬| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৪
সপ্নাতুর আহসান বলেছেন: নাইস ওয়ান।
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ ! সাথেই থাকুন !
২৭| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩
স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল হয়েছে স্বপনবাজ ভাই ......
ধন্যবাদ ....ভাল থাকবেন....
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩
স্বপনবাজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ! শুভকামনা !
২৮| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮
অদৃশ্য বলেছেন:
খুব ভালো লাগলো লিখাটি...
শুভকামনা....
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ !
২৯| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮
লাবনী আক্তার বলেছেন: চমৎকার গল্প। খুব ভালো লেগেছে।
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ! সাথেই থাকুন ~!
৩০| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
মৃত্যুঞ্জয় বলেছেন: কবিতার মতো লাগলো
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ !
৩১| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৬
তানজিদ_রূপক বলেছেন: সুন্দর, বাক্য গঠন খুবই মুগ্ধ করেছে।শুভ কামনা রইলো।
২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে , সাথেই থাকুন !
৩২| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগলো।
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৬
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে , সাথেই থাকুন !
৩৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৯
ইনকগনিটো বলেছেন: ভালো লাগলো।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে , সাথেই থাকুন !
৩৪| ০৬ ই জুন, ২০১৩ রাত ৯:৫৮
মায়াবতী নীলকন্ঠি বলেছেন: আবেগ গুলোর কাছে মানুষের হার আর বাস্তবের কাছে আবেগের...অনেক ভাললাগা দিয়ে গেলাম....
০৭ ই জুন, ২০১৩ রাত ১:১৬
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে !
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৩
আশিক মাসুম বলেছেন: কবিতার মত গল্প , অসাধারন লেগেছে। +++