![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নবাজ অভি নিকেই এখন আমার অবস্থান !
আগে আগে এই লেখাটি পড়েন যেটা আমাকে এই লিখাটি লিখতে অনুপ্রাণিত করেছে , যেখানে রাজু মেডিকেল কলেজে গিয়া হেব্বি পেইন পাইছে !
মিনা আর রাজু !
রাজু কম্পিউটার সাইন্স এর আর মিনা মেডিকেলের ! আগের পোষ্ট এ রাজু মেডিকেল এ গিয়া কি প্যাড়া খাইছিল সেটা দেখছেন ! কিন্তু মিনা কি করসে তা কিন্তু লেখক বলেন নাই !
এখন মিনার সময় ! রাত ১২ টা বাজতেই মিনাকে রাজু মনে করিয়ে দিলো সময় শুরু ! মিনাকে একটা লিঙ্ক দিয়ে দিলো , একটা প্রোগ্রামিং সমস্যা ! যেটা রাজুকে সমাধান করতে হবে ! যেহেতু মিনা প্রোগ্রামিং এর ভাষা জানেনা মিনাকে কোড করতে হবেনা , শুধু কি করা যায় এটা ভেবে বাংলায় বলে দেয়া কি করতে হবে রাজুকে ! সমস্যা টা এরকম … তিন জন বন্ধু গেছে বেড়াতে , m সংখ্যক ডিম আছে , একটা বাটি আছে যেটা সর্বোচ্চ ২০ গ্রাম ওজন একসাথে নিতে পারে , m সংখ্যক ডিমের আলাদা আলাদা ওজন দেয়া আছে ! (সংখ্যা গুলো একেক বার একেক রকম হতে পারে !) ওদের হাতে সময় আছে মাত্র ১৮ মিনিট ! ১৮ মিনিটে সর্বোচচ কয়টা ডিম তারা সেদ্ধ করতে পারবে !
উদাহরণ :
m =5
10, 4 , 2 ,1, 5.
m = 6
20, 8, 1,9 , 2, 3,4.
উত্তর :
4
5
বেশ কয়েকবার পড়ার পর মিনা বুঝতে পারলো তার আসলে কি করতে হবে এমন একটা সুত্র বানাতে হবে যেটাতে সম্ভাব্য সবরকম সংখ্যার জন্য সঠিক ফলাফল দিবে ! ভাবতে বসল মিনা …খাতা কলমে তার স্কুল , কলেজ জীবনের সমস্ত গানিতিক মেধা কাজে লাগিয়ে নতুন একটা ফর্মুলা বানানোর জন্য মাথা খাটাতে লাগলো ! অনেকক্ষন পর পর মিনা একটা করে ফর্মুলা রাজু কে জানায় আর রাজু কয়েক টা সংখ্যাতে ওই ফর্মুলার ভুল ধরিয়ে দেয় ! ও ! তাহলে এতা হবেনা ! আবার ভাবাভাবি শুরু ! ২ টা বাজতেই রাজু মনে করিয়ে দেয় সকাল ৮ টায় ক্লাস ! তাই আজ অফফ ! কিন্তু মিনার মাথায় ততক্ষনে গেথে গেছে তিন বন্ধুর ডিমের সমাধান ! ওয়াশ্ রুমে গিয়েও তাই ভাবতেই লাগলো ! ঘুমাতে গিয়েও মাথা থেকে বের হয় না , কি হতে পারে সমাধান ! সকালে এলার্মের ঝাঝালো শব্ধে কষ্ট করে ঘুম থেকে উঠে ক্লাসে যেতে যেতে রাস্তায় ও ভাবাভাবি ! (সমস্যা টা একটা উদাহরণ মাত্র , এতে অত ভাবাভাবির কিছু নেই ! কিন্তু এমন হয় , আমি নিজে ভুক্তভোগী ! ) !
যাই হোক সকালে ইলেক্ট্রনিক্স ক্লাসে আসলো ! বিশাল বিশাল সার্কিট একে সার্কিটের সারমর্ম বুঝতে গিয়ে মাথায় শট সার্কিট খেলো ! এখন মাথায় সার্কিট , মিনা ভাবলো যাক মাথা থেকে ডিম গেছে !
তারপর আবার মাইক্রোপ্রসেসরের ক্লাস ! এখানেও বিশাল বিশাল ডায়াগ্রাম ! শুরু করে শেষে গেলে মনে থাকেনা শুরু কোথা থেকে !
ততক্ষনে মিনার মাথা ব্যাথা শুরু হয়ে গেছে ! খিদা ও ভালোই লাগছে ! হালকা কিছু খেয়ে মিনা এবার গেল অপারেটিং সিস্টেম ক্লাসে ! সেখানে ওপারেটিং সিস্টেমের একসাথে ইউজার যদি ৫ টা কাজ করে তাহলে কি করলে সিস্টেম ক্র্যাশ করবেনা সেটার সমাধান করতে গিয়ে আবার একি ঝামেলা, এক টা করলে আরেক টা ঝামেলা পাকায় ! আপাতত মিনা এসব চিন্তা বাধ দিয়ে ভাবতে লাগলো যারা উইন্ডোজের মত ওপারেটিং সিস্টেম যারা বানালো , কি কষ্ট টাই না করসে !
সারা দিন মাথায় মিনার এত চাপ গেছে যে মাথার চাপে মিনার শরীর ভেঙ্গে গেছে ! এখন একটু ঘুমানো দরকার ! এমন সময়ে রাজুর ফোন এলো ! ডিমের সমস্যা টার কথা মনে করিয়ে দিলো ! দিনের বাকী সময় টার ভিতর এটার একটা সমাধান করতে হবে !
কিন্তু মিনার ধৈর্য ততক্ষনে শেষ ! লাগবোনা তিন বন্ধুরে ডিম খাওয়ানো আমি আমার কলেজে গিয়ে ওয়ার্ডে খাটি ,মানব সেবা হবে !
দিন শেষে মিনা রাজুরে বললো রাজু তোমার পড়া অনেক কঠিন , মাথার উপর প্রচুর চাপ যায় , একবার মাথায় ঢুকলে শেষ না করা পর্যন্ত শান্তি লাগেনা !
রাজু বললো হুম তোমার কলেজেও আমি হেব্বি কষ্ট পাইছি , তোমার টা ও কঠিন !
আসলে সব পড়াই কঠিন !
প তে পড়াশুনা
তুই ঝামেলা , তুই ঝামেলা !
০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৬
স্বপনবাজ বলেছেন:
২| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৬
আলতামাশ বলেছেন: ভাই কি নিজের অভিজ্ঞতা থেইকা এই গল্পটা লেখলেন নাকি?
০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৯
স্বপনবাজ বলেছেন: হুম , নিজের অভিজ্ঞতা থেকেই ! লিখার শুরুতে আরেক টা মজার পোষ্ট এর লিঙ্ক দিছি ! ওটা থেকে অনুপ্রাণিত !
৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৪
*কুনোব্যাঙ* বলেছেন: প তে পড়াশুনা
তুই ঝামেলা , তুই ঝামেলা !
ব্লগ পড়া আর ফেসবুকের স্ট্যাটাস/কমেন্ট পড়া বাদে
০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩১
স্বপনবাজ বলেছেন:
৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৬
বাংলার হাসান বলেছেন: প তে পড়াশুনা
তুই ঝামেলা , তুই ঝামে
০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩২
স্বপনবাজ বলেছেন:
৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩১
তারছেড়া লিমন বলেছেন: প তে পড়াশুনা
তুই ঝামেলা , তুই ঝামেলা !
মুই আবার হিস্ব বিজ্ঞান এর ছাত্র তাই উপ্রের বিষয়গুলা মাথার উপ্রেই থাকল।।।
০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩২
স্বপনবাজ বলেছেন:
৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৭
সুদীপ্ত কর বলেছেন: প্রাশুনা আসলেই পেইন
০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৫
স্বপনবাজ বলেছেন: হুম !
৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৮
স্বপ্নসমুদ্র বলেছেন: অস্থির লেখা ভাই। স্থির থাকতে না পাইরা পইড়া গেছি খাট থেকে।
০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৬
স্বপনবাজ বলেছেন: ব্যাথা কিরাম পাইছেন ! সিরাম ব্যাথা পাইলে মিনার কাছে যাইতে হইবো !
ধন্যবাদ পড়ার জন্য !
৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৮
স্বপ্নসমুদ্র বলেছেন: অস্থির লেখা ভাই। স্থির থাকতে না পাইরা পইড়া গেছি খাট থেকে।
০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৭
স্বপনবাজ বলেছেন:
৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওকে, উম, ইয়ে, আচ্ছা ঠিক আছে পিলাচ!!
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬
স্বপনবাজ বলেছেন: এত কষ্ট করে পেলাচ না দিলে ও পারতেন !
১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫০
সেলিম আনোয়ার বলেছেন: ৫ম ভাললাগা ..ভাল থাকবেন
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে !
১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমি আবার একাউন্টিংএর ইশটুডেন্ট হিসাব কিতাব ছাড়া মাতায় ঢুকেনা কিচ্ছু।
এরপরেও পড়লাম। (মাথার উপ্রে দিয়াই গেল।)
পেলাসও দিয়া গেলাম।
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯
স্বপনবাজ বলেছেন: ধইন্যা !
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০
স্বপনবাজ বলেছেন: শুরুতেই অন্য একটি পোষ্টের লিঙ্ক আছে , ওটা পড়ুন কষ্ট করে তাহলে হয়তো ধারণা পাবেন আমার মাথায় এমন পোষ্টের আভির্বাভ কিভাবে !
১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫০
মামুন রশিদ বলেছেন: প তে পড়াশুনা
তুই ঝামেলা , তুই ঝামেলা !
কেমেস্ট্রি পড়া খুব খারাপ
(ইউনিতে ঐটাই পড়েছি) ।
এমবিএ চলে
(পনের বছরের জবের অভিজ্ঞতা নিয়ে ওটা পড়তে এসেছি) ।
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২
স্বপনবাজ বলেছেন: হুম , ধন্যবাদ মামুন ভাই ! শুভকামনা !
১৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা । বেশ মজার তো!!!!
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১
স্বপনবাজ বলেছেন: রাজুরে টানিম ভাই প্যাড়া দিবো , মিনারে ছাড়ুম ক্যান , মাথা আউলাইয়া দিমু !
১৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯
এ্যাপোলো৯০ বলেছেন: এইবার কাউকে ফার্মাসিতে পড়াও, আরো ভালো হবে
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৬
স্বপনবাজ বলেছেন: হুম !
১৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৪
ভারসাম্য বলেছেন:
মেডিকেল এর পড়া কঠিন হইলেও অসম্ভব না।
আর কম্পিউটার সায়েন্স এর পড়া অনেকের পক্ষেই কঠিন না শুধু অসম্ভব। তয় যাগো কাছে সম্ভব তাগো কাছে আবার পানির লাহান সোজা।
পানি আসলে কতখানি সোজা সেইটা সিএস এর পুলাপাইন যাইয়া টের পাইবো কেমিষ্ট্রির পুলাপাইনের কাছে।
+++ । টানিমরেও প্লাস দিয়া আইছি। এমনেই আরো আরো চলতে থাকুক যার যার পড়াশোনার বিষয় নিয়া।
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮
স্বপনবাজ বলেছেন: হুম ! ঘটনা এইতাই ! কেমিষ্ট্রি ভালা পাইতাম ! গত তিন বছরে চোক্ষেও দেহি নাই !
১৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৯
শ্রাবণ জল বলেছেন: প তে পড়াশুনা
তুই ঝামেলা , তুই ঝামেলা !
০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫
স্বপনবাজ বলেছেন: হুম !
১৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪
ঘুড্ডির পাইলট বলেছেন: মিনা রাজুর উন্নত সংস্করন !
০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮
স্বপনবাজ বলেছেন: পাইলট ভাই বুঝছে ! ডিজিটাল সংস্করন !
১৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬
s r jony বলেছেন: শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষার চেস্টা বৃথা তাই
০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮
স্বপনবাজ বলেছেন:
১৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮
সোনালী ডানার চিল বলেছেন:
প তে পড়াশুনা
তুই ঝামেলা , তুই ঝামেলা !
আসলেই..........
পোষ্টে ভালোলাগা।
০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৯
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে !
২০| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০
পেন্সিল চোর বলেছেন: জটিল লিখেছেন ভাইয়া।
এইবার পেরা পাইল মিনা
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
স্বপনবাজ বলেছেন: হুম ! ধন্যবাদ !
২১| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
শুকনোপাতা০০৭ বলেছেন: বাহ...দারুন লিখেছেন খুব সুন্দর...
০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০০
স্বপনবাজ বলেছেন: তাই ! ধন্যবাদ ধন্যবাদ !
২২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পড়াশুনা ভালো পাই! একাডেমিক পড়া ছাড়া সব পড়তে ভাল্লাগে
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪
স্বপনবাজ বলেছেন: শুভকামনা কবি !
২৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪
কালোপরী বলেছেন:
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩
স্বপনবাজ বলেছেন:
২৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪
স্বপনবাজ বলেছেন:
২৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮
সায়েম মুন বলেছেন: পোস্টটা অনেক ভাল লাগলো।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২০
স্বপনবাজ বলেছেন: তাই !~ ধন্যবাদ ভাই ! ভালো থাকুন সব সময় !!
২৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২
তামিম ইবনে আমান বলেছেন: লাইটজের প্রব্লেম! আমার অনেকবার ভুল হইছিল
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬
স্বপনবাজ বলেছেন: হুহু তামিম ! ইহা একটি লাইভ কন্টেষ্টের প্রবলেম ! প্রবলেম সেটার জান ভাই ! তাই লাইট ওজেতেও আছে !
২৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
অস্থির
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬
স্বপনবাজ বলেছেন: হুম ! মিনাও অস্থির !
ধন্যবাদ ভ্রাতা !
২৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৬
বটবৃক্ষ~ বলেছেন: আশিক মাসুম বলেছেন: আসলে সব পড়াই কঠিন !
প তে পড়াশুনা
তুই ঝামেলা , তুই ঝামেলা !
স তে স্বপনবাজ
তুই অস্থির, তুই আস্থির !!
হাসতে হাসতে অস্থির হয়া গেলাম গো!!!!
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭
স্বপনবাজ বলেছেন: আমিও অস্থিরতার ভিতরেই আছি ! শুভকামনা বটবৃক্ষ !
২৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০
মিঠেল রোদ বলেছেন: ফানি ম্যান।
০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
স্বপনবাজ বলেছেন: হুমমম ! ধন্যবাদ !
৩০| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৮
রোকেয়া ইসলাম বলেছেন: অনেক সুন্দর।
খুব ভালো লাগলো।
ভিন্য স্বাদের একটা পোস্ট।
পোষ্টে অনেক ভালো লাগা রেখে গেলাম।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে !
৩১| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৯
একজন আরমান বলেছেন:
প তে পড়াশুনা
তুই ঝামেলা , তুই ঝামেলা !
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩
স্বপনবাজ বলেছেন: হুম্ম !
৩২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬
ভিয়েনাস বলেছেন: আসলেই সব পরাশুনাই কঠিন......
ভিন্ন ধরনের পোস্টে অনেক ভালো লাগা
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩
স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ অনেক !
৩৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১
শিপু ভাই বলেছেন:
প তে পড়াশুনা
প তে পেইন
সেইরাম পেইন!!!
মিনার সাথে সাথে আমারো অস্থির লাগতেছিল!!!
১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
স্বপনবাজ বলেছেন: হাহাহাহা !
ধন্যবাদ শিপু ভাই !
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৩
আশিক মাসুম বলেছেন: আসলে সব পড়াই কঠিন !
প তে পড়াশুনা
তুই ঝামেলা , তুই ঝামেলা !
স তে স্বপনবাজ
তুই অস্থির, তুই আস্থির