নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবিরাম হেটে চলা! গন্তব্য মায়াবনে সেথায় বুঝি সুখ পাখি মেলে

এই যে অবস্থান , হারিয়ে যাবার জন্যই

স্বপনবাজ

স্বপ্নবাজ অভি নিকেই এখন আমার অবস্থান !

স্বপনবাজ › বিস্তারিত পোস্টঃ

সামুর সাথে এক বছর সাথে শেষ পোষ্টের খাওয়া দাওয়া ! আর গল্পকথায় কোন এক নিলিমার অতৃপ্তি !

২০ শে জুন, ২০১৩ রাত ৯:৫৮

বিস্মৃত সূর্যালোকে তখনো ডুবা হয় নি , তখনো অপেক্ষায় আহত পাখিদের আগমনের ! পলাতক মেঘেরা কেবল ক্ষান্ত হয়েছে অসংখ্য ছুটাছুটি সমীকরণ মিলিয়ে বৃষ্টি রূপ নিয়ে ! তখনো ঝুলে থাকা বটফুলই কেবল সাক্ষী এই রংবদলের !

বৃষ্টি শব্দ গায়ে মেখে আহত একদল পাখি হাওয়ায় ভাসছে ক্লান্ত ঝড়ের ডানা ছুঁয়ে । আজ পাখিদের নিলিমার গল্প শুনাবো !

নিলিমার জানালায় ভেসে বেড়ায় বকুল ফুলের ঘ্রাণ রেখা , সে রেখা গিয়ে মিলিয়ে যায় নিঃসঙ্গ বটতলায় ! স্নিগ্ধ ভোরে রোজ বটতলা থেকে ভেসে আসে এক অচেনা মায়াবী সুর ! সে সুরে ক্লান্তি নেই , বিষন্নতার ছাপ নেই , তবু উচ্ছ্বাসের লেশ মাত্র নেই ! কেবল অবিরাম ভেসে আসে সে সুর !

রোজ বটতলার সুরের অপেক্ষায় রাত্রি নামে নিলিমার চোখে ! রাত্রি জুড়ে ঝিরঝির শব্দ নিলিমার স্বপ্নে এসে দৃশ্য সাজায় , ভোরের বটতলায় এক সুদর্শন গাইতে থাকে বিমর্ষ মায়াবী সঙ্গীত ! সুরের মুর্ছনায় ঘুম ভেঙ্গে নিলিমা দেখে বৃষ্টি রাতের অন্ধকারে এক আশ্চর্য মায়াবী ফুল তাকে নকশা দেখায় ! অরণ্যের পথ দেখায় ! নিলিমা অপেক্ষায় থাকে বাগানের গোলাপ তার পরিপূর্ণ প্রস্ফুটিত হবার !

এক ভোরে শুধু বিমর্ষ পাতাদের মর্মর শব্দ শোনা যায় , বটতলায় আজ কেউ নেই ! চারপাশে হলুদ পালক ছড়িয়ে উড়তে থাকে পাখিরা ! নিস্পাপ গোলাপ প্রস্ফুটিত হলেই নিলিমা হারাবে অরণ্যে !

কিন্তু হায় সে সুর হারিয়ে যায় ! বটতলার সে বিষন্ন মায়াবী সুর আর ঘ্রাণ রেখা মাড়িয়ে নিলিমার জানালায় আঁচড়ে পড়েনা !

প্রতি ভোরে অপেক্ষায় থাকে মায়াবী সুরের ! প্রস্ফুটিত গোলাপ অরণ্যের পথ জুড়ে অপেক্ষার ছায়াপথ দেখে!

----------------------------------------------------------------------------------------------

দেখতে দেখতে সামুর সাথে একটি বছর কেটে গেল ! মনে হয় এইতো সেদিন কোন এক বিকেলে সামুতে একটা নিক খুলেছিলাম দ্বিতীয় বারের মত ! ফেসবুকে বন্ধুদের শেয়ার করা কিছু ব্লগ মাঝে মাঝে দেখে সামুর প্রতি একটা দুর্বলতা তৈরী হয় ! এই নিক খুলার ৯ মাস আগে স্বপ্নবাজ অভি নামে নিক খুলেছিলাম !৭ দিনের জায়গায় ১৫ দিন হয়ে যাবার হতাশায় পরে ভুলেই গেলাম ঐ নিকের নাম বা পাসোয়ার্ড ! ব্লগেও আসা হয় নি ! গত এক বছর ধরে দিনের নির্দিষ্ট একটা সময় সামুতে কাটে ! আমার কাছে সামু নাগরিক সাংবাদিকতার এক বিশাল বিচরণ ক্ষেত্র মনে হয় ! সাথে রয়েছে চমৎকার গল্প আর কবিতা মিলে ক্রিয়েটিভ ব্লগিং এর দুর্দান্ত প্লাটফর্ম ! ক্যাচাল পোষ্ট চোখে পড়েনি খুব একটা , হয়তো ঐ সময় গুলো আমি ব্লগে আসিনি , তাই এই দিক দিয়ে আমার ব্লগিং অভিজ্ঞতা নিরামিষ ও বলতে পারেন !

স্বপনবাজ নিক টি চার মাস পর সেফ হয় ! ওই চারমাস আমি নিয়মিত ব্লগ পড়েছি অন্য সব কাজ শেষে ! বিশেষ করে ঐ সময় প্রিয় ব্লগার “শহীদুল ” ভাইয়ের কথা আমার বিশেষ ভাবে মনে পড়বে!

ওনার এক একটা পোষ্ট আমি ১০ বার করে পড়লেও মনে হয় কি অদ্ভুত ! কবি কেন জানি এখন আর আসেন না ! শুরুর দিকে আমার সব পোষ্টে উনি মন্তব্য করতেন ! না হলে হয়তো নিরুৎসাহিত হয়ে এই নিক ও ভুলে যেতাম !তারপর ধীরে ধীরে সামু ব্লগের কিছু সেবা মূলক কাজের সৌজন্যে পরিচিত হই চমৎকার কিছু মানুষের সাথে , যার জন্য আমি এই প্লাটফর্মটির কাছে কৃতজ্ঞ !

কিছুদিন পূর্বে একদিন মনে হলো দেখি তো “স্বপ্নবাজ অভি” নামে সার্চ দিয়ে কিছু পাই নাকি , গুগুল আমাকে আমার সেই নিকের একটা পোষ্টের লিঙ্ক দিল ! ইউ আর এল থেকে নিক নেম নিয়ে আমার ডিফল্ট কিছু পাসোয়ার্ড দিয়ে ট্রাই করতেই আমি ফিরে পেলাম আমার সেই নিক , যা সেফ দেখার সৌভাগ্য আমার হয়েছে ! স্বপনবাজ নিক টি আমার খুব প্রিয় , এই নিকেই ব্লগিং আর ব্লগিং এর চাওয়া পাওয়ার হিসেব বুঝা ! কিন্তু স্বপনবাজ নিক নেম টি আমার মনসই ছিলনা ! তাই স্বপ্নবাজ অভি নিকেই গত এক মাস ধরে আমার বসবাস ! হয়তো এই পোষ্টটিই স্বপনবাজের শেষ পোষ্ট ! দেখা হবে স্বপ্নবাজে !

এক বছর পূর্তিতেই তাই মরণ ঘন্টা বেজে গেলো স্বপনবাজের ! ব্লগিং এর এক বছর আর পছন্দের নামের নিক ফিরে পাবার আনন্দে হালকা খাওয়া দাওয়া সেরে নিন !













ব্লগার বটবৃক্ষ আপুর জন্য তার শখ পুরণ করার জন্য আইসক্রিম ! অন্যরা চাইলে ভাগ বসাতে পারেন তার অনুমতি নিয়ে ! এই জিনিসটার প্রতি আমার আগ্রহ শূন্যের কোটায় !







উৎসর্গঃ দুর্দান্ত সেই মানুষগুলোকে যাদের এই ভার্চুয়াল মোড়কের বাইরে পেয়েছি সময়ে , অসময়ে , দুঃসময়ে !



মন্তব্য ৬৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:০২

সেলিম আনোয়ার বলেছেন: বাপরে ব্যাপক আয়োজন। আয়োজনের মাধ্যমে কি একটি নিকের মৃত্যু হলো । যাই হোক পেছনের মানুষটির জন্য শুভকামনা ।হ্যাপী ব্লগিং।

২০ শে জুন, ২০১৩ রাত ১০:১৬

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ! সাথে থাকুন !

২| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ব্লগে এইসব উল্টাপাল্টা জিনিস আপ্লোড দিবেন না ক্ষিদা লাইগ্যা যায় X( X( X( X( X(

পোস্টে প্লাস,ছবিতে মাইনাচ

২০ শে জুন, ২০১৩ রাত ১০:২১

স্বপনবাজ বলেছেন: কি বলেন মন্ত্রী ! আপনার ক্ষুধা নিবারণের প্রার্থণা করছি !
অনেক ধন্যবাদ মন্ত্রী সাহেব !

৩| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:৪৮

ইমরাজ কবির মুন বলেছেন:
বর্ষপূর্তির অভিনন্দন ||

২০ শে জুন, ২০১৩ রাত ১০:৫৮

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ মুন ভাই !~

৪| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:৪৯

রেজোওয়ানা বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা :)

২০ শে জুন, ২০১৩ রাত ১১:০৪

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপু ! :)

৫| ২০ শে জুন, ২০১৩ রাত ১১:০৫

অপর্ণা মম্ময় বলেছেন: শুভেচ্ছা রইলো।

২০ শে জুন, ২০১৩ রাত ১১:১২

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ আপু !

৬| ২০ শে জুন, ২০১৩ রাত ১১:০৬

হাসান মাহবুব বলেছেন: হ্যাপি ব্লগিং।

২০ শে জুন, ২০১৩ রাত ১১:১৪

স্বপনবাজ বলেছেন: হ্যাপি ব্লগিং ! ধন্যবাদ আপনাকে হাসান মাহবুব ভাই !

৭| ২০ শে জুন, ২০১৩ রাত ১১:২০

সায়েম মুন বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা।
পোস্টের শুরুর লেখাটা দুর্দান্ত।
দুটো নিকই তো পরিচিত ঠেকছে। #:-S

২০ শে জুন, ২০১৩ রাত ১১:৪৭

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক !
তাই নাকি , কেমনে ? :( :( B:-) B:-)

৮| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:৪৮

আরজু পনি বলেছেন:

এতোরাতে খাওয়া দাওয়া দেখেতো ক্ষুধা লেগে গেছে :(

২১ শে জুন, ২০১৩ রাত ২:৪০

স্বপনবাজ বলেছেন: হুম ! ফ্রিজে দেখেন কিছু একটা আছে !

৯| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:৪৯

আরজু পনি বলেছেন:

ধুররর! শুভেচ্ছা জানানোর আগেই পাবলিশ করে ফেলছি :(

শুভবর্ষপূর্তি। !:#P

২১ শে জুন, ২০১৩ রাত ২:৪১

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপু ! হ্যাপি ব্লগিং !

১০| ২১ শে জুন, ২০১৩ রাত ১:৫২

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: খাওয়া কোথায়?ক্ষুধা লেগে গেছে...হ্যাপি ব্লগিং

২১ শে জুন, ২০১৩ রাত ২:৪২

স্বপনবাজ বলেছেন: উপরে দেখেন ! যা ভালো লাগে খেয়ে নেন ! ফ্রি !

১১| ২১ শে জুন, ২০১৩ রাত ৩:৫৫

একজন আরমান বলেছেন:
মিয়া মাইরা এক্কেরে ফাডায়ালামু। ফাইজলামি করেন? X( X( X((

আজকে যখন কল দিছিলাম তখন কইতেন যে খাওয়াইবেন। আমি চইলা আইতাম। /:) /:) |-)

২১ শে জুন, ২০১৩ দুপুর ২:২৩

স্বপনবাজ বলেছেন: ;) ;) ;) ;) ;) ;) ;) :#) :#) :)
ঐ পলান দিছিলেন কেনু ? যাই হোক মিস করছেন , ব্যাপার না , মন খারাপ কইরেন না !

১২| ২১ শে জুন, ২০১৩ সকাল ১০:২৭

মামুন রশিদ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা । খাওয়া-দাওয়ার আয়োজন ভালোই হইছে ।

২১ শে জুন, ২০১৩ দুপুর ২:২৫

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ! আর কিছু লাগবে ??

১৩| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:
অভিনন্দন!!!!! !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

হ্যাপি ব্লগিং।।

শত বর্ষপূর্তি হোক সামুতে সেই কামনা করছি।


২১ শে জুন, ২০১৩ রাত ৮:২৭

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ শোভন সাহেব ! সাথে থাকুন স্বপ্নবাজ অভি নিকে ! শুভকামনা সবসময়ের !

১৪| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শুভেচ্ছা

২১ শে জুন, ২০১৩ রাত ৮:৪৭

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ কবি !

১৫| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: আইসক্রিম খাইতাম :P

২১ শে জুন, ২০১৩ রাত ৯:০০

স্বপনবাজ বলেছেন:
নেন বস !

১৬| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৪

আমি ইহতিব বলেছেন: অভিনন্দন অভি ভাই, আপনার এই পোস্ট দেখার পর নিজের ব্লগে গিয়ে দেখি আমারও এক বছর পূর্তি হয়ে গিয়েছে, খেয়ালই করিনি। যাই হোক শুভ ব্লগিং।

২১ শে জুন, ২০১৩ রাত ৯:১৪

স্বপনবাজ বলেছেন: অনেক ধন্যবাদ আপু ! শুভকামনা ! হ্যাপি ব্লগিং !

১৭| ২১ শে জুন, ২০১৩ রাত ৮:২৮

মাক্স বলেছেন: শুভেচ্ছা

২১ শে জুন, ২০১৩ রাত ১০:১৮

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ , মাক্স ! আশা করি পাশেই পাবো !

১৮| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:২৫

সোহাগ সকাল বলেছেন: স্বপনবাজের বর্ষপূর্তিতে স্বাগতম! এই নিককে মিস করবো। আশা করছি ঐ নিকে রেগুলার থাকা হবে আপনার।

২১ শে জুন, ২০১৩ রাত ১০:২৮

স্বপনবাজ বলেছেন: ইনশাল্লাহ ! নিয়তি কঠিন কোন খেলা না খেললে মন এবং শরীর সুস্থ থাকলে পাবেন ! অনেক ধন্যবাদ আপনাকে !

১৯| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:০৮

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++

ভালো থাকবেন :)

২১ শে জুন, ২০১৩ রাত ১০:৩৫

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপূর্ণ ভ্রাতা ! আশা করি ঐ নিকে আপনাকে পাবো !

২০| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:৩৫

তুষার আহাসান বলেছেন: শুভেচ্ছা,
সুখময় হোক আগামী দিন গুলি।

২১ শে জুন, ২০১৩ রাত ১০:৪৫

স্বপনবাজ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা !

২১| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


মিষ্টি খাওয়াব চলে এসো।

উৎসর্গ বুঝিয়া পাইলাম।

শুভ ব্লগিং।

২১ শে জুন, ২০১৩ রাত ১১:০০

স্বপনবাজ বলেছেন: শুভ ব্লগিং ব্রো ! যে কোন সময় চলে আসতে পারি ! তবে পরীক্ষা সংক্রান্ত কারণে একটু পেরায় আছি !

২২| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: স্বপনবাজের কুলখানির আয়োজন তো ভালোই! খানাপিনা অঢেল! যতখুশী তত ডাউনলোড কর আর খাও!

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ব্লগে এইসব উল্টাপাল্টা জিনিস আপ্লোড দিবেন না ক্ষিদা লাইগ্যা যায় X( X( X( X( X(

পোস্টে প্লাস,ছবিতে মাইনাচ।

হ্যাপী ব্লগিং!

২১ শে জুন, ২০১৩ রাত ১১:৪১

স্বপনবাজ বলেছেন: ;) ;) ;) ;) ;) ;) B-) B-) B-)

হ্যাপি ব্লগিং !

২৩| ২২ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ভাইজান, আয়োজন তো ভালাই আসিল, প্রাপ্তবয়স্কদের জন্য কোন পানীয়ের ব্যবস্থা রাখেন নাই? :(

আরেক দফা মাইনাচ! :( :(

২২ শে জুন, ২০১৩ সকাল ১১:১৮

স্বপনবাজ বলেছেন: আরে বুঝেন না ! বাচ্চা কাচ্চারা , নারী জাতীরা আছে ! সব কিছুরই ব্যাবস্থা আছে ! আর কিছু লাগলে বলবেন ...

২৪| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৫

আরমিন বলেছেন: বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা ! :)

২২ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৬

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আরমিন২৯ ! শুভকামনা ~

২৫| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন:

গালিব, ছুটী শরাব, পর আব-ভি কাভি কাভি,
পীতা হুঁ রজ-এ অবর ও শব-এ মাহতাব মেঁ!!





২২ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৮

স্বপনবাজ বলেছেন: :) :) :) :) :) :) B:-) B:-) B:-) B:-) ;) ;) ;) ;) ;)

২৬| ২২ শে জুন, ২০১৩ দুপুর ২:০৯

তামিম ইবনে আমান বলেছেন: বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা

২২ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৮

স্বপনবাজ বলেছেন: ধন্যোবাদ তামিম ইবনে আমান !

২৭| ২২ শে জুন, ২০১৩ রাত ৯:১৭

রহস্যময়ী কন্যা বলেছেন: খাবারের ছবি দেখ তো ক্ষুধা লেগে গেলো ভাইয়া :( :(
হ্যাপি ব্লগিং ভাইয়া। :) :)

২২ শে জুন, ২০১৩ রাত ৯:৩২

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে !
হ্যাপি ব্লগিং !

২৮| ২৩ শে জুন, ২০১৩ সকাল ৭:০৬

শ্রাবণ জল বলেছেন: আপনার তো ২০১১ এর একটা নিক ও আছে! "স্বপনবাজ অভি"। পাস মনে করতে পারেন কি না দেখুন তো! :)

২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

স্বপনবাজ বলেছেন: ২০১১ ?? স্বপ্নবাজ অভি নিকেই তো এখন আছি ! সেটা ২০১১ কিনা বলতে পারবোনা , তবে সেটার বয়স ১ বছর নয় মাস ! হ্যাপি ব্লগিং আপু !

২৯| ২৩ শে জুন, ২০১৩ রাত ১০:৪৭

শ্রাবণ জল বলেছেন: Click This Link

২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৯

স্বপনবাজ বলেছেন: ওত্তেরি ! B:-) B:-) :-B :-B :-B :D :D :) :)
ধন্যবাদ আপু আরেকটি সহনিকের সন্ধান দেয়ার জন্য ! হুম এখন মনে পড়েছে স্বপনবাজ অভি আর স্বপ্নবাজ অভি মিনিট পাচেক এর ব্যাবধানে খুলেছিলাম ! লগইন সমস্যা চলছিল তখন ! ভেবেছি আমার ই ভুল , অত কিছু জানতাম না তখন ! এনিওয়ে ধন্যবাদ !

২৪ শে জুন, ২০১৩ বিকাল ৫:২২

স্বপনবাজ বলেছেন: পারলাম না , এই নিকের পাসোয়ার্ড উদ্ধার করতে ! শিট !

৩০| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩১

আমিনুর রহমান বলেছেন:



আজকে চলে আসো খাওয়াইতে :P

২৫ শে জুন, ২০১৩ রাত ৯:৩৮

স্বপনবাজ বলেছেন: ইনশাল্লাহ পাবেন ! ;)

৩১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:৪০

বটবৃক্ষ~ বলেছেন: খুবি দুঃখিত! আমি কুলখানির দাওয়াত এ অনেক লেঈট!! আমার সাধের আইস্ক্রিম তো মনেহয় গইল্লা গ্যাসে!! :(:(

আর আইস্ক্রিমের কালার পছন্দ হয়নাইক্কা!! এই নেন আমিঈ খাওয়ায় যাঈ আপনারে............
আর ভার্চুয়ালি খাওয়াইতে এতো কিপটামি করেন ক্যান!! আমি একা খাইনা কখনো ......তাই সবার জন্যে আইস্ক্রিম দিয়ে যাচ্ছি!
আর সব ভাইয়াদের পছন্দের খাবার বিরিয়ানি ফিরিয়ানি দিয়ে রাখসেন!! মেয়েদের পছন্দের খাবার দাবার কিসুতো দিবেন নাকি??



আর এইটা বিশেষ আইস্ক্রিম আপনার কুলখানির জন্যে আপনাকে , নাখেলেও ঘরে সাজিয়ে রাখবেন.........

৩২| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৭

ভিয়েনাস বলেছেন: দেরিতে তবু বর্ষপূর্তি অভিনন্দন :)

৩৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

নেক্সাস বলেছেন: Happy blogging

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.