নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবিরাম হেটে চলা! গন্তব্য মায়াবনে সেথায় বুঝি সুখ পাখি মেলে

এই যে অবস্থান , হারিয়ে যাবার জন্যই

স্বপনবাজ

স্বপ্নবাজ অভি নিকেই এখন আমার অবস্থান !

স্বপনবাজ › বিস্তারিত পোস্টঃ

বিশেষ ছবিব্লগঃ গ্যারান্টি সহকারে হাসানো হবে , হাসি না পেলে টাকা ফেরত!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২২

বানান বিভ্রাট কি পরিমাণ ভয়ানক হতে পারে , ছবিগুলো না দেখলে বুঝবেন না ! মাঝরাতে ঘুম যখন পরিযায়ী পাখি ফেসবুকে ঘুরতে ঘুরতে

আশ্চর্য ধরনের মজার এই ছবি গুলো দেখে বুঝলাম বানান বিভ্রাট ও হতে পারে মৃত্যুর কারণ (হাসতে হাসতে)

আসুন শুরু করি মহাকাঙ্খিত বিচার সংক্রান্ত ফাইজলামি দিয়েঃ



;););););)



রডের ব্যাবসা যথেষ্ট লাভজনক :P:P নাকিঃ





অতঃপর এড মি বিনুদুনঃ



এই জিনিস দেখার পরে পেজে কোন এক অতি বিনুদিত ভিজিটরের কমেন্টঃ

:):):)



আমার কিছুই /:)/:)/:)বলার নেইঃ

:-/:-/



বোতল ভর্তি জ্বীন দেখতে চাইলে দেরী না করে এক্ষুনি যোগাযোগ করুনঃ

:-*:-*:-*:-*:-*:-*



এই জিনিসের মাজেজা বুঝতে আমার খানিক লেট হইছিল , বুঝা মাত্র অবস্থান পরিবর্তন করে চেয়ার থেকে মাটিতেঃ





হোয়াইট হাউজে ভাড়া দেয়া হপেঃ

:-/:-/



কারো কিছু হলে আমি দায়ী নইঃ





এপিক ওয়ানঃ



অরজিনাল জিনিসঃ

:|:|:|



ক্রিয়েটিভিটির উদাহরণঃ

:D:D:D:D:):)



নিখাদ ভালোবাসা :):):)





এইসব দেখার পর আমার তাৎক্ষনিক প্রতিক্রিয়ার মুরাদ টাকলীয় ভার্সনঃ





:|:|:|:|:|:|



এই পোষ্টের প্রতিটা ছবি "মুরাদ টাকলা" নামক ফান প্যাজ থেকে নেয়া । মাঝরাতে আমার এই পেজে যাওয়াটাই বিরাট বড় ভুল হইছে !!



অফটপিকঃ মুরাদ টাকলা পেজ থেকে বের হয়ে আসার পর মনে হলো ব্লগে শেয়ার করলে কেমন হয় , প্রিয় নিকটার পাসওয়ার্ড মনে আছে নাকি দেখার জন্য যখন এসেই পড়লাম , পোষ্ট টা এই নিক থেকেই যাক !! - স্বপ্নবাজ অভি !













মন্তব্য ৭৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪০

নিঃশব্দ শিশির! বলেছেন: হাসির কিছু নাই। পুরাটাই ফাউল !! ধন্যবাদ...!!!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

স্বপনবাজ বলেছেন: ফাউল এই কারণেই হাসির !

আপনাকেও ধন্যবাদ !~

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০২

আহমেদ রশীদ বলেছেন: হাসির কিছু নাই। পুরাটাই ফাউল !! ধন্যবাদ...!!!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

স্বপনবাজ বলেছেন: ফাউল এই কারণেই হাসির !

আপনাকেও ধন্যবাদ !~

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩১

হেডস্যার বলেছেন:
নিঃশব্দ শিশির! বলেছেন: হাসির কিছু নাই। পুরাটাই ফাউল !! ধন্যবাদ...!!!


/:) /:) /:)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

স্বপনবাজ বলেছেন: ফাউল এই কারণেই হাসির !

আপনাকেও ধন্যবাদ !~

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪

আমি সিহাব বলেছেন: সেই হয়েছে

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০১

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ !
কমেন্টের সাথে আপনার প্রোপিক টা যথার্থ , এই জন্যে প্লাস লেন !

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০১

দূষ্ট বালক বলেছেন: দুখিত ভাই আমি হাসি নাই, আমারে টেহা ফেরত দেন

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

স্বপনবাজ বলেছেন: ঠিকাছে দুষ্টু বালক ! আমার মনে হয় আপনি পোষ্ট পড়ার সময় ও দুষ্টামি করছিলেন , এই জন্য মজা পান নাই !
আপনার জন্য মায়া !
টেকা কেন ডলার দিলাম !

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হাসি আসে নাই।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২০

স্বপনবাজ বলেছেন: আহারে স্বর্ণা আপু ! এই প্রোপিক দেয়ার কারণেই বোধহয় এই অবস্থা , আগের সেই হাসি হাসি মুখের কদম বালিকার ছবি দিয়ে ব্লগে আসুন আলবৎ হাসি আসবে !
শুভেচ্ছা রইলো !

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

বিলাল বলেছেন: হাসতে হাসতে কাইত হইয়া গেলাম।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

স্বপনবাজ বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন বিলাল !

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

মামুন রশিদ বলেছেন: হাহাহা, দারুণ মজা পেয়েছি ;)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩

স্বপনবাজ বলেছেন: শুভেচ্ছা মামুন ভাই , মজা পাওয়ার হার বেড়ে যাচ্ছে দেখি , টিকেটের ব্যাবস্থা করতে হপে :P :P :P :P

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

ঢাকাবাসী বলেছেন: মোটামুটি মজার!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০

স্বপনবাজ বলেছেন: আপনার জন্য মুটামুটি শুভচ্ছা !

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২

খেয়া ঘাট বলেছেন: এপিক ওয়ান সবচেয়ে ভালো লেগেছে।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬

স্বপনবাজ বলেছেন: ধন্যবাদ B-) B-) B-)
ওহা আসলেই এপিক , আর ক্রিয়েটিভিটি দেখে আমিও খন্ড খন্ড হয়েছিলাম !

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৭

তামিম ইবনে আমান বলেছেন: =p~ =p~

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫

স্বপনবাজ বলেছেন: ;) ;) ;) ;) ;) B-) B-) :P

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

জনাব মাহাবুব বলেছেন: =p~ =p~ =p~ :-P :-P :-P :-P :-P :-P :-P :-P

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

স্বপনবাজ বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-)) B-))

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

কস্কি বলেছেন: দন্ত বিকশিত হয় নাই!!!! :(

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

স্বপনবাজ বলেছেন: আপনার জন্য মায়া !

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

বেকার সব ০০৭ বলেছেন: ভাই আমি হাসি নাই, আমারে টেহা ফেরত দেন X(( X(( X(( X(( X(( X(( X( X(

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

স্বপনবাজ বলেছেন: ছি ছি ! এখনো তো হাসতেছেন মুখে হাত দিয়ে তাও বলেন হাসেন নাই ! পোষ্ট দেয়ার সময় ভাবছিলাম কয়েকজন কইবো হাসি নাই টেকা ফেরত দেন (আমি পাঠক হলেও একই কমেন্ট করতাম) , তাই আপনাদের জন্য ডলার রেডী !

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

হাসান মাহবুব বলেছেন: পয়সা উশুল!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

স্বপনবাজ বলেছেন: শুভেচ্ছা হামা ভাই !

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

বৃশ্চিক রাজ বলেছেন:
খুব সুন্দর একটি পোষ্ট। ;)

লাইক এ লিজেন্ডারি পোষ্ট ফ্রম এ লিজেন্ড। !:#P

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৫

স্বপনবাজ বলেছেন: এই কমেন্টের ওজন আমি নিতে পারছিনা :| :|

১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

সবখানে সবাই আছে বলেছেন: ইংরেজীর অবস্থা দেখে মনে হল এইগুলো সব সাইফুরস আর ফরিদ-মুকুল (এফএম) মেথডের ছাত্র।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৬

স্বপনবাজ বলেছেন: তাই তো মনে হয় , আপনাকে অনেক ধন্যবাদ !

১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

বিশ্বাস করি 1971-এ বলেছেন: হায়রে হাসতে হাসতে নিহত হয়ে গেলাম!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৭

স্বপনবাজ বলেছেন: আপনি এখন কই ? কবরে নাকি ?
দুঃখিত ভাই আপনাকে মারতে চাই নাই ;) ;) ;)

১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

দি সুফি বলেছেন: হোয়াইট হাউসে রুম ভাড়া নিতাম চাই :D :D

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৭

স্বপনবাজ বলেছেন: আপনি আর আমি পাশাপাশি রুমে থাকুম , যোগাযোগ করেন !

২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

সাদা মনের মানুষ বলেছেন: যান ট্যাকা ফেরৎ নিমু না :-B

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৮

স্বপনবাজ বলেছেন: বুঝতারছি ভাল্লাগছে !

২১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

সুমন কর বলেছেন: বেশী ভাল লাগল না। কিন্তু তুমি এই কাজটি ঠিক করো নি। কাল কাণ্ডারী তার অন্য নিক থেকে পোস্ট দিল আর আজ তুমি। তাই ব্যাপার একটু কপি কপি লাগল। X((

*আশা করি, আমার মন্তব্যকে তুমি ছোট ভাই হিসাবে ভুল বুঝবে না। তুমি বলেই কিছু বললাম। অন্য কেউ হলে জীবনেও না। কাল উনাকে বলি নি। আর তুমিই তো বলছো, যেটা ভাল লাগবে না, সেটা আমি যেন সরাসরি বলি। ভাল থেকো।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

স্বপনবাজ বলেছেন: আপনার এমন ভাবাটা অস্বাভাবিক কিছু না সুমন দা ! খুশি হয়েছি এভাবে বলেছেন দেখে !
কান্ডারী ভাইয়ের অন্য নিকের পোষ্টের কথা আমার মাথায় এক্কেবারেই ছিলনা , আর কান্ডারী ভাইয়ের ইন দা নেম অফ ইনোসেন্স নামে যে নিক আছে সেটা উনি খুব কম ব্যাবহার করেছেন , মাঝে মাঝে মজা করার জন্য করেন বলেই জানি !
আমার এই নিকটাই আমার প্রিয় এবং আসল নিক ছিল এক সময় , আমার ব্লগিং এর হাতে খড়ি কিংবা ব্লগিং এর ভালোলাগা এই নিক থেকেই , তাই এই নিকের প্রতি কিছুটা আবেগ আছে ! কিন্তু নিক নেম টা ভুলে এমন হয়ে যাওয়াতে কেমন জানি লাগতো , "স্বপ্নবাজ অভি" নিকটা এটা খুলার ও বছর খানেক আগে খুলা , কিন্তু সপ্তাহখানেক পর পাসওয়ার্ড সহ সব ভুলে যাই , এখন থেকে ৭-৮ মাস আগে একদিন গুগলের কল্যানে স্বপ্নবাজ অভি নিকের সন্ধান পাই , কাক্তালীয় ভাবে পাসওয়ার্ড ও মিলে যায় , তারপর ঘোষণা দিয়ে সেই নিকেই আছি , এই নিক টা থেকে মজার কিছু শেয়ার করার ভাবনা থেকেই অনেক দিন পর লগইন করলাম , মোটেই অনুকরণ নয়!
ওফফ কত কথা বলি !
আপনার সরাসরি বলাটা ভালো লাগে , আন্তরিক ধন্যবাদ জানবেন !

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

স্বপনবাজ বলেছেন: আর হ্যাঁ , সেই নিকে যাওয়ার পর কখনো এই নিকে লগইন করিনি , আর করবো ও না ,এটা আমার দায়বদ্ধতা !
এই যে এখন একটা পোষ্ট দিলাম , এই রকম বছরে দু চারটা পোষ্ট দিলে পোষ্টের কমেন্টের উত্তর দেয়া আর কিছু পোষ্টে গিয়ে মজা করা পর্যন্তই এই নিকের দৌড় !

২২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০২

তাসজিদ বলেছেন: From: sad but true ?????????????

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪২

স্বপনবাজ বলেছেন: নো ফ্রম "মুরাদ টাকলা"!

২৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৬

ড. জেকিল বলেছেন: বাইচ্চা গেছেন, টাকা ফেরত দিতে হবেনা।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৭

স্বপনবাজ বলেছেন: ওফফ ! বাচাইলেন ড. জেকিল !!
বুঝতারছি ভাল্লাগছে!

২৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪২

সুমন কর বলেছেন: কথাগুলো ভাল লাগল। গুড.. !:#P !:#P !:#P

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

স্বপনবাজ বলেছেন: শুভেচ্ছা রইলো সুমন দা !

২৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৭

বটবৃক্ষ~ বলেছেন: ভাগ্যিস সীটবেল্ট বাইন্ধা নিসিলাম!! নাইলে এতক্ষনে খাট থেকে ভুপাতিত হতাম!!
=p~ =p~ =p~ =p~

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

স্বপনবাজ বলেছেন: যাক , ঠিক আছেন তাইলে !

২৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬

সায়েম মুন বলেছেন: আট আনা উসুল হৈছে। বাকীটা পরে দিয়েন। #:-S

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

স্বপনবাজ বলেছেন: আরেকটা পুষ্টের ব্যাবস্থা করা লাগবে দেখি , দেনা রাখা যাবেনা

২৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মজা পেলাম।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

স্বপনবাজ বলেছেন: শুভেচ্ছা দুর্জয় ভাই !

২৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৪

নীরব 009 বলেছেন: ট্যাকা দেন। পুরান পোস্ট সব। মুরাদ টাকলায় লাইক দেয়া আছে :-P

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

স্বপনবাজ বলেছেন: :( :( :( :(

২৯| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৯

শ্রাবণ জল বলেছেন: মজার পোস্ট :D

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

স্বপনবাজ বলেছেন: শুভেচ্ছা শ্রাবণ !
মজা পেলে স্বার্থক ~

৩০| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: মানুষের বিবেক সবচেয়ে রড আদালত! - এইটা সেরাম হইসে রে ভাই! প্রথমে বেশ কিছুক্ষন বুঝতে পারিনি ঘটনা কী হইসে! পরে বুঝলাম শুধুমাত্র ফোঁটা বিচ্যুতি ঘটেছে- তাতেই তুমুল বিনুদুন! =p~ =p~ =p~ =p~

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

স্বপনবাজ বলেছেন: একটি মাত্র ফোটা বিচ্যুতি হতে পারে তীব্র হাসির কারণ !

৩১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

লিংকন১১৫ বলেছেন: হাস্মুনা মইরা যামু , ওপারে চইল্লা যামু :) :D B-) ;)

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

স্বপনবাজ বলেছেন: পৃথিবী ছেড়ে ভেগে যাই ~

৩২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

জাহিদ ২০১০ বলেছেন: কস্কি বলেছেন: দন্ত বিকশিত হয় নাই!!!! :(

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

স্বপনবাজ বলেছেন: আপনার জন্য মায়া ~

৩৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

ভোর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

স্বপনবাজ বলেছেন: :P :P :P :P :P :P :P

৩৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০১

উদাস কিশোর বলেছেন: মুখ ঘুরাইয়া রাগলাম ।
ট্যাকা ফেরত

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

স্বপনবাজ বলেছেন: সরি , আপনার টিকেটের ট্যাকা হাতে পাই নাই , তাই ফেরত দেয়ার মত কিছু পাচ্ছিনা ! :P :P :P :P

৩৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

মহামহোপাধ্যায় বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~


পয়সা উসুল হইয়া গেলো। সবচেয়ে ভালো লাগছে "১" এর সাথে "সিক্স" তার সাথে "চ" স্ট্যাপল্ড ...........

হাসতে হাসতে শেষ B-) B-) B-) B-) B-)

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০০

স্বপনবাজ বলেছেন: ওইটা আমারেও ব্যাপক বিনুদুন দিছে !
শুভেচ্ছা প্রিয় ব্লগার !

৩৬| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০

শুঁটকি মাছ বলেছেন: বিশাল মজা পাইলাম।

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০২

স্বপনবাজ বলেছেন: শুভেচ্ছা নানী , নানীকে হাসাতে পেরে নাতীও আনন্দিত !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.