![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
আচ্ছা তোমার কাঁচের চুড়ি আছে না?
শেওলা কালারের সুতী শাড়ী,
ছোট্ট কালো টিপ!
আর হ্যাঁ কাজল মেখে এসো কিন্তু।
খোলা চুলে এসো সন্ধ্যা যেন ডুবে যেতে পারে সেখানে।
আজ এই ভেজা বিকেলে চল বেরিয়ে পড়ি
প্রেম ডাকছে শুনতে পাচ্ছো কি?1
- স্বপ্ন
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৮
রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসা থেকে দূরে থাকাই ভালো।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
আকিব হাসান জাভেদ বলেছেন: না শুনলে ও শুনতে হবে
আজ প্রেমের জোয়ারে
তুমি আর আমি ছাড়া
আর কারো ঠাই নেই
আর কারো জায়গা হবে না
এই অজয় নদীর ধারে।
সুন্দর প্রেম ভাবনা ।