![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় যতটা জানি, তুমি জলে আগুন জ্বালো! বৃস্টি খোঁজোনি তুমি, তাই বৃস্টি তোমায় খোঁজে! প্রতিশোধ নেবে বলে, অভিমানে পুড়ছে নদী! চলনা,একটু কাঁদি....চলনা একটু কাঁদি....চলনা একটু কাঁদি ।।
২০০৫ থেকে বাংলাদেশে বাংলা ভাষায় ব্লগিং চর্চা শুরু হলেও এই ২০১৩ সাল পর্যন্ত এ দেশের মানুষের মধ্যে ব্লগিং শব্দটি তেমন কোন প্রতিক্রিয়া সৃষ্টি করতো না। আরও পরিষ্কার ভাবে বলতে গেলে - অনেকেই জানতো না ব্লগিং কি এবং কেন। জামাতী ছাগুর দল এই সুযোগটাই গ্রহণ করেছিল। এখন অনেকেই জানে যে ব্লগিং নাস্তিকতা আর আল্লাহ ও তার রাসুল (সাঃ) কে গালিগালাজ করবার স্থান।
মানুষের এই ভুল ধারণাটা ভাঙ্গানোর সময় এখনই। আমাদের আশে পাশে যারা আছে, তাদের ব্লগিং সম্বন্ধে স্বচ্ছ একটা ধারণা দিতে হবে আমাদেরকেই।
না না কাজে আমাদের কম্পিউটার কম্পোজ করার প্রয়োজন পড়ে। এটা সবাই জানে। কম্পিউটার কম্পোজের পর কাগজে প্রিন্ট নিয়ে সেটা কাজে লাগানো হয়। সেই কম্পোজটা হতে পারে কোন চাকুরীর আবেদন পত্র, অথবা কোন নোটিশ। আমরা যে পত্রপত্রিকা বা বইগুলো পড়ি, সেগুলিও কম্পিউটার কম্পোজ করা। সোজা কথায় - কম্পিউটার কম্পোজ হাতে লেখার ডিজিটাল রূপ।
ব্লগিং হচ্ছে অনলাইনে ডায়েরি লেখার মত একটা ব্যাপার। এখানে হাতে না লিখে ডিজিটাল ভাবে কিছু কম্পোজ করে সেটা অনলাইনে অর্থাৎ ইন্টারনেটে সংরক্ষণ করা হয়। প্রতিটি সৃজনশীল মানুষই চাইবে তার সৃষ্টিকে মানুষের সামনে তুলে ধরতে। বই লিখে, পত্র পত্রিকায় ছাপিয়ে মানুষের মাঝে সৃষ্টিশীল কাজগুলোকে ছড়িয়ে দেয়া যায়। সে ক্ষেত্রে অনেক বাঁধা। পত্র পত্রিকায় সবার লেখা ছাপাবে না। নিজের একটা বই ছাপানো এবং তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াও অনেক ঝক্কির ব্যাপার। অনেক প্রস্তুতি আর টাকা পয়সার ব্যাপার আছে বই ছাপাতে গেলে। আবার যারা বই কিনবে, তাদেরকেও পয়সা খরচ করে কিনতে হবে।
ব্লগ এমন একটি জায়গা, যেখানে বিনে পয়সায় লেখা যায়, ছড়িয়ে দেয়া যায় অনেক অনেক মানুষের মাঝে। ব্লগে যে কেউ লিখতে পারে। সবাই তো আর সাহিত্যমনস্ক হয় না, অথবা সবার সেই মেধা থাকেনা। আবার মেধাবী মানুষদেরও পরিচিতির প্রয়োজন পড়ে। মূলত নিজের কথাগুলো মানুষকে জানানোর তাগিদেই ব্লগের জন্ম। আমাদের জীবনের ছোট্ট ছোট্ট সুখ দুঃখের কথা, তার সাথে গল্প কবিতা - যে যেমন পারে, ব্লগে লিখে যায়। সেই লেখাটা অনেকেই পড়ে, মন্তব্য করে। ভাল লাগা মন্দ লাগা জানায়। নিজেকে প্রকাশ করার সহজ মাধ্যম হিসেবে তাই ব্লগটা দিন দিন জনপ্রিয় হচ্ছে। এর সাথে আস্তিকতা বা নাস্তিকতার কোন সম্পর্ক নেই। বাজারে থাকা হরেক ধরণের বইয়ের লেখকদের মতই হরেক ধরনের ব্লগার আছেন, অনেক রকম লেখা তারা প্রতি মুহূর্তে লিখছেন। সামাজিক বা ধর্মীয় ভাবে অগ্রহণযোগ্য লেখাগুলো কেউই সাপোর্ট করবে না, করে না। কেউ যদি এমন কোন লেখা দেয়, সেই লেখাকে খুব দ্রুত পাবলিক ব্লগ থেকে মুছে ফেলা হয়। ব্লগার হতে হলেই যে তাকে রোবট হয়ে যেতে হবে, এমন তো নয়। আমরা ব্লগাররা যেমন ধর্মের ব্যাপারে কোন নোংরা কথা সহ্য করি না, তেমনি দেশ, জাতি বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলা কথাও সহ্য করি না। আমরা তো আলাদা কেউ না, আপনি আমি মিলেই আমরা। যে সব কথা গুলো আপনার মাঝে প্রতিক্রিয়া তৈরি করে, সেগুলোই আমার মাঝেও করে। শরীরে রোগ হলে চিকিৎসা করতে হয়। রোগীকে মেরে ফেলা হয় না। তেমনি গুটিকয়েক নাস্তিকের বাজে কথা লেখার প্রতিবাদ করতে হয়, আমরা সবাই করি, আপনিও স্বাগতম। কিন্তু তাই বলে গোটা ব্লগার সমাজকে এই কারণে দায়ী করা, বা ব্লগিং সম্বন্ধে ভুল একটা ধারণা পুষে রাখা ঠিক না। ২০১৩ সালেও "কান নিয়েছে চিলে" শুনেই চিলের পেছনে ছুটবেন, এটা কেমন কথা? আসুন, দেখুন, ব্লগ পড়ুন, নিজে জানুন, অপরকে জানিয়ে দিন। গুটি কতক মানুষ আপনার অজান্তেই আপনার না জানাটাকে কাজে লাগিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে। প্রসঙ্গত উল্লেখ করি - এই ধরণের ধর্ম বিদ্বেষই লেখা গত কয়েক বছরে অনেকেই লিখে গেছেন। এতদিন তো আমাদের তথাকথিত ইসলামের ধারক বাহকেরা কোন উচ্চবাচ্চ্য করেননি। প্রতিবাদ করেছি, লেখাটি মুছে দিয়েছি, ব্লগ বাতিল করিয়েছি আমরা ব্লগাররাই, যেন এমন লেখা আর সে পাবলিক ব্লগে লিখতে না পারে। তবে এখন কেন আপনার ক্রোধ বা ঘৃণা ব্লগারদের দিকে নির্দেশ করে? সত্যটা জানুন, সত্যটা ছড়িয়ে দিন।
ধর্মকে বর্ম করে যারা ফায়দা লুটতে চায়, সেই জামায়াত শিবিরের এই চালটা বুঝতে আপনার সচেতনতাই যথেষ্ট।
শাহবাগের আন্দোলনটা গন আন্দোলন। যদিও শুরুটা অনলাইন একটিভিষ্ট ও ব্লগাররাই করেছিলেন। আমাদের মূল দাবী ছিল রাজাকারদের ফাঁসির আদেশ নিশ্চিত করা। আপনি নিজেও এই দাবীর সাথে একমত। আপনার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিয়ে, আন্দোলনটাকে অন্য পথে চালিয়ে দিয়ে লাভটা কার হবে? যারা রাজাকারদের বাঁচাতে চায়, তাদের। ইসলামেও বলা আছে অপরাধের যৌক্তিক শাস্তি প্রদান করা। শত শত মানুষের মৃত্যুর সাথে যারা জড়িত, তাদের কোন যুক্তিতে আপনি বাঁচিয়ে রাখতে চাইবেন? তাদের কি বিচার হবেনা? বিচারে সর্বোচ্চ্য শাস্তি কি তাদের প্রাপ্য না? ইসলামের কথা বলে, মসজিদে আগুন দিয়ে, পতাকা পুড়িয়ে, মানুষ খুন করে জামায়াত শিবির যেটা চাইছে, সেটা অন্যায়। প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন, যারা ইসলামের নামে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। নিজের যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করুন। আমরা সব সময় মানুষের মাঝেই ছিলাম, মানুষের মাঝেই আছি, থাকবো।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
~স্বপ্নজয়~ বলেছেন: ছাগু বেশ কয়েক প্রকার আছে তো
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩
আজমান আন্দালিব বলেছেন: সুন্দর লেখা। সহমত জানাই। ব্লগিং সম্পর্কে মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গী খুবই দরকার। একারণে এ লেখাটাকে ছড়িয়ে দেওয়া দরকার সর্বত্র।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
~স্বপ্নজয়~ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫
টাইটান ১ বলেছেন: ভালো বলেছেন ভাই। আমি একমত। এক শ্রেণীর দল আমরা দেশের স্বাধীনতার প্রশ্নে কিছু একটা করতেই গেলে বলে ইসলাম নষ্ট করছে। আসুন জানি আসলে কারা ইসলাম নষ্ট করছে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
~স্বপ্নজয়~ বলেছেন: ওরা ইসলামের বর্মটা যথেচ্ছা ব্যাবহার করে নিজেদের ফায়দার জন্য
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: valo bolecen .
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
~স্বপ্নজয়~ বলেছেন: ধন্যবাদ ভাই
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯
অণুজীব বলেছেন: সহমত জানাই
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
~স্বপ্নজয়~ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
কয্ট বলেছেন: আজ ব্লাগারদের ভাবমূর্ত নষ্টের জন্য ব্লাগাররা দায়ী
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
~স্বপ্নজয়~ বলেছেন: ঢালাও ভাবে সবাইকে দায়ী করা কি ঠিক?
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭
কয্ট বলেছেন: এমন একটা সময় এখন আমি ব্লাগার এ কথা বললে যেন মানুষ ভাবে নাস্তিক !
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
~স্বপ্নজয়~ বলেছেন: পরিবর্তন আনতে হবে
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০
শাহীন ভূইঁয়া বলেছেন: আসলে সেদিন গ্রামের বাড়ীতে বেশ শিক্ষিত কয়েকজন জামাত পন্থী লোক ব্লগিং কী জানতে চাইছিল। ওরা যেমন তসলিমা নাসরিনকে বিখ্যাত করেছে, হুমায়ুন আযাদ কে নিয়েও প্রচার চালিয়েছে আর এখন ব্লগ যে খারাপ জিনিষ সটো সবাইকে বুঝাচ্ছে । আবার ফেসবুকে কিছু আধুনিক শিক্ষিত লোকজনকে ও মন্তব্য করতে দেখা যাচ্ছে যে, ব্লগাররা হলো সবাই নাস্তিক । আমার মনে হয় আগামী একশ বছরেও এ ময়লা আমাদের সমাজ থেকে বিলুপ্ত হবে না । অনেকের ধারনা জামাত শিবির করলে আল্লার কাছাকাছি যাওয় সহজ হবে । আল্লাহ ওদের মঙ্গল করুক ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
~স্বপ্নজয়~ বলেছেন: ধর্মটাকে ব্যাবহার করে ওরা মানুষএর সফট কর্নার পাবার জন্য। নিজেরা ইচ্ছে করে নষ্ট করে ইসলামকে।
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১
মেহেরুন বলেছেন: সুন্দর লেখা। সহমত জানাই। ব্লগিং সম্পর্কে মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গী খুবই দরকার।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
~স্বপ্নজয়~ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২
সত্য কথায় যত দোষ ! বলেছেন: ব্লাগারদের ভাবমূর্ত নষ্টের জন্য রেসিডেন্স ব্লাগাররা দায়ী।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
~স্বপ্নজয়~ বলেছেন: রেসিডেন্স ব্লাগার কি জিনিস ভাই?
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
সজিব তৌহিদ বলেছেন: প্রথম বারের মত দেশের মানুষ বঝলো ব্লগিুং কি। এই েধারা অব্যাহত রাখতে হবে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
~স্বপ্নজয়~ বলেছেন: বোঝাতে হবে সবাইকে
১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২
হাঁড় = ঘাঁড় বলেছেন: কয্ট বলেছেন: এমন একটা সময় এখন আমি ব্লাগার এ কথা বললে যেন মানুষ ভাবে নাস্তিক !
এখন এই মানুষগুলার কাছে আমরা প্রকৃত সত্য তুলে ধরতে পারি কি?
জামাতির বাচ্চারা অপপ্রচার চালাবেই।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
~স্বপ্নজয়~ বলেছেন: ধর্মকে ব্যাবহার করে ওরা খুব দ্রুত সফল হয়েছে, আমাদের চেষ্টা করে যেতে হবে এই ধারণা বদলাবার
১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬
তাসবীর আহমাদ বলেছেন: ব্লাগারদের ভাব মূর্তি নষ্টের জন্য ৫/৬ জন রেসিডেন্স ব্লাগাররা দায়ী।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
~স্বপ্নজয়~ বলেছেন: রেসিডেন্স ব্লাগার কি জিনিস?
১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
মিহির লাল সিংহ বলেছেন: Sohomot... Blog somporke ekta bistarito lekha potrikar maddhome choriye dit'e hobe, bhangte hobe pothovrostoder bhranto dharona.
১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
রুপ।ই বলেছেন: সহমত জানাই
১৬| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০২
শায়মা বলেছেন: ভাইয়া!!!
১৭| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
সপ্নাতুর আহসান বলেছেন: সুন্দর লেখা। স হ ম ত জানাই।
আমার যদি ভুল না হয় তবে অনেকদিন পরে লিখলেন। বহুদিন আপনার ব্লগে এসে রিক্ত-হস্তে ফিরে গিয়েছি। আশা করব আমাদের ছেড়ে যাবেন না।
১৮| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:২৯
আমি বিভীষণ বলেছেন: ব্লগ হচ্ছে মুক্তবুদ্ধির চর্চা, ও বাঁক স্বাধীনতার প্রয়োগ। স্বাধীন ভাবে নিজের মতামত প্রকাশের একটি প্ল্যাটফর্ম। আর শোষক গোষ্ঠী ইহা কখনই সমর্থন করে নাই আর করবেও না। মানুষ যদি স্বাধীনই হয়ে যায় তাহলে তারা শোষণ করবে কাদের উপর। এজন্যই ব্লগের উপর এত চোখরাঙ্গানি।
যাই হোক আশা করি সাধারন মানুষ ইহা বুঝতে পারবে ও নিজের বাঁকস্বাধীনতার অধিকার সম্পর্কে সচেতন হবে।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯
বিডি ফুল বলেছেন: জামাতী ছাগু( ছাত্রলীগের গুন্ডা) ও আছে নাকি???