নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.. আমি অভ্র দিয়ে লিখি ...

~ ভাষা হোক উন্মুক্ত ~

~স্বপ্নজয়~

তোমায় যতটা জানি, তুমি জলে আগুন জ্বালো! বৃস্টি খোঁজোনি তুমি, তাই বৃস্টি তোমায় খোঁজে! প্রতিশোধ নেবে বলে, অভিমানে পুড়ছে নদী! চলনা,একটু কাঁদি....চলনা একটু কাঁদি....চলনা একটু কাঁদি ।।

~স্বপ্নজয়~ › বিস্তারিত পোস্টঃ

নেকুফিকেশন‬

৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪



হ্যাঁ … আমি পাগল ...

তুমি মিষ্টি দেখতে, না অসুন্দর - এ নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই। তোমার ফর্সা কিংবা কালো হওয়াতে আমার কিছু যায় আসেনা। তোমার সাফল্য অথবা ব্যার্থতা, তোমার জনপ্রিয়তা আমার তোমাকে চাওয়াকে প্রভাবিত করেনা একদমই, বরং তোমার আনন্দে খুশী হই, কষ্টে হই নীল।

তোমার নামে ঢাকায় দুএকটা ফ্লাট আছে কি না, কখনও জানতে চাইনি, বরং খোঁজ নিয়েছি তুমি পায়ে নুপুর পড়ো কি না।
প্রিয়তি, নীলকণ্ঠ ফুলের হৃদয়টা দেখেছো? বিষে বিষে জর্জরিত নীলকন্ঠের হৃদয়ে এখনও কিছুটা সুবাস রয়ে গেছে অবশিষ্ট। সেটুকু আমি তোমায় দেবো।

বিনিময়ে আমি তোমাকে চাই, তোমার এই সুগন্ধী অস্তিত্বের তোমাকে, শুধুই তোমাকে …

‪#‎নেকুফিকেশন‬

মন্তব্য ৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০

বিজন রয় বলেছেন: ছোট্ট সুন্দর লেখা। শব্দচয়ন খুব হৃদয়কাড়া।
ছবিটি এত উজ্জ্বল!!

++++

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৬

~স্বপ্নজয়~ বলেছেন: হা হা হা ... ধন্যবাদ ভাই :)

২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩

হাসান মাহবুব বলেছেন: কী খবর? এতদিন পর! সবাই ভালো তো? লেখায় প্লাস দিলাম।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮

~স্বপ্নজয়~ বলেছেন: আসি তো মাঝে মাঝে, ব্লগের মায়া ছাড়তে পারি না :) কেমন আছেন?

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১

আবু শাকিল বলেছেন: এত অল্পতে মুগ্ধ কথা।দারুন শব্দ
আপনার ভালবাসা অগ্রাহ্য করার ক্ষমতা। তার থাকে কি করে!!

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬

সুমন কর বলেছেন: শেষে এসে ভালো লাগল।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার অনুভূতি । ভাল লেগেছে ।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪

খোলা হাওয়া বলেছেন: পোস্টের ছবিটা অনেক সুন্দর। নেকুফিকেশন পড়লাম। চলতে থাকুক ন্যাকামি

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪১

সহেলী বলেছেন: এমন করে ভাবতে পারলে বেশ হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.