নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরফ উদ্দিন আহমদ

D:\Picnic-2010\503.jpg

শরফ উিদ্দন আহমদ

আমি একজন আইটি প্রফেশনাল

শরফ উিদ্দন আহমদ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা দিবস-২০১৪

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮

ভালোবাসা হচ্ছে সার্বজনীন। ভালোবাসা হচ্ছে মানবিক এবং আবেগময়। নির্দিষ্ট কাউকে বিশেষভাবে ভালোবাসা একটি বিশেষ অভিজ্ঞতা। তবে জগতের সব সৃষ্টিকে আমরা সবসময় ভালোবাসি। আর ভালোবাসি বলেই জগত এতটা সুন্দর।



ভালোবাসা দিবস বলে আলাদা একটা দিনকে পালন করি। তাই বলে অন্যান্য দিনে আমাদের মাঝে ভালোবাসার বহি:প্রকাশ নেই, এটা বলা যাবেনা। অনেকেই সমালোচনা করে থাকেন- ভালোবাসা বলতে একটি বিশেষ দিবস (১৪ ফেব্রুয়ারি) পালন করি কেন? আমরা কী অন্যান্য দিন ভালোবাসা-বাসির মধ্যে থাকিনা? সমালোচকদের জবাবে বলা যায়- বছরের প্রতিটি দিন, প্রতিটি মূহূর্তেই জগতের সব সৃষ্টিকে ভালোবাসি, একে অন্যকে ভালোবাসি এবং অবশ্যই বিশেষ কোন মানুষকে বিশেষভাবে ভালোবাসি। বছরের একটি বিশেষ দিবস (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবস হিসেবে পালন করলে দোষের তো কিছু নেই।



প্রিয়জনকে, প্রিয় ব্যক্তিটিকে বিশেষভাবে ভালোবাসার কথা বলা কিংবা একটা উপহার দেয়ার সুযোগ আমরা নিতেই পারি। এতে আমাদের একে অন্যের প্রতি ভালোবাসা কমে না বরং বৃদ্ধি পায়। যেমন ধরুন- বিশেষ বিশেষ দিবসে একে অন্যকে শুভেচ্ছা জানায়। ঈদ-উল-ফিতর কিংবা ঈদ-উল-আযহা, পহেলা বৈশাখ কিংবা ফার্স্ট জানুয়ারি ইত্যাদি দিবসে আমরা একে অন্যকে শুভেচ্ছা জানাই। এবং সেটি আন্তরিকভাবেই জানাই। এটা কী আমরা অন্যান্য সবসময়ে করি বা বলি? কী চমৎকার ব্যাপার। অন্য সময়ে হয়তো কারও সাথে বিভিন্ন কারণে এভাবে শুভেচ্ছা বিনিময় হয় না। বিশেষ বিশেষ দিবসটির কারণে হলেও এই শুভেচ্ছা বিনিময় হয়ে থাকে। তাহলে বিশেষ বিশেষ দিবস বিশেষভাবে পালন করলে দোষের কী আছে?



ভালোবাসা হচ্ছে একে অন্যের প্রতি শ্রদ্ধা, আন্তরিকতা, নিষ্ঠা ও স্নেহের বহি:প্রকাশ । আর সেটা হতে পারে- মানুষের প্রতি মানুষের ভালোবাসা, রাষ্ট্রের প্রতি ভালোবাসা, আত্মীয়দের প্রতি ভালোবাসা, প্রতিবেশীদের প্রতি ভালোবাসা, নিজ কর্মের প্রতি ভালোবাসা ও আন্তরিকতা, সৃষ্টির প্রতি ভালোবাসা, সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা এবং নিজ ধর্ম ও অন্যান্য ধর্মের প্রতি ভালোবাসা ইত্যাদি। তাই সর্বদাই ভালোবাসা-বাসির সাথে থাকুন। নিজে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, অন্যকে ভালোবাসুন। ভালো লাগবে। ভালো থাকবেন। আনন্দ পাবেন। জনম আপনার সার্থক হবে।



সুতরাং আজ যারা ভালোবাসা দিবসটি পালন করছেন- তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং পরামর্শ থাকবে আপনাদের ভালোবাসা যেন দু'জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। জগতের সব সৃষ্টিকেই ভালোবাসুন। এই দিবসে আপনার প্রিয়তম কিংবা প্রিয়তমাকে ভালোবাসি কথাটি বলার পাশাপাশি আপনার মা-কে কথাটি বলুন, ভাইকে বলুন, বোনকে বলুন, আত্মীয়স্বজনকে বলুন, সহকর্মীদের বলুন এবং সৃষ্টির সৃষ্টিকর্তাকে বলুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.