![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানুষ,
যার নেই আর কোন হুশ,
তবুও বেঁচে আছি,
তোমার জন্যে,
শুধু তোমার জন্যে;
তুমি আছো তাই-
আমিও আছি,
নয়তো বেঁচে থাকাটাই হয়তো হতো না।
কেন?
.............!!!
অত:পর তবুও বেঁচে থাকি
রাতের শেষে নিষ্পাপ ভোরে
রঙিন সূর্য দেখার আশায় আশায়...............
©somewhere in net ltd.