নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস

inside you

মাক্স

নিপাট ভদ্রলোক!

মাক্স › বিস্তারিত পোস্টঃ

ম্যাথমেটিকস অথবা বিবর্ণসত্তা

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

ডিজিটালাইশেনের যুগে চিঠিরা এখনো বেঁচে আছে। ডাকবিভাগ আমাকে মনে করিয়ে দিয়েছিল ডিসেম্বর মাসে। ছাব্বিশ তারিখ সেদিন। চিঠির উপরে সুন্দর করে আমার নাম লিখা। চিঠিটা হাতে পেয়ে আনন্দিত হব নাকি দুঃখিত হব ঠিক বুঝতে পারছিলাম না। খামের উপরে প্রেরকের নাম লিখা "সদানন্দ চন্দন দাস"। এই খটোমটো নামের কোন ব্যক্তির সাথে আমার পরিচয় থাকার কথা না। আর আমি আলঝেইমারেও আক্রান্ত কেউ না যে এমন একটা নাম মনে থাকবে না। আপাতত এইটুকু নিশ্চিত, চিঠিটা যে পাঠিয়েছে সে পরিচিত কেউ। এটা বোঝার জন্য শার্লক হোমস পরিবারের কেউ হবার দরকার পড়ে না। কিন্তু এটা অভদ্রতার কোন স্তরে পরে সেটা চিন্তার বিষয়। এসব চিন্তা করতে করতে খামটা খুলে দেখলাম। ছোট্ট এক টুকরো কাগজ ছাড়া কিছু নেই। এইবার মেজাজ খারাপ হওয়ার কথা কিন্তু আমার হাসি পেল। এমন শিশুতোষ কাজ কে করতে পারে?

ভেবে কোন কূল কিনারা পেলাম না। খামটা রেখে দিলাম টেবিলের উপরেই।



পরেরদিন একই ঘটনার পুনরাবৃত্তি। আবারো হলুদ খাম। কিন্তু আজকে অন্য আরেকটা নাম, আঁখি। ব্যস এতটুকুই। আজকেও খুলে দেখলাম, আলেখা কাগজ।



এভাবে প্রতিদিন চলতে লাগল। শুক্র শনিবার কোন চিঠি আসত না। রবিবারে একসাথে তিনটা চিঠি আসত। সবগুলো চিঠিই ড্রয়ারে জমতে থাকলো। নয়ন, আভা, মীম, আঁখি, সদানন্দ চন্দন দাস, অরোরা। ছয়টা নাম থেকেই চিঠিগুলো আসতে লাগল। মীম নামটা দেখে প্রথমে চমকে উঠেছিলাম। একসময় ভাবলাম সেইই কাজটা করছে।



সবগুলো চিঠিই জমতে থাকলো ড্রয়ারে। কোন কূল কিনারা করতে পারলাম না। যথেষ্ট বিরক্ত হবার কথা আমার। কিন্তু একসময় চিঠির নেশায় পড়ে গেলাম। প্রতিদিন শূন্য চিঠির জন্য অপেক্ষা।



একদিন দেখি একটা চিঠিতে শুধু ইংরেজীতে 'ও' লেখা। ব্যস আর কিছুই নেই। তার পরের দিনের চিঠির জন্য অধীর আগ্রহ নিয়ে বসে ছিলাম। তারপর দিন দেখি লিখা ওয়ান(1)।

এভাবে এগারটা চিঠিতে একটা ফোন নম্বর লিখা। তাও আবার আমার ফোন নম্বর। মানে তার কাছে আমার কন্টাক নাম্বার আছে তাও আমাকে চিঠি দিয়ে যাচ্ছে।



আমাদের বাড়ীটা একতলা, ছাদের উপরে একটা আলাদা রুমে থাকি আমি। প্রতিদিন সকালে ঘুম উঠেই চিঠির জন্য অপেক্ষা করতাম। লাস্ট চিঠিটা এসেছিল মে মাসের একদিন। মোট একশ চৌত্রিশটা চিঠি পেয়েছি। সংখ্যাটা অদ্ভূত। হঠাত খুব হাসি পেল। বয়স কম ছিল বলে কল্পনায় এক কিশোরীর মুখও উকি দিয়েছিল।



একশ চৌত্রিশ নম্বর চিঠিটাই শেষ চিঠি। তারপরদিন থেকেই চিঠি আসা বন্ধ। শেষটা যেদিন পেলাম তার পরদিনই আমার জন্মদিন। চিঠির জন্য অনেক আগ্রহ নিয়ে বসেছিলাম। কিন্তু আর চিঠি আসে নি। অন্য কারো ক্ষেত্রে কি হত জানিনা কিন্তু আমার প্রচন্ড মন খারাপ ছিল সেদিন।



এখনো আমি চিলেকোঠাটাতেই থাকি। একজন বাস্তববাদী সুখী মানুষ। নিয়মিত অফিস বাসা। মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা।



একদিন ঘরের আবর্জনা টাইপের সকল কাগজ ফেলে দেওয়ার জন্য হাত দিলাম। ড্রয়ারে এককোনে চিঠিগুলো রাখা ছিল। কি মনে করে খামের উপরের নামগুলো আবার দেখলাম। একটা কাগজে লিখার পরে হঠাত্‍ করেই খেয়াল করলাম সবগুলো নামই প্যালিনড্রোমিক। arora, eye(আঁখি), meem, নয়ন। এই প্রথম এটা খেয়াল করলাম। এইবার চিঠি প্রেরণকারীর উপর আমার একটা শ্রদ্ধা চলে আসল। আবারও চিঠি পেতে ইচ্ছে করল। যদিও তা সম্ভব কিনা জানি না।

- - - - - - - - - - - - - -



শেষকথাঃ হঠাত্‍ করেই লেখা শেষ হয়ে গেলে আমি প্রচন্ড বিরক্ত হই। তবে আমার বিশ্বাস সবকিছুই হঠাত্‍ করে শেষ হয়ে যায়, শুধুমাত্র কবিতা ছাড়া।

মন্তব্য ৯৩ টি রেটিং +৩০/-০

মন্তব্য (৯৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

কালীদাস বলেছেন: ইন্টারেস্টিং থিম :)

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

মাক্স বলেছেন: ধন্যবাদ কালীদাস।
ভালো থাকবেন :)

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

গ্রাম্যবালিকা বলেছেন: মজা পেয়েছি। প্যালিনড্রোমিক ব্যপারটা বুঝলাম। এরকম america europe ? :) ধন্যবাদ।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২

মাক্স বলেছেন: ধন্যবাদ গ্রাম্যবালিকা।
আমেরিকা ইউরোপের ব্যাপারটা আমি বুঝি নাই :(

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

মামুন রশিদ বলেছেন: আমিতো প্রায় ভয়ই পেয়ে গেসিলাম, প্যালিনড্রোমিক সিন্ড্রোম থেকে ব্যাপারটা ভৌতিক কোন পর্যায়ে চলে যায় কি না :P


লেখা যথারীতি আগ্রহ উদ্দীপক, কিন্তু পাঠক কে হতাশ করে হঠাৎ থেমে যাওয়া :(

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

মাক্স বলেছেন: ভূতেরে ডরাই B-) B-) B-)
অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই। ভালো থাকবেন।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

হাসান মাহবুব বলেছেন: লেখাটা পড়তে পড়তে ঠিক কোথায় গিয়ে পৌঁছুলাম বুঝলাম না!

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

মাক্স বলেছেন: হায় হায় আপনারেতো দেখি বিপদে ফালাইয়া দিলাম :( :(

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই লেখার বিষয়বস্তু পুরাই আন কমন আর আপনার আসাধারন লেখনীয় প্রতিভায় আরও দারুন হয়ে উঠেছে বিষয়টি

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।:)

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬

আমিনুর রহমান বলেছেন: সেই রকম হইছে +++

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

মাক্স বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই।:)

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: এইটা কি হইলো !! পরমাণু গল্প !! শেষ হবার আগেই শেষ !! X(

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

মাক্স বলেছেন: আপনেও ক্ষেপছেন :P :P :P

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০

লাবনী আক্তার বলেছেন: শেষ হইয়াও হইল না শেষ!! B:-)

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

মাক্স বলেছেন: হুমম শেষ হইয়াও হইল না শেষ :(

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

চর্যাচর্য বলেছেন: ভালো লাগলো

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

মাক্স বলেছেন: ধন্যবাদ চর্যাচর্য ।

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১

মুশাসি বলেছেন: ইন্টারেস্টিং তো। কোথা থেকে আসছে চিঠিগুলা জানতে মঞ্চায়

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

মাক্স বলেছেন: আমিও জানিনা ভাইজান। কে যে চিঠি দেয়;)

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

একজন আরমান বলেছেন:
স্যার আপনার চরণ দুখানা দেবেন? একটু প্রনাম করি।
আপনার গল্প যতো পড়ি ততোই আমি মুগ্ধ হয়ে যাই।
অসাধারণ লেখনি বরাবরের মতো। :)

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

মাক্স বলেছেন: বরাবরের মতই উৎসাহদায়ক মন্তব্য।
ভালো থাকবেন আরমান ভাই:)

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: এতো ড্রামা হার্ট সইবে না! পড়তে না পড়তেই ঠুশঠাশ শেষ হয়ে যায় কেন!!! :( :(


প্যালিনড্রোমিক ব্যাপারটা কি?

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

মাক্স বলেছেন: যে নাম গুলো বাম থেকে ডানে আবার ডান থেকে বামে পড়লেও একই থাকে সেগুলোই প্যলিনড্রোমিক। উদাহরণ ava

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

অনীনদিতা বলেছেন: শেষ হবার আগেই শেষ !! :(
অসাধারণ লেখনি :)

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

মাক্স বলেছেন: ধন্যবাদ অনীনদিতা:)

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

আফিফা মারজানা বলেছেন: গাছে তুলে দিয়ে মই টেনে নেয়া !এমন অবিচার !

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

মাক্স বলেছেন: অবিচারের শাস্তি দেয়া হবে।:)

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

লেজ কাটা বানর বলেছেন: রমাকান্ত কামার নাম থেকে চিঠি আসে নাই?

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

মাক্স বলেছেন: আসছিল। তয় আপনে জানলেন ক্যামনে? আপনে পাঠান নাই তো;)

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

লেজ কাটা বানর বলেছেন: বান্দর আবার চিঠি! হেহেহেহে।
আপনার লেখাগুলান খুব ভালা পাই।

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
ভাল থাকবেন।

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

নিয়েল ( হিমু ) বলেছেন: আমি বিরক্ত হৈ না আমি X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X(

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

মাক্স বলেছেন: আমিও বিরক্ত হই না X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( :P :P

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

নিয়েল ( হিমু ) বলেছেন: এই পোষ্ট ড্রাফটে নিছিল কেন X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( কেই বা নিছিল ?X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( মডারেটর ? X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( নাকি টেকনিকেল প্রবলেম ? X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( নাকি আপ্নের ভুল ? X( X( X( X( X( X( X( X( X( X(

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

মাক্স বলেছেন: জানি না।

এইডাতো ভাবি নাই। আমারো ভুল হৈতারে :P :P

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

নিয়েল ( হিমু ) বলেছেন: অ /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:)

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

মাক্স বলেছেন: হ B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) ;) ;)

২০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

ডানাহীন বলেছেন: ড্রাফটে নিছিল X(
তাইলে প্লাস দিলাম ক্যামতে :||

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

মাক্স বলেছেন: আগেই দিছিলেন মুনে লয় :-B :-B

২১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

শূন্য পথিক বলেছেন: এই পোষ্টু ডিরাফটে গেছিল? কন কি!! B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

মাক্স বলেছেন: হ B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

২২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

আমি ইহতিব বলেছেন: মজার ব্যাপার তো!!! দারুন রহস্যময় ও, রহস্যের কূল কিনারা করতে পেরেছিলেন কি শেষ পর্যন্ত?

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

মাক্স বলেছেন: না আপু পারিনাই :( :( :(

২৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

বিবর্ণসত্তা বলেছেন: মাস্টর সাব আমার নিক আপনার গল্পের শিরোনামে?? ধইন্য হই গেলাম। :D :D তয় আমি কিন্তু চিঠির ব্যাপারে কিছুই জানিনা :/ :/

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

মাক্স বলেছেন: ওহ নো এত বড় ভুলতো হওয়ার কথা না।
অনেক ধন্যবাদ বিবর্ণসত্তা :) :)

২৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

মেহেদী হাসান মানিক বলেছেন: স্যার ইতা কি পড়িলাম । কিন্তু এইভাবে শেষ হইল :( :( :( :(

আবার কেলাস কোবে হবে???
++

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

মাক্স বলেছেন: এখন অনেক বড় বড় স্যারেরা আসছে তাই আমি রিজাইন দিসি। আর কোন ক্লাস হবে না :( :( :(

২৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

জাকারিয়া মুবিন বলেছেন: কাইয়ুম রকজ।

চমৎকার লেখনী।
তয় আৎকা শেষ হওয়াতে মিজাজ খারাপ হইছিল।
যান মাপ কইরা দিলাম।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

মাক্স বলেছেন: আপনার অসীম দয়া ;) ;)
ভালো থাকবেন ভাই।:)

২৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

প্রিয়তমেষূ বলেছেন: গল্পটা সুন্দর আর আনকমন, ভালো লাগলো।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

মাক্স বলেছেন: ধন্যবাদ প্রিয়তমেষূ ।

২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++ ও প্রিয়তে :)




ভালো থাকবেন :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:২৮

মাক্স বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা।
ভালো থাকবেন।

২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:১০

ঘুড্ডির পাইলট বলেছেন: মেকসো ভাইর লেখা দুর্দান্ত হইতাছে । আপ্নে বয়সে বারতাছেন লগে বুরা হইতাছেন কিন্তু আপ্নার লেখা দিন দিন তরুন হইতাছে :)






এখন একজুন তরুনির দরকার B-))

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯

মাক্স বলেছেন: আহা আহা তরুনীরা যদি বুঝত :P :P :P

২৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি হইল এটা!!!! বাকিটা কই??

জলদি বাকি অংশ লিখে ফেলেন, না হলে কিন্তু বললাম, পুরা একবালতি ঠান্ডা পানি মাথায় ঢাইলা দিমু। :) :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০

মাক্স বলেছেন: আমি ছুডু মানুষ। ডর দেহাইয়েন নাগো ভাইডি B:-) B:-) :P

৩০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

সুলাইমান হাসান বলেছেন: interesting :P :P :P

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২

মাক্স বলেছেন: :P :P :P

৩১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৮

স্বপনবাজ বলেছেন: মানব চরিত্রের এ এক আজব দিক! ধীরে ধীরে আকর্ষিত হতে থাকা ... মনের অজান্তে! অভ্যাসের দাস! এমন অনেক কিছুই. করি যা আপাতদৃষ্টিতে ফলাফল শুন্য কর্ম! কিন্তু তাতেই হয় প্রত্যাশার পাহাড়!
আপনে মিয়া জিনিস চালাইয়া যান!

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

মাক্স বলেছেন: আপনার কমেন্টসগুলা আমি প্রায়ই মুগ্ধ হয়ে পড়ি। সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।

৩২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

শিপন ব্লগার বলেছেন: বালু লাগলু।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

মাক্স বলেছেন: ধন্যবাদ শিপন ব্লগার।

৩৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার লিখেছেন । +++++++++++++++

০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন।

৩৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

অয়োময় বলেছেন: ভেরি ইন্টারেস্টিং ;) .........কিন্তু এইডা কি করলেন?কৈ আইন্না আমাগোরে ছাইরা দিলেন? :|

০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০

মাক্স বলেছেন: নেক্সট টাইম আর ছাইড়া দিমু না। ধইরা রাখমু :P :P

৩৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

কয়েস সামী বলেছেন: আগ্রহোদ্দীপক লেখা। টানটান উত্তেজনা থাকা অবস্থাতেই শেষ! ভাল লাগা রইল।

০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ কায়েস সমী। ভালো থাকবেন।

৩৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

শামীম 776 বলেছেন: সেই রকম। B-) B-) B-) B-) B-)

০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

মাক্স বলেছেন: কোন রকম?? :-B :-B :-B

৩৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

সুখ নাইরে পাগল বলেছেন:
পড়তে অনেক ভাল লাগছিল
শেষে এসে ঠিক জমলনা

০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

মাক্স বলেছেন: জমানো গেল না /:) /:) /:)

৩৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

যুবায়ের বলেছেন: আজব ব্যপারতো!!..
চিঠি পাঠায় তবু নাম ঠিকানা দেয়না!!..
লেখার ধরনটা চমৎকার হৈছে
পোষ্টে প্লাসায়িত করা হলো।

০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ যুবায়ের ভাই।
আজকাল ব্যস্ত নাকি খুব? দেখাই যায় না আপনাকে?

৩৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

hasin82 বলেছেন: ধুরু মিয়া! করলেন কি কামডা? এমন উত্তেজনাকর মুহূর্তে শেষ কইরা দিলেন? আপ্নে বালা মানুষ না।

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

মাক্স বলেছেন: হাসিন বিরাশি! হাসিন বিরাশি!!
হোয়্যার হ্যাভ ইউ বিন???

এতদিন পরে কমেন্ট করলেন? আপনারে কিন্তু প্রায়ই আমার প্রোফাইল থেকে ঘুরে যেতে দেখি। ;)
এক্সামের খবর কি?

৪০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপাতত কমেন্ট করে হাজিরা দিলাম! এখন একটু ব্যস্ত আছি।
পড়ে কমেন্ট করবো।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

মাক্স বলেছেন: ঠিকাছে।

৪১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

hasin82 বলেছেন: মনে হচ্ছে ধরা পড়ে গেছি! ;)

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

মাক্স বলেছেন: হা হা হা পড়েতো গেসেনই। :P :P

৪২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভাই আপনার গল্প পড়লাম। গল্প ভালো লাগছে। যেহেতু আপনি আমাকে বলেছেন আতশকাচ লাগিয়ে পড়তে তাই কিছু অসংগতি চোখে পড়েছে।

গল্পের শুরুর শব্দটাই ভুল। ডিজিটালাইশেনেরনা হয়ে
শব্দটা ডিজিটালাইজেশনের হওয়া উচিত।

গত শব্দটা থাকা উচিত ছিলো ডিসেম্বরের আগে।
খটোমটো না খটমটে?
যেহেতু অপরিচিত কেউ চিঠি পাঠাইসে তাকে আপনি সম্ভোধন করা উচিত ভদ্রতার খাতিরে।
বেশ কিছু গ্রামাটিক্যাল ভুল চোখে পড়লো, বানান ভুল বা টাইপো আছে কিছু।

এই ব্যাপারগুলো খেয়াল করলে গল্প আরো অনেক সুখপাঠ্য হতো।



প্যালিনড্রোমিক
জিনিসটা কি? একটু বইলেন তো।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

মাক্স বলেছেন: সুন্দর সমালোচনামূলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
ভুল বানানটা পরে আমারও চোখে পড়েছে।
এখন থেকে ব্যাপারগুলো খেয়াল রাখার চেষ্টা করব।

প্যালিনড্রোমিক হচ্ছে, যে নাম বা শব্দগুলো বাম থেকে ডানে বা ডান থেকে বামে পড়লেও উচ্চারণ বা অর্থের কোন পিবর্তন হয় না।
যেমন madam, eye, bob, ava, afifa ইত্যাদি।
বাংলায়ও এরকম নাম আছে অনেক। যেমন নয়ন, রমাকান্ত কামার।
বাংলায় সবচেয়ে বড় এইরকম নামটা হল, সদানন্দ চন্দন দাস।
গল্পটার জন্য প্রায় ১০০টার মত নাম সংগ্রহ করেছি।

আশা করি প্যালিনড্রোমিক ব্যাপারটা আপনাকে বুঝাতে পেরেছি।
ভালো থাকবেন।

৪৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৪

নাইমুল ইসলাম বলেছেন: দারুন একটা ভালো লাগা কাজ করল আপনার লেখাটা পড়ে। অনেক সুন্দর লেখা লিখেছেন :)

২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ নাইমুল ইসলাম। ভালো থাকুন :)

৪৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: েআগেই পড়েছিলাম। আপনিও চিঠি ভালবাসেন জেনে ভাল লাগলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

মাক্স বলেছেন: একটা গল্প লিখতে চাইসিলাম কিন্তু তা আর হইলো না।
চিঠির প্রতি তেমন একটা ভালোবাসা নাই। একটা থীম দাড় করানোর ব্যর্থ চেষ্টা।
আবারও পড়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।

৪৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: গল্প গল্পই.....
মজা মজাই........
তারপর তারপরই.......

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

মাক্স বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ শরীফ।
ভলো থাকুন।

৪৬| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

এম হুসাইন বলেছেন: ৩০ তম +

অন্যরকম ভাললাগার স্বাদ পেলাম।


শুভেচ্ছা নিবেন, আর নতুন গল্প পড়ি না অনেক দিন...... :(


ভালো থাকুন।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯

মাক্স বলেছেন: পুরাতন লিখা পড়ার জন্য ধন্যবাদ মিনহাজ ভাই।
গল্পটা আংশিক সত্য!

৪৭| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: হুম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.