![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লাস ফ্রি হোক আর মাগনা হোক ক্লাস ইজ অলওয়েজ বোরিং। তবে ব্যাকবেন্চার হৈলে আলাদা কথা।
গতকালকে ভার্সিটিতে একটা প্রেজেন্টেশন ছিল। ছোট্ট শহরের ছোট ভার্সিটির ছোট্ট প্রেজেনটেশন।
সকালে গিয়াই প্রেজেনটেশন দিতে দাড়াইয়া গেলাম। স্যারসহ সবাই ব্যাপক উত্সাহ উদ্দীপনা নিয়া তাকাইয়া আছে।
মহান মাক্স কি বলে?
টানটান উত্তেজনা সবার মধ্যে এর মধ্যে প্রেজেনটেশন দিয়া সবার দিকে তাকাইয়া একটা হাসি হাসি ভাব নিলাম।
স্যারঃ তোমার হুডির পিছনে কার ছবি?
আমিঃ বব ডিলান।
তুমুল করতালির আওয়াজ পাইলাম। অসাধারন!! আমি একটা কোশ্চেনের আনসার দিতে পেরেছি।
স্যারঃ তুমি খুব ভালো প্রেজেনটেশন দিছ। তোমার পারফরমেন্সে আমি খুশি তাই তোমার নাম্বার দ্বিগুন করে দিলাম।
আমিতো মহাখুশী। স্যাররে জিগাইলাম, আমারে কত দিছেন?
স্জিযারে কয়, জিরো দিসি
আমি কৈলাম, স্যার জিরোরে দ্বিগুন করলেওতো জিরোই হয়।
স্যার বলল, জি না। জিরোরে দ্বিগুন করলে ডাবল জিরো হয়।
চিন্তায় আছি শেষ পর্যন্ত কি ইন্টার পাশই থাইকা যামু?
অনেক আজাইরা আলাপ হইলো এখন ক্লাস ইস্টার্ট
আমি যখন সামুতে রেজিষ্ট্রেশন করি তখন এতটাই অবাক হয়েছিলাম যে প্রথম চারমাস কোন কথাই বলতে পারিনি(পড়ুন কমেন্ট করতে পারিনি)
"বিবাহযোগ্য পাত্রের একমাত্র যোগ্যতাঃ সামুর সেইফ ব্লগার" এইরকম একটা কিংবদন্তী চালু ছিল একসময়। কবে কোথায় জিজ্ঞেস করিয়া বিরক্ত করিবেন না।
এই প্রবাদ কোথায় চালু ছিল তা লিখে আনাই নেক্সট ক্লাসের হোমওয়ার্ক
আজকে ব্লগের কোন টপিক নিয়ে আলুচনায় যাইতে চাই না। অনেক অনেক ব্লগার নতুন আসলেও তাহারা কি পুরাতন নাকি নতুন ব্লগার এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। তবুও দুইটা ফ্রি প্রোসেস অফ বিইং পরিচিত নিক নট এ ব্লগার
। খিয়াল কৈরা
প্রোসেস একঃ
হাউ টু বি এ পরিচিত নিক?(হিপোক্রিটস ওয়ে)
কমেন্ট, কমেন্ট এন্ড কমেন্ট। প্রচুর কমেন্ট পাস করলাম কিন্তু প্রোফাইলে কেউ ঢু মারে না।
চিরাচরিত উপায়ঃ ১৮ এবং ২১ প্লাস; এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য
ভিতরে কিসুই নাই। সুড়সুড় করে ব্লগাররা ঢুকিতেছে এবং মাইনাস বাটনের প্রকট অভাব বোধ করিয়া আবার বিদায় লৈতেছে।
আড়াইশবার পঠিত ৩টি মন্তব্য
১. ধুর। বাল্পুস্ট
২. ১ বলেছেন ধুর বাল্পুস্ট
৩.
এইবার শুভদিন দেখে পোস্ট ড্রাফটে। আরো একটা সপ্তাহ যাক আবারো একই ঘটনা এইবার হালকা টাইপের কিছু জোকস থাকতে পারে।
এডাল্ট না আবার এডাল্টও এইরকম। উদাহরণ
এই রকম হাংকিফাংকি করার পরে আইছে শো টাইম। এইবার গল্প, উপন্যাস, কবিতা, অথবা ববিতার কোন মুভির রিভিউ। ফিচার টাইপ যেকোন লেখা লিখতে থাকেন, পোস্টে ভাললাগা পেলাচ প্রিয়তে ইত্যাদি টাইপের কমেন্ট শোভা পাইতে থাকবে।
প্রোসেস দুইঃ
হাউ টু বি এ পরিচিত নিক(স্ট্যাপল ফুড, oil's ওয়ে)
বড় বড় ইস্টার ব্লগারদের তেল মাখাইয়া পোস্টের পরে পোস্ট প্রসব করিতে হইবে। উহারাও খুশি আমিও খুশি।
একজন ব্লগারের প্রোফাইলে লেখা আছে, "রিকশাও তেল খায় আর মানুষ তো মানুষই"। বিরাট সত্য কথা।
বিঃদ্রঃ মাতাররক রিস্কি ওয়ে।
না বানান ভুল হয় নাই।
আর যদি কোন প্রোসেস পছন্দ না হয়, তাইলে আমার মত সেইফ হওয়ার পরপরই ক্লাস করানো শুরু করেন আর ভাব লন যে আপনে পুরান ব্লগার খালি নিকটাই নয়া
দুইটা ফ্রি ওয়ে দেখানোর পরেও সন্দেহ দূর হৈতাছে না। একটা কথা বলে রাখি বেশিরভাগ হেভিওয়েট ব্লগারই কিন্তু আমার নিজ হাতে গড়া। আমার ক্লাস করে করেইতো এতদূর
বিশ্বাস না হৈলে
ঝটপট দেখে আসেন আগের ক্লাসে কারা কারা ছিল
দেখেন আগের ক্লাসে
তারও আগের ক্লাসে সবাই কেমন মনোযোগ দিয়া ক্লাস কর্তাছে
এনঃ বিঃ হঠাত্ এমনি এমনিই একটা পোস্ট দিতে ইচ্ছা করল। এখানে কেউ সিরিয়াসলি নেয়ার কিছু নাই। সিরিয়াস হবার জন্য অনেক বিষয় আছে। ধর্ষণ ও ধর্ষকের বিরুদ্ধে ব্লগারদের কঠোর অবস্থান, রুশানের জন্য ফান্ড। সবমিলিয়ে এখনকার পরিবেশটা অনেকটা মাতাল হাওয়ার মত। ঠিকমত বলতে পারলাম না। সবাই ভালো থাকুন। শুভকামনা।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
মাক্স বলেছেন: ইয়েচ আপনের আছে এই যোগ্যতাটা
যাওগা এটেনডেন্স পাইবা না
২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
একজন আরমান বলেছেন:
"বিবাহযোগ্য পাত্রের একমাত্র যোগ্যতাঃ সামুর সেইফ ব্লগার"
স্যার আমি তো সেইফ তার মানে আমি বিবাহযোগ্য? :!> :!> :#> :#>
ভালো আছেন তো স্যার?
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
মাক্স বলেছেন: অবশ্যই বিবাহযোগ্য
বাই দ্যা ওয়ে কন্যা কি রেডী আছে??
জি স্যার আমি ভালো আছি। আপনার খবর কি?
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২
হাসান মাহবুব বলেছেন: আমি যখন সামুতে রেজিষ্ট্রেশন করি তখন এতটাই অবাক হয়েছিলাম যে প্রথম চারমাস কোন কথাই বলতে পারিনি
আমি সাত দিনের মাথায় পারসিলাম
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮
মাক্স বলেছেন: আমি পারি নাই।
একটা নিক প্রায় একবছর ওয়াচে ছিল তারপর বিরক্ত হয়ে এইটা খুলসি।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
লোনলিফাইটার বলেছেন: স্যারঃ তুমি খুব ভালো প্রেজেনটেশন দিছ। তোমার পারফরমেন্সে আমি খুশি তাই তোমার নাম্বার দ্বিগুন করে দিলাম।
আমিতো মহাখুশী। স্যাররে জিগাইলাম, আমারে কত দিছেন?
স্জিযারে কয়, জিরো দিসি
আমি কৈলাম, স্যার জিরোরে দ্বিগুন করলেওতো জিরোই হয়।
স্যার বলল, জি না। জিরোরে দ্বিগুন করলে ডাবল জিরো হয়।
চিন্তায় আছি শেষ পর্যন্ত কি ইন্টার পাশই থাইকা যামু?
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
মাক্স বলেছেন: হাসেন হাসতে থাকেন
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮
ফারজুল আরেফিন বলেছেন: আমার তো নয় মাস লাগছিলো কথা ফুটতে।
৪+++++++
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
মাক্স বলেছেন: আহারে
কেমন আছেন ভাইজান? আপনেরে অনেকদিন পরে ব্লগে দেখলাম।
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
একজন আরমান বলেছেন:
কন্যা !
কন্যার কথা আর জিগাইয়েন না ! ( ব্যাফুক দুঃখের ইমো হইবে )
আমি এই তো বেচে আছি !
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
মাক্স বলেছেন: থাক আর জিগামু না।
ভালো থাকবেন।
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
তারছেড়া লিমন বলেছেন: ছিলাম তো...............
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
মাক্স বলেছেন: ইয়েপ
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
মামুন রশিদ বলেছেন: লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): খাজুইরা আলাপ, হাফপ্যান্ট পড়া স্যার অংকের ক্লাস নেয় মিস ঢুকে মিনিস্কার্ট পরে, হোটেলের জাতীয় সাবান কসকো, কারো কারো মতে ব্লগিং মানেই ট্যাগিং, বিবাহযোগ্য পাত্রের একমাত্র যোগ্যতাঃ সামুর সেইফ ব্লগার যারে দেখিতে নারি তার ব্লগিং বাঁকা অসাড়� ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
স্যার উপস্থিত । (এমবিএ কিলাসে এটেনডেন্স কলের সময় খালি আপনের কথা মুনে পড়ে )
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
মাক্স বলেছেন: মামুন৬৫৩ বলেছেন: স্যার উপস্থিত । (এমবিএ কিলাসে এটেনডেন্স কলের সময় খালি আপনের কথা মুনে পড়ে
এরপরে প্রেজেনটেশন দেয়ার সময়ও মুনে পড়ব
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: উপস্থিত স্যারজি।
আছি নিয়মিত।
এমুন মজারু টিচার এই পয়লা পাইছি। কেলঅসে হাজিরা না দিলে কেমনে হইবো!
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
মাক্স বলেছেন: আইছেন ভালা কতা তয় মুবাইলের রিংটোন চেইন্জ কইরা বসেন
১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
আমিনুর রহমান বলেছেন: স্যার, এইলাম কেলাস আমি আরো করতাম চাই
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
মাক্স বলেছেন: ও কে। বাট নেক্সট ক্লাসে হোমওয়ার্কসহ হাজির হৈতে হবে
১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: করছি!
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২
মাক্স বলেছেন: গুড। এইবার পিছনের বেন্চে গিয়া বসেন
১২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
শের শায়রী বলেছেন: প্রেজেন্ট স্যার
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
মাক্স বলেছেন: শুধু প্রেজেন্ট দিলেই হবে? মনোযোগ দিয়ে ক্লাসও করতে হবে
১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
বাংলার হাসান বলেছেন: "বিবাহযোগ্য পাত্রের একমাত্র যোগ্যতাঃ সামুর সেইফ ব্লগার"
যোগ্যতার মাপকাঠি শুনে দিল খোশ। পাত্রীর বাবা রাজী হইলেই এবার কেল্লা ফতেহ্।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
মাক্স বলেছেন: "বিবাহযোগ্য পাত্রের একমাত্র যোগ্যতাঃ সামুর সেইফ ব্লগার" সবাই খালি এই লাইনটাই দেখে
জলদি বিয়া করেন।
১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
যুবায়ের বলেছেন: তোমার নাম্বার দ্বিগুন করে দিলাম।
আমিতো মহাখুশী। স্যাররে জিগাইলাম, আমারে কত দিছেন?
স্জিযারে কয়, জিরো দিসি
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১
মাক্স বলেছেন: ডাবল জিরো পঅনের ঘটনা কিন্তু সত্য
১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
বাংলার হাসান বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
মাক্স বলেছেন: ধন্যবাদ banglar_hasan
১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
যুবায়ের বলেছেন: চরম মজা পাইলাম ভাই....
পোষ্টে প্লাস++++
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
মাক্স বলেছেন: ধন্যবাদ ভাই।
১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
ফারজুল আরেফিন বলেছেন: ভালোই আছি ভাই, কর্ম নিয়ে একটু ব্যস্ত আছি।
আপনার কি খবর?
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
মাক্স বলেছেন: ব্যস্ত, সবাই দিন দিন ব্যস্ত হয়ে যাচ্ছে
আমার খবর ভালো। এখনো ব্যস্ত না
ভালো থাকবেন।
১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০
রীতিমত লিয়া বলেছেন: বিবাহযোগ্য পাত্রের যোগ্যতা দেখে হাসি আটকাইতে পারলাম না
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
মাক্স বলেছেন: হাসতে থাকেন, আটকানোর কি দরকার?
১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭
রীতিমত লিয়া বলেছেন: ভাল লাগা
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
মাক্স বলেছেন: ধন্যবাদ।
২০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
তামিম ইবনে আমান বলেছেন:
মজার কেলাস
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
মাক্স বলেছেন: তমিম ভাই আজকালতো আপনারে দেখাই যায় না, ঘটনা কি?
২১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬
অদ্বিতীয়া আমি বলেছেন: কেলাসে আসলাম
এক্তু দেরি হইসে
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
মাক্স বলেছেন: কোন বিষয়ই না। পিছনের বেন্চ এখনো খালি আছে
২২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০০
ঘুড্ডির পাইলট বলেছেন: উফস্তিত ষাড় । আর নাম খাতায় টুকিলান।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
মাক্স বলেছেন: না। সময় শেষ
২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০১
ঘুড্ডির পাইলট বলেছেন: অনেক দিন পরে কিলাস শুরু হইলো।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
মাক্স বলেছেন: হ ভাই অনেকদিন পরে। আসলে কোন কাম পাইতাছিলাম না
২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৭
মৌন ভাষা বলেছেন: স্যার, আমি হাজির। আমার হাজিরাটা দেন। আমার তো জেনারেল হইতে পুরা দুইদিন লাগছিল। এখনও তাই আছি।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
মাক্স বলেছেন: আমার লাগছিলো চাইরমাস
২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৩
বটবৃক্ষ~ বলেছেন: জ়িরো মার্কা প্রেজেন্টেশন রেডী করতে গিয়াই কি পোস্টাইতে এত্ত দেরী হইলো
???
ক্লাসে এটেন্ডেন্স কিন্ত আমার একটাও মিস হয়নাই.।.।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
মাক্স বলেছেন: জিরো মার্কা তাও যদি নিজে করতাম তাইলে একটা কথা ছিল
ক্লাস মিস দেন নাই আমি জানি কিন্তু ক্লাসে আইয়া প্রত্যেকদিন ঘুমান ক্যান?
২৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩১
মিজানুর রহমান মিলন বলেছেন: +++ পাত্রের কোয়ালিফিকেশন বুঝলাম বাট পাত্রীর কোয়ালিফিকেশনটা কী ?
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
মাক্স বলেছেন: পাত্রীর কোয়ালিফিকেশন হইলো সেইফ সামু ব্লগার খুইজা বাইর করা
২৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৬
দানবিক রাক্ষস বলেছেন: ধর্ষণ ও ধর্ষকের বিরুদ্ধে ব্লগারদের কঠোর অবস্থান, রুশানের জন্য ফান্ড। সবমিলিয়ে এখনকার পরিবেশটা অনেকটা মাতাল হাওয়ার মত।
সত্য বলেছেন ভ্রাতা।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
মাক্স বলেছেন: অনেকদিন পরে আসলেন ভ্রাতা। আছেন কিরাম?
২৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিও কেলাসে আইয়া পরছি তয় কেলাস কিন্তু করবাম পাইত্তুম না মুই আইজ কেলাস ফাকি দিয়া চাকিব খানের বই দেখবার জাইমু
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
মাক্স বলেছেন: কারটা দেখবেন? চাকিব খান নাকি অনন্ত পম গানা?
২৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৬
অচিন.... বলেছেন: আমার তো দুইটা সেফ আইডি… আমার ডাবল যোগ্যতা
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
মাক্স বলেছেন: যোগ্যতা কামে লাগান
৩০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: "পোস্টের লেখককে প্রথমেই ধন্যবাদ জানাই তার এই অসম্ভব সুন্দর বাল্পুস্টের জন্য। তার অনুপম কীবোর্ডর সুনিপুণ লেখনি আমাদের মনে করিয়ে দেয় দস্তয়েভস্কি, আনতেন চেখভের কথা। আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারি তার বলিষ্ঠ লেখনিকে। উপরন্তু লেখক যে শুধুমাত্র সমসাময়িক সমস্যাটি নিয়ে আলোচনাই করেছেন তা নয়, একেবারে সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন। আমি সমস্যার গভীরতা অনুভব করতে পেরে অবিলম্বে পোস্টটি ইস্টিকি করার জোর দাবী জানাই।"
মজাক নিলাম !!!
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
মাক্স বলেছেন: আপনে যে এত মনোযোগ দিয়া কেলাস করেন এইডা কিন্তু জানতাম না।
আগের ক্লাসতো দেখি হুবহু মুখস্ত কৈরা ফেলসেন
৩১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১
অনীনদিতা বলেছেন: yes sir........
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০০
মাক্স বলেছেন: এত পড়ে? পিছনের বেন্চ তো সব দখল হৈয়া গেসে
৩২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
দেবদাস. বলেছেন:
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
মাক্স বলেছেন:
৩৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯
নেক্সাস বলেছেন: বড় বড় ইস্টার ব্লগারদের তেল মাখাইয়া পোস্টের পরে পোস্ট প্রসব করিতে হইবে। উহারাও খুশি আমিও খুশি।
একজন ব্লগারের প্রোফাইলে লেখা আছে, "রিকশাও তেল খায় আর মানুষ তো মানুষই"। বিরাট সত্য কথা।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩
মাক্স বলেছেন: ভাইজান। আছেন কিরাম??
৩৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
সিটিং সার্ভিস বলেছেন: ক্লাসে আসা শিক্ষানবিস দের আমার বাসে টিকিট হাফ করে দিলাম।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫
মাক্স বলেছেন: কিন্তু উনারাতো ফ্রি ছাড়া চড়ে না দেখেন না ফ্রি ক্লাস করতাছে
৩৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ইয়েছ ছার
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬
মাক্স বলেছেন: শুধু প্রেজেন্ট দিলে হবে? মনোযোগ দিয়ে ক্লাসও করতে হবে
৩৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
আমি তুমি আমরা বলেছেন: প্রেজেন্ট স্যার
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮
মাক্স বলেছেন: খালি হাজিরা দিলেই হবে, মাঝে মাঝে হোমওয়ার্কও করতে হবে
৩৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
স্বপনবাজ বলেছেন: আমিও মনে লয় ইন্টার পাশই থাকি যামু !
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১১
মাক্স বলেছেন: টেনশান লৈয়েন না আরো কয়েকটা ক্লাস করেন
৩৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
মোহাম্মাদ আবু সাইদ বলেছেন: ম্যাক্স ভাই, চরম লিখেছেন। প্রিয়তে........
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১১
মাক্স বলেছেন: ধন্যবাদ আবু সাঈদ।
৩৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
অঞ্জলি বলেছেন: হাসতে হাসতে মরে গেলুম....।ফাটাফাটি!!!!
আশীর্বাদ করি আমি অঞ্জলি রায়
আপনি ভালো থাকুন সবসময়!!!
শুভ রজনী!!!!
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩
মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ অঞ্জলি।
আপনিও ভালো থাকুন।
শুভ রাত্রি।
৪০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
দানবিক রাক্ষস বলেছেন: সেমিস্টার ফাইনাল ছিল এত দিন ভ্রাতা, অলস সময়ে ভালই আছি ভ্রাতা
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬
মাক্স বলেছেন: আহারে কবে যে অলস সময় পামু
৪১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
সামাজিক জোছনা বলেছেন: ইয়েস স্যার
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭
মাক্স বলেছেন: আপনার রোল ৪১
৪২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫
েমঘপরী শীলা বলেছেন: আমি যখন সামুতে রেজিষ্ট্রেশন করি তখন এতটাই অবাক হয়েছিলাম যে প্রথম চারমাস কোন কথাই বলতে পারিনি
[/sbচিমটি :প
আমিও চারমাস পর আজ কথা বলতে পারব এই মর্মে মেইল পেয়ে সামুতে এলাম। এটা আমার ২য় কমেন্ট। ক্লাসটা ভালই লাগল। কিন্তু ক্লাস শেষ করে মনে হচ্ছে শর্ট টাইম মেমরি লুজ টাইপ কিছু হইছে। পরিচিত ব্লগার হইতে যেন কি কি করতে হয় স্যার? :-<
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২২
মাক্স বলেছেন: আমি ১ম ২য় কমেন্ট কোথায় করসিলাম ভুলে গেসি
পরিচিত ব্লগার হইতে যেন কি কি করতে হয় স্যার?
কিছুই করতে হয় না।
ভালো থাকবেন েমঘপরী শীলা
৪৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২২
মাহবু১৫৪ বলেছেন:
ক্লাস করতে মজা পাইলাম অনেক
+++++
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১
মাক্স বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ।
অনেকদিন পর আমার ব্লগে ঢু মারলেন। আছেন কেমন??
৪৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
তন্ময় ফেরদৌস বলেছেন:
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১১
মাক্স বলেছেন:
৪৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৬
ক্লান্তিহীন পথচারী বলেছেন: ++ ...ক্লাশ তো হলো। পরীক্ষা হবে না?
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১২
মাক্স বলেছেন: হবে। অবশ্যই হবে
৪৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৩
ঘুমকাতুর বলেছেন: রিকশাও তেল খায়
এই কথা ব্লগার চান্দুর ওয়ালে লেখা দেখছি
পোষ্টে +
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৪
মাক্স বলেছেন: ধন্যবাদ ঘুমকাতুর।
৪৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৪
দানবিক রাক্ষস বলেছেন: অলস সময় আসে না করে নিতে হয়,ভ্রাতা।
আপনার লেখা থেকে এক বুদ্ধি পাইছি, (আপনি আপনার এক গল্পে লিখছিলেন ব্রেকআপ হওয়ার পর ফোন বন্ধ করে দিয়ে বলছিলেন ফোন হারায় গেছে, সেই বুদ্ধি অবলম্বন করেছি ভ্রাতা
ফোন অফ করে দিয়ে সারা দিন পিসি তে গেম খেলি আর চলচিত্র দেখি আর সামু।
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৬
মাক্স বলেছেন: বুদ্ধি খারাপ না
৪৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৮
আশিক মাসুম বলেছেন:
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৭
মাক্স বলেছেন:
৪৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫
সপ্নাতুর আহসান বলেছেন: এই কেলাশ ভাল লাগছে। নেক্সট কেলাশ শুরু করনের পূর্বে মিস কল দিয়েন।
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৮
মাক্স বলেছেন: অক্কে
৫০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২
স্পাইসিস্পাই001 বলেছেন: রকিরে কইছিলাম গতক্লাসের এ্যাটেনড্যান্স টা দিয়ে দিতে..... .
ও কি দিছিলো স্যার......
না দিলে গতক্লাসের এ্যাটেনড্যান্স টা দিয়ে দিয়েন....
যাইগা ভালা থাইকেন....
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২০
মাক্স বলেছেন: তাইলে রইক্কায় নি প্রক্সিডা মারসিলো
৫১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: ভারী রসিক প্যাছাল
স্যারের মাথায় ভেঙ্গে কাঁটাল
খুব মজা পাও
শুভেচ্ছা নাও +
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২১
মাক্স বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু।
৫২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
বটবৃক্ষ~ বলেছেন: আচ্ছা স্যার,এক্টা প্রশ্ন ছিলো.।.।
আপনার নামটা কি the musk/মুখোশ or Max কোন্টা??( মাথা চুল্কানোর ইমো হবে)
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৩
মাক্স বলেছেন: কোনটাই না, maks
শুধু মাথা চুলকালেই হবে? মাঝে মাঝে শ্যাম্পুও দিতে হবে
৫৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১
মারুফ মেহেদী বলেছেন: "বিবাহযোগ্য পাত্রের একমাত্র যোগ্যতাঃ সামুর সেইফ ব্লগার" এইরকম একটা কিংবদন্তী চালু ছিল একসময়।" লোল । ধুর ভাই ।আমি আগে জানলে ঐ সময় টায় বিয়ে কইরা ফেলতাম ।
আজকে অনেকদিন পর সামুতে আসলাম । আইসাই আপনার ক্লাসে ঢুকলাম ।
আইচ্ছা ক্লাসের পিছনের দরজাটা কোন দিকে জানি ?
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৫
মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ মারুফ মেহেদী।
এই ক্লাস থেকে বের হবার একমাত্র উপায় জানালা
৫৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: মহান ব্লগার ম্যাক্স
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৬
মাক্স বলেছেন: ধন্যবাদ মহান স্যালিম আনোয়ার
৫৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
তামিম ইবনে আমান বলেছেন: আপনার প্রোফাইলের উপরে লেখা লাইনটা আমার খুব ভালো লাগে
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৮
মাক্স বলেছেন: আমারও খুব ভালো লাগে
৫৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
সর্বহারা:৭১ বলেছেন: আমার নামটাও লিখে নেন।আমিও ক্লাস করব।শুভ কামনা।
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৮
মাক্স বলেছেন: অক্কে
৫৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
সর্বহারা:৭১ বলেছেন: আমার নামটাও লিখে নেন।আমিও ক্লাস করব।শুভ কামনা।
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৯
মাক্স বলেছেন: অক্কে
৫৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যালো স্যার,
ওইদিন ক্লাসে এসে দেখি আপনি ক্লাস ক্লোজ করে দিয়েছেন। পরে এসে দেখি আবার ক্লাস চলছে। ক্লাস করে ভাল লেগেছে।
ভাল থাকবেন, স্যার। আসসালাম ওয়ালাইকুম।
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০
মাক্স বলেছেন: অনেকদিন পরে ক্লাসে আপনারে দেখে টাশ্কিত হৈলাম।
আপনিও ভালো থাকুন।
ওয়াআলাইকুমুস সালাম।
৫৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০
কয়েস সামী বলেছেন: মজা পাইলাম! আরো ক্লাস চাই!
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৪
মাক্স বলেছেন: এইডাই লাস্ট ক্লাস এরপরে পরীক্ষা শুরু
৬০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯
ইখতামিন বলেছেন: স্যার ভালো আছেন???
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
মাক্স বলেছেন: জি ভালো আছি। আপনিও ভালো থাকুন।
৬১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: স্যার, সরি। দেরি হয়ে গেল। মন ও মেজাজ খারাপ। পোষ্ট দিয়েছি কিছু অমানুষের ব্যাপারে। প্রতিবাদে আপনিও অংশগ্রহন করুন।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
মাক্স বলেছেন: দেরি কোন বিষয় না। আসছেন এইটাই বড় কথা।
প্রতিবাদের ভাষা নেই
৬২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: মহান ব্লগার ম্যাক্স আমার ব্লগে আপনার দাওয়াত
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
মাক্স বলেছেন: দাওয়াত রেখেছি মহান সেলিম আনোয়ার:প
৬৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭
লেজ কাটা বানর বলেছেন: আমি সবসময় দেরিতে ক্লাসে ঢুকি
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
মাক্স বলেছেন: নেক্সট টাইম দেরী করলে খবর আছে হুহ
৬৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮
লেজ কাটা বানর বলেছেন: আমি সবসময় দেরিতে ক্লাসে ঢুকি
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
মাক্স বলেছেন: নেক্সট টাইম দেরী করলে খবর আছে হুহ
৬৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
তানিয়া হাসান খান বলেছেন: আমি সবসময় দেরিতে ক্লাসে ঢুকি
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১
মাক্স বলেছেন: এরপরেরবার দেরিতে আসলে আর ঢুকতে দিমুনা কইয়া দিলাম
৬৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০
তানিয়া হাসান খান বলেছেন: অনেক কিছু শিখলাম । ধন্যবাদ.... :#> :#> :#>
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫
মাক্স বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন
৬৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯
একজনা বলেছেন: আমার তো দেখছি অনেক দেরি হয়ে গিয়েছে। স্যার কি আমাকে ক্লাশে ঢুকতে দেবেন নাকি বাইরেই দার করিয়ে রাখবেন?
পোষ্টে ++++++++++ বুঝিয়া নিন।
ভালো থাকবেন।
২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
মাক্স বলেছেন: আজকেই শেষ। এরপরে দেরীতে আসলে আর ঢুকতে দেয়া হইবে না
+++++++++++বুঝিয়া পাইলাম
৬৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
ইখতামিন বলেছেন:
ক্লাস শেষ হবে কবে??????????
আপনার দেখা পাই না.
২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
মাক্স বলেছেন: আমার দেখা পাবন না কেন আমিতো আছিই।
ক্লাসতো অনেক আগেই শেষ।
৬৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
ইখতামিন বলেছেন: আপনার ছবিটা কিন্তু দারুণ........................ হয়েছে.
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
মাক্স বলেছেন: ধন্যবাদ ইখতামিন।
৭০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
প্রিয়তমেষূ বলেছেন: ব্যাপক গবেষনা করে লেখা।
মেলা কিছু শিখলাম।
পোস্ট এ ++++
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪
মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকবেন
৭১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: স্যার মনে হয় সাইফুরস এর স্টাইলে চামের উপ্রে নিজের কোর্সের গুন গান গাইলেন
তয় আফনের কেলাসে ঠেং এর উপ্রে ঠেং তুইল্যা গেজানো যায়,তাই কেলাসে আসি
কেলাস চলুক,বিকজ আইজকার পুস্টে নয়া কচি কাচাঁ ব্লগারদের জন্য শিক্ষনীয় মেলা কিছু আছে ইনক্লুডিং তেল মারা
++
স্যার আমি গেলাম,প্রেজেন্ট টা দিয়া দিয়েন
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
মাক্স বলেছেন: আামি খিয়াল করসি আপনে বিভিন্নভাবে গেজাইয়া ভালু ইস্টুডেন্টরারে ডিস্টার্ব দেন
পরীক্ষায় নাম্বার কমাইয়া দিমু।
এত দেরীতে ঢুকার কারণে আজকের এটেনডেন্স মিস
৭২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
অনীনদিতা বলেছেন: নতুন ক্লাস কবে হবে???
২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
মাক্স বলেছেন: জানিনা
তবে একদিন হবেই।
৭৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
প্রত্যাবর্তন@ বলেছেন: ক্লাশে হাজিরা দিয়া গেলাম
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
মাক্স বলেছেন: লেইট!!!!
৭৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮
নূরূল ইমরান বলেছেন: ম্যাক্স ভাই,আপনারে দেকতে মুন্চায়
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫
মাক্স বলেছেন: উপরে প্রোপিক আছে, দেখতে থাহেন
৭৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০২
নাইট রিডার বলেছেন: কার প্রোফাইলে এই কথাটা আছে একটু বলবেন (রিকশাও তেল খায় আর মানুষ তো মানুষই") তার অনুমতি নিয়া আমিও কয়দিন ইউজ করতাম, পছন হইছে।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
মাক্স বলেছেন: আপনার মন্তব্যের পরের ব্লাগার
৭৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
চাঁপাডাঙার চান্দু বলেছেন:
পাবলিকে হয়তো ভাববে আমি বিশাল তেলবাজ। তবে নিজে কইলেও তা ফলো করি না, এই কারণে হিট হইতে পারি না। কিন্তু আপনার পোস্ট দেইখা বুঝলাম, আজ থেকে সব অক্ষরে অক্ষরে মেনে চলা লাগবে।
ম্যাক্স ভাইয়ের পোস্টটা দারুণ হইছে, এমন উত্তম পোস্ট সামুর ইতিহাসে আর পড়ি নাই। গিয়াস লিটন ভাইয়ের কমেন্টের প্রথম অংশেও ঝাঁঝাঁ
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
মাক্স বলেছেন: ঐমিয়া নতুন ব্লগারগো ক্লাসে আপনে আইসেন ক্যান??
গিয়াসলিটন ভাই কইলাম স্টুডেন্ট অফ দা ইয়ার। আগের ক্লাসের লেকচার পুরাটা মুখস্ত কৈরা ফেলসে!
৭৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
ৎঁৎঁৎঁ বলেছেন: হায় হায় এই ক্লাস এতদিন কই আসিল? মাক্স স্যার, আমারেও খেলায় নিতে হৈব, আমি উপস্থিত!
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
মাক্স বলেছেন: আপনে এতদিন কৈ আছিলেন??
ওকে ইউ আর ইন!
৭৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪২
শূন্য পথিক বলেছেন: ওরে দরজা কই রে! সেইফ হয়ছি সেই কবে!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৯
মাক্স বলেছেন: দরজা নাই! জানালা দিয়া লাফ দেন
৭৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮
শূন্য পথিক বলেছেন: ক্লাসের পেছনে দরজা নাই, এই ডা কিমুন ক্লাস??
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
মাক্স বলেছেন: এইডারেই বাংলায় কয় ফিরি কেলাস!
৮০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১
বহুভুজ বলেছেন: সুন্দর টিউটোরিয়াল আপনি নিঃসন্দেহে একজন জ্ঞানী ব্লগার। ২৬ নং ভাল লাগা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১
মাক্স বলেছেন: ধন্যবাদ বহুভুজ। ভালো থাকুন!
৮১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:০৩
খায়ালামু বলেছেন: স্যার বলল, জি না। জিরোরে দ্বিগুন করলে ডাবল জিরো হয়।(
(
(
০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:০৪
মাক্স বলেছেন: আমার চেহারাও তখন এমনই হইসিল!!
৮২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫২
এম হুসাইন বলেছেন: আহ, এই ক্লাস টা আমি মিসাইসিলাম, আইজ কৈরা ফালাইলাম।
ধন্যবাদ স্যার মাক্স! ভাল্লাগছে।
২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
মাক্স বলেছেন: করনের লাইগ্যা দেড় কেজি ধৈন্না লন!!
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯
নিয়েল ( হিমু ) বলেছেন: ক্লাস ইজ অলওয়েজ বোরিং স্যার
"বিবাহযোগ্য পাত্রের একমাত্র যোগ্যতাঃ সামুর সেইফ ব্লগার" আমার আছে এই যোগ্যতাটা
নেক্সট ক্লাসের হোমওয়ার্ক ?
ক্লাসি কর্মুনা হালা যাইগা