![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে মনখারাপের কারণ হতে পারে মেজাজ খারাপ। এখন নিজের উপরেই আমার মেজাজ খারাপ। একটা বন্ধ টং দোকানের সামনেই বেন্চিতে বসে আছি। প্রতিদিনই এখানে বসি। কিন্তু আজকে দোকানের ঝাপ নামানো। দোকানী তাবলীগের দাওয়াতে যাওয়ার কথা। এই ব্যাটা কোনদিনও নামাজে যায় না। কিন্তু শবে বরাত কদর এই সময়ে বেশ উত্সাহ নিয়ে মসজিদে যায়। আজকে কি কারণে গেসে ঠিক বুঝা গেল না।
নিজের উপর মেজাজ খারাপ হলে একটা অন্য ধরনের অনুভূতি হয়। এরকম আর কারো হয় কিনা জানি না।
গলার নিচ থেকে সবকিছু মুখ দিয়ে বেরিয়ে যেতে চায়। গলার ব্যাস নিতান্তই কম বলে বেরুতে পারছে না। খুবই ভয়াবহ অবস্থা। যখন কোন একটা পেইনের মধ্য দিয়ে যেতে হবে তখনই আমার এরকম মনে হয়।
সবসময়ই যে এর কারণ থাকবে তা না, অথবা কারণ থাকলেও তা খুবই তুচ্ছ কারণ।
খুব সম্ভবত তখন নাইনটি ফোর। তখন কুরবানীর ঈদগুলা জুন মাস বা মে মাসের দিকে ছিল। ঠিক মনে নাই। আমি তখনো নিজের চোখে শহর দেখি নি। গ্রামে থাকতাম। গ্রামের একটা স্কুলে যেতাম। ওয়ানের ক্লাসে ঢুকতাম কিন্তু হাতে থাকত টু এর বাংলা বই। এই ভুল কেন যে প্রতিদিন করতাম এ এক বিরাট রহস্য। অবশ্য স্যার মেডামরাও কেউ কিছু বলত না। হয়তো ওয়ানের ক্লাসে টুয়ের বাংলা বই নিয়ে ঢুকলে তাকে কিছু বলার নিয়ম নাই।
একদিন এক ম্যাডাম একটা কবিতা লিখতে দিয়েছিল। ওয়ানের কবিতা। আমি কখনোই ওয়ানের বই পড়ি নাই। কাজী নজরুল ইসলামের আমি হব কবিতাটা লিখে দেখালাম। ম্যাডাম খাতাটা নিয়ে একবার আমার দিকে তাকাল। এরপর একটা টিক মার্ক দিয়ে খাতাটা ফেরত দিল।
ওয়ানের বই না পড়ার কারণ হল আমার ছোট বোন। সে যখন বই পড়তে শুরু করল তখন তার হাতে এল ওয়ানের বই আর আমি যেহেতু বড় তাই আমি একই বই পড়ব না। সেজন্য আমার কাছে ছিল টুয়ের বই। বড় অদ্ভূত হিসাবী ছিলাম ছোটবেলায়।
তখনকার সময়ে গ্রামে এত বেশী কিন্টারগার্টেন ছিল না। সরকারী প্রাইমারী স্কুল ছিল প্রায় দুই মাইল দূরে। পুরা রাস্তা হেটে হেটে যেতাম। অবশ্য কখনোই একা যেতে হত না। গ্রামের স্কুলে একা একা যাওয়ার নিয়ম নাই। যাওয়ার নিয়ম দলবেঁধে।
একদিন কি কারণে যেন একাই যেতে হল। কুরবানীর ঈদের অনেক বড় একটা বন্ধের পরে সেদিন ছিল প্রথম ক্লাস।
গিয়ে দেখি সব স্টুডেন্টরা বারান্দায় বা মাঠে কিচির মিচির করছে। পিওন তখনো আসে নি বলে ক্লাসরুম খোলা হয় নাই। তখন আমার হঠাত করেই মনে হল স্কুল আর কখনো বন্ধ হবে না।
ঠিক তখনি এক ধরনের গা গুলানি অনুভূতি এসেছিল।
আজকেরটার মতই। আজকে কেন এমন হল বুঝতে পারতেসি না। হয়তো কিছুক্ষনের মধ্যেই বুঝতে পারব। আমি চাচ্ছি যাতে বুঝতে না পারি।
উহু ভুল বললাম। আমি ঠিকই জানি কি কারণে এমন হচ্ছে। কিন্তু চিন্তাটা ঠিকমত গুছানো যাচ্ছে না।
এন বিঃ মন খারাপ তাদেরই হয় যারা ব্যক্তিগত জীবনে সাফল্যের মুখ খুব কমই দেখেছে। আমি ঐ দলেরই একজন। যখনই আমার মন খারাপ থাকে তখনই কোন কিছু নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি। এই লেখাটা মন খারাপ প্রজেক্টের একটা অংশ। এখন থেকে প্রায়ই আমার মন খারাপ থাকবে। কারণ একবার মন খারাপ হলে তার প্রভাব কয়েকদিন থাকে। এইটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষন।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
মাক্স বলেছেন: ঐমিয়া কারে কি কন? নিজের ছোট ভাইরে চিনুম না??
বাই দ্যা ওয়ে এইটা কিন্তু হিটুরই ছবি
২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১
নিয়েল ( হিমু ) বলেছেন: আরে প্রথমে পোস্ট দিলেন তখন (ফ্রি আছিলাম) তার পরে গেল কৈ গেল গা ?
।
যাক এখন পাইছি রাইতে পড়ুম ।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
মাক্স বলেছেন: পৈড়েন সময় কৈরা
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হুমায়ুনিয় স্টাইলের সাথে মাক্সিয় স্টাইলের চমৎকার সমন্বয়ে নিপাট ভদ্রলোকিও লিখা ।
সুন্দর !
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
মাক্স বলেছেন: আপনার উৎসাহমূলক মন্তব্যগুলো সবসময়ই ভালো লাগে।
ভালো থাকবেন।
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১
স্বপনবাজ বলেছেন: মাক্সকাহন ভালা পাই !
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
মাক্স বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ ভাই।
ভালো থাকুন।
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২
ইখতামিন বলেছেন: প্রথমেই জানিয়ে দিচ্ছি- আপনার বর্তমান পিক-টা দারুণ হয়েছে
লেখাটা মোটেও অপ্রয়োজনীয় নয়.
ভালো লাগলো.
তবে আমার মনে হয়- এই ধরনের পরিস্থিতিতে কারণটাই আগে প্রকাশ হয়।
আর আমার যখন মন খারাপ হয়- তখন আমার খুব ভালো লাগে.
কারণ- আমি মন খারাপেই সুখ পাই.
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
মাক্স বলেছেন: মন খারাপে সুখ পান জেনে ভালো লাগলো।
মন খারাপ থেকে যদি দারুণ কিছু হয় তবে মন খারাপই ভালো
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩
ইখতামিন বলেছেন: প্রথমেই জানিয়ে দিচ্ছি- আপনার বর্তমান পিক-টা দারুণ হয়েছে
লেখাটা মোটেও অপ্রয়োজনীয় নয়.
ভালো লাগলো.
তবে আমার মনে হয়- এই ধরনের পরিস্থিতিতে কারণটাই আগে প্রকাশ হয়।
আর আমার যখন মন খারাপ হয়- তখন আমার খুব ভালো লাগে.
কারণ- আমি মন খারাপেই সুখ পাই.
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
মাক্স বলেছেন: মন খারাপে সুখ পান জেনে ভালো লাগলো।
মন খারাপ থেকে যদি দারুণ কিছু হয় তবে মন খারাপই ভালো
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
সপ্নাতুর আহসান বলেছেন: যতটা খারাপ হইব ভাবছিলাম, অতটা খারাপ না
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
মাক্স বলেছেন: তাইলে কি আরও বেশি খারাপ??
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
মেহেদী হাসান মানিক বলেছেন: ইডা কিডা
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
মাক্স বলেছেন: ওয়েলকাম ব্যাখ মানিক্কা
৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
গেমার বয় বলেছেন: শুরু না হইয়াই শেষ !!!
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
মাক্স বলেছেন: মুহাহাহাহা
ক্ষেপছে
১০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: মন খারাপ তাদেরই হয় যারা ব্যক্তিগত জীবনে সাফল্যের মুখ খুব কমই দেখেছে। আমি ঐ দলেরই একজন। যখনই আমার মন খারাপ থাকে তখনই কোন কিছু নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি। এই লেখাটা মন খারাপ প্রজেক্টের একটা অংশ। এখন থেকে প্রায়ই আমার মন খারাপ থাকবে। কারণ একবার মন খারাপ হলে তার প্রভাব কয়েকদিন থাকে। এইটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষন।
আসেন হাত মিলাই। পর্যবেক্ষণ কাছাকাছি।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
মাক্স বলেছেন: আসেন হাত মিলাই!!!
১১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
মাক্সকাহন-নিতান্তই অপ্রয়োজনীয় লেখালেখি হলেও আমার কাছে ভালই লেগেছে। যান একটা প্লাস দিলাম।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
মাক্স বলেছেন: প্লাসের জন্য অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
১২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
রীতিমত লিয়া বলেছেন: এন বিঃ মন খারাপ তাদেরই হয় যারা ব্যক্তিগত জীবনে সাফল্যের মুখ খুব কমই দেখেছে। আমি ঐ দলেরই একজন। যখনই আমার মন খারাপ থাকে তখনই কোন কিছু নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি। এই লেখাটা মন খারাপ প্রজেক্টের একটা অংশ। এখন থেকে প্রায়ই আমার মন খারাপ থাকবে। কারণ একবার মন খারাপ হলে তার প্রভাব কয়েকদিন থাকে। এইটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষন।
আপনার ব্যাক্তিগত পর্যবেক্ষনকে সাধুবাদ জানাই। তবে মন থাকলে তা খারাপ-ভাল দুই-ই হতে পারে। সারাজীবন-ই মন ভাল এমন সুখী মানুষ পৃথিবীতে আছে বলে মনে হয় না। আসলে সুখী কোন মানুষ নেই। মনে আছে ছোট বেলায় একটা গল্প পড়েছিলাম "সুখী মানুষ"। সুখী মানুষ আসলে তারাই যাদের সুখ-দুখের চিন্তাই থাকে না। যাদের আগামীকাল কি হতে পারে এই নিয়ে কোন মাথাব্যাথা নেই।
আমরা সেরকম সুখী মানুষ হতে পারব না কখনই। আগামীকালের চিন্তা না করলে সাফল্য কিংবা ব্যার্থতার অংক কষার কোন প্রয়োজন ছিল না। আর সাফল্য ও ব্যার্থতা নিয়েই আমরা মানুষ। হয় কখনো সুখী, নয় তো কখনো দুখি।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
মাক্স বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ লিয়া। ভালো থাকুন।
১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
মামুন রশিদ বলেছেন: যাদের মন নামক বস্তুটা থাকে, যারা অনুভূতিপ্রবন তাদেরই মন খারাপ হয় ।
যাক সেটা বিষয় না, এই যে ছোট ছোট বিষয় আশয়, ছোট ছোট বোধ-অনুভূতিকে নিয়ে মজা করে খেলা করেন (মানে লিখেন), দিন দিন তা আরো ম্যাচিউর্ড হয়ে উঠছে ।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
মাক্স বলেছেন: যাদের মন নামক বস্তুটা থাকে, যারা অনুভূতিপ্রবন তাদেরই মন খারাপ হয় ।
কনকি তাইলেতো এই জিনিস ঝাইড়া ফেলতে হবে
১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
shfikul বলেছেন: মাক্স ভাই আপনি কি অনেক আগে থেকেই লেখা লেখির সঙ্গে জড়িত?সত্যি কথা বলতে আমি দিন দিন আপনার লেখার ভক্ত হয়ে যাচ্ছি।পাম দিচ্ছিনা।সিরিয়াস।আপনার লেখা বেশ সহজ সরল।কিন্তু পরিপূর্ণ গোছানো।খুব ভালো লাগে পড়তে।অনেক শুভ কামনা আপনার জন্য।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
মাক্স বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমি যারপরনাই বিষ্মিত।
না ভাই আমি কোনকালেই লেখালেখির সাথে জড়িত ছিলাম না এমনকি পড়াপড়ির সাথেও জড়িত ছিলাম খুবই কম।
ভালো থাকবেন শফিকুল ভাই।
১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! আমাদের মাক্স এর তো দেখি অনেক কাহিনী আছে।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
মাক্স বলেছেন: না ভাই কোন কাহিনী নাই। একেবারে সাদাকালো।
১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮
বটবৃক্ষ~ বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন: প্রো: পিক : পোশাক টা তো সিরাম হইছে পুরা হিটুর সৈন্য বাহিনির জেনারেল।
হাহ হা!!!
এখন থেকে প্রায়ই আমার মন খারাপ থাকবে। কারণ একবার মন খারাপ হলে তার প্রভাব কয়েকদিন থাকে। এইটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষন।
বাহ!! আর আমার পোস্টে কালকে তো খুব ভাব নিয়া বললেন!!!
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬
মাক্স বলেছেন: আরে ঐটাতো আপনারে উৎসাহ দেয়ার জন্য বলসিলাম
১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭
একজন আরমান বলেছেন:
ভাই মন খারাপ থাকলে আমি আড্ডা দিয়ে মন ভালো করার চেষ্টা করি।
আপনে এক কাজ করবেন মন খারাপ হলেই আমার এইখানে চইলা আসবেন। আসা-যাওয়ার খরচ আপনার। তবে থাকা খাওয়ার দায়িত্ব আমি নিমুনে। বেকার হইলেও দিল ডা ছোট না এক্কেরে।
আর প্রো-পিক সেইরাম হইছে।
প্রো-পিকের জন্য পিলাস।
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮
মাক্স বলেছেন: অক্কে নেক্সট টাইম আইয়া পড়ুমনে
১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
শের শায়রী বলেছেন: ভাই হিটলারদের মন খারাপ হয়না। দুনিয়ার জঞ্জাল নিরসনের ভাবনা থাকে ।হেইল হিটলার!!!!
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
মাক্স বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন শের শায়রী।
১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
জাকারিয়া মুবিন বলেছেন: মিথ্যা বলবনা। আপনার লেখাটা পড়ে মনে হল, মানুষ কত কিছু নিয়ে লিখতে পারে।
মন খারাপ নিয়েও যে এমন সাহিত্য সম্ভব তা এই লেখাটা না পড়লে বিশ্বাস হতনা।
ভাল থাকবেন, ভাল লিখবেন।
ধন্যবাদ।
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
মাক্স বলেছেন: ধন্যবাদ জাকারিয়া ভাই।
ভালো থাকবেন।
২০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
একজন আরমান বলেছেন:
অক্কে।
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮
মাক্স বলেছেন:
২১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
আমিনুর রহমান বলেছেন: amare ki block koira dichila kail to comnts korte parlam na tomar post poira, aj block bujhi uthiyediyecho
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১
মাক্স বলেছেন: নাহ ব্লকতো উঠাই নাই। তাও মন্তব্য করলেন কেমনে (ব্যাপক চিন্তায় পৈড়া যাওয়ার ইমো হবে)
২২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
নিয়েল ( হিমু ) বলেছেন: আমারো মন খারাপ ।
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯
মাক্স বলেছেন: মন খারাপ হওয়া ভালু না।
২৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
ৎঁৎঁৎঁ বলেছেন: লেখা ভালো লাগলো। ( বিষয়টা একটু অদ্ভুত!, আপনি বলছেন আপনার মন খারাপ, আপনার মন খারাপের গল্পটা পড়তে আমার ভালো লাগলো! )
শুভকামনা রইলো।
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
মাক্স বলেছেন: ধন্যবাদ ...... আপনার নামটা উচ্চারণ করতে পারতাছি না
ভালো থাকবেন। শুভকামনা।
২৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯
শিপু ভাই বলেছেন:
সামনে পড়ে আছে অনেকটা পথ.......
এগিয়ে যেতে হবে.......
মন খারাপ করে সময় নষ্ট করবেন না!!!
শুভকামনা সবসময়!!!
২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
মাক্স বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শিপু ভাই।
ভালো থাকবেন।
২৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২
হাসান মাহবুব বলেছেন: মন খারাপের সর্বোত্তম প্রয়োগ হৈলো লেখালেখি।
২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
মাক্স বলেছেন: মন খারাপের সর্বোত্তম প্রয়োগ হৈলো লেখালেখি।
স হ ম ত!!
২৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮
যুবায়ের বলেছেন: চমৎকার লাগলো মাক্সকাহন...
একেকজনের অণুভূতি ভিন্ন তবে কিছু কিছু অণুভূতিতে মিল পাওয়া যায়।
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
মাক্স বলেছেন: ধন্যবাদ যুবায়ের ভাই। ভালো থাকবেন।
২৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮
যুবায়ের বলেছেন: পোষ্টে প্লাস++++
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
মাক্স বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।
২৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮
মাক্স বলেছেন: ঠিক এই ছবিটাই আমি খুজতেসিলাম!!!
২৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০
কালা মনের ধলা মানুষ বলেছেন: +++++++++++
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
৩০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
প্রিয়তমেষূ বলেছেন: মন খারাপ তাদেরই হয় যারা ব্যক্তিগত জীবনে সাফল্যের মুখ খুব কমই দেখেছে। আমি ঐ দলেরই একজন। যখনই আমার মন খারাপ থাকে তখনই কোন কিছু নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি। এই লেখাটা মন খারাপ প্রজেক্টের একটা অংশ। এখন থেকে প্রায়ই আমার মন খারাপ থাকবে। কারণ একবার মন খারাপ হলে তার প্রভাব কয়েকদিন থাকে। এইটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষন।
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
মাক্স বলেছেন: আপনারও ব্যক্তিগত পর্যবেক্ষন একই নাকি ?????
৩১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
শায়মা বলেছেন: মন খারাপ অনেক রকম হয়
১। সাফল্য না পেয়ে বা কোনোকিছুতে অকৃতকার্য্য হলে
২। ছ্যাকা খেলে
৩। বকা খেলে
৪। মার খেলে
৫। ধোর খেয়ে( ধরা)
৬।পরীক্ষায় রসগোল্লা পেলে
৭। বন্ধুর পেটে জিলাপীর প্যাচ পেলে
৮।ঝগড়া করলে
৯। মারামারি করলে
১০।মন খারাপের গান শুনে
১১। মন খারাপের কবিতা পড়ে
১২। মন খারাপের ম্যুভি দেখে
১৩। মন খারাপের গল্প পড়ে
১৪। ছোট ছোট ফুলের মত বেবিগুলাকে মলিন পোষাকে ফুল বিক্রি করতে দেখলে
১৫। আবার অকারণেই দুঃখ বিলাস বা সুখে থাকলে ভুতে কিলালেও মন খারাপ হয় ভাইয়া।
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
মাক্স বলেছেন: উপরের চৌদ্দটাই কখনো না কখনোই হইসে কবে যে পনের নাম্বারটা হবে
অপেক্ষায় রইলাম
৩২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১
আমি তুমি আমরা বলেছেন: ভালই লাগল মাক্সকাহন। প্লাস চাপলাম
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
মাক্স বলেছেন: প্লাসতো চাপবেনই এইটা আবার কওনের কি আছে?
৩৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬
মুশাসি বলেছেন: আমার মন খারাপ হইলে আমি একা থাকার চেষ্টা করি কিছুক্ষন, যখন মনে হয় যে এনাফ হইছে, এখন মন ভালো করা দরকার, তখন ফ্রেন্ডদের মাঝে চলে যাই
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২
মাক্স বলেছেন: সবসময়ই ফ্রেন্ডদের মাঝে থাকি তাই আলাদা করে যাওয়ার ব্যবস্থা নাই।
৩৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
শায়মা বলেছেন: আরে ১৫ টা তো এখুনি দেখতে পাচ্ছি। সুখে থাকতে ভুতে কিলাচ্ছে বলেই তো ..........
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০
মাক্স বলেছেন: হা হা হা হা
৩৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯
লোনলিফাইটার বলেছেন: শায়মা @তো দেখি মন খারাপের বিশেষজ্ঞ
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
মাক্স বলেছেন: আপুর এই গুনের কথা আমিও জানতাম না
৩৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
অপু তানভীর বলেছেন: লোনলিফাইটা বলেছেনঃ শায়মা @তো দেখি মন খারাপের বিশেষজ্ঞ
জি আপু সব কাজে বিশেষজ্ঞ !!
হামা ভাইয়ের সাথে সহমত ! মন খারাপের সর্বোত্তম প্রয়োগ হৈলো লেখালেখি।
এই কথা আমার থেকে ভাল আর কে জানে !!
ভাল লাগা রইলো !!
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
মাক্স বলেছেন:
৩৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
মিজানুর রহমান মিলন বলেছেন: পড়া শুরু করলাম । বেশ ভালই লাগলো কিন্তু মন খারাপ দিয়ে শেষ করলেন । মন খারাপ একটা স্বাভাবিক ঘটনা । মাঝে মাঝে আমার কোন কারন ছাড়াই মন খারাপ হয় ।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
মাক্স বলেছেন: মাঝে মাঝে আমার কোন কারন ছাড়াই মন খারাপ হয় । কথা সত্য।
৩৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
কষ্টের অনুভূতি বলেছেন: আইজগা মন ভালাতো ভাইডি???
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
মাক্স বলেছেন: ইয়েপ!
৩৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
অনীনদিতা বলেছেন: আজ আমার মন খারাপ
তাই বলে কি মনের মাঝে
কষ্টের নেব ছাপ?!!!!
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬
মাক্স বলেছেন: না। কোনভাবেই না!
৪০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
লেজ কাটা বানর বলেছেন: আয় হায় আমি কমেন্ট করি নাই!
এন বি টা ভাল হইছে। আমার লাহান পুরাই।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
মাক্স বলেছেন: যেই একখান কমেন্ট করসেন বিকালবেলা আমি হাসতে হাসতেই অবস্থা খারাপ!!
৪১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
ছন্নছাড়া-এক্সপ্রেস বলেছেন: মন কি ? আর মেজাজ কি ?
ভাই
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
মাক্স বলেছেন: জানি না
৪২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল লাগলো........মিষ্টার মাক্স........
ধন্যবাদ...
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
মাক্স বলেছেন: ধন্যবাদ স্পাইসিস্পাই001।
৪৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
বহুভুজ বলেছেন: আপনার পর্য্যবেক্ষণ সঠিক। ১৫ নং ভাল লাগা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১
মাক্স বলেছেন: ধন্যবাদ বহুভুজ। ভালো থাকুন!
৪৪| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:৫৪
কালোপরী বলেছেন:
৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:২৪
মাক্স বলেছেন:
৪৫| ২০ শে মে, ২০১৩ রাত ১২:২৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: আমার মন খারাপ হয় যখন সকালে উঠে ঘড়িতে দেখি আরে বাপ! অনেক বেজে গেছে আর চোখে পিচুটি ধোয়ার আগেই যাই কাজে কিন্তু কাজে দেখি জমে আছে পিচুটির মত শত শত কাজের কাগজেরা যারা কাগুজে কথা বলতে এবং শোনাতে এবং সেই কাগুজে গিলোটিন শানাতে ভালবাসে কিন্তু পারে না কারণ আমি চোখ বন্ধ করে পাগলের মত হাত পা নাড়াতে নাড়াতে ভাণ করি যেন কাপড়ের জঙ্গলে হারিয়ে গেছি আর সেই জঙ্গলের প্রতিটি গাছে আমাকে ছোঁয়া লাগাতেই হবে আর ঠিক তখনি সেই বিশ্রী শত্রুরা ভয় পেয়ে লুকোয় কৃত্রিম অরণ্যের পিছে যাতে আমি বিচলিত হই আর সত্যি বলতে কি, সত্ত্যিই হই আর মন খারাপ করে ওদের ডাকি, সারা ঘরে না পেয়ে সাড়া পাবার চিন্তা বাদ দিয়ে চলে যাই চলন্ত নরকে, সেটা আমায় নামিয়ে দেয় ডুবন্ত কুয়োতে, তখন ব্যাগটা ছুঁড়ে বোকা বাক্স ভাঙ্গার সময় আমি গা এলিয়ে দিতে চাই, আর তখনি আমার কেন যেন মন ভাল হয়ে যায় আর মনে হয় ভীতু কাগজদের কাল ধরবই ধরব, আজ ডোবা যাক!
মাক্স, কেমন আছেন?
০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
মাক্স বলেছেন: জী ভালো আছি!
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
ঘুড্ডির পাইলট বলেছেন: প্রো: পিক : পোশাক টা তো সিরাম হইছে পুরা হিটুর সৈন্য বাহিনির জেনারেল।

হিটুরে চিনেন তো ?