![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনাকাঙ্খিত বৃষ্টিতে বৃষ্টিবিলাসের কোন ইচ্ছা জাগে না। বরং কোন কোন সময় একটু ভয়ই পেয়ে যাই।
শীতকালের বৃষ্টি এসেছে আজ আকাশ কালো করে। ক্লাসে পৌছতে পৌছতেই মোটামুটি ভিজে গিয়েছি। একটু একটু যে কাপছি না তা না। বাতাসটা একটু বেশীই ঠান্ডা। প্রফেসরের ক্লাস আছে আজকে।
পোলার রিজিয়নের পরিবর্তন আমার ডেইলি লাইফে কি ধরনের পরিবর্তন আনতে পারবে সেটা কোন মতেই বুঝতে পারছি না।
একঘেয়ে ক্লান্ত গলায় প্রফেসর পড়িয়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং! এবং তারসাথে সম্পর্কে ফাটল ধরার এক ধরনের সংযোগ দেখানোর চেষ্টা করে চলেছেন প্রাণপনে।
সম্পর্কে ফাটল?
সম্পর্কে ফাটল ধরার সাথে গ্লোবাল ওয়রমিং এর কি যোগাযোগ থাকতে পারে সেটা কোন ভাবেই বুঝতে পারছি না।
হঠাত করেই আমার দিকে ইশারা করে জানতে চাইলেন, ঠিক কোন সময় থেকে বয়ফের বিশাল চাইয়ে ফাটল ধরে?
আমি হতাশ এবং পরাজিত চোখে তাকিয়ে থাকলাম। প্রফেসর নির্লিপ্ত, আমার উত্তর দিতেই হবে।
বোকা পোলার বিয়ারদের ছান্দ্যিক বিচরণের কথা বললাম। ভয়ংকর পেঙ্গুইনদের নির্বোধ কার্যক্রম সম্পর্কেও জানাতে ভুল করলাম না।
হোমো সেপিয়েন্সের কথা মাথায় আসলেও তা চেপে গেলাম কোন এক অজানা কারণে।
এইবার প্রফেসরের চোখে অগ্নিদৃষ্টি খেলে যাওয়ার কথা থাকলেও সেখানে দেখা গেল তুচ্ছ তাচ্ছিল্যের আভা।
ঠিক একই রকম দৃষ্টিতে মেয়েটের দিকে তাকিয়েছিলাম আমি।
-শাট দ্যা ফাক আপ প্রস্টি। আমি যা বলি তাই হবে।
পরাজিত পাথর চোখে মেনে নেওয়া ছাড়া তার গত্যন্তর ছিল না। এবরশনের পর থেকে একটা বিরাট পরিবর্তন দেখতে লাগলাম। মিসক্যারেজ শব্দটা একবারের জন্যও আমার আশে পাশে ঘেষতে দিলাম না। বিভিন্নভাবে তার মন ভালো রাখার চেষ্টা করতে থাকলাম। কোন চেষ্টাই আপাত চোখে সফল মনে হচ্ছে না।
তার দাবী ছিল একটাই। তার মাতৃত্বসনদের বৈধতা পাওয়া। না পেয়ে একটুও ক্ষুব্ধ হয়নি সে। যা যা করতে বলেছিলাম একান্ত বাধ্যমেয়ের মতই করেছে। আর আমার হিপোক্রেসি বারবারই মুগ্ধ করেছে নিজেকেই।
সারাক্ষণ মন খারাপ করে বসে থাকতে দেখলে বাজে দেখায়। তাই প্রায়ই চেষ্টা করি মন ভালো হবার মত কোন কাজ করতে। মশারিই নিয়ে একটা জোকস মনে পড়ছে এখন। বলব নাকি? শুনো,
একলোকের মশারিতে একটা জায়গায় ফুটো যেখান দিয়ে মশা ঢুকতে পারে, ত সে করল কি আরেকটা ছিদ্র করে দিল ওইদিক দিয়ে মশারা বের হয়ে যাবে ভেবে।
এটুকু বলে আমি নিজেই বোকার মত বসে থাকি। তার কোন ভাবান্তর হল না।
-একটা এইটিন প্লাস কি শুনাব?
সাথে সাথেই সে আমার দিকে তাকাল,
নির্লিপ্ত, আবেগহীন, ক্লান্ত নষ্ট পাথর চোখের উপর স্বচ্ছ প্লাস্টিকের আস্তরণ। এই চোখে কোন ঘৃণা নেই, নেই কারো জন্য বিন্দুমাত্র ভালোবাসা। ভালোবাসা পাওয়ার কোন তৃষ্ণাও নেই। কারো দিকে করুণার দৃষ্টি নিক্ষেপ করার মত বোধও কখনো জাগে নি। হয়তো কখনো জেগেছে কিন্তু আজ আর তার কোন চিহ্ন অবশিষ্ট নেই।
আমি ভয় পেয়ে যাই ঐ চোখের দিকে তাকানোর সাহস আমার নেই। আমি তাকাই না। আহত চোখ, বন্ধ করে ঘুমিয়ে পড়তে চাই এখন।
এক বন্ধুর সাথে দেখা করা উচিত, এমন কোন সমস্যা এখন পর্যন্ত পাইনি যার সমাধান তার কাছে নেই। তাকে খুঁটিয়ে খুঁটিয়ে সব বললাম। তার চোখে হাসির আভা স্পষ্টতই দৃশ্যমান। আমি আশ্বস্ত হই।
সে ন্যায় বিচারের আশ্বাস দেয়।
তার হাতে একটা ছোট্ট রুমাল। ঘড়ির দিকে তাকিয়ে আছে অপলকে। যেন কোন একটা ঠিক ঠিক সময়ের জন্য অপেক্ষা। আমি নিজের ঘড়ির দিকে তাকাই।
সেকি সেকেন্ডের কাটাটা কোথায়? ঘণ্টার কাটাটা ঘুরে চলছে প্রায় সেকেন্ডেরটার মতই। আমি অধৈর্য হয়ে যাই। সে তখনও তাকিয়ে আছে টার ঘড়িটা দিকে, একমনে। কোনদিকে না তাকিয়ে।
হঠাৎ রুমালটা পড়ে গেল হাত থেকে। পরিচিত দৃশ্য। সম্ভবত অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর হল।
চকিতে পিছনে তাকিয়ে দেখি, জয়ের ভি সাইন দেখিয়ে হেঁটে যাচ্ছে অপরাধীর দল।
আমিতো এমনটা চাই নি। আশাহত চোখে প্রতিশ্রুতি ভঙ্গকারী বন্ধুর দিকে তাকাই। আমার চোখে আগুন। ক্রোধে ফেটে পরি, নিরুপায় আমি।
পরের দৃশ্যগুলো দ্রুতই বদলে যায়। পাথর চোখের রমণী আমার পাশে দাঁড়ায়। তার হাজার বছরের পুরানো পরিচিত চোখে দেখি সম্পূর্ণ অপরিচিত ছায়া।
আমি টের পাই আজ আর আমরা একা নই। আরও অনেকেই আজ আমাদের কাতারে এসে দাঁড়িয়েছে।
তাদের কারও চোখেই আজকে নির্লিপ্ততা নেই, হতাশার চিহ্ন নেই। তার বদলে সেখানে আছে ঘৃণা। অগ্নিঘৃণা!
কোটি চোখের অগ্নিঘৃণায় আজ ভষ্মীভূত করব সকল অপরাধীদের!
----------------------------------------------------------------------------------
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১
মাক্স বলেছেন: কোটি চোখের অগ্নিঘৃণায় আজ ভষ্মীভূত করব সকল অপরাধীদের!
ধন্যবাদ লিমন।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
ইখতামিন বলেছেন:
২য় ভালো লাগা.
আমি টের পাই আজ আর আমরা একা নই। আরও অনেকেই আজ আমাদের কাতারে এসে দাঁড়িয়েছে।
তাদের কারও চোখেই আজকে নির্লিপ্ততা নেই, হতাশার চিহ্ন নেই। তার বদলে সেখানে আছে ঘৃণা।
কোটি চোখের অগ্নিঘৃণায় আজ ভশ্মিভূত করব সকল অপরাধীদের!
----------------------------------------------------------------------------------
আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
মাক্স বলেছেন: কোটি চোখের অগ্নিঘৃণায় আজ ভষ্মীভূত করব সকল অপরাধীদের!
আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬
মাক্স বলেছেন: কোটি চোখের অগ্নিঘৃণায় আজ ভষ্মীভূত করব সকল অপরাধীদের!
আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
প্রিয়তমেষূ বলেছেন: আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
মাক্স বলেছেন: কোটি চোখের অগ্নিঘৃণায় আজ ভষ্মীভূত করব সকল অপরাধীদের!
আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
আমিভূত বলেছেন: অনেক সুন্দর করে লিখেছেন ।
"কোটি চোখের অগ্নিঘৃণায় আজ ভশ্মিভূত করব সকল অপরাধীদের!আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না। "
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
মাক্স বলেছেন: কোটি চোখের অগ্নিঘৃণায় আজ ভষ্মীভূত করব সকল অপরাধীদের!
আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
যুবায়ের বলেছেন: আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না।++++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬
মাক্স বলেছেন: কোটি চোখের অগ্নিঘৃণায় আজ ভষ্মীভূত করব সকল অপরাধীদের!
আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
অদ্বিতীয়া আমি বলেছেন: ভাল লাগা++++
যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮
মাক্স বলেছেন: কোটি চোখের অগ্নিঘৃণায় আজ ভষ্মীভূত করব সকল অপরাধীদের!
আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
স্বপনবাজ বলেছেন: কোথাও যাবোনা , ফাসি দেখতে চাই !
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
মাক্স বলেছেন: কোটি চোখের অগ্নিঘৃণায় আজ ভষ্মীভূত করব সকল অপরাধীদের!
আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না।
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না।
হুম সেটাই। +++++++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
মাক্স বলেছেন: কোটি চোখের অগ্নিঘৃণায় আজ ভষ্মীভূত করব সকল অপরাধীদের!
আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না।
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
যতক্ষণ ফাঁসি না হইব আমি আর ঘুমামুনা
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
মাক্স বলেছেন: কোটি চোখের অগ্নিঘৃণায় আজ ভষ্মীভূত করব সকল অপরাধীদের!
আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না।
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬
একজন আরমান বলেছেন:
'' পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই ''
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
মাক্স বলেছেন: কোটি চোখের অগ্নিঘৃণায় আজ ভষ্মীভূত করব সকল অপরাধীদের!
আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না।
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
শের শায়রী বলেছেন: ক্ষমা যেথা ক্ষীন দূর্বলতা হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
মাক্স বলেছেন: কোটি চোখের অগ্নিঘৃণায় আজ ভষ্মীভূত করব সকল অপরাধীদের!
আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না।
১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
হাসান মাহবুব বলেছেন: প্রতিবাদ নিয়ে সম্পূর্ণ অন্যরকম একটা লেখা। টার্নওভার এবং রূপকল্প- দারুণ! কোথা থেকে কোথায় নিয়ে গেলেন! খুব উপভোগ করলাম।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
মাক্স বলেছেন: আমি জানতাম শুধুমাত্র আপনিই লেখাটা নিয়ে এমন একটা মন্তব্য করবেন ঠিক যেরকম আমি শুনতে চেয়েছিলাম।
ধন্যবাদ হাসান ভাই।
কোটি চোখের অগ্নিঘৃণায় আজ ভষ্মীভূত করব সকল অপরাধীদের!
আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না।
১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
অনীনদিতা বলেছেন: আপনার সব গুলো লেখাই অসাধারন।কিন্তু এটা আপনি কি করলেন!!!!
আমি কিছু বলার ভাষাই পাচ্ছিনা।
শুধু এটুকুই বলছি ভালো লাগা দিয়ে প্রিয় করে নিলাম
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
মাক্স বলেছেন: কোটি চোখের অগ্নিঘৃণায় আজ ভষ্মীভূত করব সকল অপরাধীদের!
আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না।
১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল++++++++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
মাক্স বলেছেন: কোটি চোখের অগ্নিঘৃণায় আজ ভষ্মীভূত করব সকল অপরাধীদের!
আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না।
১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
লেজ কাটা বানর বলেছেন: বানরের মালিক এখন শাহবাগে ব্যস্ত আছেন।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১
মাক্স বলেছেন: কোটি চোখের অগ্নিঘৃণায় আজ ভষ্মীভূত করব সকল অপরাধীদের!
আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না।
১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ++++++++++++++++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪
মাক্স বলেছেন: কোটি চোখের অগ্নিঘৃণায় আজ ভষ্মীভূত করব সকল অপরাধীদের!
আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না।
১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
নিয়েল ( হিমু ) বলেছেন: ভাই বুঝতাছেন নিশ্চই দেরি করার কারন । আজকে রাতে পড়ব । একটু ফ্রি আছি আজ ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২০
মাক্স বলেছেন: বুঝতে পারতেসি।
না পড়লেও কুনু সমস্যা নাই। তেমন জরুরী কিছু না!
১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
কালা মনের ধলা মানুষ বলেছেন: পড়ার পর আন্তরিক প্রতিক্রিয়া - কিয়ের মিধ্যে কি ??? (অবশ্যই পজেটিভ সেন্সে এবং হতভম্ব হবার পর)
ওর্থ অফ রিডিং এভরী ওয়ার্ড।
+++++++++++++++++
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৫
মাক্স বলেছেন: আপনি পড়সেন তাতেই আমি খুশি।
প্রশংশা বোনাস হিসাবে নিলাম।
ভালো থাকবেন!
২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪
নক্ষত্রচারী বলেছেন: অসাধারণ !
আর কিছু বলার মত বিশেষণ খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
মাক্স বলেছেন: ধন্যবাদ নক্ষত্রচারী।
ভালো থাকুন!
২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
নিয়েল ( হিমু ) বলেছেন: অন্যগুলোর মতই তবে সাম্প্রতিক সময়ের সুন্দর ছায়া নিয়ে এসেছেন ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১০
মাক্স বলেছেন: অবশেষে পড়লেন!
২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
মাক্স বলেছেন: ধন্যবাদ ভাই!
২৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
বাংলার হাসান বলেছেন: যুবায়ের বলেছেন: আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না।++++
স্বাধীনতা প্রজন্ম চত্বরের আন্দোলনকে সফল রুপদানের জন্য কিছু প্রস্তাব ও দাবী দাওয়া।
একজন সচেতন ব্লগার ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হিসেবে এই লেখায় আপনার মূল্যবান মতামত আশা করছি।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
মাক্স বলেছেন: পড়েছি আপনার লিখাটা!
২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৫
মাক্স বলেছেন: সুন্দর!!
২৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭
মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: প্রিয়তে নিলাম ভাই, ভাল করে পড়ে মন্তব্য দিব।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
মাক্স বলেছেন: ধন্যবাদ মেঘের দেশে স্বপ্নডানা।
মন্তব্যের অপেক্ষায় রইলাম!
২৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: প্রিয়তে নিলাম ভাই, ভাল করে পড়ে মন্তব্য দিব।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০
মাক্স বলেছেন: আফনের ও কি একই অবস্থা??
২৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২
ইখতামিন বলেছেন: ষষ্ঠদশ ভালো লাগা.
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
মাক্স বলেছেন: ক্যামনে
২য় কমেন্ট!!!!!
২৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০
কালীদাস বলেছেন:
কোটি চোখের অগ্নিঘৃণায় আজ ভষ্মীভূত করব সকল অপরাধীদের!
চমৎকার++++++++++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
মাক্স বলেছেন: ধন্যবাদ কালীদাস
ভালো থাকুন!!
২৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত মাক্স! চমৎকার। ঘটনার ভিতরে প্রবেশটা চমৎকার লেগেছে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৫
মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন! আর দোয়া রাইখেন!
৩০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
বোকামন বলেছেন:
খুবই মনযোগ দিয়ে লেখাটি পড়লাম
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪
মাক্স বলেছেন: অশেষ ধন্যবাদ বোকামন।
ভালো থাকুন!
৩১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
কয়েস সামী বলেছেন: চমতকার! ভাল থাকুন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
মাক্স বলেছেন: ধন্যবাদ
আপনিও ভালো থাকুন!!
৩২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
বহুভুজ বলেছেন: অসম্ভব সুন্দর পোস্টে ১৮ নং প্লাস।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
মাক্স বলেছেন: ধন্যবাদ বহুভুজ। ভালো থাকুন!
৩৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
নাজিম-উদ-দৌলা বলেছেন: প্রতিবাদ নিয়ে অনেকে অনেক কিছু লিখছে। কিন্তু আপনার লেখাটা পুরাই অন্যরকম হয়েছে। আপনার লেখার আইডিয়া গুলো অসাধারন হয়! কিপ ইট আপ!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪
মাক্স বলেছেন: ধন্যবাদ ভাই। পড়ার জন্য!!
৩৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
ইখতামিন বলেছেন:
কি যাদু করিলেন.
যতোবার পড়ি ততোবার শুধু লাইক দিতে মনে চায়.
কিন্তু লাইক দিতে তো আর পারছিনা
জয় সত্য
অসাধারণ এই পোস্টে প্লাস ++++
ভালো থাকবেন. মনে রাখবেন
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
মাক্স বলেছেন: মন্তব্য পড়ে হাসতেই আছি! ভালো থাকুন ভাই!
৩৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১
আমি তুমি আমরা বলেছেন: আমরা বিচারের দাবি নিয়ে এসেছি।যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
মাক্স বলেছেন: আমরা বিচারের দাবি নিয়ে এসেছি।যুদ্ধাপরাধীর ফাসি না দিয়ে আজ আমরা কোথাও যাব না।
শেষ পর্যন্ত যাতে হয় বিচারটা!
৩৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:১৫
ফারজানা শিরিন বলেছেন: কোটি চোখের অগ্নিঘৃণায় আজ ভষ্মীভূত করব সকল অপরাধীদের! ইশ !!! যদি সম্ভব হতো ?!?
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১
মাক্স বলেছেন: একদিন হয়তো হবে!
৩৭| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮
মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: +++++++++++ অসাধারণ।
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪
মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ মেঘের দেশে স্বপ্নডানা ।
৩৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
শান্তির দেবদূত বলেছেন: ভাল লাগল, আপনার বেশ কয়েকটা গল্প দেখছি মৃত্যু, আত্মহত্যা এইগুলো নিয়ে! ভয়ানক ব্যাপার স্যাপার।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
মাক্স বলেছেন: সময়টাই হয়তোবা একটু ভয়ংকর যাচ্ছিল অথবা যাচ্ছে!
আপনি পরছেন দেখে আনন্দিত হয়েছি।
ভালো থাকবেন ভাই!
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
তারছেড়া লিমন বলেছেন: ভাল লাগলো+++++++++++++++