![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত সাড়ে এগারোটা বাজে। শীতের এই সময়ে ঘর থেকে শুধুমাত্র দুই শ্রেণীর লোকজন বের হবার কথা। একঃ যাদের অনেক কাজ আছে এবং দুইঃ যারা বেকার।
আমি বেকার শ্রেনীর অন্তর্গত। বেকারকে একটা শ্রেনীর অন্তর্গত অবশ্য সরকারের পক্ষ থেকেও করা হয়েছে।
সরকারের করা শ্রেণীবিভাগটা অবশ্য একটু অপমাণজনক। তারা বেকার শব্দটার পরে তিন অক্ষরের একটা শব্দ যোগ করেছে। এবং জোর প্রচারণা চালাচ্ছে "বেকারসমস্যা" শব্দটা নিয়ে। আমি অথবা আমরা যারা নিজেকে বেকারদলের অধিপতি বলে দাবী করি তারা বিষয়টা নিয়ে মোটেও চিন্তিত না। বরং কালে ভদ্রে খুশি হই এই ভেবে যে অন্তত সরকার আমাদের নিয়ে ভাবছে। দেশে কতশত সমস্যা।
পরিবেশ দূষণ, জনসংখ্যা বিস্ফোরণ, গালাগালির উচ্চারণ, যুদ্ধাপরাধী বিচার প্রহসন!
তারমধ্যে যে আমাদের উপর একটা চোখ আছে তাতেই আমি খুশী। আর খুশী হলে একটাই কাজ করা হয়। তা হল ঘুমানো। শীতের রাতের একঘন্টা ঘুম সমান গরমের রাতের দশ রাতের ঘুম। এত সুন্দর একটা রাত, এখন না ঘুমিয়ে আমি বেকার পদবী মুছে ফেলতে বের হয়েছি। একটা ইন্টারভিউ আছে।
একরকম নিরুপায় হয়েই বের হয়েছি।
এক প্যাকেট সিগারেট আর একটা লাইটার কিনে পকেটে রাখলাম। বেকার যুবকদের পকেটে টাকা পয়সা না থাকলেও সিগারেট, লাইটার অথবা ম্যাচ রাখার নিয়ম আছে। কঠিন নিয়ম। এই নিয়মের অন্যথা হলে বেকার লিস্ট থেকে নাম বাদ পড়ারও আশংকা আছে।
সব প্রস্তুতি শেষ। এইবার যে জায়গাটাতে যাব সেটার একটু খোজ খবর নেয়া যেতে পারে। সবই মোটামুটি জানি তবুও সময় কাটানোর জন্য কথা বলা। আশেপাশের কয়েকজন লোককে জিজ্ঞেস করলাম। কিভাবে যাবো? জানতে চাইলাম এক দোকানীর কাছে।
চা দোকানদারঃ উহু! খুবই খারাপ জায়গা। আর রাতের এই সময়তো মামা বুঝেনই। ভালা কতা কই রুমে গিয়া ঘুমান।
হারামজাদা আমি ঘুমামু না বাল ছিড়মু তোরে জিগাইসি। গায়ে পৈড়া উপদেশ দেছ।
এইরকম একটা লাইন মাথার ভিতর থেকে বের হয়ে আসার চেষ্টা করলেও সেটা সম্ভব না। উপদেশ হজম করা এখন একটা নিয়মিত অভ্যাসে দাড়িয়ে গেছে।
টুলে বসে একটা সিগারেট ধরালাম। পাশেই এক সাদা দাড়িওয়ালা মুরুব্বী।
হঠাত করেই যুব সমাজ ধ্বংসের কারণ এবং তার সাথে মদ গাজা ও সিগারেটের মত ভয়ংকর নিরপরাধ বস্তুসমূহের লেখচিত্র এঁকে দেখাতে লাগলেন। এবং তার একমাত্র উপদেশ আমার প্রতি যেন সিগারেট না খাই।
বিরস বদনে উঠে গিয়ে গন্তব্যস্থলের দিকে রওয়ানা দিলাম। কয়েকটা সিএনজিতে উঠার অনেক চেষ্টা তদবীর করেও হলো না। এখানেও আরেকজন ভদ্রলোক এসে উপদেশ দিয়ে গেলেন।
অন্য একটা সহজ রাস্তা থেকে কিভাবে ট্রান্সপোর্ট পাওয়া যাবে। এবং তাতে করে দেশ ও দশের কিরুপ উন্নতি সাধিত হতে পারে তাও ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাতে লাগলেন। আমি কিছু বিরক্ত হয়ে যতটা সম্ভব চোখ গরম করে তাকালাম। রিয়েকশন হল উল্টো। তিনি আরো উত্সাহ নিয়ে বলতে লাগলেন।
[উপরে এতক্ষণ ধরে ছোট্ট একটা ভুমিকা ছিল।]
ইনসিকিউর
__________________________
কিছু মানুষের চেহারা দেখলেই মনে হয় এরা সবসময় উপদেশ শুনে অভ্যস্ত। তাদের একটা নাম দেওয়া উচিত। নাম দেওয়া হলো ভ্যানব (ভ্যাবাচ্যাকা খাওয়া মানব। ঠিক এই মুহূর্তে আর কোন কিছু মাথায় আসছে না)।
এই ধরনের ব্যক্তিবর্গের সাক্ষাত পাওয়া মাত্রই সকল ধরনের হিত এবং অহিত উপদেশের প্রাসায়নিক বিক্রিয়ার উপজাতসমূহ তাদের নিকট সমার্পণ করার দায়িত্ববোধ মাথাচাড়া দিয়ে উঠে। সূক্ষ রসবোধ এবং অতিদার্শনিকতার আপাতদৃষ্টিতে উচ্চমূল্যের বায়বীয় জ্ঞানসমূহের সফল প্রায়োগ ব্যবস্থা নিশ্চিত করার গুরু দায়িত্ব অজান্তেই টের পাই। শিক্ষক এবং ছাত্রের বাস্তবিক অবস্থা এবং পদমর্যাদার হিসাব এখানে উহ্য নয় বরং অনুপস্থিত।
এইসমস্ত জ্ঞানসমূহ যেকোন ভাবেই হোক আমার ফাঁকা ব্যাগে পুরিয়ে নেই। দূর্মূল্যের বাজারে সম্পূর্ণ বিনামূল্যে একটিমাত্র বস্তু পাওয়া যাচ্ছে। তাহলে নিতে আপত্তি কোথায়?
বাঙালী ফ্রি পেলে আলকাতরাও মাথায় মাখে। সম্পূর্ণ ভুল কথা।
আলকাতরা মাথায় মাখার কোন বস্তু না। জমে যাওয়া আলকাতরা থেকে ছোট ছোট কালো বল বানানোর আনন্দ বুঝতে হলে একই সাথে আপনাকে অবুঝ এবং ভ্যানব হতে হবে। বলগুলোকে সংরক্ষণ করা এবং কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে যাতে কোন আকর্ষিত তলে আটকে যেতে না পারে। একবার আটকে গেলে বিরাট বিপদ। কারণ বলগুলো অন্য আরেকজন ভ্যানবের কাছে পৌছানোর দায়িত্বও আপনার উপর অর্পিত হয়েছে। দায়িত্বে অবহেলার সর্বনিম্ন শাস্তি আবারও এইরকম বল পাওয়া। এবং তলে আটকে না থাকা নিশ্চিত করা। আমি অবশ্য ব্যাগে রেখে দেই। আর কাউকে দেই না। মাঝে মাঝে ব্যাগ হাতড়ে বের করি, গণণা করি এবং আবারও ব্যাগেই রেখে দেই। ফলস্বরুপ প্রায়ই নিত্য নতুন বল জমা হচ্ছে এবং ব্যাগটা ভারী হয়ে উঠছে। বহন করার জন্য অতিরিক্ত লোক নিয়োগ দেবার প্রয়োজনীয়তাও মন থেকে উড়িয়ে দিতে পারছি না।
নিয়োগ বিজ্ঞপ্তির অণুলিপিঃ
চব্বিশঘন্টা জেগে থাকতে পারদর্শী, মস্তকবিহীন জীবিন্মৃত একজন অকাট বেকার হোমো সেপিয়েন্স নিয়োগ দেওয়া হইবে।
অতিরিক্ত যোগ্যতাঃ চোখ বন্ধ রাখায় পারদর্শী হইতে হবে।
বেতনঃ ধমকসাপেক্ষে।
যোগাযোগঃ লবিং সহকারে।
এখন নিশ্চিন্ত। অসংখ্য হোমো সেপিয়েন্স ভীড় জমাবে। তাদের প্রত্যেকেই মাথা নামক একটা অঙ্গ নিয়ে মহাবিরক্ত। মস্তক ফেলে দিয়ে সবাই একে একে আসতে শুরু করবে। মস্তকসমেত কাউকে দেখলেই গেটের বাইরে থেকে বিদায় করে দেয়ার দায়িত্ব দারোয়ানের। গেটে বসে আছে দাড়োয়ান।
মস্তকবিহিন দারোয়ান!
উত্সর্গঃ এই অংশটা আমার কাছে অনেক বড় একটা প্রহসন। অলেখকদের জন্য তো মহাপ্রহসন। সেই হিসাবে আমার জন্যও মহাপ্রহসন। একদিন প্রহসনটা করার ইচ্ছা আছে অবশ্য একটা সুন্দর লিখা লিখতে পারলে। কিন্তু আজকে আর করা গেল না।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫
মাক্স বলেছেন: ধুর!!
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
অনীনদিতা বলেছেন: আগে ভালো লাগা দিলাম+
এখন পড়বো
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
মাক্স বলেছেন: ধন্যবাদ অনীনদিতা।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯
আমিনুর রহমান বলেছেন: পরে পড়মু অনেক বড়
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
মাক্স বলেছেন: উখে :প
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
লাবনী আক্তার বলেছেন: অনেকদিন পর দেখলাম আপনাকে! কোথায় ছিলেন?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
মাক্স বলেছেন: একটু ব্যস্ত চিলাম আপু। আরো কিছুদিন হয়তো ব্যাস্তই থাকব
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
অনীনদিতা বলেছেন: হুম
আপনার লেখায় অনেক কিছু ফুটে উঠলো।
................................
আসলে কি লিখবো বুঝতেছিনা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
মাক্স বলেছেন: আসলে লিখাটা ঠিকমত তুলে আনতে পারি নাই।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯
দানবিক রাক্ষস বলেছেন: হারামজাদা আমি ঘুমামু না বাল ছিড়মু তোরে জিগাইসি।
সুপার মাক্স ভাই।
দ্বিতীয় ভালো লাগা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯
মাক্স বলেছেন: ধন্যবাদ দানবিক রাক্ষস ।
অনেকদিন পর মন্তব্য করলেন!
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫
একজন আরমান বলেছেন:
বরাবরের মতো চমৎকার লিখেছেন।
বেকার যুবকদের পকেটে টাকা পয়সা না থাকলেও সিগারেট, লাইটার অথবা ম্যাচ রাখার নিয়ম আছে। কঠিন নিয়ম। এই নিয়মের অন্যথা হলে বেকার লিস্ট থেকে নাম বাদ পড়ারও আশংকা আছে।
অতিব সত্য কথা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
মাক্স বলেছেন: ধন্যবাদ আরমান ভাই!
ভালো থাকুন!
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
স্বপনবাজ বলেছেন: বাইরে যাবো।। এসে পড়ছি !
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
মাক্স বলেছেন: তেমন কিছু না সময় করে পড়বেন!
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
হাসান মাহবুব বলেছেন: লেখায় সারকাজম, হিউমার আর ম্যাজিক রিয়ালিজম এর সুন্দর সমাহার। বেসিক পর্যায়ের সুররিয়ালিজম, সহজবোধ্য। ভালো লাগসে। কিছু কিছু জায়গা হুমায়ুন আহমেদ দ্বারা বেশ ভালোরকম প্রভাবিত।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮
মাক্স বলেছেন: প্রথমেই স্যরি মন্তব্যের জবাব দিতে দেরী হওয়ায়। আপনার ভালো লাগসে শুনে ভালো লাগলো।
হু আ প্রভাব কেমনে জানি চলে আসে বুঝি না। আমি অবশ্য অন্য একটা প্রভাব আনার চেষ্টা করতেসি কিন্তু পারতেসি না!
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: মাক্স এটা পরাবাস্তব হয়নি ঠিক কিন্তু পড়তে গিয়ে নিজের সবটুকু মনোযোগ দিতে হল। ভাষার ব্যাবহার থেকে শুরু করে বর্ণনা ভঙ্গি সবাই ঠিক আছে না শুধু অসাধারণ হয়েছে।
প্লাস দিতেই হলো।
পাঠকের মনোযোগ কাড়তে সক্ষম এমন একটি লেখা দেবার জন্যে ধন্যবাদ নিন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
মাক্স বলেছেন: প্লাসের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হাসান মাহবুব এর সাথে একমত। তবে লেখাটায় কিন্তু মনোযোগ দিতে হয়েছে!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
মাক্স বলেছেন: লিখাটা যথেষ্ট মনোযোগ দিয়ে লিখতে পারি নাই!
ভালো থাকুন!
১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪২
স্বপনবাজ বলেছেন: হাসান মাহবুব বলেছেন: লেখায় সারকাজম, হিউমার আর ম্যাজিক রিয়ালিজম এর সুন্দর সমাহার। বেসিক পর্যায়ের সুররিয়ালিজম, সহজবোধ্য। ভালো লাগসে। কিছু কিছু জায়গা হুমায়ুন আহমেদ দ্বারা বেশ ভালোরকম প্রভাবিত।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২
মাক্স বলেছেন: ধন্যবাদ ভাই।
ভালো থাকুন!
১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১
মামুন রশিদ বলেছেন: পরাবাস্তব লিখতে গিয়ে যাদু বাস্তবতায় আটকে গেছেন । প্রহসনবাস্তবটা স্যাটেয়ারবাস্তবে যেতে পেরেছে । আর ভূমিকাবাস্তব অসাধারন হইছে ।
মাক্সীয় ধারায় নতুন বাস্তবতার স্বাদ পেয়েছি
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
মাক্স বলেছেন: কমেন্টে এত কঠিন শব্দ কেন ভাই
১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
ছন্নছাড়া-এক্সপ্রেস বলেছেন: চমৎকার
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫
মাক্স বলেছেন: ধন্যবাদ ছন্নছাড়া-এক্সপ্রেস ।
১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাললাগল কিছু সত্য তুলে ধরেছেন আপনার লেখার মাধ্যমে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। সবসময় লিখতে যাই একটা আর বের হয় আরেকটা! অনিচ্ছাকৃত ভুল!
ভালো থাকবেন!
১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। মাক্স! এই লেখাটা বেশ ভাল লেগেছে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮
মাক্স বলেছেন: প্রোপিকটা অদ্ভূত হইছে ভাইজান
১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১
বাংলার হাসান বলেছেন: খুব ভাল লাগল
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯
মাক্স বলেছেন: ধন্যবাদ ভাই! ভালো থাকুন!
১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮
s r jony বলেছেন: পরামর্শ গ্রহন করতে পারি, কিন্তু উপদেশ একদমই সহ্য করতে পারি না।
তার চেয়েও ভয়ংকর কথা হল, সে সব মানুষই বেশি উপদেশ দেয় যাদের নিজেদের জীবনই ব্যার্থতায় পরিপুর্ন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১
মাক্স বলেছেন: আমার পোস্টে প্রথম মন্তব্য!!!
ভালো থাকবেন ভাই!
১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: মাঝে মাঝে ভাবি হামা'র মতো কমেন্ট করতে শিখবো কবে !!
আর লেখা? একটু বিশদ, এবং অদ্ভুত।
একজন লেখকের মেটামরফোসিস এর সাক্ষী হয়ে থাকছি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
মাক্স বলেছেন: হামা ভাইয়ের মত কমেন্ট হয় নাই।হে হে
হে হে ধরা খাইছে!!!
২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
shfikul বলেছেন: অর্ধেক পড়লাম তাই পুরা মন্তব্য করলাম না।আবার আসব আস্তে আস্তে পড়বো তারপর বিস্তারিত বলব।তবে যেটুকু পড়লাম তাতে মনে হলো হামা ভাইয়ের কথাই ঠিক।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
মাক্স বলেছেন: অপেক্ষায় রইলাম!
২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
অনীনদিতা বলেছেন: এক্সাম কেমন হলো?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
মাক্স বলেছেন: বরাবরের মতই ভয়াবহ বাজে
২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
ইনকগনিটো বলেছেন: ভালো রকম কিছু উপদেশ নিয়া গ্যালাম।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
মাক্স বলেছেন: কিসু দিয়াও যাইতেন
২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
জাকারিয়া মুবিন বলেছেন: পোস্ট, হামা'র কমেন্ট, মামুন৬৫৩ এর কমেন্ট হাল্কা পাতলা ভাবে মাথার উপ্রে দিয়া গেসে। (বেকুবের মত হাসার ইমো হইবে)
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
মাক্স বলেছেন: আমিও একটা ইমো দিতে চাই। অসহায়ত্বের ইমো!
২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭
কালা মনের ধলা মানুষ বলেছেন: ধুর, হামা'রে নকল করসি কেডায় কইল? যেটা পারুমনা, সেটা ট্রাই মাইরাও লাব নাইক্কা !!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
মাক্স বলেছেন: আমিও হেইডাই কই!!!
২৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
ইখতামিন বলেছেন:
নবম ভালো লাগা. +++
যদিও লেখাটি আপনার মনের মতো করে লিখতে পারেননি, তবুও যা লিখেছেন- অসাধারণ ও মন কাড়া হয়েছে।
আপনার এই লেখাটায় অনেক গুলো বিষয় ফুটে উঠেছে-
♣) ভ্যানব, প্রাসায়নিক, জীবিন্মৃত, লেখচিত্র আঁকা
♣) বিরস বদনে উঠে যাওয়া, মস্তক ফেলে আসা, বায়বীয় জ্ঞানসমূহের প্রয়োগ,
♣) এইসমস্ত জ্ঞানসমূহ যেকোন ভাবেই হোক আমার ফাঁকা ব্যাগে পুরিয়ে নেই।
উপরের বিষয়গুলো লেখার অলঙ্করণ মান অনেক বৃদ্ধি করেছে।
ভালো লাগা লাইনগুলো-
১) এই ধরনের ব্যক্তিবর্গের সাক্ষাত পাওয়া মাত্রই সকল ধরনের হিত এবং অহিত উপদেশের প্রাসায়নিক বিক্রিয়ার ফলাফল তাদের নিকট সমার্পণ করার দায়িত্ববোধ মাথাচাড়া দিয়ে উঠে। সূক্ষ রসবোধ এবং অতিদার্শনিকতার আপাতদৃষ্টিতে উচ্চমূল্যের বায়বীয় জ্ঞানসমূহের সফল প্রায়োগ ব্যবস্থা নিশ্চিত করার গুরু দায়িত্ব অজান্তেই টের পাই। শিক্ষক এবং ছাত্রের বাস্তবিক অবস্থা এবং পদমর্যাদার হিসাব এখানে উহ্য নয় বরং অনুপস্থিত।
২) দায়িত্বে অবহেলার সর্বনিম্ন শাস্তি আবারও এইরকম বল পাওয়া। এবং তলে আটকে না থাকা নিশ্চিত করা। আমি অবশ্য ব্যাগে রেখে দেই। আর কাউকে দেই না। মাঝে মাঝে ব্যাগ হাতড়ে বের করি, গণণা করি এবং আবারও ব্যাগেই রেখে দেই। ফলস্বরুপ প্রায়ই নিত্য নতুন বল জমা হচ্ছে এবং ব্যাগটা ভারী হয়ে উঠছে। বহন করার জন্য অতিরিক্ত লোক নিয়োগ দেবার প্রয়োজনীয়তাও মন থেকে উড়িয়ে দিতে পারছি না।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
মাক্স বলেছেন: অনেক মনোযোগ দিয়ে পড়েছেন, বুঝাই যাচ্ছে।
অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকুন!
২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০২
আমিভূত বলেছেন: আজ আমি কোথাও যাবো না বলেছেন: হাসান মাহবুব এর সাথে একমত। তবে লেখাটায় কিন্তু মনোযোগ দিতে হয়েছে!
অন্যরকম ভালোলাগা !
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
মাক্স বলেছেন: ধন্যবাদ আমিভূত।
ভালো থাকবেন!
২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
shfikul বলেছেন: বুঝি নাই।সারাংশটা ধরতে পারলাম না।আর লেখার ধরণ নিয়ে কিছু বলার সাহস হচ্ছে না।আমার বয়স মনে হয় কমে যাচ্ছে।অনেক কিছুই এখন আর বুঝতে পারিনা।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
মাক্স বলেছেন: আমি ঠিকমত হয়তো গুছিয়ে লিখতে পারি নাই।
যেচে উপদেশ দেয়া নিয়ে কিচু একটা লিখতে চাইসিলাম!
২৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮
ইখতামিন বলেছেন:
তবে ভাই. রাত সাড়ে এগারোটা বাজে। শীতের এই সময়ে কোথাও ইন্টারভিউ হয় তা কি বাস্তব?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
মাক্স বলেছেন: ট্রান্সপোর্টের সময়টা মাথায় রাখসিলাম।
২৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪
মোঃ নুর রায়হান বলেছেন: মনে হচ্ছে আমাকে নতুন করে ধৈর্যের পরিক্ষা দিতে হবে।
হাসান মাহবুব ভাই বলতে চাচ্ছিলেন আমিও দেখতে পারছি ইনসিকিউর অংশটুকুতে হুমায়ুন আহমেদ এর ঢং চলে এসেছে।
আমি মনে করি এই অংশটুকুতে সুমন্ত আসলামই শ্রেষ্ঠ।
তবে একজন উচ্চমনের লেখকের প্রতিফলন লক্ষ করা যায়।
আপনার লেখার প্রশংসা করার যোগ্যতা আগে হয়ে যাক, তখন দেখি প্রশংসা করা যায় কি না!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪
মাক্স বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন!
৩০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
মেহেরুন বলেছেন: ভালোলাগা রইলো মাক্স
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪
মাক্স বলেছেন: ধন্যবাদ আপু
৩১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
ডানাহীন বলেছেন: যা বের হইছে ভালোই তো লাগলো .. এইসব ছোট ছোট পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই লেখনী তার নিজস্ব গতি পায় ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ ডানাহীন।
ভালো থাকুন!
৩২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
বোকামন বলেছেন: সম্মানিত লেখক,
“কিছু কিছু জায়গা হুমায়ুন আহমেদ দ্বারা বেশ ভালোরকম প্রভাবিত”
সহমত
লেখার মমার্থ উদ্ধার করতে মনযোগ দেওয়াটা আবশ্যিক ।
ভালো লিখছেন ইদানীং !
ব্যাপারটা কী ?
ধন্যবাদ ও কৃতজ্ঞতা......
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
মাক্স বলেছেন: আপনারা পড়েন বলেইতো একটু আকটু চেষ্টা করি!
ভালো থাকবেন বোকামন!
৩৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
গ্রাম্যবালিকা বলেছেন: আমার জন্মই হয়েছে বিরাট পরিবারের প্রত্যেক সদস্যের উপদেশ শোনার জন্য। প্রকৃতি নিজেই নিজের প্রোটেকশনের ব্যাবস্থা করে। তাই কিভাবে যেন উপদেশ এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেই। আমি ভ্যানব (ভ্যাবাচ্যাকা খাওয়া মানব) না।
চমৎকার এই গল্পের শেষ ছিল। আপনি তো গল্প হঠাৎ করে শেষ করেন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
মাক্স বলেছেন: অবশ্যই আপনি ভ্যানব না আপনি ভ্যানবী
৩৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
গ্রাম্যবালিকা বলেছেন: না মাক্স আমি কোনটাই ভ্যানবী না । আমি নিজেও ভালো উপদেশ দিতে পারি! আমাকে উনবী ( উপদেশ দেওয়া মানবী) বলতে পারেন!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
মাক্স বলেছেন: ওকে ডান!!!
৩৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
নাজিম-উদ-দৌলা বলেছেন: পরাবাস্তব এর বদলে যেইটা বের হইল সেটা খারাপ হয় নাই! আমার কাছে ভালই লেগেছে!
ভুমিকার অংশটুকু পড়ে বেশ মজাই পাচ্ছিলাম। পরবর্তী অংশটা বেশ কিছুক্ষন ভাবিয়েছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
মাক্স বলেছেন: একজন লোক ফ্রি উপদেশ শুনতে পছন্দ করে না। কিন্তু আজীবন না চাইলেও নিতে হয়। এইটা নিয়া লিখতে চাইসিলাম!
৩৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
সানড্যান্স বলেছেন: এই যে এভাবে লেখাটা,এভাবে লেখলে লেখাগুলো প্রাঞ্জলতা হারায় না?
ইদানীং অনেক কেই দেখি এভাবে লিখতে,ধৈর্য যাদের কম,তারা ক্ষেই হারায় ফেলবে না?আমি যতদূর জানি প্রাঞ্জলতা ভাষার অনেক বড় প্লাস পয়েন্ট!
সে যাই হোক,লেখাটা সুপার্ব!!!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
মাক্স বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
প্রথম কমেন্ট টা একবার পড়ে দেখার অনুরোধ রইলো।
ধন্যবাদ ভাই।
ভালো থাকুন!!
৩৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
দূর্যোধন বলেছেন: ভালো হইছে
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
মাক্স বলেছেন: ধইন্না
কতদিন পরে আসলেন!!
৩৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: মহান ব্লগার কেমন আছেন পোস্ট ভালো লাগলো,,,,,আমার ব্লগে দাওয়াত থাকলো
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২২
মাক্স বলেছেন: জি আমি ভালো আছি মহান সেলিম আনোয়ার!
এখুনি যাইতেসি আপনার ব্লগে!
৩৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
আমি তুমি আমরা বলেছেন: গল্পের প্রথম অংশ বেশ ভাল্লাগছে। পরের অংশ পুরাই মাথার উপর দিয়ে গেল।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
মাক্স বলেছেন: আপনে মিয়া খারাপ লোক, কয়েকদিন পরপর কই গিয়া ডুব মারেন??
৪০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১২
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: মাক্স ভাই...।আস সালামু আলাইকুম........।
বহুত ভালা লিখছেন...........।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩০
মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ আসিফ।
ভালো থাকুন!!
৪১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
ইখতামিন বলেছেন:
২১তম ভালো লাগা.
অনিরাপত্তায় আছি.
নিরাপত্তাহীনতায় আছি.
নিরাপদে হানি ঘটেছে.
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮
মাক্স বলেছেন: নিরাপত্তাহীনতা কেটে যাক!
ভালো থাকুন!
৪২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩
মেহেরুন বলেছেন: Click This Link
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
মাক্স বলেছেন: ধন্যবাদ আপু। পড়েছি!!
ভালো থাকবেন!!
৪৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
মেহেরুন বলেছেন: Click This Link
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১
মাক্স বলেছেন: দেখেছি আপু। নাইস পোস্ট!!!!!!
৪৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়ার লেখা পড়ে অবাক হই, কি করে লিখেন এতো সহজ অথচ গভীর করে?
খুব ভাল লাগল। বড় পোস্ট পড়ার অভ্যাস সেভাবে গড়ে না ওঠার কারনে অনেক সময় গল্প বা বড় লেখা পড়া হয়ে ওঠে না। খুব ভাল লাগল এটি পড়ে। বোলার অপেক্ষা রাখেনা খুব ভাল লিখছেন।
১৮ নম্বরটা আমার
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
মাক্স বলেছেন: অবশেষে পড়তে পারসেন দেখে ভালো লাগল।
অনেক ধন্যবাদ।
ভালো থাকুন!
৪৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭
রানিং ফ্ল্যাশ বলেছেন:
আপনার লিখাটি চমৎকার লেগেছে আমার কাছে...
শুভকামনা...
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯
মাক্স বলেছেন: ধন্যবাদ রানিং ফ্ল্যাশ।
ভালো থাকুন!!
৪৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
অবলোহিত বলেছেন: মাইনাচ
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১
মাক্স বলেছেন:
৪৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
আমি বাঁধনহারা বলেছেন:
এক প্যাকেট সিগারেট আর একটা লাইটার কিনে পকেটে রাখলাম। বেকার যুবকদের পকেটে টাকা পয়সা না থাকলেও সিগারেট, লাইটার অথবা ম্যাচ রাখার নিয়ম আছে। কঠিন নিয়ম। এই নিয়মের অন্যথা হলে বেকার লিস্ট থেকে নাম বাদ পড়ারও আশংকা আছে।
এ সমাজে বেকারদের কেউ দেয় নাই দাম
হোক সে শ্রী কৃষ্ণ,বুদ্ধ,অথবা রাম...!!
বেকারদের চোখে স্বপ্ন,গায়ে ঝড়ে শুধু ঘাম
সারাদিন ঘুরে ও বেকাররা পাই না কাম।
খুব ভালো লাগলো।
++++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১
মাক্স বলেছেন: ধন্যবাদ আপনাকে।
অবশ্যই মনে রাখব!
৪৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:০৬
ফারজানা শিরিন বলেছেন: গল্প প্রহসন উপদেশ অভিজ্ঞতা ।
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১
মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ফারজানা!
৪৯| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৯
মহামহোপাধ্যায় বলেছেন: কসম কইরা কইতে পারি বছরখানেক আগে এই পোস্ট পড়লে কইতাম "পুরাই এন্টেনার উপ্রে দিয়া গেল," তয় আপনেগো আশে পাশে থাইকা এন্টেনা দিন দিন রাডার হইয়া উঠতাছে !!
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৯
মাক্স বলেছেন: হাহাহাহা হাসতেই আছি।
৫০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩১
কালীদাস বলেছেন: সারকাজমটা ভাল লাগছে বেশি
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৪
মাক্স বলেছেন: জেনে প্রীত হইলাম
৫১| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫
দানবিক রাক্ষস বলেছেন: জ্বরে আহত অতঃপর পরীক্ষায় নিহত হয়ে গিয়েছিলাম।
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭
মাক্স বলেছেন: ফিরে আসতে পেরেছেন দেখে ভালো লাগলো!
৫২| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:২৭
অপর্ণা মম্ময় বলেছেন: ভাল লাগলো লেখার ধরণ।
নিয়োগ বিজ্ঞপতির অনুলিপি টা আকর্ষণীয়।
তবে এই অংশে --
বেকার যুবকদের পকেটে টাকা পয়সা না থাকলেও সিগারেট, লাইটার অথবা ম্যাচ রাখার নিয়ম আছে। কঠিন নিয়ম। এই নিয়মের অন্যথা হলে বেকার লিস্ট থেকে নাম বাদ পড়ারও আশংকা আছে।
-- হুমায়ুন আহমেদের কিছুটা প্রভাব লক্ষ্যনীয়। পছন্দের লেখকের প্রভাব যদিও খারাপ কিছু নয় । তবে আমরা যারা লিখি তাদের একটা চেষ্টা থাকে নিজস্ব একটা স্টাইল তৈরি করার তাই এ কথা বললাম।
শুভকামনা আপনার জন্য ।
৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:২৪
মাক্স বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো!
৫৩| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৭
সুমন কর বলেছেন: ভালো লাগলো ।।
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৭
মাক্স বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫
মাক্স বলেছেন: এনালাইসিসঃ দুইটা ছাপ্পান্ন থেকে চারটা সাঁইত্রিশ।
পরাবাস্তব লিখতে গেসিলাম শেষ পর্যন্ত কি বের হল এইটা