নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস

inside you

মাক্স

নিপাট ভদ্রলোক!

মাক্স › বিস্তারিত পোস্টঃ

ডেথ সেনটেন্স

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১





আমাকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। জোর করে না, স্বেচ্ছামৃত্যু।

একটা সুন্দর সময়ে মরতে পারার প্রতীক্ষা করছি এখন। আমার পছন্দ ঘুটঘুটে কালো ভূতুরে রাত। এত বড় একটা কাজ করতে যাচ্ছি অথচ অভিজ্ঞ কারো কাছ থেকে সহায়তা পাবো না সেটা ভেবে খারাপ লাগছে। কোন কাজ করার আগে কাছের বন্ধুদের কাছ থেকে হেল্প নেয়াটা সামাজিক নিয়মের মধ্যেই পরে। আপাতত কোন বন্ধুকেই এই ছোট আপাত দৃষ্টিতে অর্থহীন কাজের জন্য বিরক্ত করতে চাচ্ছি না।

দেখা গেল কাউকে বললাম আর সে বিরক্ত হলো।

-আজব তো এই একটা কাজ কেমনে করবি সেটা আস্ক করার কি আছে? কয়েকটা ঘুমের বড়ি কিনবি। পানি দিয়ে কোত্‍ করে গিলে শুয়ে থাকবি। খালাস।

এই ধরনের জবাব শুনে কিছুটা হলেও লজ্জিত হওয়া উচিত। ঠিকই তো এই ছোট্ট বুদ্ধিটা মাথায় আসলো না কেন?

আমি আয়োজন করতে ব্যস্ত হয়ে গেলাম। সাবধানের মার নেই। কয়েকটা ট্যাবলেট বেশী নিয়ে আসতে হবে পরে দেখা গেল ডোজ কম হয়ে গেসে কিন্তু মরতে পারতেসি না। থাক এইবার শুয়ে বসে। একটা কাজও ঠিকমত করতে পারলি না। মরার মত ছোট একটা কাজ করতে গিয়েও ফেইল। লজ্জায় মুখ দেখানোর উপায় থাকবে না।



এখন সারাদিন ঘরে শুয়ে বসে থাকি। মৃত্যুবিষয়ক চিন্তাভাবনা করি। গতকালকে দেখলাম পৌরসভার গাড়ি টহল দিচ্ছে। কুকুর নিধন কমিটির গাড়ি। গাড়ির দরজা খোলা একটার পর একটা চতুষ্পদ প্রাণী এসে উঠে পড়ছে গাড়িতে।

এদেরকে নাকি বিষ প্রয়োগ করে মৃত্যুদন্ড দেয়া হয়। আমি কখনো দেখি নাই। শুনেছি একটা বড় সিরিন্জে এক ধরনের স্বচ্ছ তরল পদার্থ ঢুকিয়ে পুশ করা হয়। তিন সেকেন্ডে মৃত্যুদেবতা এসে হাজির।

কি পাষন্ড লোকজনগুলা। এইভাবে মৃত্যুতে কোন অনুভূতি আছে। মৃত্যুর মত একটা কাজ একটু ভালো করে উপভোগই যদি না করা গেল তাহলে কিভাবে হলো। কাজ করার আনন্দ থাকা উচিত।



এসব ক্ষুদ্র প্রাণী নিয়ে অযথা চিন্তা করে সময় নষ্টের কোন মানে হয় না। আমি নিজের কাজ নিয়ে ভাবতে বসা উচিত। উপভোগ্য মৃত্যুর ব্যবস্থা না করা গেলে শান্তি পাচ্ছি না।



আমার ব্যক্তিগত পছন্দ রোলারে পিষ্ট হয়ে মরা। একটা রোলার আস্তে আস্তে এগিয়ে আসছে। পা থেকে মাথা পর্যন্ত একবার গড়িয়ে গেলেই হবে। মৃত্যু নিশ্চিত করার জন্য এই প্রসেসটা কয়েকবার করা যেতে পারে।

এই বুদ্ধিটা মাথায় এসেছিল টম এন্ড জেরী দেখে। টমের উপর দিয়ে ভারী কিছু একটা চলে যায় আর সে ছবি হয়ে পিচঢালা রাস্তায় লেগে থাকে।

এই দৃশ্য দেখে হাসি আটকে রাখতে পারে এমন লোক খুব কম আছে। তাহলে নিশ্চয় এই মৃত্যুটা অনেক উপভোগ্য হবে।



উহু মনে হয় না। দিনে দুপুরে মরে গিয়ে হাস্যকর বস্তুতে পরিনত হবার কোন ইচ্ছা নাই। সবচেয়ে বড় ব্যাপার নিজে আনন্দ পেতে হবে। লোক হাসানো মৃত্যুতে কোন আনন্দ নেই।



নাকি ফাস লাগিয়ে মরে যাবো? নাহ একেবারে ট্রাডিশনাল হয়ে যায় ব্যাপারটা। আমাদের পাশের বিল্ডিংয়েই একটা মেয়ে মারা গিয়েছিল এইভাবে। ফ্যানের সাথে ঝুলে ঝুলে মৃত্যু। থার্ডক্লাস আইডিয়া। কেউ একজন ছবি তুলে নিয়ে এসেছিল। আমি অনেকবার খুটিয়ে খুটিয়ে দেখেছি ছবিটা। তেমন ইনোভেটিভ কিছু পেলাম না। এবং হতাশ হলাম।



আচ্ছা একদম ভিন্নরকম একটা পরিবেশে গিয়ে মারা গেলে কেমন হয়। অবশ্য ভিন্ন পরিবেশটা যে কি সেটা বুঝতে পারছি না।

পানিতে ডুব মরব?

দারুন আইডিয়া। সবসময়তো বাতাসের মধ্যে থাকি তাহলে পানিতে ডুবে মরাটা ইনোভেটিভ বলা যায়।

রাষ্ট্র সচেতন এক বন্ধুর সাথে এবিষয়ে আলোচনা করলাম এবং তাকে আমার এই চমকপ্রচ আইডিয়া সম্পর্কে অবহিত করলাম।



সে আমাকে পুরোপুরি হতাশ করে দিয়ে বিভিন্ন ধরনের পরিসংখ্যান দেখাতে লাগলো। ফি বছর কি পরিমান লোক পানিতে ডুবে অক্কা পায় এবং মৃত্যুপরবর্তী হাস্যরস সম্পর্কেও জানাতে ভুললো না। আমি বিষ্ফোরিত কিছুটা আহত চোখে তাকালাম। মৃত্যুর মত বিষয়ে হাস্যরস খুজে পেলি কি করে?

পানিতে ডুবে মৃতদের দল অনেক ভারী এবং পানিতে ডুবে মারা গিয়ে থাকলে সরকারের পক্ষ থেকে আমার পরিবারকে ছাগল প্রদানের মত ঘটনার আশংকাকে সে উড়িয়ে দিতে পারল না।

কি বিতিকিচ্ছরী অবস্থা। আমি মারা গিয়েছি অথচ আমার ঘরে একটা ছাগল হেটে বেড়াচ্ছে।

শেষ পর্যন্ত মরতে পারব কি না সেটাও এখন প্রশ্নবিদ্ধ। আসলে বোকারমত সচেতন লোকদেরকে জিজ্ঞেস করাটা আমার উচিত হয় নাই।



কোন কবি বন্ধুকে ব্যাপারটা বলা উচিত ছিল। কাব্যলেখকরা ভয়ংকর ইনোভেটিভ হয়। অন্তত সুন্দর একটা মৃত্যুপরিবেশের ধারণা আমাকে দিতে পারবে।



-পানিতে ডুবে মারা যাওয়া যায়?

তার চোখ চিকচিক করে উঠলো। মনে হচ্ছে ঠিক এই প্রশ্নটা শুনতেই সে তৈরী হয়ে ছিল। আমি একটু আশ্বস্ত হলাম। সে খুব গভীর মনোযোগ দিয়ে বুঝাতে লাগলো।

বড় একটা ঝিলের মত জায়গা। জলজ উদ্ভিদের আধিক্য তেমন একটা নেই। তবে প্রচুর শাপলা ফুল দেখা যাচ্ছে। চাদের অবস্থা খুব একটা সুবিধার না সেদিন। একটু বেগতিক।

প্রচুর জ্বলজল করতে হচ্ছে। এতবেশি উজ্জল চাদের দিকে তাকিয়ে থাকা যায় না। তবে আশার কথা এই যে অল্প অল্প মেঘ আছে সেজন্যই তাকিয়ে থাকতে তেমন অসুবিধা হচ্ছে না।

জোনাক পোকা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। থাকলে ক্যাটালিস্টের কাজ করবে।



তাকে থামিয়ে দিয়ে বললাম, মরতে যাচ্ছি নাকি হানিমুনে গেসি?

এই ধরনের প্রশ্ন শুনবে এমন ধারণা তার ছিল না।



ধুর গাজাখোর কাব্যলেখককে জিজ্ঞেস করাটাই উচিত হয় নাই। তারচেয়ে বরং ঘুমিয়ে থাকাটাই ভালো ছিল। অনেকদিন জোর করেও ঘুমাতে পারছি না। ঘুমাতে হবে ভাবলেই গা জালা করতে থাকে। অনিদ্রা রোগ আছে নাকি আবার কে জানে।

থাকুক অনিদ্রা। এখন মৃত্যুচিন্তাটাই মুখ্য।



বেশ কয়েকদিন সময় নষ্ট হয়েছে। কতদিন জানি না। অবশ্য গুনে দেখা যায়। প্রতিদিন খুব ভোরে ঘুম ভাঙ্গে আমার। এইসময় আকাশ থাকে পুরোপুরি নীল।

একটা অদ্ভূত ব্যাপার খেয়াল করলাম কয়েকদিনে।

একেবারে ভোরে কোন পাখি ডাকে না। তারা কি এই সময় ঘুমায় নাকি কোন কারণে ভয় পেয়ে ডাকাডাকি বন্ধ করে রাখে কে জানে। পাখিরা আরো একটু পরে ডাকতে শুরু করে।

আমি তরল মনে এইসব বিষয় নিয়ে চিন্তা করি।

কে যেন বলেছিল সকাল বেলার হাওয়া নাকি বেহেশতী হাওয়া। এই সময় মুখ হা করে জোরে জোরে নিঃশ্বাস নেয়ার নিয়ম। এভাবে শ্বাস নিলে মন তরল হয়।

আমি অবশ্য জোরে জোরে নিশ্বাস নেই না।

বেহেশতী হাওয়া গায়ে লাগলেই আমার মন তরল হয়ে যায়।



তরল মনে ব্লেড দিয়ে আঁকাউকি করি। আঁকিবুকি করার জন্য প্রিয় ক্যানভাস হল হাত।

লাল রংটা দেখতে সুন্দর। বিশেষ করে রক্তের রং। আমি ছোট ছোট আচর দেই হাতে। দিয়ে হিসাব রাখি কতদিন হল।

আজকে নিয়ে সপ্তম দিন।

আর কারো কাছ থেকে মৃত্যুবিষয়ক উপদেশ বা সাজেশন নিতে ভালো লাগছে না।





পরিশেষ





এতক্ষণ ধরে রেলস্টেশনে বসে আছি। একা একটা মেয়ের এভাবে বসে থাকাটা অনেকেই ভালো চোখে দেখছে না হয়তো। এসব এতক্ষণ পাত্তা দেই নাই।

গত সাতদিনের স্মৃতি জাবর কাটতে কাটতেই সময় কেটে যাচ্ছালো।

ট্রেন লেট। অনেক লেট হবে আজকে। এতক্ষণে চলে আসার কথা ছিল।



ঐতো আসছে বোধহয়। লোকজনের মধ্যেও একটু তাড়াহুড়া লক্ষ্য করলাম। আমি প্লাটফর্মের একেবারে ধারে গিয়ে দাড়ালাম।

সামনে আসা মাত্রই লাফিয়ে পড়ব।

কিন্তু এত কোলাহলের মধ্যে কাজটা করা কি ঠিক হবে?

প্লাটফর্মের উল্টা পাশে দাড়িয়ে আছে কবিবন্ধু, ডুবে যাওয়া মৃতদের পরিসংখ্যান দেখানো সেই প্রতিবাদী বন্ধু। যাকে দায়িত্ব দিয়েছিলাম ঘুমের ঔষধ এনে দিতে, সেও এসে দাড়ালো।



আমারই প্রতিরুপ। আমার মৃত্যুর সাথে সাথেই তাদের অস্তিত্ব লীন হয়ে যাবে।

ট্রেনটা একেবারে কাছাকাছি চলে এসেছে!!!





উৎসর্গ:



চার বছরের একটা পিচ্চি মেয়ে। বড় বড় চুল নিয়ে সারা ঘরে দৌড়ে বেড়ায়। নীল রংয়ের দুইটা ক্লিপ থাকার কথা তার চুলে। দুষ্টামী করতে করতে একটা কোথায় যেন হারিয়ে গিয়েছে। সে এখন ক্লিপটা খুজে বেড়াচ্ছে কিন্তু পাচ্ছে না। খুজে না পেয়ে মেয়েটার চোখে রাজ্যের হতাশা!!!

মন্তব্য ১২১ টি রেটিং +২৭/-০

মন্তব্য (১২১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

শায়মা বলেছেন: বাপরে!!!


তুমি দেখি একজন মহা গল্পকার!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১

মাক্স বলেছেন: প্রথমেই আপনার আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো :) :)

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:


অসাধারন ++++++++++++ আমিও মাঝে মাঝে মৃত্যু চিন্তায় ভীত হই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

মাক্স বলেছেন: মাঝে মাঝে মৃত্যুচিন্তার দরকার আছে।
ভালো থাকবেন ভাই।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

একজনা বলেছেন: এসব কি লিখেছেন! আত্মহত্যার চিন্তা কখনোই করবেন না, লিখবেনও না। শুভ কামনা রইল।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

মাক্স বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইল।
ভালো থাকুন!

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

ভুল উচ্ছাস বলেছেন: গল্পের মূল চরিত্র যে মেয়ে এইটা ভাবিই নাই, আমি ভেবেছি ছেলে সেক্ষেত্রে একটা পরামর্শ ঠিক করে ফেলেছিলাম কিভাবে মরতে হবে, কিন্তু এখন আর সেটার প্রয়োজন নাই, ট্রেন তো চলেই এসেছে।

খুব সুন্দর লিখেছেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ ভুল উচ্ছাস!
ভালো থাকুন!

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ++++++++++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

মাক্স বলেছেন: প্লাসের জন্য অনেক ধন্যবাদ!
ভালো থাকুন!!

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

হাসান মাহবুব বলেছেন: কে বা কারা আমাদের এই দন্ড দেয়, আর আমরা মাথা পেতে মেনে নিই। আমাদের পরিপার্শ্ব ব্যস্ত হয়ে ওঠে এই আয়োজনে। কিন্তু দিনশেষে স্টেশনে কেউ নেই, শুধু মৃত্যুর থেকেও গাঢ় নিবিড় একাকীত্ব।

সুন্দর লেখা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

মাক্স বলেছেন: আপনার মন্তব্য পড়ে মনে হচ্ছে ঠিক এইটাই আমি শেষে লিখতে চাইসিলাম!

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন!

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

বটবৃক্ষ~ বলেছেন: অনেক দিন পর একটা ভালো লিখা পরলাম! ৬ষ্ষ্ঠ ভালোলাগা..
প্রতিটা লাইনই খুব বেশি অসাধারন হয়েছে...

তবে এই কঠিন গল্পটা উতসর্গ করলেন এত্ত সুন্দর ছোট্ট একটা রাজকন্যাকে??
কে ঐ বাবুটা??:)


২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

মাক্স বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ বটবৃক্ষ~।

বাবুটা কে সেটা আরেকদিন বলি??

ভালো থাকুন!

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

মাখা-খিচুরি বলেছেন: ভাল লেগেছে........

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২

মাক্স বলেছেন: ধন্যবাদ মাখা-খিচুরি।
ভালো থাকুন!

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

স্বপনবাজ বলেছেন: ভাই আপনি দেখি আসলেই জিনিস !
মৃত্যুর সাথে সাথেই তাদের অস্তিত্ব লীন হয়ে যাবে।
ট্রেনটা একেবারে কাছাকাছি চলে এসেছে!!! ++++++++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩

মাক্স বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ।
ভালো থাকুন!

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার গল্প, জাস্ট অসাম।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

মাক্স বলেছেন: জাস্ট ধন্যবাদ!!

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সুন্দর লেখার জন্য ধন্যবাদ। :)
+++++++++++++++++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২

মাক্স বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ হাসিবুল ইসলাম বাপ্পী।
ভালো থাকুন!

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯

আমি+তুমি=আমরা বলেছেন: শেষ পর্যন্ত তাহলে কি হইল? মেয়েটা আত্মহত্যা করল না?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০১

মাক্স বলেছেন: কেমনে কি নামের ভিতরে + হান্দাইল কেমনে??

চাইসিলাম আত্মহত্যা করাইতে কিন্তু পারলাম না!!

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

নিয়েল ( হিমু ) বলেছেন: আরে এডি পুরানা পদ্ধতি । নতুন পদ্ধতি হৈল : ফাঁকা শিরিন্জ রগে পুশ করলে কয়েক মুহুর্তেই হার্ট এটাক ;)
ম্যাডিকেল নেয়ার চান্স নাই ;)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩

মাক্স বলেছেন: ঐ মিয়া এইডি কি কন?? হুইন্নাই তো আমি কয়েকটা বিট মিস করসি B:-) B:-) B:-)

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

নিয়েল ( হিমু ) বলেছেন: অন্য গল্প গুলোর মতই ছুয়ে গেল । ভাল লাগছে খুব :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৮

মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ হিমু ভাই।
ভালই থাকবেন! :) :)

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। অনেকদিন পর আমি ভাল একটা লেখা পড়লাম। এই ভেবে ভাল লাগছে এত চমৎকার একজন লেখক আমার সহ ব্লগার।

আমার উৎসর্গটাও বেশ দারুন লেগেছে মাক্স।

অনেক অনেক শুভকামনা রইল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৮

মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

আমি+তুমি=আমরা বলেছেন: এইডা দ্বিতীয় নিক। কখন কাজে লাগে বলা যায় না-তাই খুললাম :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৩

মাক্স বলেছেন: ভালা কাম করসেন। আমিও একটা খুইলা রাখার চিন্তা নিতাসি :P :P

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসাধারণ ভাইয়া!!! খুব ভাল লাগলো পড়ে।


দারুন হয়েছে!!!! ++++++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

মাক্স বলেছেন: ধন্যবাদ ভাই।
ভালো থাকুন!!

১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৬

নক্ষত্রচারী বলেছেন: অসাধারণ লিখেছেন !

গল্পে ভালো লাগা অনেক ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ নক্ষত্রচারী।
ভালো থাকুন!

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: এ ধরনের ডার্ক ব্যাপার টা আপনার ট্রেড মার্ক হয়ে যাচ্ছে। খুব এফিশীয়েন্টলি হ্যান্ডেল করতে পারছেন।

প্রায় প্রতিটি লেখা দুবার পড়তে হয়, প্রথমবার শুধু পড়ার জন্য , আর দ্বিতীয়বার উপলব্ধি এবং উপভোগের জন্য।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

মাক্স বলেছেন: আপনার মন্তব্য পড়ে কিছুক্ষণ চোখ বুলিয়ে আসলাম পুরাতন লিখাগুলো থেকে। ডার্ক ব্যপারটা আপনি না বললে চোখেই পড়ত না। ড্রাফটে রাখা একটা পোস্টও দেখলাম সেটাও এখন ডার্ক মনে হচ্ছে!!

২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

অনীনদিতা বলেছেন: অসাধারণ:)
উৎসর্গটাও বেশ দারুন লেগেছে :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

মাক্স বলেছেন: ধন্যবাদ অনীনদিতা।
ভালো থাকুন!

২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

আমিনুর রহমান বলেছেন: চমৎকার লিখা +++
কিন্তু ভাবনা গুলো ভয় পাইয়ে দিচ্ছে ...

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

মাক্স বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই।
ভয় পাওয়ার কিছু নাই:):)

২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

মেহেরুন বলেছেন: চমৎকার গল্প লিখেছ তো ভাই :)

অনেক ভালো লাগলো :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু!
ভালো থাকবেন!!

২৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

নূরূল ইমরান বলেছেন: দারুন লিখেছেন, ম্যাক্স।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

মাক্স বলেছেন: ম্যাক্স এর পক্ষ হয়েকে অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন!

২৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

ডানাহীন বলেছেন: হালকা চালে লিখলেও আপনার লেখায় পরিনত চিন্তার ছাপ চলে আসছে .. গল্প বলছেনও সুন্দর ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ডানাহীন!
ভালো থাকবেন!

২৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

িনহাজ রিমন বলেছেন: কেমন আছেন স্যার?
অনেক দিন পর আপনার লেখা পড়ে ভালো লাগলো।
আপনার ক্লাসগুলো মিস করি অনেক।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

মাক্স বলেছেন: জি ভালো আছি।
আপনার খবর কি??
অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো!

২৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

shfikul বলেছেন: ভিন্নধর্মী একটা লেখা।অসাধারণ।প্রায় মাথার উপর দিয়া গেছিল।ফের পড়ার পর বুঝলাম।বিসয়টা শুধুই অনুভূতির।ভালো লেগেছে।তবে একটা ব্যাপার খেয়াল করেন,ধরেন আমি আপনার এই লেখাটা পড়লাম কিন্তু ইনোভেটিভ আর ক্যাটালিস্ট শব্দের মানে আমি জানি না,তাহলে কী হবে?আপনার লেখার মূল আমি কি ধরতে পারব?এই কথাটার জন্য আমাকে আবার শুশীল ভাববেন না,পাঠকের কথা চিন্তা করেই বলেছি।অনেক ভালো থাকুন মাক্স ভাই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

মাক্স বলেছেন: প্রথমেই বলে নেই আপনাকে সুশীল ভাবতে যাবার কোন কারণই নেই। বরং এই ভেবে ভালো লেগেছে যে আপনি পুরটা গল্প খুব মনোযোগ দিয়ে পড়েছেন।

টাফ একটা প্রশ্ন করেছেন ঠিক এইভাবে আমি ভেবে দেখি নাই। আপনার মন্তব্যটা পড়ার পর আবার পড়ে দেখলাম।

কাব্যলেখকরা ভয়ংকর ইনোভেটিভ হয়।
জোনাক পোকা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। থাকলে ক্যাটালিস্টের কাজ করবে।

ঠিক এই মুহূর্তে আমার মনে হচ্ছে ঐ দুইটা ওয়ার্ডের তেমন ভ্যালু নেই।
আমি আবারও ভেবে দেখব দুটো শব্দ ছাড়া গল্পটার মুলটা ধরা যায় কি না।

ভালো থাকুন ভাই। শুভকামনা!

২৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

লাবনী আক্তার বলেছেন: অনেক গুছানো সুন্দর একটি লেখা। পোস্টে ++++++++++++++++++্

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

মাক্স বলেছেন: প্লাসের জন্য অনেক ধন্যবাদ লাবনী আক্তার।
ভালো থাকুন!

২৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

আরজু পনি বলেছেন:

আপাতত প্লাস রেখে গেলাম।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

মাক্স বলেছেন: ধন্যবাদ আপু।
ভালো থাকবেন!

২৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১

িনহাজ রিমন বলেছেন: জী স্যার ভালো আছি।
শুভ কামনা রইলো

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

মাক্স বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইল।
ভালো থাকুন!

৩০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

একজন আরমান বলেছেন:
দারুন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

মাক্স বলেছেন: কি আরমান ভাই বেশি ব্যস্ত নাকি??

৩১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

একজন আরমান বলেছেন:
উহু।
ব্যাস্ত না হতাশ !

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

মাক্স বলেছেন: শুভকামনা রইল। হতাশা কাটিয়ে উঠুন তাড়াতাড়ি!

৩২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

আশিক মাসুম বলেছেন: ভাল লাগলো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

মাক্স বলেছেন: ধন্যবাদ আশিক মাসুম!
ভালো থাকুন!

৩৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

মুশাসি বলেছেন: এরকম ভালো লেখার অপেক্ষাতেই থাকি ++++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৩

মাক্স বলেছেন: ধন্যবাদ মুশাসি।
ভালো থাকুন!

৩৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

শের শায়রী বলেছেন: বাহ বেশ তো! আপনার গল্প মানেই গতানুগতিক থেকে কিছু ভিন্ন। ভাল লাগা জানিয়ে গেলাম।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০

মাক্স বলেছেন: ধন্যবাদ শের শায়রী।
ভালো থাকুন!!

৩৫| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:৩২

আমি বাঁধনহারা বলেছেন:

ভালো লাগলো।++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৫০

মাক্স বলেছেন: ধন্যবাদ।

৩৬| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:১২

কয়েস সামী বলেছেন: ভাল লাগা ভাইটি। কিন্তু আপনি আমার গত দুইটা পোস্ট পড়েননি।

০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৯

মাক্স বলেছেন: এইরকম ভুলের জন্য আমি লজ্জিত।
আসলে একটু ব্যস্ত ছিলাম।
ভালো থাকুন!

৩৭| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:২২

মামুন রশিদ বলেছেন: এইরাম অস্থির সময়ে এমন একটা ক্লাস লেখা বেরুলো কিভাবে ??



পড়ে গেলাম । কিন্তু আপনার বোধ আর চিন্তার খেলার সাথে একাত্ব হয়ে কিছু বলতে গেলে আবারও পড়তে হবে ।

০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩১

মাক্স বলেছেন: পড়েছেন দেখে ভালো লাগলো।

ভালো থাকবেন মামুন ভাই!!

৩৮| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: স্বেচ্ছামৃত্যু??? valo laglo

০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

মাক্স বলেছেন: অনেকটা সেরকমই!
ভালো থাকবেন সেলিম আনোয়ার!

৩৯| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫৩

লিন্‌কিন পার্ক বলেছেন:
উৎসর্গের লেখাটা অনেকটা হুমায়ূন স্যারের লেখার মত ।

ভাল লাগল +++

০২ রা মার্চ, ২০১৩ রাত ১:০৩

মাক্স বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ লিন্‌কিন পার্ক!
ভালো থাকবেন।

৪০| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০০

যুবায়ের বলেছেন: অসাধারন লিখেছেন গল্পটা...
অসাধারন....
আসলে মৃত্যূর কথা সবার বেশি বেশি ভাবা উচিৎ তাহলে সমাজে অন্যায় কমকান্ড কমে যাবে। হাদীস শরীফে এসেছে “তোমরা মৃত্যূকে বেশি বেশি স্মরণ করো”...

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৯

মাক্স বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ যুবায়ের ভাই।
ভালো থাকুন!

৪১| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

গ্রাম্যবালিকা বলেছেন: তরল মনে ব্লেড দিয়ে আঁকাউকি করি। আঁকিবুকি করার জন্য প্রিয় ক্যানভাস হল হাত।
লাল রংটা দেখতে সুন্দর। বিশেষ করে রক্তের রং।

;) :P :P :P


০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০

মাক্স বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ গ্রাম্যবালিকা।
ভালো থাকুন!!

৪২| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:২৩

বাংলার হাসান বলেছেন: অসাধারন লিখেছেন গল্পটা...
অসাধারন...

++++++++++++

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২

মাক্স বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ banglar_hasan
ভালো থাকবেন!

৪৩| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৪

ইখতামিন বলেছেন:
বিংশ ভালো লাগা.
চমৎকার একটা গল্প.
আগে একবার দেখে গিয়েছিলাম
পড়ার সময় হয়নি।
এখন খারাপ লাগছে।

গল্পের শেষ প্রান্তে এসে চরিত্র বন্টন। গল্পকে আরও শোভা বর্ধন করেছে।

টমের উপর দিয়ে ভারী কিছু একটা চলে যায় আর সে ছবি হয়ে পিচঢালা রাস্তায় লেগে থাকে।

এই কাহিনী পড়েও হাসি আটকে রাখতে পারলাম না। =p~

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০

মাক্স বলেছেন: বিংশ ভালোলাগা পেয়ে আনন্দিত বোধ করছি!!
আনন্দিত এই জন্যে যে বুঝতে পারলাম, অনেকেই প্লাস ভালোলাগা এই শব্দ দুইটার মানে ধরতে পারতেসে না। আপনি পেরেছেন। কি কারণে কথাটা বললাম খুজতে যাবেন না আবার।
ভালো থাকুন ইখতামিন!

৪৪| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

রোকেয়া ইসলাম বলেছেন: অসাধারণ একটা গল্প।
খুব ভাল লাগলো পড়তে।
আপনার প্রতিটা লেখাই খুব ভালো। একটু ভিন্ন স্বাদের।
অনেক অনেক সুন্দর।

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১

মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ রোেক্য়া ইসলাম।
ভালো থাকুন!

৪৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১১

নাইমুল ইসলাম বলেছেন: shotti oshadharon hoyeche apnar lekhata.....onuvob korar snigdhota ache apnar lekhai......

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:২৪

মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ নাইমুল।
ভালো থাকবেন!!

৪৬| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০

অনীনদিতা বলেছেন: নতুন কিছু লিখবেন কবে?:)

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

মাক্স বলেছেন: লিখে রাখসি। পোস্ট দিতে ইচ্ছা করে না :( :(

৪৭| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:০৮

জাওয়াদ তাহমিদ বলেছেন:
কিছু বলার নাই ভাইয়া। আপনার লেখার একটা আলাদা ধরন আছে।
যদিও পুরাটা ধরতে পারিনি।
আমি সাধারনত এত জটিল কন্সেপ্ট এর গল্প একবারে পড়তে পারিনা। তবে এটা একটানে পড়তে হল।


অনেক শুভকামনা। :)

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:১৪

মাক্স বলেছেন: একটানে পড়ার জন্য অনেক ধন্যবাদ তাহমিদ।
ভালো থাকবেন!!

৪৮| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৩২

অনীনদিতা বলেছেন: নো প্রবলেম:)
অনিচ্ছায় পোস্ট দেন;)


তবুও দেন:)

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:১৭

মাক্স বলেছেন: দিয়ে দিব।
ভালো থাকুন অনীনদিতা!!

৪৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৫২

মোঃ নুর রায়হান বলেছেন: কিন্তু সেই গতানগতিক উপায়েই রইলেন।
:)
মরার নতুন কোনো উপায় বের হল নাকি ভাই?
:D :D :D

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৮:৪৫

মাক্স বলেছেন: নতুন কোন উপায় বের করতে পারা মাত্রই আপনাকে জানানো হইবেক :P :P

৫০| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:৪৩

ফারজানা শিরিন বলেছেন: মৃত্যুর মত একটা কাজ একটু ভালো করে উপভোগই যদি না করা গেল তাহলে কিভাবে হলো। B:-) B:-) B:-)

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:৪৯

মাক্স বলেছেন: হুম কথা সত্য। সবকিছুই উপভোগের দরকার!!

৫১| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:৪৬

ফারজানা শিরিন বলেছেন: পা থেকে মাথা পর্যন্ত একবার গড়িয়ে গেলেই হবে। মৃত্যু নিশ্চিত করার জন্য এই প্রসেসটা কয়েকবার করা যেতে পারে।
এই বুদ্ধিটা মাথায় এসেছিল টম এন্ড জেরী দেখে। টমের উপর দিয়ে ভারী কিছু একটা চলে যায় আর সে ছবি হয়ে পিচঢালা রাস্তায় লেগে থাকে। :D ছোটবেলায় আমারও মনে হইতো গায়ের উপর দিয়ে ভারী কিছু গেলে এমন ছবি হওয়া যায় ।

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:৫৪

মাক্স বলেছেন: :D :D :D :D
একবার ট্রাই করে দেখা দরকার!

লিখাটি পড়ার জন্য ধন্যবাদ ফারজানা শিরিন।
ভালো থাকুন!

৫২| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:৫০

ফারজানা শিরিন বলেছেন: চার বছরের একটা পিচ্চি মেয়ে। বড় বড় চুল নিয়ে সারা ঘরে দৌড়ে বেড়ায়। নীল রংয়ের দুইটা ক্লিপ থাকার কথা তার চুলে। দুষ্টামী করতে করতে একটা কোথায় যেন হারিয়ে গিয়েছে। সে এখন ক্লিপটা খুজে বেড়াচ্ছে কিন্তু পাচ্ছে না। খুজে না পেয়ে মেয়েটার চোখে রাজ্যের হতাশা!!
এই মেয়েটা কবে দৌড়াবে ???

ভালো লাগছে । :|

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:৫৬

মাক্স বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম।
পরের গল্পটাতেই মেয়েটার কথা লিখা আছে। খুব সম্ভবত আপনি পড়ে ফেলেছেন এতক্ষণে!

৫৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৪

মহামহোপাধ্যায় বলেছেন: গল্পটা তো ভালো লেগেছেই, সবচেয়ে ভালো লেগেছে মেয়েটাকে বিভিন্ন বন্ধুর দেয়া আইডিয়াগুলো। মনে হচ্ছে প্রত্যেকে তার নিজস্ব সত্ত্বার সাথে সর্বশ্রেষ্ঠ সঙ্গতিপূর্ণ আইডিয়া দিয়েছে। একইসাথে এতগুলো সত্ত্বা নিয়ে চমৎকার করে লিখেছেন। সাধুবাদ।

০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৩২

মাক্স বলেছেন: পড়ার জন্য এবং সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ মহামহোপাধ্যায়।

ভালো থাকবেন।

৫৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৩

রেজওয়ান তানিম বলেছেন: বেশ ভাল লাগল আপনার গল্প

এর আগে আপনার ব্লগ দেখেছি বলে মনে পড়ছে না।

আগামীতেও দেখা হবে আশা রাখছি

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৯

মাক্স বলেছেন: উৎসাহ প্রদানের জন্য অনেক ধন্যবাদ।
আগামীতেও এইভাবে উৎসাহ পাবার আশায় রইলাম।
ভালো থাকবেন রেজওয়ান মাহবুব তানিম!

৫৫| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৮

মোঃ নুর রায়হান বলেছেন: আমি কমেন্ট করেছিলাম এইখানে।
:)

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৬

মাক্স বলেছেন: দেখতে পাচ্ছি!
মন্তব্যের জন্য ধন্যবাদ রায়হান।
ভালো থাকুন।

৫৬| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২১

বোকামন বলেছেন: “কি বিতিকিচ্ছরী অবস্থা। আমি মারা গিয়েছি অথচ আমার ঘরে একটা ছাগল হেটে বেড়াচ্ছে।”

আপনার গল্পের আঁকিবুকি লাইন........ বেশ !

চার বছরের একটা পিচ্চি মেয়েটা আপনার কী হয় ?

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

মাক্স বলেছেন: পিচ্চি মেয়েটাকে এখানে পাবেন

পড়ার জন্য অনেক ধন্যবাদ বোকামন।
ভালো থাকুন!

৫৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩০

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: এটা গল্প না কবিতা?

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০১

মাক্স বলেছেন: গল্প!!!

৫৮| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২

নাজিম-উদ-দৌলা বলেছেন: ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: এটা গল্প না কবিতা?

এইটা কেমন প্রশ্ন হইল? এইটা কবিতা মনে হওয়ার কি কারন থাকতে পারে ভাই?

লেখা ভাল লেগেছে মাক্স। আপনার লেখায় ভাষার ব্যাবহার আমার ভাল লাগে। তবে, এই ধরনের একটা গল্প আগেও পড়েছি মনে হচ্ছে।

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭

মাক্স বলেছেন: অনেকদিন পরে এলেন বোধহয়। ভালো লেগেছে জেনে খুশি হলাম।

প্লটটা তো একটু কমন তাই বোধহয় আগে পড়েছেন মনে হচ্ছে।
পড়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন!

৫৯| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩৪

শান্তির দেবদূত বলেছেন: পুলাপাইন কত্ত ভাল ভাল লেখা লেখে!! পড়তে পড়তে অবাক হতে হয়। আপনে অনেক ভাল লেখেন। শুভেচ্ছা রইল।

৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৯

মাক্স বলেছেন: আপনার মন্তব্য সবসময়ই উৎসাহব্যঞ্জক!
ধন্যবাদ ভাই!
ভালো থাকবেন।

৬০| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪০

অপ্রচলিত বলেছেন: দারুণ লিখেছেন। আপনার লেখার ধরণটা ব্যতিক্রম, পোস্টে প্লাস!

২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০২

মাক্স বলেছেন: থ্যাংকস!

৬১| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫০

দ্য ইলিউশনিস্ট বলেছেন: অসাধারন কনসেপ্ট! খুব সুন্দর ভাবে বিষয়টা ফুটাই তুলছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.