![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুভূতির তীব্রতা যতই হোক তাকে লোকচক্ষুর আড়ালে রাখাটাই বুদ্ধিমানের কাজ। একজন সামাজিকভাবে স্বীকৃত সফল এবং একইসাথে ব্যক্তিগতভাবে হতাশ ও দুঃখিত ব্যক্তিকে অবশ্যই আড়ালে থাকা উচিত।
একটা চপবোর্ড কিনেছি আজকে, সাদা রংয়ের। সেইসাথে একটা ছোট্ট ছুরি। মুগ্ধ হয়ে ছুরিটার দিকে তাকিয়ে আছি। ব্যবহারের পূর্বে জীবাণুমুক্ত করার কথা দায়িত্ববান দোকানী বারবার মনে করিয়ে দিয়েছে। আমি অক্ষরে অক্ষরে তার কথা পালন করেছি।
সম্ভাব্য সব উপায়ে জীবাণুমুক্ত করা হয়েছে।
আমি দেখতে চেয়েছি ক্লান্ত চোখের অশ্রুগ্রন্থি ঠিকমত কাজ করছে কি না। এবং এই পরীক্ষণের জন্য জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করাটা কি পরিমাণ জরুরি সেটা দোকানী বলে না দিলেও ঠিকই বুঝতে পারতাম।
চার বছরের কিছু বেশী সময়ের আগের ঘটনা। আমি এবং আমার স্ত্রী, অরণি। দুজনের ছোট্ট সাজানো গোছানো সংসার। তবুও কেন জানি ঠিক পূর্ণতা পাচ্ছিল না। একটা কিছুর অভাব ছিল চোখে পড়ার মত।
যেদিন জানতে পারলাম আমরা পূর্ণতা পেতে যাচ্ছি ঠিক সেদিনকার অনুভূতি বর্ণনাতীত।
কিছু অনুভূতি সবার কাছেই একই রকম। অপরিবর্তিত এবং স্বর্গীয়। প্রথমবারের মত বাবা হতে যাচ্ছি।
সময়ে কেটে যাচ্ছে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে।
আমার স্ত্রীর ব্যস্ততায় মুগ্ধ সময় কাটাতে থাকলাম।
একসময় অফিস থেকে ছুটিও নিলাম। বেশ লম্বা ছুটি। সময় যত কেটে যাচ্ছে আমি ততই ভীত এবং অহংকারীও হয়ে উঠেছিলাম। সৃষ্টির অহংকার।
সারাদিন ঘরে শুয়েবসে থাকি। নানান কিছু করে আমাদের অদ্ভূত একটা সময় কেটে যাচ্ছিলো।
চার বছরের একটা পিচ্চি মেয়ে। বড় বড় চুল নিয়ে সারা ঘরে দৌড়ে বেড়ায়। নীল রংয়ের দুইটা ক্লিপ থাকার কথা তার চুলে। দুষ্টামী করতে করতে একটা কোথায় যেন হারিয়ে গিয়েছে। সে এখন ক্লিপটা খুজে বেড়াচ্ছে কিন্তু পাচ্ছে না। ক্লিপটা খুজে না পেয়ে মেয়েটার চোখে রাজ্যের হতাশা!
একটা নাম অবশ্য এখনি সিলেক্ট করে ফেলেছি দুজন মিলে।
অংশু!
নামটা অবশ্য আমার মাথা থেকে আসে নি। নামটা সিলেক্ট করেছে আমার স্ত্রী।
-এইটা আবার কেমন নাম?
-মানে?
-মানুষের নাম এমন হয় নাকি?
রেগে গিয়ে কথা বলা বন্ধ করে দেয় সে। আমার অবশ্য নামটা অনেক পছন্দ হয়েছে। এর অর্থ আলো। কি চমৎকার একটা নাম। সারাঘর আলোকিত করে রেখেছে আমাদের অংশু। ভাবতেই কেমন যেন একটা অদ্ভূত অনুভুতি হয় আমার। খুবই পুরাতন পরিচিত একটা অনুভূতি।
অনেক পুরনো একটা স্মৃতিতে ফিরে যাই আমি। সবেমাত্র এইচ এস সি পরীক্ষায় গোল্লা মেরেছি। গোল্লা মানে ফলাফল আশানুরুপ হয় নাই।
দুঃখ দুঃখ চেহারা করে ঘুরে বেড়াচ্ছি। একেবারে অকাট বাউন্ডুলের ভেক ধরে আছি। এরমধ্যে দুঃখের মাত্রা যাতে সবাই সন্দেহাতীতভাবে বুঝতে পারে তার জন্য বিড়ি সিগারেটও পুড়াচ্ছি নিয়ম করে। এমনি একটা অস্বস্তিকর মাতাল সময়ের দুপুরবেলা।
একটা বড় পুকুরের পাড়ে বসে আছি। বিকালবেলা অবশ্য এই জায়গাটাতে বসার কোন পরিবেশ থাকে না। প্রচুর লোকজন আসে একটু হাওয়া পরিবর্তনের জন্য। তখন আর এখানে থাকা যায় না।
কয়েকটা দোলনা আছে এক পাশে। বাচ্চাকাচ্চাদের জন্য একেবারে আদর্শ জায়গা। আমি যে জায়গাটাতে বসে অলস সময় পাড় করছি ঠিক তার সামনেই দোলনা। দোলনার কাছে একটা মেয়ে দাড়ানো। বয়স তিন কি সাড়ে তিন হবে। পিচ্চিটা হঠাত কি কারণে যেন ভয় পেল। চিত্কার দিয়ে তার বাবার দিকে ছুটে গেল।
মেয়েটার বাবা কাছেই ছিল। দৌড়ে গিয়ে মেয়েটা বাবার বুকে মুখ লুকিয়ে রাখল।
এই দৃশ্যটা কেন জানি আমার ভিতরে গেথে গেল। আর তখনি আমার মনে হয়েছিল ইশশ আমার যদি এরকম একটা পিচ্চি থাকত। এভাবে এসে আমাকে জড়িয়ে ধরত।
অবশেষে আমার অনুভুতিটা বাস্তবরুপ পেতে যাচ্ছে।
আমার স্ত্রীকে অবশ্য ছোট্ট এই ঘটনাটার কথা কখনো বলা হয় নি। কিছু কথা কাউকে বলা যায় না। এমনকি নিজের কাছেও বলা বারণ। তবে সব নিষেধ আমি মানতে পারি না। একা একা কিছুক্ষণ থাকলেই আজকাল সেই স্মৃতিটা মাথায় এসে বাড়ি দিচ্ছে।
এরইমধ্যে একটা দুর্ঘটনা ঘটলো। অরণির মা একদিন আমাদের বাসায় এসে হাজির। একথা সেকথা বলে আমাকে বুঝাতে লাগলেন অরণির এখন ঠিক কি রকম সেবা শুশ্রুষার প্রয়োজন। এখানে না থেকে যদি অরণি তার মায়ের সাথে গিয়ে থাকে তাহলে অনাকাঙ্খিত বিপদসমূহ থেকে মুক্ত থাকার একটা সম্ভাবনাও দেখালেন। ভবিষ্যত নবজাতকের কথাও বারবার আমাকে স্মরণ করিয়ে দিলেন। ভবিষ্যত আগন্তুকের জন্য তিনি কিরকম চিন্তিত এবং কোন সমস্যা হলে তার দায়দায়িত্ব বন্টন নিয়েও সবরকমেই আশ্বস্ত করার চেষ্টা করলেন।
রাশভারী ভদ্রমহিলার উদ্বিগ্নতা দেখে কিছুই আর বলতে পারলাম না।
তিনি সেদিনই অরণিকে নিয়ে চলে গেলেন।
হঠাত করেই কেন জানি মনে হলো অরণির সাথে বোধহয় আর দেখা হবে না। অফিস থেকেও ছুটি নিয়ে রেখেছি। অলস সময় পাড় করছি শুয়ে বসে। এলোমেলো অগোছালো হয়ে গেল নিত্যদিনকার রুটিন। অরণি অবশ্য খোজখবর রাখছে নিয়মিতই।
অস্থিরতার সময় কাটতে চায় না কিছুতেই। আমাদের অংশুকে দেখি আমি ঘরময় ছুটাছুটি করে বেড়াচ্ছে। অর্থহীন বুলিতে মাতিয়ে রাখছে সারাঘর। সব কিছুর প্রতিই অসীম কৌতূহল। শুধু টিকটিকি দেখলেই ভয় পেয়ে ছুটে আসে আমার কাছে। দৌড়ে এসে ঝাপিয়ে পড়ে মুখ লুকিয়ে রাখে। এরপর আস্তে আস্তে পিটপিট করে তাকায়।
আমি অবাক হয়ে দেখতে থাকি।
বেশকিছুদিন ধরে অরণির কোন খোজখবর পাওয়া গেল না। হঠাত একদিন সন্ধ্যায় অরণির মা ফোন করে হসপিটালে আসতে বলল।
ঠিক এই সময়টার জন্যই অপেক্ষা করে ছিলাম এতগুলো দিন।
হাসপাতালে পৌছেই অরণির পিতার সাথে চোখাচোখি হলো। এই লোকটার জন্যই অরণিকে শেষ কয়েকটা দিন দেখতে যেতেও পারিনি। অবশ্য আমি আজ তাকে ক্ষমা করে দিয়েছি। এমন একটা দিনে ক্ষমা করতে কৃপণ হলে চলবে না।
ভদ্রলোকের পাথরের মত ভয়ংকর চোখ উপেক্ষা করা আমার মত ভীরু ব্যক্তির পক্ষে অসম্ভব।
আমাকে দেখেই ভদ্রলোক বসতে বললেন। খুবই নিরাবেগ গলায় ভালমন্দ কিছু আনুষ্ঠানিক কথাবার্তা হল আমাদের মাঝে।
ততক্ষণে আমি প্রায় অধৈর্য হয়ে যাচ্ছি। কিন্তু ভদ্রলোক আমাকে পুরোপুরি অগ্রাহ্য করে বিভিন্ন গুরুত্বপূর্ণ গুরুত্বহীন বিষয় বুঝিয়ে যাচ্ছেন।
দুনিয়া মানেই মায়া মোহ এই টাইপের সস্তা দার্শনিকতার কপচাকপচি অন্য কোন সময় হয়তোবা মানিয়ে নেওয়া যেত কিন্তু এই মুহূর্তে আমি যথেষ্টই বিরক্ত হলাম। এবং প্রকাশও করে ফেললাম।
আমার রাজকন্যাকে একবার দেখার জন্য অপেক্ষা করে আছি।
আমাকে বিষ্মিত করে দিয়ে পাথর চোখ থেকে কয়েকফোটা তরল গড়িয়ে পড়লো। আমি আর কিছু বলতে পারলাম না। তবে অদ্ভুত পাথর চোখের ব্যক্তির সাথে নিজের একটা মিল খুজে পেলাম।
আমরা দুজনই আজ একে অন্যের ব্যথায় সমমর্মী।
একই দিনে আমরা আমাদের রাজকন্যাকে হারিয়েছি।
সবকিছু কেমন যেন ঝাপসা দেখতে পেলাম।
চপবোর্ড আর ছুরিটা টেবিলের উপর রাখা আছে।
আজ আমাদের পিচ্চিটার ৩য় জন্মবার্ষিকী। চারদিকে কেউ নেই। নিস্তব্ধ রাতকে একটু জীবন্ত করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্যানটা।
খুব সম্ভবত এখনই আমি ঘুমিয়ে পড়ব!
পাদটীকা ননসেন্স রাইম থাকতে পারলে ননসেন্স স্টোরী থাকতে পারবে না কেন?
ছাব্বিশ তারিখ সকালে লিখেছিলাম। পাবলিশ বাটনে ক্লিক দেয়ার পর পরই মোবাইলটা গেল বন্ধ হয়ে। ব্যস তিনঘন্টা গুতাগুতি করে লিখাটা হাওয়া। আজকে এখন আবার রিরাইট করলাম। আগের লেখাটা অনেক বেশী ভালো হৈসিল কিন্তু আজকে লিখতে গিয়ে দেখি আগেরটার বেশীরভাগ অংশই পুরোপুরি ভুলে গেসি। আর এই ভুলে যাওয়ার কারণেই এখন ননসেন্স স্টোরী শব্দটা আসতাসে। তবুও রিরাইট যে করতে পারসি তাতেই আমি খুশী।
০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:৩৮
মাক্স বলেছেন: আপনার ধন্যবাদ সাদরে গৃহীত হল।
ভালো থাকুন ফারজানা শিরিন !
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:৩৭
ফারজানা শিরিন বলেছেন: ইশশ আমার যদি এরকম একটা পিচ্চি থাকত। এভাবে এসে আমাকে জড়িয়ে ধরত।
০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:৪৩
মাক্স বলেছেন: অবশ্যই থাকবে!
শুভকামনা রইল আপনার জন্য।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:৪০
ফারজানা শিরিন বলেছেন: একই দিনে আমরা আমাদের রাজকন্যাকে হারিয়েছি।
০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:৪৭
মাক্স বলেছেন:
৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:৪১
ইলুসন বলেছেন: নন্সেন্স স্টোরি যদি এত ভাল হয় তাহলে ওইটাই লিখবেন এখন থেকে।
০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:৪৫
মাক্স বলেছেন: লিখাটি পড়ার জন্য এবং উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ইলুসন।
ভালো থাকবেন!
৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:৪৬
আমিনুর রহমান বলেছেন: মন খারাপ করা গল্প +++
ইদানিং মৃত্যু নিয়ে তোমার গল্প লিখা কেন এত?
গল্প টা পড়ছিলাম আর আমার শীর্ষ হওয়ার আগের অনুভুতিগুলো মনে পড়ছিল। বাবা হবার অনুভুতি ভাষায় প্রকাশ করা সত্যিই ভীষণ কঠিন।
০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:৫২
মাক্স বলেছেন: শীর্ষের জন্য শুভকামনা রইল ভাইয়া।
এই মৃত্যু থেকে বের হয়ে যেতে চাইতেসি। সম্ভবত এইটাই মৃত্যু উপাখ্যান এর শেষ লিখা!
পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া!
ভালো থকবেন।
৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:১৭
shfikul বলেছেন: ননসেন্স স্টোরী !! বেশ পাকা পোক্ত মনে হলো।অনুভূতি নাড়িয়ে দেয়।মন খারাপ হয়েছে।
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১
মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ shfikul ভাই।
ভালো থাকবেন।
৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিনুর রহমান বলেছেন: মন খারাপ করা গল্প +++
ইদানিং মৃত্যু নিয়ে তোমার গল্প লিখা কেন এত?
গল্প টা পড়ছিলাম আর আমার শীর্ষ হওয়ার আগের অনুভুতিগুলো মনে পড়ছিল। বাবা হবার অনুভুতি ভাষায় প্রকাশ করা সত্যিই ভীষণ কঠিন।
আমিও এই কথাগুলই বলতে চেয়ে ছিলাম।
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬
মাক্স বলেছেন: আমিনুর ভাইত খুবই খারাপ কাজ করসে। আপনের মন্তব্য টা আগেই করে দিয়ে চলে গেল কেন??
পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ কান্ডারী অথর্ব ।
ভালো থাকবেন।
৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Onek somoy niye porlam.khub Valo laglo.
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৯
মাক্স বলেছেন: অনেকদিন পর আমার কোন পোস্টে আপনাকে পেয়ে ভালো লাগলো।
পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।
৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫
না পারভীন বলেছেন: যারা হারায় তারাই জানে কতটা কষ্টকর এ বেদনা বয়ে বেড়ানো ।
লেখাটা খুব ভাল লেগেছে ।
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০
মাক্স বলেছেন: লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ না পারভীন।
ভালো থাকুন!!
১০| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:১২
আছিমভ বলেছেন: চারপাশে এত অস্থিরতা তারমাঝে এই লেখাটা
অনুভূতির তীব্রতা......
এখনও মনে হয় মানুষ আছি
+++++++++++++
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫
মাক্স বলেছেন: লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ আছিমভ।
প্লাসের জন্য আবারো ধন্যবাদ।
১১| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:৩১
নূরূল ইমরান বলেছেন: বরাবরের মতই অনেক বেশি ভালো লাগলো। কাল একটা লেখা পড়েছিলাম। কিভাবে বুঝবেন আপনি ব্লগে কারো প্রেমে পড়েছেন? এই লেখাটা পড়ে ঐটার কথা মনে পড়ে গেলো।
"চার বছরের একটা পিচ্চি মেয়ে। বড় বড় চুল নিয়ে সারা ঘরে দৌড়ে বেড়ায়। নীল রংয়ের দুইটা ক্লিপ থাকার কথা তার চুলে। দুষ্টামী করতে করতে একটা কোথায় যেন হারিয়ে গিয়েছে। সে এখন ক্লিপটা খুজে বেড়াচ্ছে কিন্তু পাচ্ছে না। ক্লিপটা খুজে না পেয়ে মেয়েটার চোখে রাজ্যের হতাশা!"
কথাগুলো আমার ফেসবুকে স্ট্যাটাস হিসেবে কোটেশান হিসেবে দেওয়া হলো। সাথে একটা জিজ্ঞাসা " আপনি কি মোবাইল সেট ব্যবহার করেন, সেটা বাংলায় ব্লগে লেখা যায়?"
কোপাতে থাকুন, এভাবেই।
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২
মাক্স বলেছেন: কোটেশান হিসেবে দিতে পারায় আপনাকে অভিনন্দন
সি১-০১ নোকিয়া!!
এই মোবাইল থেকে বাংলায় ব্লগ লিখতে, পড়তে ও বুঝতে পারা যায়।
হ্যাপি ব্লগিং!!
১২| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬
এঞ্জেল বয় বলেছেন:
সত্যিকারের কষ্ট থেকেই লিখা- ভাল লাগা রইল।
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
মাক্স বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ এঞ্জেল বয়।
ভালো থাকুন!!
১৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬
বাংলার হাসান বলেছেন: আমিনুর রহমান বলেছেন: মন খারাপ করা গল্প +++
ইদানিং মৃত্যু নিয়ে তোমার গল্প লিখা কেন এত?
আমার লামিছার জন্মটাও আমার জীবনের শ্রেষ্ঠ, প্রথম বাবা হবার অনুভূতি কখনোই ভুলার নয়। পোষ্টে +++++++++++++
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
মাক্স বলেছেন: পোস্টে প্লাস পেয়ে আনন্দিত হলাম।
ভালো থাকুন banglar_hasan!!
১৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯
শূন্য পথিক বলেছেন: ভালো লাগা+ভালো লাগা
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
মাক্স বলেছেন: ধন্যবাদ শূন্য পথিক।
ভালো থাকবেন!!
১৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১
নীলপথিক বলেছেন: বাবা হবার ব্যাপারটা মনে হয় খানিকটা আলাদা। সময়ের সাথে সাথে অনুভূতির তীব্রতা বাড়তে। আমার ক্ষেত্রে এমনটিই হয়েছে।
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
মাক্স বলেছেন: লিখটি পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ নীলপথিক ।
ভালো থাকবেন!
১৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:১৯
শিশু বিড়াল বলেছেন: মেয়ে মরল আর বাপ ফিলোসফি ঝাড়ে মেয়ের জামাই এর সাথে?? এই ব্যাপারটা বাদে বাকি গল্প ভাল লেগেছে।
আপনি নিজে একজন দুঃখি ও বিষন্ন মানুষ, আমার ধারনা।
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
মাক্স বলেছেন: আসলে শান্তনা দেয়ার ব্যপারটা বুঝাতে চেয়েছিলাম।
আত্তন্ত দুখের সাথে জানাতে হচ্ছে আপনার ধারনা ভুল।
আমি মোটেও দুঃখী না। আমার বয়সী বাকিদের মতই ৮-৫ টা ভারসিটি তে কাটাই। ১০টা পর্যন্ত আড্ডা মেরে এসে সিনেমা দেখি।
আর ছয়মাস পরপর ছিরিয়াস ভঙ্গি করে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেই!
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন!
১৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪
শীলা শিপা বলেছেন: ভাল লাগা রইল।
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
মাক্স বলেছেন: ধন্যবাদ রইল শীলা শিপা।
ভালো থাকুন!
১৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখা
শুভকামনা
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
মাক্স বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু ।
ভালো থাকুন!
১৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৪২
জাকারিয়া মুবিন বলেছেন:
এমন ননসেন্স স্টোরি যদি একটা লিখতে পারতাম!! ইশ!!
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
মাক্স বলেছেন: পারবেন পারবেন এরচেয়ে ভালো পারবেন নিশ্চয়!!!
২০| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯
ফ্রাস্ট্রেটেড বলেছেন: পুরো গল্পের প্রশংসার আগে অবশ্যই ইনট্রো টার প্রশংসা আলাদা করে করা উচিত। চমৎকার গল্প, ধাক্কা দেবার মত ইনিশিয়ালাইজেশন।
সুপার্ব।
(আমার কাছে ননসেন্স মনে হইলো না তো !!)
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
মাক্স বলেছেন: আমার কাছে মনে হওয়ার কারণটাতো শেষে বললামই।
আমার পোস্টে আপনাকে পেয়ে আনন্দিত হলাম।
ভালো থাকবেন।
২১| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯
অনীনদিতা বলেছেন: এই সেই বেবিটা যাকে আগের লেখাটা উতসর্গ করেছিলেন।
এত কষ্টের লেখা কেন লেখেন
আমার মনে হচ্ছে বেবিটাকে আমি দেখতে পাচ্ছি।
যাই হোক,লেখাত অসাধারন হয়েছে
ধন্যবাদ,লেখাটা পোস্ট করার জন্য
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
মাক্স বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ লিখাটা কষ্ট করে পড়ার জন্য।
ভালো থাকুন অনীনদিতা!
২২| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫
হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো লাগল গল্পটা। বর্ণনা অসাধারণ। কোমল। লেখাটা খুব টাচি। যে কারো মন আর্দ্র হবেই।
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১
মাক্স বলেছেন: আপনার মন্তব্যটা বাধ্য করল লিখটা আরেকবার পড়ে দেখার জন্য।
পাবলিশ দেয়ার আগ মুহূর্তে যতটা খারাপ মনে হচ্ছিল এখন আর ততটা মনে হচ্ছে না!
ভালো থাকবেন হাসান মাহবুব ভাই!
শুভ সন্ধ্যা!!
২৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: ভালো হয়েছে।দারুণ লিখেছেন।আপনি যে সমস্যার কথা বলেছেন আমার তেমনটি হযেছে একাধিকবার ব্যাপারটি যে কি বিড়ম্বণার তা আমি বুজেছি।
বারবার আগের লিখা মনে পরে আহারে কি চমৎকার রিখেছিলাম।যাই হোক ভালো লাগলো।
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
মাক্স বলেছেন: আসলে পিসিতে বসে বসে লিখতে গেলে অলসতা ধরে বসে। তাই শুয়ে শুয়ে মোবাইলে লিখি।
যাই হক আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম!
ভালো থাকবেন।
২৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
মামুন রশিদ বলেছেন: আমরা দুজনই আজ একে অন্যের ব্যথায় সমমর্মী।
একই দিনে আমরা আমাদের রাজকন্যাকে হারিয়েছি।
একই রকম একটা ঘটনা আমি দেখেছি । ঠিক একই রকম নয়, দুই রাজকন্যাই বেঁচে ফিরেছিলো । বড় আপার যখন প্রথম বাচ্চা হয় তখন মা-মেয়ে দুজনেরই অবস্থা ছিলো সংকটাপন্ন । ঐ ক্রাইসিস মোমেন্টে বাবা-মা ব্যস্ত ছিলেন আপাকে নিয়ে । দুলাভাই এখনও ঘটনাটি মনে করে কষ্ট পান, তার মেয়ের কথা নাকি তখন নাকি ভাবেনি ।
গল্পের বিষয়বস্তু এবং চমৎকার গল্প বলে যাওয়া দুটোতেই প্লাস ।
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
মাক্স বলেছেন: বরাবরের মতই উৎসাহ প্রদান মূলক মন্তব্য পেয়ে খুশি হলাম।
দুলাভাই আপা এবং তাদের রাজকন্যার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ভালো থাকবেন মামুন ভাই!
২৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার হয়েছে মাক্স। ননসেন্স মনে হয় নি। মোবাইল দিয়ে যে কয় জন ব্লগার ব্লগিং করে তুমি তাদের মধ্যে অন্যতম। কাহিনীর শুরু এবং প্রেক্ষাপটটা ভাল লেগেছে। তোমার কষ্ট সার্থক। ++
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:০২
মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন!!
২৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:০৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক বেশি ভাল লাগা রইল লেখায়
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:০৭
মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকবেন!!
২৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৪৬
মনিরুজ্জামান স্বপন বলেছেন: +++++++
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:১০
মাক্স বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ মনিরুজ্জামান স্বপন।
ভালো থাকবেন!!
২৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:১৬
এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: আমি ভেবেছিলাম আপনার নিজের জীবনের সত্যি ঘটনা।
শেষের অংশটুকু পড়ার সময় আমার চোখ দিয়েই জল গড়িয়েছে। পাদটীকা পড়ে হাঁফ ছেড়ে বাঁচছি। মুখে হাসি ফুটেছে।
আমি প্রথমে বুঝিনি যে এটা গল্প!!
ভালো থাকবেন সবসময়। আপনার ঘর-জীবন আলো করে রাখুক আপনার সন্তানেরা।
সুন্দর গল্প!
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:১৫
মাক্স বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই।
অগ্রীম শুভকামনা নিয়ে রাখলাম।
ভালো থাকবেন!!
২৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:০৬
গ্রাম্যবালিকা বলেছেন: আমরা দুজনই আজ একে অন্যের ব্যথায় সমমর্মী।
একই দিনে আমরা আমাদের রাজকন্যাকে হারিয়েছি।
এতো কষ্টের কথা কেন লিখেন মাক্স!!
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:২২
মাক্স বলেছেন: আপনি এতো কষ্ট কেন পান????
৩০| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:২৭
স্বপনবাজ বলেছেন: অনেক পরে দেখলাম ! ভালো লাগলো ! শুভকামনা থাকলো !
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৫৫
মাক্স বলেছেন: কই আর পরে দেখলেন??
একেবারে ঠিক সময়ে দেখসেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ স্বপনবাজ ।
ভালো থাকুন।
৩১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৩৫
অপু তানভীর বলেছেন:
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:০১
মাক্স বলেছেন: অপু তানভীর
৩২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৩৮
তন্দ্রা বিলাস বলেছেন: হৃদয় ছুয়ে যাবার মত একটা গল্প। পড়ার কি মন্তব্য করব বুঝতে পারছিলাম না।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:০৮
মাক্স বলেছেন: এইতো মন্তব্য করে ফেলেছেন!
পড়ার জন্য অনেক ধন্যবাদ তন্দ্রা বিলাস।
ভালো থাকবেন!
৩৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:২২
গ্রাম্যবালিকা বলেছেন: কষ্ট পাওয়ার গল্প পড়ে কষ্ট পাবো না ?
আমি কি রোবটি(রোবটের ফিমেইল)?
একটা আনন্দের গল্প লিখেন! এক্সপেরিমেন্টাল!
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
মাক্স বলেছেন: অবশ্যই লিখব।
ভালো থাকুন গ্রাম্যবালিকা!
৩৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৪২
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: জীবন হারিয়ে যায়, জীবনের মোহে ...
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৪৬
মাক্স বলেছেন: সুন্দর বলেছেন।
ভালো থাকবেন মুহম্মদ ফজলুল করিম।
৩৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৫২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ভাল লাগলো। আর ননসেন্স তো নয়ই বরং খুবই বোধগম্য এবং অনেক সুন্দর। ++++++
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৫৬
মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন!
৩৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৫৬
বটবৃক্ষ~ বলেছেন: আমিনুর রহমান বলেছেন: মন খারাপ করা গল্প +++
ইদানিং মৃত্যু নিয়ে তোমার গল্প লিখা কেন এত?
এটা আমারো প্রশ্ন ছিল...উত্তর পেয়েছি।
ননসেন্স স্টোরি আসলেই অসাধারন ...প্লিজ ননসেন্স স্টোরিই লিখুন...
আপনার লিখাগুলো কেমন যেন!!অদ্ভুত রকম সুন্দর লাগে...
এরকম একটা ছোট্ট রাজকন্যা নিশ্চঈ হবে আপনার...সে রাজ্যের ভালবাসা নিয়ে ছুটে আসবে নিশ্চয়ই.।.।
লিখা খুব ভালো লেগেছে....
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৩
মাক্স বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ বটবৃক্ষ~।
শুভকামনা সাদরে গৃহীত হইল!
ভালো থাকবেন।
৩৭| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: আমাদের অনুভূতিগুলো তবু ননসেন্স কেন হয়, বলুন তো?
সারাটা দিন ভেবে ভেবে অস্থির, শেষ বিকালে কবি রোদ শালিকের নাচ দেখলেন, তাতেই তাঁর অনুভূতি জেগে উঠল, কলমে ফল্গুধারা বইল। কোন মানে হয়?
তবু সে পংক্তি প্রানে লাগে, বুকে ভাঙে গড়ে।
ভালো লিখেছেন। ফল্গুধারা বজায় থাকুক।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩০
মাক্স বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রোফেসর শঙ্কু।
শুভকামনা নিরন্তর।
ভালো থাকবেন!
৩৮| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫
অর্ণব আর্ক বলেছেন: এতো ভালু গল্প কেমনে লিখছেন।
ব্লগিং করতে আইয়া একই সাথে গল্পপড়াতো ভাল।
ক্যান ভালো না।
ঐ বেটা ব্লগে এতো ভাল গল্পো লিখছোষ ক্যান...........
গল্প কি বাংলালিংক দামে পাইছোস :#>
০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৩২
মাক্স বলেছেন: অরে খাইসে ডরাইসি
৩৯| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৮
মহামহোপাধ্যায় বলেছেন: অনেক ভালো হয়েছে ভাইয়া। অনুভূতিগুলো চমৎকার করে বুনন করেছেন।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৭
মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ মহামহোপাধ্যায়।
ভালো থাকবেন!
৪০| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:২০
ভুল উচ্ছাস বলেছেন: আমার একটা খুব সুন্দর কলম ছিলো, খুউব সুন্দর।
আর সেই কলমটা ছিলো রঙ্গিন, কলমের কালিও তাই।
আমার আরো ছিলো একটা ডায়েরী, কাভারটা ছিলো সুখে মোড়ানো।
আর ডায়েরীর প্রতিটি পাতা প্রতিদিন সুখ পেনের আঁকিবুঁকিতে
কেমন মায়া মায়া একটা আভা ছড়াতো।
আমার ডায়েরীটা লেখা শেষ হয়নি, কিন্তু আমার কলমটা তার সমস্ত বিবশ কালি নিয়ে হারিয়ে গেলো।
আর তারপর থেকে আমার ডায়েরীর প্রতিটি পেজ শুধু ফাঁকা ফাঁকা সাদা সাদা।
খুব সুন্দর একটা হাহাকারের গল্প লিখেছেন। গল্পে প্লাস।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩২
মাক্স বলেছেন: আপনার ছোট কমেন্টটা এই মুহূর্তে পোস্টের চেয়েও বেশি হাহাকারে ভরপুর মনে হচ্ছে।
কয়েকবার পড়লাম। যতবার পরতেসি হাহাকারের মাত্রা একটু একটু করে বারতেসে।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভুল উচ্ছাস আর হ্যাঁ প্লাসের জন্যও ধন্যবাদ।
ভালো থাকবেন!
৪১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৩
নিয়েল ( হিমু ) বলেছেন:
ভাই ননসেন্স স্টোরি না এইটা ।
স্বপ্নদেখতে শুরু করছিলাম । হঠাত্ দুঃস্বপ্নে পরিনত হল ।
স্বপ্নের মত সুন্দর আনন্দের যেটার শেষটা কল্পনাতিত আনন্দের হবে এমন কিছু লিখবেন একদিন ?
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৯
মাক্স বলেছেন: কোন অজানা কারণে আমাদের স্বপ্নগুলো শেষ পর্যায়ে এসে দুঃস্বপ্নে পরিনত আমি জানি না।
আমিও চেষ্টায় আছি কল্পনাতীত আনন্দের কছু একটা লিখতে।
এভাবে উৎসাহ যোগানর জন্য অনেক ধন্যবাদ হিমু ভাই।
ভালো থাকবেন সবসময়!
৪২| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: এটা মোটেই ননসেন্স স্টোরি না!
ভালো লেগেছে।++
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫
মাক্স বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আজ আপনি কোথাও যাবেন না!
ভালো থাকুন।
৪৩| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮
ছিরা কবি বলেছেন: golpo jeno golpoi thake....onak shoktishali golpo....
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭
মাক্স বলেছেন: গল্পটি পড়ার জন্য অনেক ধন্যবাদ ছিরা কবি ।
ভালই থাকুন!
৪৪| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮
রুদ্র মানব বলেছেন: নোন্সেন্স স্টোরিটাই অনেক ভালু হইছে
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০০
মাক্স বলেছেন: আপনার কাছে ভালো লেগেছে জেনে প্রীত হইলাম!!!
ভালো থাকবেন রুদ্র মানব।
৪৫| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮
সর্ট সার্কিট বলেছেন: ভালো লেগেছে।
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩
মাক্স বলেছেন: ধন্যবাদ সর্ট সার্কিট।
ভালো থাকবেন!!
৪৬| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: মহান ব্লগার ম্যাক্স আমার ব্লগে আপনার নিরব গমন কেন?
কেমন আছেন আপনি?
০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০
মাক্স বলেছেন: মহান ব্লগার সেলিম আনোয়ার আপনার কথা মনে পড়লেই আপনার ব্লগে গিয়ে ঢু মেরে আসি। শ্রদ্ধা প্রকাশের একটি ছোট প্রক্রিয়ার অংশ। আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন!!!
৪৭| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৮
সোমহেপি বলেছেন: বর্ণনাশৈলী অনেক সফট।
ভাল লাগা।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:০১
মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ সোমহেপি।
ভালো থাকুন!
৪৮| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬
ফালতু বালক বলেছেন: সৃষ্টির অহংকার।
কথাটা খুব ভালো লাগছে।
+++++++
খুব রকম ভালো থাকবেন মাক্স ভাই।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৮
মাক্স বলেছেন: ভালো লাগছে জেনে খুশি হলাম ফালতু বালক!
আপনিও ভালো থাকুন!
৪৯| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩
বোকামন বলেছেন: সম্মানিত লেখক,
ননসেন্স স্টোরীতে সেন্স খুজে পেলাম......
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৭
মাক্স বলেছেন: সেন্স খুজে পেয়েছেন জেনে প্রীত হলাম।
পড়ার জন্য অনেক ধন্যবাদ বোকামন।
ভালো থাকুন!!
৫০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৫
শিপন মোল্লা বলেছেন: মেক্স ভাই গত কালই পড়েছিলাম আপনার এই গভীর অনুভূতি প্রবন পোস্টটি আমাকে ভিশন করে ছুয়ে গেছে শুরুতেই অনুভূতির তীব্রতা যতই হোক তাকে লোকচক্ষুর আড়ালে রাখাটাই বুদ্ধিমানের কাজ। কিন্ত আযান হয়ে যাওয়াতে মন্তব্য না করেই দোকান বন্ধ করে নামাজ পরতে গেছিলাম। একথায় চমৎকার লিখনি। আজও আবার পড়লাম তাই জানিয়ে গেলাম।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:২০
মাক্স বলেছেন: লেখাটি পড়েছেন জেনে ভালো লাগল।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভালো থাকুন আবুশিথি!!
৫১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:১০
মোঃ নুর রায়হান বলেছেন: হায় হায়!
আমি এখানে একটা কমেন্ট করেছিলাম। এখন পাচ্ছি না ক্যান?
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৩
মাক্স বলেছেন: নাহ আগে কমেন্ট করেন নাই। মুছে ফেলা কমেন্টও চেক করলাম।
ভালো থাকুন মোঃ নুর রায়হান!!
৫২| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৪
মোঃ নুর রায়হান বলেছেন: হুম। হয়ত পোস্ট হওয়ার আগেই কেটে গেছে।
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৬
মাক্স বলেছেন: পড়ার জন্য এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ মোঃ নুর রায়হান।
ভালো থাকুন!
৫৩| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৭
কালা মনের ধলা মানুষ বলেছেন: অংশুকে চোখের সামনে দেখতে পেলাম। আর শেষ বেলায় চোখ ঝাপসা হয়ে এল রাজকন্যার জন্য।
গল্প টা দুইবার পড়লাম, তিনবার পড়লাম, ইন্ট্রো আর ফিনিশিং বার বার পড়লাম, শব্দ আর বাক্যে রহস্যভেদের কোন সূত্র দেয়া আছে কিনা খুজলাম অনেক। কারণ, মেসেজ টা আমি ধরতে পারলাম না। প্যারালাল কেন বুঝতে পারলাম না। এমন কি চপ বোর্ড, ছুরি, ক্লান্ত চোখের অশ্রু গ্রন্থি আর শেষে ঘুমিয়ে পড়া'র সাথে সূত্রতাটাও বুঝতে পারলাম না।
লেখক, এই অনুযোগ শুধুমাত্র পাঠকের ব্যার্থতা থেকে প্রসূত। লেখকের ক্ষমতার প্রতি বিন্দুমাত্র সন্দেহ থেকে নয়।
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬
মাক্স বলেছেন: আপনি অনেক সময় নিয়ে লিখটা পড়েছেন ভেবে সত্যিই আমার ভালো লেগেছে।
দুইজন ব্যক্তির ঠিক একই রকম দুঃখ তবে তাদের ট্র্যাক আলাদা প্যারালাল শব্দটা দিয়ে এইটাই আনতে চাইতেসিলাম।
কিছু কিছু জঘন্য স্মৃতি কোনভাবেই ভুলতে পারা যাচ্ছে না। অনেক চেষ্টার পরে ঘুমিয়ে পরি আবার পরদিন নানা উছিলায় সেগুলো ফিরে আসে। ব্যক্তিগত অভিমত।
কোন কারণে হয়তো লিখার মধ্যে ঠিকভাবে ফুটিয়ে উঠাতে পারলাম না।
তবে পাদটীকা টা আরেকবার পড়েন।
সুন্দর বিশ্লেষনমূলক মন্তব্য পেয়ে ভালো লাগলো।
ভালো থাকবেন!
৫৪| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০১
কালা মনের ধলা মানুষ বলেছেন: ধুর, এই ননসেন্স বুলশিট দিয়ে কাজ হবে না। লেখক মাক্স এখন আর সেই পর্যায়ে নেই যে, এই সব হাবি জাবি উসিলা দিয়ে পার পেয়ে যাবে।
অনেক সময় দূর্বোধ্য কিছু ক্ল্যাসিক মর্যাদা পেয়ে যায়, আমি নির্বোধ সেই দলে নেই। যেটা বুঝিনা, সেটা আমার বুঝতে হবে, না বুঝলে তা আমার কাছে মূল্যহীণ।
মাক্স, জানি না কেন, এই লেখাটা একটা অবসেশন হয়ে গেল। আবারো পড়লাম। ভাল লাগা থেকে এবং না বুঝতে পারার যন্ত্রনা থেকে।
০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬
মাক্স বলেছেন: আপনার এই পাঠকসুলভ অনুযোগ এবং একই সাথে অগ্রজপ্রতিম শুভকামনা অবশ্যই আমি মনে রাখব।
আপনার মন্তব্য পড়ার পর লিখাটা ৩য় বারের মত পড়লাম।
ঠিক মুহূর্তে নিজেকে ভাগ্যবান মনে করছি এই ভেবে যে লিখটা আপনার কাছে ভালো লেগেছে।
ভালো থাকবেন ভাই!
৫৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:২০
একজন আরমান বলেছেন:
আপনার লেখা পড়লেই কেন জানি আমি হিপ্নোটাইজড হয়ে যাই।
মন খারাপের গল্পে ভালো লাগা।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৬
মাক্স বলেছেন: বরাবরের মতই উৎসাহমূলক মন্তব্য পেয়ে ভালো লাগলো।
পড়ার জন্য অনেক ধন্যবাদ আরমান ভাই।
ভালো থাকুন!
৫৬| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫
হাসি .. বলেছেন: মন ছুঁয়ে গেল বলেই লগইন হলাম অনেক দিন পরে।
++++++++++++++++++++
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৯
মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ হাসি।
ভালো থাকুন।
৫৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সব লিখা রসিয়ে রসিয়ে পড়ে তার পর কমেন্ট করবো ।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪
মাক্স বলেছেন: এখন নিশ্চয়ই ব্যস্তাতা কাটসে??
পড়ুন! আপনি পরলে আমি খুশি হব।
শুভকামনা!
৫৮| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:০৬
এম হুসাইন বলেছেন: ফারজানা শিরিন বলেছেন: ইশশ আমার যদি এরকম একটা পিচ্চি থাকত। এভাবে এসে আমাকে জড়িয়ে ধরত।
পোস্টে +
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:১০
মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ এম হুসাইন।
ভালো থাকবেন!!
৫৯| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯
জাওয়াদ তাহমিদ বলেছেন: একই দিনে আমরা আমাদের রাজকন্যাকে হারিয়েছি।
আমি লেখার মাঝামাঝি এসেই বুঝতে পারছিলাম এমন কিছু এটা হবে।
লেখনীর অনুভুতি গুলো মনের একদম গভীরের।
০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯
মাক্স বলেছেন: পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ জাওয়াদ তাহমিদ।
ভালো থাকুন!
৬০| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৩
ইনকগনিটো বলেছেন: গল্পটা আদ্রতায় ভরা। মনটা ভারী হয়ে যায়।
ভালো লাগলো খুব। শুভেচ্ছা, মাক্স ভাই।
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫
মাক্স বলেছেন: যাক অবশেষে পড়লেন!
আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।
ভালো থাকবেন!
৬১| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিনুর ভাইয়ের বিচার চাই
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩
মাক্স বলেছেন: বিচার হবে। অবশ্যই হবে।
তয় উনি করসেডা কি??
৬২| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮
বৃতি বলেছেন: চমৎকার লিখেছেন! ভাল লেগেছে ।
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২
মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ বৃতি।
ভালো থাকবেন!!
৬৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৯
ইয়াসিন কবির বলেছেন: অসম্ভব রকমের ভালো লাগলো। ননসেন্স রাইম না থাকলেও কিন্তু ননসেন্স স্টোরি লিখতে কোন মানা থাকতো বলে মনে হয়না। তবে আপনার সব গল্পে এত কষ্ট কেন এটা বুঝতে পারিনা!
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৭
মাক্স বলেছেন: কষ্টে কষ্ট ক্ষয়। এই চিন্তা থেকেই একটু চেষ্টা আরকি।
পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ইয়াসিন ভাই।
ভালো থাকুন!!
৬৪| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২
ইখতামিন বলেছেন:
৩৩ তম ভালো লাগা.
বহু দিন পর পড়লাম.
অনেক ভালো লিখেছেন.
০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮
মাক্স বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ইখতামিন।
ভালো থাকবেন!!
৬৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৪
কালীদাস বলেছেন: ক্লাসিক হইছে কইলে পাম মারা হইব। বাট দ্যা ট্রুথ ইজ- আসলেই ভাল হইছে
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩২
মাক্স বলেছেন: এন্ড এনাদার ট্রুথ ইজ আপনি পড়েছেন দেখে খুশি হলাম!
ধন্যবাদ।
৬৬| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৫
মারুফ মেহেদী বলেছেন: বাবা বাবা লাগে ...........
ভালো হইছে । অন্যরকম ভালো
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০১
মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ মারুফ মেহেদী।
আজকাল কম দেখি, কারণ কি?
৬৭| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯
নাজিম-উদ-দৌলা বলেছেন: আগেরটা কেমন হয়েছিল জানিনা। তবে রি রাইট লেখাটাও খারাপ হয়নি। অন্যরা কি বলে জানিনা, আমার কাছে খুব ভাল লেগেছে।
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭
মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন।
৬৮| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২০
দানবিক রাক্ষস বলেছেন: কষ্ট পেলাম।
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩
মাক্স বলেছেন: আহহারে!!!!
৬৯| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
সপ্নাতুর আহসান বলেছেন: পোস্ট পড়ে হিপ্নোটাইজড। কি বলব বুঝতে পারছি না
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩০
মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন!
৭০| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩
এরিস বলেছেন: নতুন রোগী আপনার সামনে হাজির...
ভালো করার দায়িত্ব আপনার...
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২
মাক্স বলেছেন: মন্তব্য কি এই পোস্টের? নাকি ভুলে করে ফেলেছেন?
৭১| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:৪০
আরজু পনি বলেছেন:
আপনার লেখাটা পড়তে পড়তে আমার দু'জন প্রিয় মানুষের কথা মনে পরে গেল, যাদের দু'জনেই প্রথম সন্তান হিসেবে কন্যাকে প্রাধান্য দিয়ে থাকেন।
মন খারাপ হয়ে গেল...অদ্ভুত সুন্দর করে লিখেছেন!
২১ শে মার্চ, ২০১৩ রাত ২:২২
মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু। আপনাদের উৎসাহমূলক মন্তব্য পেলে খুশি হই!
ভালো থাকবেন!!
৭২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৪
শামীম আরা সনি বলেছেন: জানেন আমার ও এরকম হয় একটা পোস্ট লেখতে লেখতে প্রায় সময় ভ্যানিস হয়ে যায়
তখন মেজাজ খারাপ হয় আর পোস্ট দেইনা
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৭
মাক্স বলেছেন: হা হা হা
আমার হয় এমন মাঝে মাঝেই। পরে আবার লিখি, তবে নতুন একটা আইডিয়া পাইসি। সেটা ফলো করতেসি এখন ার হারাবে না!
পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন!
৭৩| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪
এন এফ এস বলেছেন: একজন আরমান বলেছেন:
আপনার লেখা পড়লেই কেন জানি আমি হিপ্নোটাইজড হয়ে যাই।
মন খারাপের গল্পে ভালো লাগা।
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯
মাক্স বলেছেন: পড়ার জন্য এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ এন এফ এস !
৭৪| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০৪
শান্তির দেবদূত বলেছেন: একটা গল্প পড়েই আপনার ফ্যান হয়ে গেলাম। লেখাটা অদ্ভুত আবেগ দিয়ে ভরা। শব্দ চয়ন, লেখার স্টাইল, গল্পের গতিপ্রকৃতি, চরিত্রগুলো দৃশ্যায়ন সব মিলিয়ে একটি পরিপূর্ণ ছোট গল্প।
অনেকদিন ব্লগে না থাকার দরুন ভাল লেখকদের খুজে খুজে বের করতে হচ্ছে। আপনার বাকি লেখাগুলোও ধীরে ধীরে পড়ে ফেলতে হবে।
০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০০
মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:৩৫
ফারজানা শিরিন বলেছেন: অনুভূতির তীব্রতা যতই হোক তাকে লোকচক্ষুর আড়ালে রাখাটাই বুদ্ধিমানের কাজ। একজন সামাজিকভাবে স্বীকৃত সফল এবং একইসাথে ব্যক্তিগতভাবে হতাশ ও দুঃখিত ব্যক্তিকে অবশ্যই আড়ালে থাকা উচিত।
>এই লাইনটুকু পড়ে এত ভালো আর সত্যি মনে হলো যে সাথে সাথে এত টুকুর জন্য একটা ধন্যবাদ দিলাম ।