![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ গেসে উল্টাইয়া আগে সাপ্তাহ দুইদিন ঘুমাইতাম আর এখন পাচদিন ঘুমাইতে হয়।
উফফ কি যে পরিশ্রম।
তো যাকগা যা কইতাসিলাম দেশ উল্টাইয়া গেসে তাই ফ্রি ক্লাসও উল্টাইয়া দিলাম। আজকের ক্লাস ফ্রি না। চার্জ দিতে হইবেক।
কি চার্জ কৈতাসি আগে ক্লাসের গুষ্ঠি উদ্ধার করি
আজকের টপিক ব্লগীয় ক্যাচাল।
ব্লগ আর ক্যাচাল দুইটা শব্দ একে অন্যের পরিপূরক সেই সৃষ্টির আদিকাল থেইক্যা
আজাইরা প্যাচাল বন্ধ সিদা টপিকে হান্দাই।
ছোডুবেলায় পড়সিলাম
ক্যাচাল যে করে আর ক্যাচাল যে সহে তব ঘৃণা যেন তারে............?
এক্সেক্টলি। এইডাই কইতে চাইসিলাম।
তয় নতুন ব্লগারদের সহিত ক্যাচালের কোন যোগাযুগ না থাকলেও প্রায়ই নতুনরা এসে ক্যাচালে হান্দায়।
আই মিন পৈড়া যায়।
কোন একটা ক্যাচাল পুষ্টে ভুলেও কমেন্ট করতে যাইবেন না এইটা আমায় আর্নেস্ট হেমিংওয়ে
থুক্কু আর্নেস্ট রিকুয়েস্ট!
বেশীরভাগ ক্যাচালের সুতা অনেক ভিতর থেকে প্যাচ লাইগা থাকে।
যেনতেন প্যাচ না একেবারে হেডফোন টাইপের সুলেমানী প্যাচ!
তাই এগুলা ইগ্নর করাই ব্লগের পরিবেশের জন্য মঙ্গলজনক!
একটা সাবজেক্ট ছিল আমাদের লিডারশিপ বিষয়ে কিছু পড়াশুনা ছিল ঐখানে। কোন ক্যাচাল ঠান্ডা করার প্রাথমিক এবং সবচেয়ে কার্যকর উপায় দেয়া ছিল ইগনোরেন্স।
পাত্তা না দেওয়া।
পাত্তা দিয়া দুই একটা কমেন্ট করলেই ক্যাচালবাজদের পোয়া সোয়া সাড়ে তের।
উহারা ঠিক এইটার জন্যই ঘাপটি মাইরা থাকে।
মূলকথা:
ক্যাচালকে ইগ্নোর করি
সুস্থ সুন্দর ব্লগিং করি
[এইডা কিন্তু সিরিয়াস কথা]
ক্লাস শেষ!
আরে কই যান কৈসিলামনা এইটা ফিরি ক্লাস না।
এই ফাঁকে আরেকটা কথা কৈয়া দেই। কিছুদিন যাবত খিয়াল করলাম
অনেকেই পোস্টে লিখে দেয়
ভালো লাগা, প্লাস, +++ ইটিসি।
কিন্তু তার আগে
এই বাটনটাতে গুতা দেয়ার কথা বেমালুম ভুলে যায়।
আপনি যখন ভালো লেগেছে বা প্লাস লিখেছেন কমেন্টে তার আগে অবশ্যই নিশ্চিত করু ন এই খানে একটা গুতা দিয়েছেন।
আজকের ক্লাসেরও চার্জ নাই এমনিই একটু ডর দেহাইসিলাম।
নারী দিবস নিয়া কোন কথা কি বলব??
নাহ দরকার নাই। মনে মনেই থাক।
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
মাক্স বলেছেন: না কমু না
২| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
মাক্স বলেছেন: দেশ আসলেই উল্টাইয়া গেসে। কারেন্টটাও গেলগা! কমেন্টের এন্সার ক্যামনে দেই
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৬
মাক্স বলেছেন: আই এম ব্যাক
৩| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
গেমার বয় বলেছেন: গুতা দিলাম।
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
মাক্স বলেছেন: ইছছ। নাউজুবিল্লা
৪| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
বিডি আমিনুর বলেছেন: ক্যাচালকে ইগ্নোর করি
সুস্থ সুন্দর ব্লগিং করি
আজকের ক্লাসের চার্জ কিন্তু দিয়েদিলাম দ্বিতীয় নাম্বারে আমি দিছি
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
মাক্স বলেছেন: চার্জ কারে দিলেন?
এইটা তো ফিরি কেলাস
৫| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: লাইক দিছি স্যার
বাট মাইনাস দিলে বুজে কেম্নে আমি বুজি না।কেম্নে বুজমু?
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
মাক্স বলেছেন: ওয়ান্স আপন এ টাইম!!
এখন মুবাইল ভার্সনে পাওয়া যায়!
৬| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০
মাঞ্জু বলেছেন: আপনি-আমি ক্যাচাল অপছন্দ করি। কিন্তু মডারেশন কি ক্যাচাল অপছন্দ করে ????
যত ক্যাচাল তত হিট !! জয় হোক ক্যাচালের !!
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
মাক্স বলেছেন: এইডা কি কইলেন
৭| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
খায়ালামু বলেছেন: গুতা দিলে ব্যাথা পাইবেন নাতো ???
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
মাক্স বলেছেন: ডিপেন্ডস অন কারে গুঁতা দিতাসেন
৮| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
দূর্যোধন বলেছেন: ক্লাসে আসলাম, নতুন কিছু যদি শিখাইতেন
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
মাক্স বলেছেন: সবুরে মেওয়া ফলে
৯| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
আমি মুখতার বলেছেন: হুর মিয়া, কি শিখাইলেন?? এইডা তো সব্বাই জানে! এইরাম ফাউল কিলাস লইলে কিন্তু মাইনা দিমু না।
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
মাক্স বলেছেন: কস্কি মমিন??
১০| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
কাজী মামুনহোসেন বলেছেন: বেশীরভাগ ক্যাচালের সুতা অনেক ভিতর থেকে প্যাচ লাইগা থাকে।
যেনতেন প্যাচ না একেবারে হেডফোন টাইপের সুলেমানী প্যাচ!
তাই এগুলা ইগ্নর করাই ব্লগের পরিবেশের জন্য মঙ্গলজনক!
আজকের ক্লাস থেকে এই কথা শিখার প্রথম সর্বপ্রথম আপনারে ইগ্নর করাই ব্লগের পরিবেশের রক্ষার জন্য সচেষ্ঠ হইলাম.....
তবে লাইক বাটনে গুতা মারতে মারতে কিন্তু ভুলি নাই ...
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
মাক্স বলেছেন: ইস্টুডেন্ট অফ দ্যা ইয়ার
১১| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
অবলোহিত বলেছেন: আমি মুখতার বলেছেন:
হুর মিয়া,
কি শিখাইলেন??
এইডা তো সব্বাই জানে!
এইরাম ফাউল কিলাস
লইলে কিন্তু মাইনা দিমু
না।
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
মাক্স বলেছেন: কস্কি মমিন??
১২| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
ভুল উচ্ছাস বলেছেন: ভাইলোগ আসেন আমরা মতবাদ মাক্সের সাথেই ক্যাচাল শুরু করি।
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
মাক্স বলেছেন: ভুল জায়গায় উচ্ছাস
১৩| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
তন্দ্রা বিলাস বলেছেন: স্যার আমি আসনু, দেখি কিছু শিখতে পারি কি! আমাহারে এলাকায় (রাজশাহীতে) ক্যাচাল লাগলে কেও কাহুখে ধইরতে যায়না। যারা করে তারা লিজেরায় করে ।
আমিও এই পদ্ধতি মাইনা চলি।
ধন্যবাদ।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৮
মাক্স বলেছেন: আপনেও তো দেখি বিরাট ভালা ইস্টুডেন্ট!!!!
১৪| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
*কুনোব্যাঙ* বলেছেন: ভালা কথা কইছেন স্যার। এখন থিকা আর কোন ক্যাচাল সহ্য করা হইব না। দরকার হইলে ৫০টা মাল্টি খুইলা ক্যাচালবাজদের বিরুদ্ধে ফাইট দিমু!!!!
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:১০
মাক্স বলেছেন: নেন কাম সারছে
১৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:০২
গ্রাম্যবালিকা বলেছেন: মাক্স স্যার! আজ নারী দিবস! মেয়ে ছাত্রীদের খাতির করতে হয়, বলেন প্লিজ! এতো কিপটামি করলে লাইক ফিরায়ে নিমু।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:১১
মাক্স বলেছেন: আই বিলিভ ইন সমঅধিকার
১৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৬
অনীনদিতা বলেছেন: হা হা
আমি কিন্তু লাইক বাটনে গুতা দিয়েছি
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:১২
মাক্স বলেছেন: ইস্টুডেন্ট অফ দ্যা ইয়ারের আরেকজন নমিনি পাওয়া গেল
১৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৫
অনীনদিতা বলেছেন:
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৩
মাক্স বলেছেন: ওয়েলকাম!!!!!!!!!!
১৮| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:২২
রেজোওয়ানা বলেছেন: Thank u sir!
Note koira rakhlam.
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৫
মাক্স বলেছেন: আমি ভাবতেছিলাম আজকেই আপনি আমার পোষ্টে আসবেন!!
ভালো থাকবেন!!
১৯| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৩
ভুল উচ্ছাস বলেছেন: পুলাপান নাকি অর্ধেক শাহাবাগে, এই আন্দুলুন শেষ হোক তারপর দেখবেন ক্যাচাল কারে কয়।
সর্বশেষ না বুইঝাই ক্যাচাল পোষ্টে কমেন্ট দিয়া এক্কেরে ক্রসফায়ারের মধ্যে পইড়া গেছিলাম।
বহু কস্টে জান হাতে লইয়া পালাইছি।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৯
মাক্স বলেছেন: আমি দেখসি ব্রো। বলতে হবে না।
বেটার লাক নেক্সট টাইম।
২০| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৭
গ্রাম্যবালিকা বলেছেন: লাইক তুলে নিবো।
এখনো কিছু বলবেন না??
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২১
মাক্স বলেছেন: কি দিন আইলো ছাত্রছাত্রীরা আজকাল স্যারেরে থ্রেট দেয়
২১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: স্যার আমি তো ডাবল ক্লাস করলাম।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৪
মাক্স বলেছেন: ৮ নম্বর কমেন্ট?
২২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৯
ইয়াসিন কবির বলেছেন: মন্তব্য না করাটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। তয় দোষ পুরাটা আমার না। আজকেও লাইক মারতে গেলাম কয় লগইন করা লাগবো। আরে লগইন থাকইলেই তো পারে।
যাউকগগা ফ্রি ক্লাস করতে ভালা লাগে না তাই কষ্ট করে লগইনটা করলাম। ধইণ্যা আপনারে ক্লালাগাছের জন্য। বহুদিন ক্লাস করিনা। :-& :-&
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৭
মাক্স বলেছেন: কষ্ট করে ক্লাস করার জন্য ধইন্যা
২৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৮
লুক্কায়িত বলেছেন: আসলেই ভাই ঠিক বলেছেন। আর কমেন্ট যদি কারো মতের বিরুদ্ধে যায় তাহলে তোঁ কথাই নেই সাথে সাথে ট্যাগ লাগিয়ে দিবে। আর কত যে মাল্টিনিক নিয়ে ঝাপিয়ে পড়ে। এরা আসলে আলোচনা করতেই চায় না। সবাই চায় জিততে আর নাহয় কারো ইচছা পূরণে এরা কাজ করে থাকে। এখানে মত প্রকাশ করে কোন লাভ নাই।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩২
মাক্স বলেছেন:
২৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০০
লুছিফার বলেছেন: স্যার ।
আপনের লেকচারটা সেই কবে আমার অন্তরে গাইত্থা আচিলো ।
প্লাস দিলুম ।
ধইন্যবাদ দিতে ভুইলেন না
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৩
মাক্স বলেছেন: ওকে লুছিফার ধইন্যা দিলাম
২৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
কত্ত কিছু যে শেখার আছে !!! স্যার এমন আরও ক্লাস নিলে ভাল হয়।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৮
মাক্স বলেছেন: কেলাস অবশ্যই লওয়া হইবে
২৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৬
পেন্সিল চোর বলেছেন: খাইছে রে!! আমি আজকে ক্লাসে লেট কইরা আইলাম!! স্যার রাস্তায় জ্যাম আসিল হেল্লাইগা লেট অইয়া গেসে গা।
সো সরি স্যার।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৩
মাক্স বলেছেন: পিছনের বেঞ্চ এখনো খালি আছে
২৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৪
পেন্সিল চোর বলেছেন: আমি কিন্তু জন সিনার হাতে গুতা দিসি
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৬
মাক্স বলেছেন: এর লাইগ্যাইতো চেহারার এই অবস্থা
২৮| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৩
কাজী মামুনহোসেন বলেছেন: স্বীকৃতি দেয়ার জইন্য ধইন্যবাদ, জনাব ....
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৫
মাক্স বলেছেন: ওয়েলকাম!!
২৯| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮
শিপু ভাই বলেছেন:
আপনার কেলাশ করে ঝাতি ব্যাপক উপকৃত হইল!!! আম্নেরে জাঝা!!!
++++++++++++++++++
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৪
মাক্স বলেছেন: জাঝাসহ পেলাস বুঝিয়া পাইলাম!
আন্নেরে ধইন্যা
৩০| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:১১
বোকামন বলেছেন: সম্মানিত মাক্স,
“পাত্তা না দেওয়া”
আচ্ছা
হূম
আআআ ......
ক্যাচালবাজদের ক্যাচাল পাত্তা না দেওয়াই ভালো : সহমত
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২০
মাক্স বলেছেন: এইতো বুইঝ্যা ফেলাইসেন
৩১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৬
লিন্কিন পার্ক বলেছেন:
সালাম স্যার ক্লাস এ কিন্তু আমার পূর্ণ মনোযোগ ছিল
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৯
মাক্স বলেছেন: হ আমি দেখসি পিছনে বইস্যা আপনি কোন কথাই বলেন নাই
৩২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৭
সেলিম আনোয়ার বলেছেন: amakey kichhu shikhan sir ami comment kortey geley english lekha ashey kotokkhon porey abar banগলা আসে ।এখন আমি বাংলেশ ভাষায় কমেন্ট করি এই যেমন এখন করলাম লোকে আমারে তারছিড়া ভাববে স্যার আমাকে বাচান স্যার..আমার তার কিন্তু ছিড়া না।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩২
মাক্স বলেছেন: চিন্তার বিষয়।
আইচ্ছা নেক্সট কেলাসে যোগাযোগ করেন। দেখি একটা ব্যবস্থা করা যায় কিনা
৩৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৯
সেলিম আনোয়ার বলেছেন: এতক্ষনে গুতা দিবার পারলাম আমার মনে হয় লাইক মারা সিজ করা হয়।সবসময় লা্ইক দিতে পারি না।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৭
মাক্স বলেছেন: হা হা হা
৩৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৫
প্রেম_হীন_পথিক বলেছেন: হেই সহাল থাইক্কা কেলাশ করছি, হরতালের দিনেও বাদ গেওল না। একটু শান্তির লাগি সামুতে আইলাম, এইহানেও কেলাশ। খেলমু না, বহুত হয়ছে।।
একটা ছিগারেট দেন, মাথাডা ধরছে, কেলাশ বুঝতাছি না।।
ভাইও থুউক্কু স্যার, আর কেলাশ নিয়েন না কইলাম, পরেরবার ঢাকা মেডিকেল এ সিট ভাড়া নিয়ে কেলাশে আইবেন নইলে কি অইব কইতে পারতাছি না।
ভালা থাইকেন।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪০
মাক্স বলেছেন: আহারে কি কষ্ট কি কষ্ট চউক্ষে পানি আইসা গেলো
৩৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪
প্রেম_হীন_পথিক বলেছেন: ্মিয়া ভাই থুউক্কু সা্, ছিগারেট দিলেন না কেন?? মাথাডা আওলাইয়া গেল।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৬
মাক্স বলেছেন:
৩৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০২
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: স্যার ক্লাস মিস করছি ...
বাসায় গেলে প্রাইভেটলি পড়াইবেন তো ??
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৫
মাক্স বলেছেন: ডিপেন্ডস অন ছাত্র অর ........
৩৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩
আমি তুমি আমরা বলেছেন: লেকচার শুনতে শুনতে ঘুমায়া পড়ছিলাম। কিসের উপর জানি লেকচার দিচ্ছিলেন স্যার???
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৭
মাক্স বলেছেন: চেয়ারের উপর
৩৮| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫
একজন আরমান বলেছেন:
+ বাটন তো টিফি দিছি।
এখন কি হপে?
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৯
মাক্স বলেছেন: চিন্তা কইরা লই। আপনে আরো কিছুক্ষণ ঘুমান
৩৯| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: স্যার মুতা ধইরছে বাইরে যামু :-<
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৩
মাক্স বলেছেন: যান যান তাড়াতাড়ি যান
৪০| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আয়া পড়সি ছার! নামটা খাতায় টুকি ফালান!
আর পেলাস বাটনে টিপ দিছি।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০
মাক্স বলেছেন: গুড!!
পিছনের বেঞ্চ এখনো খালি আছে
৪১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৭
লুছিফার বলেছেন: জনৈক গণ্ডমূর্খ বলেছেন: স্যার মুতা ধইরছে বাইরে যামু ।
-
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫
মাক্স বলেছেন: ফলো জনৈক গণ্ডমূর্খ
৪২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০
লুছিফার বলেছেন: গন্ডমূর্খ আমার ভচ
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
মাক্স বলেছেন: লাইক জলিল পম গানা
৪৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: পিছের বেঞ্চে হৈলে সমস্যা নাই। তয়ে জানলার পাশে লাগবো।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৯
মাক্স বলেছেন: আইচ্ছা ঠিকাসে
৪৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ষাড় টিফিন আওয়ারের লাগি বেরেক দিবেন না?
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৫
মাক্স বলেছেন:
এই লন বিরিক
৪৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
লুছিফার বলেছেন: ইয়েস ।
আই অলসো পম গানা /
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৬
মাক্স বলেছেন:
৪৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৫
স্বপনবাজ বলেছেন: ক্লাসে তো মেলা লেট করে হান্দাইসি ! তয় বুঝবার পারছি ইগনোর করতে কইছেন ! আমিও আজইরা প্যাচাল পাত্তা দেইনা ! তয় গায়ের উপর আইসা প্যাচাল পারলে কিন্তু ছাড়াছাড়ি নাই স্যার......।।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪
মাক্স বলেছেন: আমিও এইডাই কই
৪৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৭
আমিনুর রহমান বলেছেন: চ্যার ২১ নম্বর ভালোবাসা থুক্কু ভালো লাগা দিলাম।
ক্যাচাল দেখলেই ক্যাচাল কইরা ক্যাচাল বন্ধ করতে হইবে
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৭
মাক্স বলেছেন: ক্যাচাল দেখলেই ক্যাচাল কইরা ক্যাচাল বন্ধ করতে হইবে
ক্লাসটা মাঠে মারা গেল
৪৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১
জনৈক গণ্ডমূর্খ বলেছেন:
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:১৯
মাক্স বলেছেন: খাইছেরে ডরাইছি ভচ। এইবারের মত ক্ষেমা দেন
৪৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৩
অদ্বিতীয়া আমি বলেছেন: লেট হইলেও আইসা পড়ছি , ইন্টারেস্টিং টপিক দেইখা
+ দিলাম , এইবার লেকচার শুনি ,
আমিনুর রহমান বলেছেনঃ ক্যাচাল দেখলেই ক্যাচাল কইরা ক্যাচাল বন্ধ করতে হইবে
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২৩
মাক্স বলেছেন: একবারত ক্লাসটা মরসেই আপনার কমেন্টের লগে লগে একদানে আত্মা হইয়া গেলু
৫০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২২
সিলেটি জামান বলেছেন: ভাইজান আছেন কিরাম। দীর্ঘদিন পর ব্লগে ঢুকিয়া পরথমেই আপনার ফ্রি ক্লাস পাইলাম
আহ্ সব জাগায় যদি এইরাম ফ্রি পাওয়া যাইতো তাইলে লাইফের জীবন নিয়া আর চিন্তা করন লাগতো না
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২৬
মাক্স বলেছেন: এক্কেরে ঠিক সময় ক্লাসে হান্দাইসেন। মাত্রই ক্লাসটা ইন্তেকাল ফরমাইল।
ইন্না লিল্লাহ......
আছি ভালই। আপনারে ইদানীং কম দেখি।
আছেন কিরাম??
৫১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৬
একজন আরমান বলেছেন:
ঘুম হপে না।
একটা বেঞ্চু দেন। ফুঁকতে থাকি।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:০২
মাক্স বলেছেন: নাউজুবিল্লাহ।
কি খারাপ পুলাপাইনরে বাবা
স্যারের কাছে বিড়ি খুঁজে
বাই দ্যা ওয়ে হ্যাপি বার্থডে
৫২| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪০
বৃতি বলেছেন: লাইক বাটনটাতে গুঁতা দিয়ে প্লাস দিলাম ।+++ ক্লাসের সাবজেক্ট ভাল লেগেছে ।
০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮
মাক্স বলেছেন: প্লাস বুঝিয়া পাইলাম
৫৩| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩০
চলতি নিয়ম বলেছেন: ষাড় গুতা ছাড়া + দিলাম।
নেকস্ট কিলাস তা কিসের উপ্রে হইবে??
০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৯
মাক্স বলেছেন: চলতি নিয়মের উপ্রে
৫৪| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৮
s r jony বলেছেন: ভাললাগা দিয়া তারপর লিখলাম
০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২০
মাক্স বলেছেন: আইচ্ছা ঠিকাসে!!
৫৫| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
ফারজানা শিরিন বলেছেন: hahahahhahaha.
১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৩
মাক্স বলেছেন:
৫৬| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৩
রোকেয়া ইসলাম বলেছেন: আমি কিন্তু আপনার ক্লাসটা ভালো করেই ফলো করলাম।
আর যাবার আগে আপনার দেয়া বাটনটাতে গুতা দেয়ার কথা একটুও ভুলি নাই......।
দেখেছেন আমি কত ভালো ছাত্রী?
১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৬
মাক্স বলেছেন: ইয়েস দশে দশ পাইসেন!!!!!!!!!
৫৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৭
মামুন রশিদ বলেছেন: কোন ক্যাচাল ঠান্ডা করার প্রাথমিক এবং সবচেয়ে কার্যকর উপায় ইগনোরেন্স।
ক্যাচালকে ইগ্নোর করি
সুস্থ সুন্দর ব্লগিং করি
ডাবল ফী দিসি স্যার । (প্রমান রাখছি, ২৯ নাম্বার )
একটা আপ্নের পোস্টে, আর একটা লেইট ফাইন
১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৮
মাক্স বলেছেন: এতদিন পরে কইত্তে আইসেন
৫৮| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: notun premer kobtey likhechi ..priotomeshu.....dawat max
১২ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪২
মাক্স বলেছেন: পড়েছি!!!
৫৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৪
জাওয়াদ তাহমিদ বলেছেন:
লাইক বাটনে গুতা দেওয়াই ছাড়লেন মাক্স ভাই।
কেলাস বালা অইচে।
১২ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৩
মাক্স বলেছেন: ধইন্না
৬০| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:২৬
নিয়েল ( হিমু ) বলেছেন: আমার মুল্যবান গুতাটা ৩১নাম্বার স্থান পাইছে ষাড়
ষাঢ় ষাঢ় বেপুক ক্যাচালিওন ((আপনে তো বিরাট চিজি ছানিলিওন ভাবেন কেন ? )) জ্ঞান পাইলাম ষাঢ়
১২ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৪
মাক্স বলেছেন: মাইনাচ দেয়া হইল
৬১| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৫
ফারজানা শিরিন বলেছেন: চোখ গুল্লা গুল্লা কেন ভাইজান ???
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬
মাক্স বলেছেন: পরীক্ষায় সবসময় পাইতে পাইতে অভ্যাস হয়ে গেসে তো তাই
৬২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৮
দানবিক রাক্ষস বলেছেন: স্যার ম্যাক উপ ক্লাস কি করাবেন না?
আমি দুব্বল ছাত্র।
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২
মাক্স বলেছেন: হবে অবশ্যই হবে!!!!
৬৩| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৫
নাজিম-উদ-দৌলা বলেছেন: নারী দিবস পালন নিয়া ফেসবুকে দু চার কথা কইছিলাম! নারীরা তাহার এমন প্রতিবাদ করল যে আর জীবনে নারীদের নিয়া কথা বলার সাহস হইবে না!
ইদানীং মনে হচ্ছে ব্লগে আইডি খুললেই জেনারেল বানায় দেয়! আমি এমনও দেখছি যে ২ সপ্তাহ আগে আইডি খুলছে, কোনও পোস্ট দেয় নাই, সেও কমেন্ট করতে পারতেছে! অথচ আমার জেরারেল হতে তিন মাস লেগেছিল!
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪
মাক্স বলেছেন: আমারও জেনারেল হইতে মাসচারেক লাগসিল।
এখন তো দুই এক দিনে জেনারেল করে দিতেও দেখসি।
কি আর বলব?
৬৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৪
মোঃ নুর রায়হান বলেছেন: আপনার তো বরাবর ফ্যান আমি।
আপনার শব্দচয়ন অনেক চমৎকার।
সত্যিই ভালো লাগলো।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৪
মাক্স বলেছেন: ওরে বাবা একেবারে ঠিক সময়ে আইছেন! এমনেও গরমকাল আইয়া পড়ছে এইসময়েই আপনেরে দরকার!
৬৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৪
মোঃ নুর রায়হান বলেছেন: আপনার তো বরাবর ফ্যান আমি।
আপনার শব্দচয়ন অনেক চমৎকার।
সত্যিই ভালো লাগলো।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
মাক্স বলেছেন: ঐ
৬৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২
জাবেদ ফেনী বলেছেন: জীবনটাইতো পেচ রে ভাই এই উপ্রি আছি যাক আরো কিছুদিন, পেচে পেচেই যাক পেচের উপ্রেই থাক
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৯
মাক্স বলেছেন: থাকুক মাঝে মাঝে প্যাচ থাকারও দরকার আছে?
৬৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৪
তামিম ইবনে আমান বলেছেন: ক্যাচাল ! আহারে সে দিনগুলি
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯
মাক্স বলেছেন: আহারে সেই টুট টুট গুলি
৬৮| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: ব্লগারদের নিকট সচেতন বার্তা
**************************
ব্লগ বিষয়ে সহজ ভাবে মানুষ কে
জানান , যেন তাদের নানা ক্ষুভ ও ভুল ভেঙ্গে যায়
নয়ত ব্লগার দের ভবিস্যতব্য জীবন নিয়ে এদের রকমারি মতাদর্শে
নানা প্রতিকুলতা দেখা দিতে পারে যা আমাদের মঙ্গলে এখন
প্রেস ব্রিফিং ও মিডিয়ায় প্রচার জরুরি ।
সহজ ব্যক্ষ্যা
ব্লগ কথাটির বাংলা অর্থ আবদ্ধ বা নথি পত্র দলিল দস্তা রাখার বক্স
পরবরতিতে এটাকে আধুনিক বিজ্ঞানী গবেষণায় উন্নত করে লেখার
পড়ার এবং মত প্রকাশের উপযোগী করে সাজানো হয় ।
এখনও সমাজে মানুষ এ বিষয়ে অনেক অজ্ঞ ।
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭
মাক্স বলেছেন: বার্তা বুঝিয়া পাইলাম!
৬৯| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৫
অদৃশ্য বলেছেন:
অনেকেরই কাছে প্লাস বাটনটা প্রিয়জনদের জন্য বা পছন্দের লিখার জন্য.... তাই তারা ক্ষেত্রবিশেষে প্লাসটাকে পাশ কাটিয়ে সময় বাঁচায়... আবার অনেক ক্ষেত্রেই নেট প্রবলেম করে..
এর জন্য তাদের দোষ দেওয়া জায়না... তারা যে এলেন পড়লেন অতঃপর একটি মন্তব্য করলেন এইটাইতো সব থেকে বড় পাওয়া...
সো প্লাসের জন্য মোটেও দুঃখ করবেন না...
ক্লাশটা ভালো লেগেছে... শেষ মেশ যে ফ্রিতেই দিলেন এজন্য আন্তরিক ধন্যবাদ...
শুভকামনা...
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫
মাক্স বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন!
শুভকামনা!!
৭০| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪
ডানাহীন বলেছেন: ব্লগীয় ক্যাচাল মানেই যে বিনুদুন সেটা কি খেয়াল করেন নি স্যার
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪
মাক্স বলেছেন: তা আর বলতে
১৪ ফেব্রুয়ারীর পর থেকে কোন পোস্ট নাই। ঘটনা কি??
৭১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:১০
বটবৃক্ষ~ বলেছেন: কেলাস সেদিনই করেছি...ফি দিতে ভুলে গিয়েছিলাম...
তাই আজ গুতা দিয়ে গেলাম .....
১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০
মাক্স বলেছেন:
৭২| ১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫৩
এম হুসাইন বলেছেন: ক্যাচাল যে করে আর ক্যাচাল যে সহে তব ঘৃণা যেন তারে............?
ক্লাস ভাল্লাগছে
১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩
মাক্স বলেছেন: অনেক দিন পরে আমার ব্লগে আসলেন!!
কেমন আছেন??
৭৩| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১০
এম হুসাইন বলেছেন: আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দুয়া তে আছি...
আসলে কয় দিন খুব ব্যস্থতার মাঝে গেছে তাই আসতে পারি নি... এখন আসব..
ভালো থাকবেন কিন্তু.
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৯
মাক্স বলেছেন: আপনিও ভালো থাকুন!
৭৪| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬
ফারজানা শিরিন বলেছেন: ভাইয়ার কি পরীক্ষা ???
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩০
মাক্স বলেছেন: জী।
দুয়া রাখবেন!
৭৫| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
সপ্নাতুর আহসান বলেছেন: অহনকার কমেন্ট কি গ্রান্টেড হইব ছার??
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩২
মাক্স বলেছেন: না হবে না
৭৬| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৮
মৃত্যুঞ্জয় বলেছেন: হা হা হা
বেশী কইরা চার্জ দিয়া গেলাম, পরে শর্ট পরলে এইখান থেকা নিয়া নিয়েন
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৪
মাক্স বলেছেন: আইচ্ছা ঠিকাছে
৭৭| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৯
ইখতামিন বলেছেন:
ভালো লাগা দিলাম না. চার্জ দিতে কস্ট লাগে.
তবে লাইক বাটনে একটা চাপ দিলাম.
ক্যাচাল যদি নাই করবেন. তাহলে তো সইতেই হপে!!!
আর যদি নাই সহেন. তাহলে ক্যাচালে জড়াইতেই হপে
তবে ইগ্নোর করার মানেই হলো ক্যাচাল সয়ে যাওয়া।
হয় + নয় -
এই দুইটার বাইরে তৃতীয় আর কিছুই নাই. হাহাহা
প্রিয়তে নিয়ে রেখেছিলাম.
আজ পড়লাম. ভালো লাগলো পড়ে.
১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:২১
মাক্স বলেছেন: ধন্যবাদ ইখতামিন। ভালো থাকুন!
৭৮| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
মহামহোপাধ্যায় বলেছেন: ব্যপক কাজের পোস্ট। আমি কিন্তু সত্যই ভালোলাগা দিয়া গেলাম
১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:২১
মাক্স বলেছেন: সত্য ভালো লাগা বুঝিয়া পাইলাম!!!
৭৯| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৭
তাসজিদ বলেছেন: ক্যাচালকে ইগ্নোর করি
সুস্থ সুন্দর ব্লগিং করি
১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:২২
মাক্স বলেছেন: সহমত!!!
৮০| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:১১
কালীদাস বলেছেন:
যা বলার বললাম
১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৫
মাক্স বলেছেন: যা বুঝার বুঝিলাম
৮১| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৭
বাগসবানি বলেছেন: ব্লগে ক্লাস করব কি !!!
ব্লগের প্রথম পাতা তো পুরা ডাস্টবিন হয়ে গেছে । লোকজন কি লেখে - ভুলে ভরা - কথার কোনো ঠিক ঠিকানা নাই - নাই কোনো যুক্তি - কপিপেস্টের কারসাজি - এর চাইতে বিটিভি দেখাও ভাল ।
২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
মাক্স বলেছেন: আপনারা লিখেন না বলেইতো এই অবস্থা
৮২| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮
মেহেরুন বলেছেন: কেমন আছো মাক্স???
২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
মাক্স বলেছেন: জী আপু ভালো আছি!
আপনিও নিশ্চয় ভালো আছেন!!
৮৩| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮
মেহেরুন বলেছেন: Click This Link
২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
মাক্স বলেছেন: পরেছি আপু। সুন্দর লিখা!!
৮৪| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৮
প্যাপিলন বলেছেন: একটার বেশি লাইক দিতে গেলাম, নিতাসেনা............
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৫
মাক্স বলেছেন: কনকি! আমিতো সব পোস্টেই কয়েকটা কৈরা লাইক দেই
৮৫| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪২
সচেতন প্রহরী বলেছেন: ফিরি কেলাস কইরা একটা ফিরি লাইক দিলাম । যতই ভাল ক্লাস লন না কেন আমার ভালা লাগবোনা কারন একটাই আমার কেলাস ছাড়া অইন্য কারো কেলাস আমার বালা লাগেনা ।
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৭
মাক্স বলেছেন: আপ্নিত দেখি অতি সচেতন!
৮৬| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০২
ইনকগনিটো বলেছেন:
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬
মাক্স বলেছেন: আগেই কৈসিলাম এত পান খায়েন না
৮৭| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
ঘুড্ডির পাইলট বলেছেন: উফস্থিত ষাড় ।
উপ্রে আরমান বেদ্দপটায় ছিকারেট চায় ষাড়ের কাছে ।
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:১৯
মাক্স বলেছেন: কয়দিন পরে আইলেন হিসাব কইরা কত দেখি!!
৮৮| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫২
মেহেদী হাসান মানিক বলেছেন: আরমানরে একটা টিচি দিয়া এখা থেইকা বাইর কইরা দেউয়া হউক
২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৬
মাক্স বলেছেন:
আর দেরি কইরা ক্লাসে হাজির হওয়ায় আপনেরে জরিমানা করা হইল
৮৯| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: এই পোস্টটা মিস হইয়া গেসিল।
আজ খপ করিয়া ধরিয়া পড়িয়া ফেলিলাম।
২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:২২
মাক্স বলেছেন: নিজেরে বিরাট জ্ঞানী মুনে হইতাসে। আজকাল প্রোফেসরও আমার ক্লাস করে
৯০| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৮
রুদ্র মানব বলেছেন: কিলাস শেষে পিলাস দিয়া গেছি কিন্তু
২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:২৭
মাক্স বলেছেন: খলি পিলাস দিলেই হবে, নিয়মিত ক্যাচালও করতে হবে
৯১| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭
অদ্বিতীয়া আমি বলেছেন: স্যার আপনের ক্লাস সার্থক । তত্ত্ব কথার পর এই কয়দিন প্রাকটিকাল সহ ক্যাচাল বুঝতে পারলাম । ব্যর্থ ও হইতে পারে । কারন কেউ ক্লাসের মূলকথা মানে নাই ।
এই বার অবশ্য ক্যাচাল পরবর্তী মডুদের এ্যকশন, মডু ব্লগার মন কষাকষি , অভিমানী পোস্ট ইত্যাদি নিয়ে ক্লাস করাইতে পারেন ।
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪
মাক্স বলেছেন: ক্যাচাল বিষয়ক আর কোন কথাই বলা যাবে না।
অভিমানী পোস্টগুলা আমারও খুব মজা লাগে।
কান্না কান্না একটা ভাব দেখতে পাওয়া যায় সবার কমেন্টে
৯২| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮
কালা মনের ধলা মানুষ বলেছেন: কথা কম, লাইক বেশী !!
আগে লাইক বাটনে গুঁতা, তারপর অন্য কথা !!
২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২২
মাক্স বলেছেন:
৯৩| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:৩৫
মহাজাগতিক পাগল বলেছেন: এইডা কি কোনো ক্যাচাল পোস্ট ? সন্দেহ থাকা সত্ত্বেও ইগ্নোর করতে পারলাম না । ফুল চার্জ দিয়া গেলাম ।
৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:২৪
মাক্স বলেছেন: নাহ এইডা এমনি এমনি পোস্ট!!!
৯৪| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:৫০
ইউক্লিড রনি বলেছেন:
ক্যাচাল ঠান্ডা করার প্রাথমিক এবং সবচেয়ে কার্যকর উপায় দেয়া ছিল ইগনোরেন্স। - সহমত মাক্স ভাইজান।
৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:২৬
মাক্স বলেছেন:
থাংকস ইউক্লিড রনি !
৯৫| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩১
প্রত্যাবর্তন@ বলেছেন: ওরে, কত্ত অজানারে
১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২০
মাক্স বলেছেন: হুমমমমমমমম
৯৬| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:০০
বটবৃক্ষ~ বলেছেন: আপনি লক্ষ্য করেছেন কি, কেউ যদি আপনার চেয়ে মন্থরগতিতে হিট হয় তাহলে সে আবাল, আবার দ্রুতগতিতে হলে সে হয় হিটসিকার!
ইজ ইট???
হাহাহাহা!! ওয়েল সেইড ভাইজান!!
আরেকটা ক্লাস নেন না স্যার!!
কেমন আছেন?
সে ভালো আছেতো??
মিস ফেইসবুকিং উইথ ইউ পিপল!!
০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০০
মাক্স বলেছেন: এখন আর নিশ্চয় মিস করছেন না?
৯৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৪
হান্টার১ বলেছেন: আপনি তো দেখি ভালো ই ক্যাচাল এক্সপার্ট
০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
মাক্স বলেছেন:
৯৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫১
একলা ফড়িং বলেছেন: উপস্থিত!
স্যার, একটু দেরী হইলো ক্লাসে অ্যাটেন্ড করতে!
সদ্য জেনারেল হইছি তো :!> তাই দেরী হইলেও ক্লাসটা করে গেলাম
২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০১
মাক্স বলেছেন: লেট বেটার দ্যান নেভার!
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
গ্রাম্যবালিকা বলেছেন: লাইক দিয়ে ক্লাস করলাম। উফ-----হয়রান হয়ে গেছি।
নারী দিবস নিয়ে আমার কমেন্টের উত্তরে কিছু বলেন।