নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস

inside you

মাক্স

নিপাট ভদ্রলোক!

মাক্স › বিস্তারিত পোস্টঃ

প্রাত্যহিক

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৩





প্রিয় পত্রলেখিকা

কেমন আছো?



ধুর বোরিং প্রশ্ন। প্রত্যেকবারই চিঠি লিখতে বসলে এই লাইনটা ছাড়া কিছু মাথায় আসে না। অবশ্য এই যুগে চিঠি লিখা। ভাবতেই কেমন কেমন লাগে। বেশ কিছুদিন ধরে চিঠিটা লিখব লিখব করেও লিখা হচ্ছে না।

এখন বাজে নয়টার মত। আজরাতে যে করেই হোক চিঠিটা শেষ করব।



পত্রের প্রথমেই....



-সাজ্জাদ ভাইয়া

পাশের রুমের হাসান এসে রুমমেট সাজ্জাদকে ডাকলো। একটা ব্যাপার হলো কোন কাজ মনোযোগ দিয়ে করার সময় কেউ না কেউ বাধা দিবেই। রুমে কোন শব্দ আমি সহ্য করতে পারি না। সবসময় পিনপতন নীরবতা দরকার। পিনপতন নীরবতা মানে হল

সিলিং ফ্যানের একটানা খটখট শব্দ

একটু পরপর লাইটার বা ম্যাচ জালানোর মধুর শব্দ

গান বা সিনেমার শব্দ

মাঝে মাঝে পাশের ফ্ল্যাট থেকে ভেসে আসা সদ্য টিনএজে পড়া মেয়েটার উচ্চকন্ঠে বাজানো লুতুপুতু গানের শব্দ।



যার মধ্যে সাজ্জাদ ভাইয়া শব্দটা নেই।

যে ডাকছে তার নাম হাসান। নিশ্চয় মেস সংক্রান্ত কোন অভিযোগ নিয়ে আসছে। প্রায়ই আসে বিভিন্ন অভিযোগ নিয়ে। এসেই সাজ্জাদকে ডাকে।



-কি হৈসে বল। বলে দ্রুত রুম ত্যাগ কর!

সাজ্জাদ ধমক দিতে একমুহুর্তও দেরী করে না।

কিন্তু মাঝখান থেকে আমি পড়ে গেলাম সমস্যায়। চিঠিতে লিখার জন্য যে কয়েকটা লাইন মাথায় ঘুরাঘুরি করছিল সেগুলো আর খুজে পেলাম না। একেবারেই গুরুত্বহীন একটা লোক এর জন্য দায়ী। ধুর!



আবার লিখতে শুরু করলাম।



আজকে সকালে কি হইসে জানো?



এই লাইন চিঠিতে লিখার কোন মানে হয়। সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি সবই পত্রলেখিকা জানে। তাহলে কি লিখব। এখন চিঠি লিখাটা একটা বিরাট শাস্তি মনে হচ্ছে। একটা কবিতা কি লিখে ফেলব?

না কবিতা লিখা আমার কাজ না। ধার করা কবিতা দিয়ে অবশ্য চালানো যায়। তবে অবশ্যই ঠিক জায়গায় ঠিক শব্দ থাকতে হবে। একটা সিগারেট ধরিয়ে চিন্তিতমুখে বসে আছি আর ভাবছি কি লিখা যায় চিঠিতে।



সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন, সন্ধ্যা আসে

ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল

আমার মাথায় হাজার পোকা করে কিলবিল



এইসব লাইন দেখামাত্র আমার উপর দিয়ে ঝড় বয়ে যাবার সম্ভাবনার কথা চিন্তা করে বাদ দিলাম।



-সাজ্জাদ ভাইয়া। আপনি ইমতিয়াজকে কিছু বলবেন না?



কিছুক্ষণ পর আবার হাসানের ক্রোধান্বিত চিত্কানর।

একটু নড়েচড়ে বসলাম। তারমানে অন্তর্রুমীয় কোন্দল। সিনিয়রদের কাছে বিচার নিয়া আসছে। সাজ্জাদ কিছুই শুনতে পায় নি তার কানে বিরাট হেডফোন সামনে পি সি।

আমি বলতে গেলাম, অবশ্যই বিচার হবে কঠিন বিচার। এরমধ্যেই হাসান দৌড়ে নিজের রুমে চলে গেল এবং বেশ কিছু অনাকাঙ্খিত শব্দ শুনতে পেলাম।

রুমমেটদের মধ্যকার শান্তিপূর্ণ আলোচনার মাঝখানে বাধা দেয়াটা কি ঠিক হবে?

সাজ্জাদকে ধাক্কা দিয়ে উঠালাম। ঝড় পরবর্তী দৃশ্যের মঞ্চে কুশীলবের ভুমিকায় অবতীর্ন হবার মহান ব্রত নিয়ে উপস্থিত সবাই।



নিচ থেকে দারোয়ান চলে এসেছে বাকবিতন্ডা ও ধ্বস্তাধস্তির শব্দে। আশপাশের ফ্ল্যাটে বসবাসকারী শান্তিপ্রিয় জনগণ কিরুপ উষ্মা প্রকাশ করেছে তাও জানিয়ে গেল আমাদের।

উদাস ভঙ্গিতে সিগারেটের ধোয়া ছাড়তে ছাড়তে পরিবেশ একটু শান্ত হবার অপেক্ষা করলাম।

যত কঠিন ঝড় তত দ্রুতই শান্ত হবে। সচরাচর এমনটাই হয়। আজও এর বাত্যয় ঘটলো না।

এখন পরিবেশ ঠান্ডা।

দুটোকেই ঘাড় ধরে বের করে দিব নাকি মেস থেকে?

নাহ এতরাতে ব্যাপারটা অমানবিক দেখায়।

যথাসম্ভব কঠিন গলায় কিছু নির্দেশ জারি করলাম। এটাই শেষ মাস তোমাদের। পরবর্তী মাসের একতারিখ থেকে দুজনের কাউকেই যেন এখানে দেখতে না পাই।

সাথে সাথে এও বলে দিলাম, অন্য কেউ যদি দোষী দুইজনের ব্যাপারে কোন কথা বলতে আসে তাকেও অন্য কোন জায়গায় চলে যেতে হবে। কেউ কোন কথা বলল না। এত সহজে মেনে নিলেও তো সমস্যা। ব্যাপারটা ঠিক জমল না।



প্রত্যক্ষদর্শী এবং দোষীদের কাছ থেকে ঘটনার বর্ণনা আবারও শুনলাম।

-ভাইয়া আপনি জানেন না ও আমার মা বাপ তুলে কথা বলসে? যেখানে মা বাপ তুলে কথা হয় ঐখানে আমি চুপ থাকি কেমনে?



সাজ্জাদ ততোধিক রেগে বলল, কুত্তার বাচ্চা শুয়রের বাচ্চা বলসে তোমারে?



আমি আর তন্ময় এই ধরনের কথা শুনে অতি কষ্টে হাসি চেপে রাখলাম। আমাদের রুমে তিনজন থাকি। আমি, সাজ্জাদ আর তন্ময়। সাজ্জাদ ততক্ষণে রুদ্রমূর্তি ধারণ করেছে।



রাত দেড়টার মত বাজে। আমি আবার চিঠিতে মনোযোগ দিলাম।



জানো আজকে কি হইসে? জানবা কেমনে? আমিতো বলি নাই। আজকে মীম ফোন করসিল। ঐযে একা মেয়েটা, অনেকদিন পরপর ফোন করে। তার বিএফ এর সাথে কোন ঝামেলা হলেই ফোন করে। আজকেও নাকি কি ঝামেলা হৈসে। আমি অবশ্য ব্যস্ত ছিলাম ঠিকমত শুনতে পারি নাই। আচ্ছা তোমার খবর....



এই পর্যায়ে এসে আবারও বাধা পড়লো চিঠি লিখায়। এখন সব ধরনের ঝড় ঘুমিয়ে পড়েছে। সাজ্জাদ ল্যাপটপের কুলারের স্ক্রু খুলে পরিষ্কার করায় ব্যস্ত। তন্ময় আর আমি হাসান ও ইমতিয়াজ ঝড়ের পোস্ট মর্টেমের কাজে নেমে পড়লাম।

-কিরে তন্ময় তোর স্ক্রু তো দেখি সব খুইলা গেসে?

তন্ময় যতটা সম্ভব গম্ভীর মুখে বলল,

-কি? আপনে আমার স্ক্রু লইয়া কথা কৈসেন? যেখানে আমার স্ক্রু নিয়া কথা হয় ঐখানে আমি চুপ থাকতে পারি না।



তিনজনই অট্টহাসিতে ফেটে পড়ি। সিরিয়াস টাইপের একটা ঝড়ের মধ্য থেকেও হাস্যরসাত্মক উপকরণ আহরণ করি।



এখন গভীর রাত। ঘুমানো প্রয়োজন। কালকে অফ ডে বলেই আজকে এখনো কেউ ঘুমাচ্ছি না। এদিকে চিঠিটাও শেষ করতে পারছি না। আবারও চিঠি নিয়ে বসলাম। আজ ঘুমানোর আগেই চিঠি লিখা শেষ করব।



তুমিতো আজকাল আমার কোন কথাই মনোযোগ দিয়ে শোন না............

মন্তব্য ১১৪ টি রেটিং +৪০/-০

মন্তব্য (১১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

কালোপরী বলেছেন: চিঠি শেষ করুন :)


++++++

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:১৯

মাক্স বলেছেন: একদিন অবশ্যই শেষ করব!
প্লাসের জন্য অনেক ধন্যবাদ কালোপরী!
ভালো থাকুন!!

২| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১

বোকামন বলেছেন:








শ্রদ্ধেয় মাক্স,
প্রাত্যহিক ভালোলাগা পোস্টে


“রুমে কোন শব্দ আমি সহ্য করতে পারি।”

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:২৩

মাক্স বলেছেন: ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ শ্রদ্ধেয় বোকামন!
ভালো লেগেছে জেনে খুশি হলাম!!

৩| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

িনহাজ রিমন বলেছেন: চিঠি লিখে জান স্যার... আমরা পড়বো...
স্যার আপনার হোম টাউন কি কুমিল্লাতে???

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:২৫

মাক্স বলেছেন: পারসোনাল চিঠি আপনে পরবেন ক্যান X(( X(( X((

জী হম টাউন কুমিল্লাতেই। আপনার??

৪| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

শায়মা বলেছেন: +++


:)

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:২৭

মাক্স বলেছেন: পড়ার জন্য এবং প্লাস দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন! :) :)

৫| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

শের শায়রী বলেছেন: প্রিয় মাক্স ভাই

পর সমাচার এইযে, আপনার চিঠির জন্য অধীর হয়ে আছি।
আপনাকে জানানো ইহা কর্তব্য মনে করি যে আপনার লেখার গুনগত মান আমাকে মুগ্ধ করে।

ভাল থাকুন ব্রো :)

শের শায়রী

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৩

মাক্স বলেছেন: প্রিয় শের শায়রী

আপনার চিরকুট কমেন্টাগত হইয়াছে দেখিয়া পুলকিত হইলাম। লিখার গুনগত মান আপনাকে মুগ্ধ করে জানিয়া বিশেষ উৎসাহ পাইলাম।
ভালো থাকুন আপনিও।

মাক্স।

পুনশ্চঃ চিরকুটে ইমু ব্যবহার করা আইনত দণ্ডনীয়!

:P :P :P

৬| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: চিঠি শেষ করেন! :P

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৭

মাক্স বলেছেন: নাহ চিঠি শেষ করা যাবে না!
আপনি কি আসলেই কোথাও যাবেন না ;) ;) ;)

আচ্ছা হুমায়ুন স্যারের একটা বই আছে না আপনার নিকের নামে??

৭| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

স্বপনবাজ বলেছেন: না বললে শুনবে কেমতে !
++

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯

মাক্স বলেছেন: সব বলে দিলে চিঠিতে লিখব টা কি?

প্লাসের জন্য অনেক ধন্যবাদ স্বপনবাজ।
ভালো থাকবেন!!

৮| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

হাসান মাহবুব বলেছেন: প্রাত্যহিক জীবনের কিছু অংশ শব্দবন্দী করে কারো কাছে পাঠিয়ে দেয়া ভালো, যত্নে থাকবে।

ভালো লাগলো।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৪২

মাক্স বলেছেন: আমার ভাগ্য ভালই বলতে হয় একটা যত্নশীল হাত খুঁজে পেয়েছি!

ভালো লেগেছে জেনে খুশি হইসি হাসান ভাই।
ভালো থাকবেন।
শুভরাত!!

৯| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

জাকারিয়া মুবিন বলেছেন:
চিঠি কি শেষ হইসিল??

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৩

মাক্স বলেছেন: না। শেষ হয় নাই!

১০| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: মহান ব্লগার ৮ম ভালো লাগা আমার..আপনার লেখা অসাম..সাধে কি আর মহান ব্লগার।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৫

মাক্স বলেছেন: ৮ম ভালোলাগা পেয়ে যারপরনাই প্রীত হলাম মহান ব্লগার সেলিম আনোয়ার ভাই!
ভালো থাকবেন।

১১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৫

ঘুড্ডির পাইলট বলেছেন: চিডিতো শেষ হইলো না ।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৭

মাক্স বলেছেন: প্রাত্যহিক ঝুট ঝামেলার কারণে অন কিছুই শেষ হয় না ভাই। টেনশানে আছি!
অনেকদিন পরে আপনারে ব্লগে দেখা গেল। ভালো আছেন তো?

১২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: cometkar!

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৮

মাক্স বলেছেন: পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন!

১৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৫

অনীনদিতা বলেছেন: বাকি টুকু পড়তে চাইইই:)
চিঠি শেষ করুন:)

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৫১

মাক্স বলেছেন: পারসোনাল চিঠিতো কেমনে দেখাই :#> :#>

১৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩

মিনাক্ষী বলেছেন: এই চিঠি আর জীবনেও লেখা হবেনা।

ভালো লাগলো লেখা। :D

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৬

মাক্স বলেছেন: শুধু আপনিই বুঝতে পারলেন!
ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

১৫| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

একজন আরমান বলেছেন:
শেষ হইয়াও হইলো না শেষ।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৭

মাক্স বলেছেন: নিশ্চয় ছোটগল্পের সংজ্ঞা!!

১৬| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৬

গেমার বয় বলেছেন: নিশিকে লেখা চিঠিটার কথা মনে পইড়া গেলু !!! :D :D :D

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৯

মাক্স বলেছেন: ভালা কথা মনে করসেন নিশিরেতো আজকে চিঠিই লিহা হয় নাই ;) ;) ;)

১৭| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৪

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার ||

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:০১

মাক্স বলেছেন: পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ইমরাজ কবির মুন।
ভালো থাকবেন!

১৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৭

মৃন্ময় বলেছেন: শেষ করেন..... ;)

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:০৩

মাক্স বলেছেন: আইচ্ছা ঠিকাসে ;) ;)

১৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৬

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আপনার লেখাটা না, দাঁড়ান বলছি আজকাল ব্লগটা কেমন জানি হয়ে যাচ্ছে। ওহ্ কি জানি বলছিলাম আপনার লেখা, আসলে ইদানিং একটা কিছু লিখতে গেলে ম্যালা বিষয় মাথায় চলে আসে। তারপরও বলছি আপনার লেখাটা আমার কাছে, দেখছেন লেখার মাঝেই মশা এসে কামড়ালে কেমন লাগে? ধুর!! আপনার লেখাটা না আমার কাছে ধ্যাত আর কইতেই মন চাইতাছে না। ভালা লিকছেন।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:০৪

মাক্স বলেছেন: শেষ লাইন পর্যন্ত পড়তেই পারলাম্না, ঘুমাইয়া গেসি |-) |-) |-)

২০| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:২১

পেন্সিল চোর বলেছেন: +++++++++++
পেন্সিল চোর থেকে

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:০৬

মাক্স বলেছেন: পেন্সিল চোর থেকে প্লাস বুঝিয়া পাইলাম।
ভালো থাকুন পেন্সিল সাহেব!!

২১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


শেষ হল না যেন !!!

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:০৭

মাক্স বলেছেন: শেষ পর্যন্ত কোন কিছুই শেষ হয় না!!!

২২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫১

মামুন রশিদ বলেছেন: মীমের বিএফ'র সাথে ঝামেলা হইলে সে আপনারে ফোন দেয় ক্যান ? রহস্যটা আগে খুলাসা হওন দরকার । :P :P

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:০৯

মাক্স বলেছেন: এইটা যদি মীম বুঝত!
আমি একলা মানুষ, কত দিকে সামাল দিমু কন :P :P :P

২৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:২০

মেহেদী হাসান মানিক বলেছেন: হাজিরা দিয়া গেলাম.।। পরে দেখুমনে কি লিখছেন। আছেন কিবা???

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:১০

মাক্স বলেছেন: আপনে হাজার বছর পরপর কইত্তে ভাইস্যা উঠেন?
আছি ভালই আপনের খবর কি??

২৪| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৩১

আশিক মাসুম বলেছেন: িনহাজ রিমন বলেছেন: চিঠি লিখে জান স্যার... আমরা পড়বো...
স্যার আপনার হোম টাউন কি কুমিল্লাতে???
:P :P


ভাল লাগিছে :)

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৭

মাক্স বলেছেন: ভালো লাগিছে জেনে প্রীত হইলাম ;) ;)

২৫| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩১

সেলিম আনোয়ার বলেছেন: স্যার আগের ক্লাশটা কি শেষ হয়ে গেলো...সব জিনিস তো মনে হয় পড়ান নাই...একটা নমুনা প্রেমপত্র দিলে ভালো হতো স্যার...

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৯

মাক্স বলেছেন: আমি জীবনেও প্রেমপত্র লিখি নাই।
পত্র লিখসি খালি এক্সামের খাতায় টাকা চেয়ে পিতার নিকট পত্র B-) B-) B-)

২৬| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১১

s r jony বলেছেন:
নেট এত স্লো!!!
ধুর, প্লাস দেওনের লাইজ্ঞা এতক্ষন অপেক্ষা করন যায়???

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২২

মাক্স বলেছেন: জনি ভাই আপনারে আমার পোস্টে দেখলে ভালো লাগে।
প্লাসটা বোনাস হিসাবে রাখলাম।
ভালো থাকবেন!

২৭| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৪

নেক্সাস বলেছেন: যাপিত জীবনের একান্ত কিছু অনুভূতি শব্দবন্দী করে চিঠি লিখা শেষ হোক...

++++

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩১

মাক্স বলেছেন: যাপিত জীবনের পারিপারশিক ঝামেলায় চিঠি লিখাটাও শেষ হয়ে উঠে না। হয়তো আরও অনেক কিছুই অসমাপ্ত থেকে যায়!

পড়ার জন্য এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন নেক্সাস!

২৮| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৭

কয়েস সামী বলেছেন: ধুর মিয়া! শেষে তো কিচ্ছুই হইল না। চিঠিটাও শেষ হইল না। আমার সময় নষ্ট করার জন্য আপনেরে একটা ধন্যবাদ দিলাম।( বি.দ্র: ধন্যবাদ না দিলে আপনি আবার আমার পোস্ট পড়া বাদ দিয়ে দিতে পারেন এই ভয়!)

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৬

মাক্স বলেছেন: হা হা হা!!!
শেষ হবে! একদিন শেষ তো হবেই।

২৯| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫

এরিস বলেছেন: আজ ঘুমানোর আগেই চিঠি লিখা শেষ করব
শেষ ঘুমের আগেও এই চিঠি আর শেষ হবেনা... কারণ,


তুমিতো আজকাল আমার কোন কথাই মনোযোগ দিয়ে শোন না............

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২

মাক্স বলেছেন: শেষ ঘুমের আগেও এই চিঠি আর শেষ হবেনা... কারণ, শেষ ঘুমের পরে আর জেগে উঠা সম্ভব না!!

পড়ার জন্য এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ এরিস।
ভালো থাকুন!!

৩০| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪০

বাংলার হাসান বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন: চিডিতো শেষ হইলো না । চমৎকার ++++++

২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:০৪

মাক্স বলেছেন: আপনেও কিছু বলেন ;) ;)

৩১| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৪

যুবায়ের বলেছেন: চমৎকার গল্প...
ভালোলাগা ++

২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:০৮

মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

৩২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৪

ভিয়েনাস বলেছেন: মনে তো হচ্ছেনা এই চিঠি লেখা কোন দিন শেষ হইবো :D

২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:০৯

মাক্স বলেছেন: দেখি শেষ পর্যন্ত কি হয় ;) ;)

৩৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: খুব ভালো তয় একখান কথা কিছুক্ষণ আগে একখান কোবতে নিকেছি..এ আমার প্রেম.মহান ব্লগার পড়ার দাওয়াত থাকলো।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:১০

মাক্স বলেছেন: পড়েছি কবিতা। খুব সুন্দর লিখছেন!!

৩৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: আজ আমি কোথাও যাব না - আমার কেনা হুমায়ূন আহমেদের প্রথম বই।

গল্প গতানুগতিক - অর্থাৎ ভাল। আপনার লেখা অনেক বাস্তবধর্মী। একটা প্রশ্নঃ মেসে থাকেন এখনো? নাকি গল্পে যে অভিজ্ঞতালব্ধ পারিপার্শ্বিকতা ফুটে উঠেছে, তা কেবল কল্পনাপ্রসূত?

আসলে সামুতে অনেক ভাল ভাল ছোটগল্পের লেখক আছেন, এই টানেই এখানে আসা।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:২২

মাক্স বলেছেন: হুমায়ূন আহমেদের মাত্র দুইটা বই কিন্সিলাম, কোনটা কোনটা মনে নাই। বই পড়ে শেষ করে ফেলি আবার বইয়ের নাম ভুলে যাই। বিরাট সমস্যা!

এখনও মেসেই থাকি। অভিজ্ঞতা কিছুটা, কিছুটা কল্পনাপ্রসূত, তবে নামগুলা রিয়েল!

আপনার গল্পও নিয়মিত পড়ার চেষ্টা করি আমি।
পড়ার জন্য অনেক ধন্যবাদ প্রফেসর। ভালো থাকবেন!

৩৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৫

তারছেড়া লিমন বলেছেন: ভ্রাতা চিঠি লেখা কি শেষ হয়েছে? যদি হয় তবে আমার জন্য ও একটা লিখেন অনেকদিন কোন চিঠি পাইনা।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:২৭

মাক্স বলেছেন: গল্পের চিঠিটা শেষ হওয়া মাত্র আপনার কাছে একটা চলে যাবে!!

লিখটি পড়ার জন্য অনেক ধন্যবাদ লিমন।
ভালো থাকবেন!

৩৬| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০২

নাজিম-উদ-দৌলা বলেছেন: ভেবেছিলাম শেষ পর্যন্ত চিঠিটা হয়ত শেষ করতে পারবেন! কিন্তু ঐযে নিয়তি! কিছু চিঠি অসম্পূর্ণই থেকে যায়। পোস্টে অনেক ভাললাগা, মাক্স।

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭

মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন!

৩৭| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: গল্পের সাথে নাম করণ টা দারুন লেগেছে। এর চে যুতসই নাম হতে পারতোনা।

পড়ার পর অন্য কিচ্ছু না, হালকা ভাল লাগার একটা অনুভূতি বোধ হচ্ছে।

+++++++++++++++

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০০

মাক্স বলেছেন: ওয়েট করতেসিলাম আপনার মন্তব্যের জন্যই।
আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হয়েছি।
ভালো থাকবেন ভাইয়া!

৩৮| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:২৬

সপ্নাতুর আহসান বলেছেন: শেষ হইয়াও হইল না শেষ। চিঠি লেখা চলতে থাকুক

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৬

মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন!

৩৯| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫

নূরূল ইমরান বলেছেন: ম্যাক্স সাহেব, আবারো কাপাইলেন।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন!

৪০| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:১২

ফারজানা শিরিন বলেছেন: থাক । কিছু কথা না বলা থাক ।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:০১

মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ফারজানা শিরিন।
ভালো থাকুন!

৪১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: sir....আপনি কি কি কোর্স করান জানলে ভালো হত।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:০২

মাক্স বলেছেন: সব কোর্স করাই আপনের কোনটা লাগব খালি কন ;) ;)

৪২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:০১

রোকেয়া ইসলাম বলেছেন: অনেক সুন্দর।
খুব ভালো লাগলো।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো। ।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:০৪

মাক্স বলেছেন: পড়ার জন্য এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ রোেক্য়া ইসলাম।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!
ভালো থাকবেন।

৪৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৩

অদ্বিতীয়া আমি বলেছেন: অসমাপ্ত চিঠি !ভাল লাগা ।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:০৮

মাক্স বলেছেন: অবশেষে আমার কোন লিখায় মন্তব্য করতে পারলেন।
ভালো লেগেছে জেনে আনন্দিত হয়েছি!
ভালো থাকবেন।

৪৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৫

মেহেরুন বলেছেন: Click This Link

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:০৯

মাক্স বলেছেন: পড়েছি আপু।
সুন্দর লিখা!

৪৫| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৭

শুকনোপাতা০০৭ বলেছেন: চিঠি... শুনতেই ভালো লাগে :)

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:১১

মাক্স বলেছেন: পড়তে, লিখতে এবং পাঠাতেও ভালো লাগে :) :)

৪৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহ! ইদানিং তোমার লেখা পড়লে, ভরপেটে ভাত খাওয়ার পর একটা মিষ্টি পান খাওয়ার অনুভূতি হয়।

যাই হোক, প্রিয় শব্দ গুলো জমা থাকুক কোন প্রিয় মানুষের মন-ব্যাংকে। কিছু শব্দ কখনই হারিয়ে যেতে দেয়া উচিত নয়। :)

অনেক ভালো লাগা মাক্স।!

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪

মাক্স বলেছেন: বরাবরের মতই উৎসাহিত হইলাম আপনার মন্তব্য পেয়্ব।
ভালো লেগেছে জেনে আনন্দিত হয়েছি।
ভালো থাকবেন ভাই!

৪৭| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩

আমি তুমি আমরা বলেছেন: চিঠি লেখা চলতে থাকুক, পৌছে যাক প্রাপকের ঠিকানায় ...

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬

মাক্স বলেছেন: শুনলাম চিঠি নাকি আজকাল ডাকঘরের বদলে জাদুঘরে পাঠানোর ব্যাবস্থা নিতাসে ;) ;)

৪৮| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

ফারজানা শিরিন বলেছেন: লেখার লাইগা আমি ধন্যবাদ দেই ???

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪১

মাক্স বলেছেন: নাহ। দেন না তো!
কিন্তু আমি দেই!!!

৪৯| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:০৪

সায়েদা সোহেলী বলেছেন: + :)

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:২০

মাক্স বলেছেন: পড়ার জন্য এবং মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ সায়েদা সোহেলী।
ভালো থাকুন!

৫০| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:১৯

এম হুসাইন বলেছেন: ++++++++++++

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪

মাক্স বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ এম হুসাইন ভাই।

৫১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৩

ফালতু বালক বলেছেন: ভালো লাগছে মাক্স ভাই।

++++++ দিছি ;)

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৬

মাক্স বলেছেন: ভালো লাগসে জেনে প্রীত হৈলাম! ;)

৫২| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪১

শ্রাবণ জল বলেছেন: -কিরে তন্ময় তোর স্ক্রু তো দেখি সব খুইলা গেসে?
তন্ময় যতটা সম্ভব গম্ভীর মুখে বলল,
-কি? আপনে আমার স্ক্রু লইয়া কথা কৈসেন? যেখানে আমার স্ক্রু নিয়া কথা হয় ঐখানে আমি চুপ থাকতে পারি না



=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৯

মাক্স বলেছেন: =p~ =p~
পড়ার জন্য অনেক ধন্যবাদ শ্রাবণ জল !

৫৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১১

সেলিম আনোয়ার বলেছেন: মহগান ব্লগার মাক্স কেমন আছেন?আমার ব্লগে নিমন্ত্রণ।

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪১

মাক্স বলেছেন: নিমন্ত্রণ তো বুঝলাম কিন্তু আপ্যায়নের ব্যবস্থা কি? ;) ;)

৫৪| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২২

বাঘ মামা বলেছেন: খুব ভালো হয় আপনার লেখা গুলো।

শুভ কামনা সব সময়

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৩

মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ বাঘ মামা ।
ভালো থাকবেন!

৫৫| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৮

অদৃশ্য বলেছেন:




ছোট্ট লিখাটিতে যথেষ্ট মজা ছিলো.... লিখাটি পড়তে পড়তে যথেষ্ট হাস্যরসাত্মক উপকরণ পেয়ে গেলাম....

নতুন একটি লিখা দেখলাম... পরে পড়বো...

শুভকামনা...

০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৭

মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ অদৃশ্য !

৫৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Personal letter? No problem.Amra kane angul diye porbo.(See ans. Of 13 no. Comment)

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩

মাক্স বলেছেন: আচ্ছা তাইলে আমিও মনে মনে লিখে ফেলব!!

৫৭| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০

এন এফ এস বলেছেন: ঢিলা স্ক্রু নিয়া আইছে ব্লগে :P

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯

মাক্স বলেছেন: :প

৫৮| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩

ফারিয়া বলেছেন: ব্যাপারটা কেমন হল না, াপনি নিজেই চিঠি ঠিকমত লিখলেন না, আবার দোষ ও ধরলেন! :D

২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২২

মাক্স বলেছেন: উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে :P

৫৯| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:৫২

অপর্ণা মম্ময় বলেছেন: বাবা মা কে নিয়ে কিছু বললে তো আর চুপ থাকা যায় না ,তেমনি স্ক্রু নিয়া কথা হয় ঐখানে আমি চুপ থাকতে পারি না।

--- এই ডায়ালগ টা মজার !

মেসের খণ্ডকালীন ঘটনা ভালো লাগলো ।

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৫

মাক্স বলেছেন: ধন্যবাদ অপর্ণা মম্ময় !

৬০| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

শেরজা তপন বলেছেন: খানিকটা অন্য ধাঁচের লেখা-পড়ে অভিভুত হলাম...

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৭

মাক্স বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ শেরজা তপন !

৬১| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:১৭

অরুদ্ধ সকাল বলেছেন:
৬টা উইন্ডো খুলে তিনটা চিঠি পেলাম। তবে আপনারটা মজার।
সুন্দর প্রানখোলা লেখা

৩০ শে জুন, ২০১৩ রাত ১১:৪৫

মাক্স বলেছেন: ছিল একসময় প্রাণখোলা চিঠি।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকিন!

৬২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৩

বাসুরী বাসীয়ালা বলেছেন: অনেক ভালো লাগলো চিঠি টা পড়ে।।

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪

মাক্স বলেছেন: ধন্যবাদ বাসুরী বাসীয়ালা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.