নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস

inside you

মাক্স

নিপাট ভদ্রলোক!

মাক্স › বিস্তারিত পোস্টঃ

চিন্ময়

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬







কিছু কিছু সম্পর্ক থাকে যা প্রায়ই গলায় কাটার মত আটকে যায় কোন একটা সময়ে। নিঃসন্দেহে তা গলার প্রকৃত স্বত্তাধীকারী এবং কাটা দুটোর জন্যই ভয়ংকর হয়ে দাড়ায়। তবে কাটার এই অত্যাচার কখনোই সুখকর হয় না। তার চাইতেও ভয়ংকর ব্যাপার হল বেশীরভাগ মানুষ বুঝতেই পারেনা যে একটা কাটা বিধেছে। আমি ভাগ্যবান কারন আমি নির্বোধ নই। একসময়কার নির্বুদ্ধিতার জন্য এখনো নিজেকে তিরষ্কার করি প্রায়ই। তবে এখন বুঝতে পারছি, এবং বেশ ভালোমতই কাটাটা আমাকে জানান দিচ্ছে সময়ে অসময়ে। সমস্যা হল কাটাটা ফেলেও দেয়া যাচ্ছে না আবার ঢোক গিলতেও পারা যাচ্ছে না। এই অবস্থার বর্ণনার জন্য কোন সুনার্দিষ্ট শব্দ পাওয়া যাচ্ছে না। "হস্তাপদাদ্বীশৃঙ্খলাবদ্ধাবস্থা" ব্যাকরণের নিয়মকে বুড়ো আঙুল দেখালে হয়তো এই শব্দটা দিয়ে এককথায় প্রকাশ করতে পারতাম।

বিকেলের রোদ এখনো কিছুটা আছে। অদ্ভূত সোনালী রোদ এসে পড়ছে উর্মির একপাশের গালে। উর্মি, আমার স্ত্রী।

বিকালবেলায় সে কখনোই ঘুমায় না তবে আজকের বিকালটা অন্যদিনের মত না। উর্মির চোখ বন্ধ। গালে এসে পড়ছে শেষ বিকেলের আলো। রহস্যময় বিকালের সোনালী আলো খেলা করছে সেখানে। বারান্দার দরজার পাশেই বসে দেখছি আমি। হঠাত করেই বড় ড্রেসিংটেবিলের সামনের আয়নাটায চোখ গেল। নিজেকে দেখে নিজেই আতকে উঠলাম। অনেকদিনের পুরনো গর্বিত এবং বিজয়ী নিজেকে দেখতে পেলাম।

শুধু আমিই না যেকোন পুরুষই এমন একটা স্ত্রী পেয়ে গর্বিত হতে পারে।

উর্মির দেহবর্ণনার জন্য কোন শ্লীল ভাষা এই মুহূর্তে অর্থহীন। সামাজিক অবস্থানভেদে ভাষার প্রয়োগ পরিবর্তনীয়। তাই বর্ণনা উহ্য তবে এতটুকু নিশ্চিত করা যায় উর্মির মত একটা মেয়েকে দেখার পর যদি আপনি প্রেমে না পরেন তাহলে অতি অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত।

আর সেজন্য একটু গর্বিতবোধ আমার মধ্যে জেগে উঠলে নিজেকে দোষী ভাবতে পারি না।

উঠে গিয়ে উর্মির কপালে হাত দেই। এখনো একটু একটু গরম। আশ্চর্য এখনতো শীতকাল এখনো তাপমাত্রা কমতে এতো দেরী হচ্ছে কেন। ঘড়ির দিকে তাকালাম। এতো সময় পার হয়েছে তাও ঠিক প্ল্যানমত কাজটা হচ্ছে না। এখন বাজে সাড়ে পাচটা।

প্রায় ঘন্টাখানিক আগে উর্মি মারা গিয়েছে। আমি আগ্রহ নিয়ে পড়লাম ইন্না লিল্লাহে....

কেউ মারা গেলে এই দুআ পড়ার নিয়ম। অবশ্য তার আগে মৃত্যু নিশ্চিত করার ব্যবস্থাটা করেছি নিজেই। কাটাকাটির ঝামেলায় যাই নি। রক্তারক্তি করাটা অমানবিকও বটে। বালিশ দিয়েই কাজটা করেছি।

একটু খাটনি গিয়েছে তবে কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তাও বা কম কিসে।

রক্তারক্তি ভালো না লাগলেও করতে হবে। আর সেজন্যই চাচ্ছি একটু ঠান্ডা হবার পর কাজটা সারতে। কিছুসময় গেলে ব্লাড আপনাআপনি ক্লট করবে। গড়িয়ে পড়ার সম্ভাবনা কম।

বাথরুমটা বেশ বড়ই এখানে কাজটা সারতে তেমন কোন ঝামেলা পোহাতে হবে না।

প্যাকেট করে বাড্ডার দিকে নিয়ে যাবো। একটা মাগুরের খামার আছে।

নির্বোধ মাছেদের আহারের ব্যবস্থা করতে পারাটাও কম কৃতিত্বের কথা না।

আরেকটু সময় কাটানোর জন্য বারান্দায় গিয়ে দাড়িয়ে থাকি। নিচের লনে বাচ্চাকাচ্চারা খেলাধুলায় মগ্ন। আজকালকার বাচ্চারা অবশ্য বাইরে খেলাধুলার চেয়ে ঘরে বসে কম্পিউটারের সামনে বসে থাকতেই আগ্রহ বোধ করে। কে জানে আজকে হয়তো তাদের বাইরে গিয়ে ছুটাছুটি করতে ইচ্ছা করছে।

হঠাত করেই যেন চমকে উঠি একটু। এমন একটা ঘটনার মাঝখানে কিসব চিন্তা শুরু করেছি।

এখন একমাত্র উর্মির সুষ্ঠু সত্‍কারের বিষয়েই ভাবা উচিত।

সন্ধ্যা হলেই কাজটা শুরু করব।

এইসময় একটু ফায়ারওয়ার্ক করলে কেমন হয়? তামাকপাতার সাথে টেনশান পুড়ানো। অবশ্য আমি তেমন টেনশান বোধ করছি না। তবুও এখন টেনশানের একটা ভাব নিয়ে আসার জন্য সিগারেট ধরালাম।

ঠিক পাশের বারান্দায় সনি দাড়িয়ে আছে।

কার সাথে যেন কথা বলছে ফোনে।

কথা না বলে ঝগড়াই বলা ভালো। হয়তো কাউকে বুঝাতে চাইছে তোমার জীবনে আমিই প্রথম।

অবশ্য আজকালকালকার মেয়েরা এইসব সস্তা বাক্যের আশপাশ দিয়ে যায় না।

আমি এমনই, থাকলে থাকো নাহয় ফুট।

উর্মি অবশ্য একটু আলাদা ছিল। তার জীবনে আমিই প্রথম এবং একমাত্র।

সিগারেটের আচ লাগলো আঙুলে ঝেড়ে ফেলে দিলাম।

সময়টাকে এখন সন্ধ্যা বলা যায়। রুমে ঢুকে লাইট জালিয়ে দিলাম। এই আলোতে উর্মিকে একটু ফ্যাকাশে দেখা যাচ্ছে। নাহ আর উর্মি বলাটা ঠিক হচ্ছে না। বলা উচিত লাশ। লাশ লাশ একটা ভাব চলে এসেছে।

সত্‍কারের জন্য প্রস্তুত হওয়া লাশ।

এখনি কাটাকুটির কাজটা শুরু করব। যতটা সম্ভব নিরুদ্বেগ থাকার চেষ্টা করছি। সম্ভব হচ্ছে না। মাথাটা ঝিমঝিম করে উঠছে। অসহ্য!

একটু পানি খাই।

ভেতরটা কেমন ফাকা ফাকা লাগছে। গলা থেকে হঠাত কাটা বেরিয়ে গেলে যেমন একটা অনুভূতি হয় সেইরকম।



ঠিক এ পর্যায়ে এসেই ঘুমটা ভেঙ্গে যায়।

স্মৃতির কৌটা খুলে চোখ বন্ধ করে শুয়ে থাকি কিছুক্ষণ।

একটুও ফিকে না হওয়া স্মৃতিগুলো ফিরে আসে চোখের সামনে। অন্তুর ভাইয়ের বিয়েতে পরিচয় উর্মির সাথে।

অল্পদিনেই অনেকটা কাছাকাছি চলে আসা অতঃপর শুভ পরিণতি।

সবকিছু স্বপ্নের মতই দ্রুত ও আনন্দময়।

বাইরে কোথাও যেতে চেয়েছিল হানিমুনে। নেপাল গিয়েছিলাম আমরা।

স্বপ্নময় রঙিন বাস্তবতা!

তবে কঠিন বাস্তবতাও থাকবে একটু আধটু। উর্মি কোনভাবেই মানিয়ে নিতে পারছিল না আমার ফ্যামিলিতে। বাধ্য হয়েই আলাদা ফ্ল্যাট নিয়েছি। আর কোন সমস্যাই রইল না।

কিছুদিন পরেই উর্মি খুব বিষন্ন এবং ভীত মুখে বাবা হওয়ার সংবাদটা দিল। আনন্দের ষোলকলা পূর্ণ হবার কথা থাকলেও উর্মি চাইল এবোরশান করাতে।

সে চাচ্ছে মাস্টার্সটা কমপ্লিট করতে। তার আগে বাচ্চাকাচ্চার ঝামেলায় যেতে চাচ্ছে না।

নিতান্ত অনিচ্ছা আর হতাশা নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার নিরুত্‍সাহিত করলেন। কিন্তু উর্মি কোনভাবেই বাচ্চা নিতে তৈরি না। শেষে কিছু টেস্ট দিলেন।

যেদিন ডাক্তার রিপোর্ট দেয়ার কথা সেদিন কোন একটা গুরুত্বপূর্ণ কাজে চিটাংয়ে ছিলাম।

ফোনে উর্মি জানালো একটু দ্রুতই কাজটা সেরে ফেলতে হবে।

এসেই ডাক্তারের কাছে গেলাম আমি একাই।

ডাক্তারের কথা শুনে নিজের কানকেও অবিশ্বাস করতে হলো।

দ্বিতীয়বার এবোরশান করানো কিরকম রিস্কি সেটা আমাকে বুঝালেন।

দ্বিতীয়বার?

আপনাদের বিয়ের আগে অনিয়ন্ত্রিত জীবন যাপন তো আর কম করেন নি! এইরকম অনাকাঙ্খিত ঘটনার জন্য ছেলেরাই দায়ী এবং পুরুষশাসিত সমাজের প্রতি ঘৃণা প্রকাশ করতেও ছাড়লেননা গাইনোকোলোজিস্ট।

আমার কান দিয়ে তখন কিছু ঢুকছিল না।

আমি ভাবছিলাম মিথ্যেবাদী উর্মির কথা।

ডাক্তার তখন ধর্মীয় বিধিনিষেধের উপরেও আলোকপাত করেই যাচ্ছেন। আমি শুধু কোনরকম ধন্যবাদ জানিয়ে চলে এসেছিলাম।

ছেলেদের কান্নাকাটি করা নিষেধ তাই তারা কখনো কাদে না। তবে তা প্রচ্ছন্ন করে রাখার জন্য অনেক আয়োজন করে। আমিও তেমন কিছুই ভাবছিলাম। রাস্তায় হাটতে হাটতে অচেনা কোন পিচ্চি মেয়ের দিকে চোখ চলে গেল। ঐতো আমারই মেয়ে আমার দিকে হাত দিয়ে ইশারা করছে।

কখনযে রাস্তার মাঝখানে এসে পড়েছি বলতেই পারি নি। শেষমূহুর্তে দেখতে পেলাম একটা গাড়ি ঠিক আমার সামনেই আশেপাশের কিছুলোক চিত্‍কার করছে এইইইইইইই এইইইই।

কেমন যেন মেয়েলী গলায় সুর করে ডাকছে!

চোখ খুলে তাকিয়ে দেখলাম উর্মি ডাকছে। তার পরনে একটা কালো শাড়ি। কপালের মাঝখানে একটা কালো টিপও আছে। কোথাও যাচ্ছে মনে হলো।

-ঘুমের ঔষধ খেয়ে ঘুমাইসিলা নাকি? কতক্ষণ ধরে ডাকতেসি!

আমি কেবল শূন্য দৃষ্টিতে তাকালাম।

"আরে আজকে অমিত ভাইয়ের জন্মদিন না। ওনার অনারে একটা পার্টি দিচ্ছি। সবাই এসে যাবে এখুনি। তুমি উঠো। আমি আজহারকে পাঠিয়ে দিচ্ছি।"

আজহার ছেলেটা সবসময়ই আমার কাছাকাছি থাকে। এক্সিডেন্টের পর যখন থেকে পাদুটো প্রতারণা করে তখন থেকেই একটা হুইল চেয়ার আর আজহার কাছাকাছি থাকে সবসময়।

এবোরশানটা শেষ পর্যন্ত সফল হয়েছিল। উর্মির প্রথম এবং দ্বিতীয় এবোরশান দুটোই সফল।

এবং সেইসাথে ভবিষ্যতেও কখনো বাচ্চা নিতে পারার কোন সম্ভাবনাও নেই। মাতৃত্ব জিনিসটা বোধহয় সবার জন্য আসে নি।

সময় কাটানোর জন্য দিনরাত কত কিছু যে করে।

আমার ফ্ল্যাটটা এখন উর্মির বন্ধুদের আড্ডা দেয়ার জায়গা। সবচেয়ে প্রিয় বন্ধু শোভন। প্রায়ই বেশী রাত পর্যন্ত আড্ডা দিতে দিতে ক্লান্ত হয়ে গেলে উর্মি আর শোভনকে চলে যেতে দেয় না। শোভন থেকে যায় গেস্টরুমে এবং তাতে আমিও অশোভনীয় কিছু খুজে পাই না। এমনকি গভীর রাতে অতি সন্তর্পণে উর্মি যখন আমার পাশ থেকে উঠে গেস্টরুমে যায় তাতেও কোন দোষ খুজে পাই না।

নিজের স্ত্রীর দোষ খুজে বেড়ানোর মত পরাজিত আমি না। ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করতে যাওয়াও যে অনুচিত সেটা আমি ভালো করেই জানি। তাই চোখ বন্ধ করে থাকি। কিছুটা লজ্জায় আর কিছুটা শংকায়।

আমি গলার কাটাটা অনুভব করি যেটা গিলে ফেলে যায় না আবার চাইলেই উগড়ে ফেলা যায় না।



অবশ্য কাটাটা উপড়ে ফেলার সাহসও আজকাল হারিয়ে ফেলেছি। থাক না কিছু যন্ত্রণাদায়ক অনুভূতি!







প্রাসঙ্গিকঃ কাল্পনিক_ভালোবাসা ভাইয়ের বিবর্ন প্রতিশোধ পড়ে ভাল্লাগসিল তাই নিজেও লিখলাম!

মন্তব্য ১৬৮ টি রেটিং +৪১/-০

মন্তব্য (১৬৮) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৪

খেয়া ঘাট বলেছেন: স্মৃতির কৌটা খুলে চোখ বন্ধ করে শুয়ে থাকি কিছুক্ষণ। - দারুন একটা কাব্যিক লাইন।
গল্প ভালো লেগেছে।

০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৪

মাক্স বলেছেন: ভালো লেগেছে জেনে প্রীত হইলাম!

২| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪

আশিক মাসুম বলেছেন: +++ বরাবরের মতই একটানে পড়েছি।

০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৩

মাক্স বলেছেন: বরাবরের মতই ধৈন্না ;)

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪

বটবৃক্ষ~ বলেছেন: কাহিনি আর ডেসক্রিপশন তো এবাউট ৯০% সেইম হয়ে গেলো!! B:-) B:-)

০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৪

মাক্স বলেছেন: ১০ পার্সেন্ট আমার ব্যর্থতা :( :(

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২

বৃতি বলেছেন: বেশ সুন্দর লিখেছেন, গল্পের প্রথম অংশটা বেশী ভাল লাগলো ।

০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৮

মাক্স বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ বৃতি !

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮

মুশাসি বলেছেন: মাক্স ভাইয়ের লেখার একটা আলাদা স্টাইল আছে :)

০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২১

মাক্স বলেছেন: মুশাসি ভাইয়ের কমেন্টের একটা আলাদা স্টাইল আছে ;) ;)

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩

বোকামন বলেছেন:






গল্প ......... জীবনের গল্প
সম্পর্কের টানাপোড়েন নাকি দায়বদ্ধতা!

বরাবরের মতই ভালো লিখেছেন শ্রদ্ধেয় মাক্স ।
ভালো থাকবেন .......

০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৯

মাক্স বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো শ্রদ্ধেয় বোকামন!

৭| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৪

shfikul বলেছেন: খুব ভালো লেগেছে।সুন্দর গল্প।+++

০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১

মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ কবি।
ভালো থাকুন!

৮| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪

মামুন রশিদ বলেছেন: গল্পের মাঝ পর্যন্ত টানটান উত্তেজনায় ছিলাম । তারপর উর্মী কথনে বাস্তবতায় ফিরে এসেছি । শেষটায় 'কাল্পনিক-ভালোবাসা' ভাইয়ের 'বিবর্ন প্রতিশোধ' এর কথা মনে এলেও মাক্সিয় ছাপ যথেষ্ট বিদ্যমান ।

উর্মির দেহবর্ণনার জন্য কোন শ্লীল ভাষা এই মুহূর্তে অর্থহীন। সামাজিক অবস্থানভেদে ভাষার প্রয়োগ পরিবর্তনীয়। তাই বর্ণনা উহ্য তবে এতটুকু নিশ্চিত করা যায় উর্মির মত একটা মেয়েকে দেখার পর যদি আপনি প্রেমে না পরেন তাহলে অতি অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত।

এটা বেস্ট । ;) B-))

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭

মাক্স বলেছেন: বেস্ট পার্ট এইটা?? ;) ;)

৯| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ++++++ :)

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৫

মাক্স বলেছেন: ধন্যবাদ!

১০| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯

মেহেদী হাসান মানিক বলেছেন: ও ফাইন গল্প। B:-) B:-) B:-) B:-)
ভাল লাগল।

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫২

মাক্স বলেছেন: ধন্যবাদ মানিক ভাই!

১১| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

বোকামন বলেছেন: একটা কথা লিখতে ভুলে গিয়েছিলাম, তাই আবার বিরক্ত করছি আপনাকে ....
“চিন্ময়ী” নামটা খুব সুন্দর ভাই ....

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫২

মাক্স বলেছেন: আমার কাছেও সুন্দর লাগে!

১২| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮

জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার লাগলো। :)

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫২

মাক্স বলেছেন: ধন্যবাদ!

১৩| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগেনি। একজনের দ্বারা অনুপ্রাণিত হয়ে গল্প লিখতে গিয়ে যদি বেশিরভাগ অংশই তার কাহিনীর অনুলিপি হয়ে ওঠে তাহলে পড়ে ভালো লাগার কোন কারণ নেই। সমাপ্তিতে শুধু কিছুটা পরিবর্তন এনেছেন। তার আগ পর্যন্ত কাহিনী, বর্ণন সবই সেই আগের গল্পটার মত।

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫২

মাক্স বলেছেন: ভুলটা ধরিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
নেক্সট টাইম আর কখনোই এমন ভুল হবে না।

১৪| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: আমি শুধু গল্পটা পড়েছি। বেশ ভাল।

'কাল্পনিক ভালবাসা'র গল্প পড়ে দেখতে হবে। আপনার একটা ধন্যবাদ প্রাপ্য, লেখার শেষে 'প্রাসঙ্গিক' লাইনটা পড়ে আরেকটা গল্প পড়ার সুযোগ হোল। এম্নিতে হয়তো চোখ এড়িয়ে যেত।

+

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫২

মাক্স বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ প্রোফেসর শঙ্কু ।

১৫| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৭

প্রিয়তমেষূ বলেছেন: কাহিনি আর ডেসক্রিপশন তো এবাউট ৯০% সেইম হয়ে গেলো!

সহমত, গল্পটা পড়বার সময় মনে হচ্চিলো আগেও পড়েছি.।এতটাই মিল। ভালো হয়েছে।

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

মাক্স বলেছেন: ভালো হয়েছে জেনে প্রীত হলাম!

১৬| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মাক্স আমি সবচেয়ে খুশি হয়েছি তুমি শেষ পর্যন্ত লিখলে। :) তোমার লেখার স্টাইল আমার পছন্দ। আসলে তোমার বলা উচিত ছিল, একই প্রেক্ষাপট নিয়ে তুমি তোমার ভাষা লিখছ, তাহলে ঐ মিলের ব্যাপারে সবাই স্পষ্ট ধারনা পেত। :)

সুন্দর প্রচেষ্টা। শুভকামনা।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬

মাক্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:০১

সেলিম আনোয়ার বলেছেন: স্যার ভালো লাগলো।.....দেরীতে কমেন্ট করার জন্য কান ধরলাম স্যার।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫

মাক্স বলেছেন: মোটেও দেরি করেন নি।
ভালো থাকুন সেলিম আনোয়ার !

১৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:০২

রুদ্র মানব বলেছেন: চমৎকার লিখেছেন ম্যাক্স ব্রো ,

পুরোটাই পড়লাম । ১২ তম ভালালাগা দিয়ে গেলাম B-)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫

মাক্স বলেছেন: ধন্যবাদ রুদ্র মানব ।
ভালো থাকুন!

১৯| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬

মামুন রশিদ বলেছেন: এক্সাক্টলি,

পুরো গল্প, গল্পের বাঁক আর ট্যুইস্ট সবই ঐ গল্পটার অনুরুপ । কিন্তু ভাষা, না এখানে কিছুতেই মিলছেনা । ক্রমাগত এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনার নিজের প্রকাশভঙ্গি এমন একটা জায়গায় নিয়ে গেছেন, যাকে আমি বলি মাক্সিয় ছাপ ;)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬

মাক্স বলেছেন: উৎসাহদায়ক মন্তব্য পেয়ে ভালো লাগলো মামুন ভাই।
শুভকামনা সবসময়!

২০| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮

নূরূল ইমরান বলেছেন: আবারো কাপাইলেন। ম্যাক্স।

ব্রাদার, আপনার পেশা টা জানতে পারি কি ?

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮

মাক্স বলেছেন: আমি একটা পাবলিক ভার্সিটিতে লাস্ট বেনচে বসে ক্লাস করি!

২১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

তামিম ইবনে আমান বলেছেন: অস্থির

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮

মাক্স বলেছেন: কে?

২২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫২

দানবিক রাক্ষস বলেছেন: ভাষা হারায় ফেললাম ভাই।

গল্প সুন্দর তবে কল্পনা করতে কেমন যেন লাগছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯

মাক্স বলেছেন: পড়ার জন্য এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ দানবিক রাক্ষস ।
ভালো থাকুন সবসময়!

২৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো ++

কাভার লেখাটা পড়ি নাই। পড়তে হবে।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১০

মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ সরকার সাহেব!
ভালো থাকুন!

২৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:২০

িনহাজ রিমন বলেছেন: গল্পে ভালোলাগা দিলাম স্যার। আপনার গত পোস্টে লিখার সুযোগ পাই নাই। আমার হোম টাউনও কুমিল্লায়। ভালো থাকবেন।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১১

মাক্স বলেছেন: আপনার হোমটাউনও কুমিল্লা জেনে ভালো লাগলো!
ভালো থাকবেন রিমন!

২৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

ভিন্নধর্মী লেখা পাওয়া যায় আপনার লেখনিতে।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১০

মাক্স বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাই!

২৬| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: লেখনিটা একদম স্পর্শ করে গেলো আমায় ।

অসাধারণ লিখেছেন । ++++++++++

কা ভা ভাইয়ের টা এখনও পরি নি ।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১২

মাক্স বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো মন্ত্রী মহোদয় ১
ভালো থাকা হোক সবসময়!

২৭| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

স্বপনবাজ বলেছেন: আমার গলায় এখন ঠিক এইরকম একটি কাটা বিধে আছে !
গল্প অনেক জোস হইছে !

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪

মাক্স বলেছেন: তাড়াতাড়ি ঝাড় ফুকের ব্যাবস্থা করেন। কাটা আটকায়া থাকা ভালো না।

২৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২৬

বাংলার হাসান বলেছেন: খুব ভাল লাগল।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪

মাক্স বলেছেন: ধন্যবাদ হাসান ভাই!

২৯| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

ঘুড্ডির পাইলট বলেছেন: লেখা জোস হইছে , বরাবরের মতো , তবে বরাবরের মতো গল্প ছোট লেখেন নাই তাই থেংস । :)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫

মাক্স বলেছেন: বরাবরের মত আপনার প্রশংসা পেয়ে ভালো লাগলো রাফাত ভাই।

৩০| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

কাল্পনিক_ভালোবাসা ভাইরটা আগে পড়ায় লেখাটি পরিচিত মনে হচ্ছিল।



ভাললাগা রইলো।

++++++

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৬

মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ শোভন।
ভালো থাকবেন।

৩১| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৮

নাজিম-উদ-দৌলা বলেছেন: এই জন্যই তো বলি! গল্পটা আগে পড়েছি মনে হচ্ছে কেন!

কাল্পনিক ভালবাসার বিবর্ণ প্রতিশোধ পড়া ছিল। সেই গল্পে আসাদের ফ্ল্যাশব্যাকটা মনে হচ্ছিল আরও একটু ভাল করা যেত! আপনার গল্পটি পড়েও মনে হল নায়কের ফ্ল্যাশব্যাকটা নিয়ে আরও একটু কাজ করা যেত। তাহলে টুইস্টটা আরও মারাত্মক লাগত!

পোস্টে অনেক ভাল লাগা থাকল।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮

মাক্স বলেছেন: আমারও একই জিনিস মনে হইসে বাট আমি ভাবসিলাম ঠিক ঐ লিখাটা যদি লিখি তাহলে কেমন হয়!
ধন্যবাদ ভাই পড়ার জন্য!

৩২| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১

মেহেরুন বলেছেন: চমৎকার
Click This Link

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮

মাক্স বলেছেন: পড়েছি আপু। ভালো লেগেছে ভাইয়ার লিখা!

৩৩| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৪

আমি তুমি আমরা বলেছেন: আপনার দেখি ব্লগে এক বছর হয়ে গেল।বর্ষ্পূর্তির অভিনন্দন প্রিয় মাক্স :)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:২১

মাক্স বলেছেন: আপনার দৃষ্টিশক্তি এবং ধৈর্যশক্তিরে স্যালুট দিতে ইচ্ছা করে!
বর্ষপূর্তির ব্যাপারটা আমি নিজেই খেয়াল করসি তিন দিন পরে।

অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
ভালো থাকুন!

৩৪| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪২

ইখতামিন বলেছেন:
ঊনবিংশ ভালোলাগা.
কেমন আছেন?

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:২২

মাক্স বলেছেন: ধন্যবাদ ভাই।
ভালো আছি। আপনিও ভালো আছেন নিশ্চয়!

৩৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৫

আমি তুমি আমরা বলেছেন: ভেবেছিলাম সত্যি সত্যিই উর্মিকে খুন করা হয়েছে, কিন্তু পরবর্তীতে গল্প যেভাবে মোড় নিল তাতে বলতেই হচ্ছে দিনদিন গল্পকার হিসেবে আপনি পরিনত হয়ে উঠছেন।

লেখালেখি চলতে থাকুক অবিরাম :)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩

মাক্স বলেছেন: এরকম উৎসাহ পেলে অবশ্যই চলতে থাকবে! :)

৩৬| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭

~মাইনাচ~ বলেছেন: টুয়েন্টি

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪

মাক্স বলেছেন: ধন্যবাদ ~মাইনাচ~ !

৩৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২০

অদৃশ্য বলেছেন:




লিখাটি সুন্দর হয়েছে.. যদিও যার লিখা পড়ে অনুপ্রাণিত হয়ে এইটা লিখেছেন সেটা পড়া হয়নি...

তাই কোন তুলনায় যেতে হচ্ছে না.... খুব ভালো লেগেছে লিখাটি ...

শুভকামনা...

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫

মাক্স বলেছেন: ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।
ভালো থাকুন অদৃশ্য !

৩৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ভাল লেগেছে ভাইয়া।

আপনার কন্সিস্টেন্সি আর একটি আরেকটি থেকে শ্রেয়তর এবং প্রতিটি নিজের মতো করে অসাধারণ হচ্ছে দেখে অনেক অবাক হচ্ছি, নিঃসন্দেহে আপনি একজন অসাধারণ লেখক।

+++

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫

মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ দিকভ্রান্ত*পথিক !
ভালো থাকবেন!

৩৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫১

আমি বাঁধনহারা বলেছেন:


ভালো লাগল আপনার গল্প
কী মন্তব্য করব বেশি না অল্প??
+++++++++++++++

শুধু কবিতাই লিখি।গল্প লেখার যোগ্যতা আমার নাই।



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫

মাক্স বলেছেন: আপনারে মনে না রেখে উপায় আছে?

৪০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৫

এম হুসাইন বলেছেন: ২৩ তম +



মন্তব্য নিষ্প্রয়োজন।


থাক না কিছু যন্ত্রণাদায়ক অনুভূতি! !

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬

মাক্স বলেছেন: ধন্যবাদ হুসাইন ভাই।

৪১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৮

মিনাক্ষী বলেছেন: মন্তব্য দিতে যেহেতু পারবেন না, আমিও কোন মন্তব্য দিলামনা। ;) ;)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬

মাক্স বলেছেন: এইবার পারতেসি এখন মন্তব্য করেন!:):)

৪২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

যুবায়ের বলেছেন: গল্পে প্লাস ++

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২

মাক্স বলেছেন: ধন্যবাদ ভাই!

৪৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৭

কালোপরী বলেছেন: আমার নাম নিয়ে কেউ গল্প লিখলে ভালই লাগে


কিন্তু এমন গল্প :( :( :(

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২

মাক্স বলেছেন: নেক্সট টাইম ব্যাপারটা মাথায় রাখতে হবে :)

৪৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

ফ্রাস্ট্রেটেড বলেছেন: অনেক ভালো লিখেছেন মাক্স, হু আহমেদ এর একটা উপন্যাস এর কথা মনে পড়লো। "যখন গিয়াছে ডুবে পঞ্চমীর চাঁদ"

ঐ গল্প থেকে ভিন্নতর হইলে বোধহয় আরো ভালো হইতো। আপনার গল্প পড়ে খুব ভালো লাগার পর ঐটা পড়লাম; কিঞ্চিত হতাশ হইলাম।

শুভকামনা মাক্স, আরো গল্প আসুক :)

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫

মাক্স বলেছেন: আপনার হতাশার জন্য খুবই দুঃখিত।
নেক্সট টাইম হতাশ করব না :)
ভালো থাকুন ফ্রাস্ট্রেটেড !

৪৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Vala pailam.
Pilas lon vrata ++++

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩

মাক্স বলেছেন: পিলাস তো দিবেনই এইটা আবার ব্লার কি আছে?

৪৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Vala pailam.
Pilas lon vrata ++++

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫০

মাক্স বলেছেন: ঐ :)

৪৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

পেন্সিল চোর বলেছেন: স্যার আপনের পোস্ট পড়তে একটু দেরি কইরা ফালাইসি! রাগ কইরেন না প্লিজ। প্লাস দিছি কিন্তুক!!

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫২

মাক্স বলেছেন: আমারও মন্তব্যের জবাব দিতে লেট হয়ে গেল!
প্লাসের জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকুন!

৪৮| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২

এরিস বলেছেন: Golar kata lagle biraler paye dhore maf chaile chole jay.. Try kore dekhte paren.. ;)
Apnar lekha pore apnar motoi back bencher hote icche koreche.. :P kintu, dristishokti oti durbol, tai samne boste hoy.. :(

Sundor golpo.. Horror story'r cheyeo horrible ei hypocrisy.. Jodio golpo, tobuo boli jeno karo sathe emonta na hoy..
Onek onek valo thakun bhai.. Poroborti lekhar opekkhay..

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৬

মাক্স বলেছেন: বিড়াল কই পাই :( :(
ব্যাক বেঞ্চার হওয়া মোটেই ভাল কাজ না!
পড়ার জন্য অনেক ধন্যবাদ এরিস।
আপনিও ভাল থাকুন!

৪৯| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: লেখার স্টাইল সুন্দর অবশ্যই.. অনেকটাই সত্য কাহিনী.. তবে হাসান মাহবুব ভাইয়ের মন্তব্যের সাথে সহমত.. শুভকামনা ...

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭

মাক্স বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন!
হামা ভাইয়ের সাথে আমিও একমত!

৫০| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৮ তারিখ থেকে মাক্স ভাইকে খুজে পাওয়া যাচ্ছেনা , কোন সহৃদয় ব্যক্তি ------------------------------------------

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯

মাক্স বলেছেন: আই এম ব্যাক!!!! কেমন আছেন ভাই??

৫১| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৮ তারিখ থেকে মাক্স ভাইকে খুজে পাওয়া যাচ্ছেনা , কোন সহৃদয় ব্যক্তি ------------------------------------------

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০

মাক্স বলেছেন: আই এম ব্যাক!!!! কেমন আছেন ভাই??

৫২| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

কয়েস সামী বলেছেন: ++++

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১

মাক্স বলেছেন: প্লাসের জন্য অনেক ধন্যবাদ কয়েস সামী
ভাল থাকুন!

৫৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯

রোকেয়া ইসলাম বলেছেন: শুভ নববর্ষ............।
ভালো কাটুক ১৪২০ সালের প্রতিটি খন।
অনেক অনেক শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮

মাক্স বলেছেন: ধন্যবাদ।
শুভ নববর্ষ!

৫৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৬

সেলিম আনোয়ার বলেছেন: শুভ নববর্ষ............।
ভালো কাটুক ১৪২০ সালের প্রতিটি খন।
অনেক অনেক শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৯

মাক্স বলেছেন: ধন্যবাদ।
শুভ নববর্ষ!

৫৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২

প্রত্যাবর্তন@ বলেছেন: ভাল লাগল ।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯

মাক্স বলেছেন: ধন্যবাদ প্রত্যাবর্তন!
ভাল থাকুন!

৫৬| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২২

এন এফ এস বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
:| :) :#) B-))

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩

মাক্স বলেছেন: আপনার হাজার কমেন্ট এখনও পূর্ণ হয় নাই??

৫৭| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২

নাছির84 বলেছেন: হিমুর মতো সরলতা।
গলার কাটে নামেনা...
থাকলেই বরং সুখ !


নিজের স্ত্রীর দোষ খুজে বেড়ানোর মত পরাজিত আমি না।
.....তাহলে জেতার জন্যই কি মাগুরের খাদ্য কুড়ানো ?
তাও..!

অসাধারন।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬

মাক্স বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ নাছির!
ভাল থাকুন!

৫৮| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: মহান ব্লগার ম্যাক্স কেমন আছেন? ভাল তো?

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮

মাক্স বলেছেন: জি না। আমি ভাল নেই।
আপনি ভাল আছেন তো?

৫৯| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

এন এফ এস বলেছেন: :)

৬০| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

এন এফ এস বলেছেন: :D

৬১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

এন এফ এস বলেছেন: B-)

৬২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

এন এফ এস বলেছেন: ;)

৬৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

এন এফ এস বলেছেন: :(

৬৪| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

এন এফ এস বলেছেন: :((

৬৫| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

এন এফ এস বলেছেন: X(

৬৬| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০০

এন এফ এস বলেছেন: :|

৬৭| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০১

এন এফ এস বলেছেন: X((

৬৮| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৩

এন এফ এস বলেছেন: :-/

৬৯| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৪

এন এফ এস বলেছেন: :P

২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২২

মাক্স বলেছেন: সারছে! হাজার কমেন্ট কি এক পোস্টেই ফিলাপ করবেন?

৭০| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০

ফারিয়া বলেছেন: পুরোপুরি কনফিউশনে ফেলে দেয়ার মত লেখা। একথা এজন্য বলছি, শেষে এসে পাঠক বুঝতে পারেনা কাকে সাপোর্ট করবে। আদাওয়াইস শুরু বেশ ছিল! শেষটা একটু ধাঁধালো!

২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

মাক্স বলেছেন: আমিও খেয়াল করেছি ব্যাপারটা!

৭১| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: মাক্স, কাজটা কেমন হইল? পোস্ট দিলা অথচ এফবিতে আমারে লিঙ্ক দিলা না ক্যান ?

মনে হয়, এই কথাটা আগেও বলসি। কিন্তু কিচ্ছু করার নাই, তোমার সবচে কঠিন লেখা এইটা।

অসম্ভব, অসম্ভব...কিছু একটা !! যুতসই শব্দ পাচ্ছিনা।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬

মাক্স বলেছেন: নেক্সট টাইম অবশ্যই পাবেন! :)

৭২| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: শেয়ার্ড।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬

মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!

৭৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

ইখতামিন বলেছেন:
মাক্স ভাই.
কেমন আছেন?
বহুদিন পরে এসেও হতাশ হলাম...
নতুন লেখা না পেয়ে

আপনি কি এখন অন্য কোথাও লেখেন!
নাকি ব্যস্ততায় বন্দি...

ভালো থাকুন সব সময় :)

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮

মাক্স বলেছেন: অন্য কোথাও যাওয়ার কোন সম্ভাবনাই নাই!
একটু ব্যস্ত এই।

৭৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩

মেহেরুন বলেছেন: Click This Link

৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:২৪

মাক্স বলেছেন: পড়েছি আপু!

৭৫| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:১০

শিপু ভাই বলেছেন:
এই গল্পটা আমি এর আগেও পড়েছি মনে হয়। কাল্পনিক ভাইয়ের পোস্টেরও আগে!!!


যাইহোক ভূমিকাটা চমৎকার হইছে!!!+++++++++++

৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:২৬

মাক্স বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো শিপু ভাই।
ভালো থাকুন!

৭৬| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৯

আমি তুমি আমরা বলেছেন: মাসদেড়েক হয়ে গেল।এবার নতুন পোস্ট দেয়াটা কিন্তু আসে।

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২২

মাক্স বলেছেন: দিসি!!!

৭৭| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:৪৭

মেহেরুন বলেছেন: আমার জানালায় আকাশ আসে না

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৫

মাক্স বলেছেন: পড়েছি আপু!

৭৮| ১৯ শে মে, ২০১৩ দুপুর ২:২৪

অনীনদিতা বলেছেন: আমাকে মাইনাস..... X( X( X(

এটা আমি পড়েছি.. কিন্তু কমেন্টস করলাম না কেন বুঝলামনা ... :(

নতুন লেখা কবে পাবো স্যার?

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৬

মাক্স বলেছেন: মাইনাস দেয়ার কিছু নাই! আমি নিজেও জানি না :(

৭৯| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:০০

মোঃ কবির হোসেন বলেছেন: মাক্স ভাই আপনার লেখা এর আগে কখনও পড়িনি। আজকে আপনার-ট্রান্সফার, মৃত্যুদন্ড, ডেথ সেনটেন্স, প্যারালাল, প্রত্যাহিক এবং এই চিন্ময় লেখাগুলো পড়তে চেষ্টা করলাম। এক কথায় বলবো-অসাধারন আপনার লেখার মান, আপনার লেখার মাঝে হারিয়ে যাওয়ার মত যাদু আছে এটা নির্দিধায় বলা যায়-যেমনটি আমি আপনার লেখার মাঝে হারিয়ে গিয়েছিলাম। কেমন যেন পার্থিব কোন কিছুই যখন আমাদের কাছে ভাল লাগেনা তখন আপনার লেখাগুলো অদ্ভূত রকম ভাল লেগেছে। আপনার সাফল্য কামনা করছি। ধন্যবাদ-আবার দেখা হবে।

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৮

মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ মোঃ কবির হোসেন ।
অবশ্যই দেখা হবে!

৮০| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:০২

ডি মুন বলেছেন: দারুন লাগলো
কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম +++++ :) :) :)

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৯

মাক্স বলেছেন: থ্যাংকস ডি মুন!

৮১| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৩২

ফারজানা শিরিন বলেছেন: কি ?

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩০

মাক্স বলেছেন: বলব অবশ্যই বলব!

৮২| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

রোজেল০০৭ বলেছেন: অনেক দেরীতে হলেও পড়লাম এবং ভালো লাগা জানালাম।

প্রিয়তে নিলাম।

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩১

মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ রোজেল!

৮৩| ৩০ শে মে, ২০১৩ রাত ২:০৬

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: অসাধারণ :)

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩১

মাক্স বলেছেন: ধন্যবাদ!

৮৪| ৩০ শে মে, ২০১৩ সকাল ৮:২০

সোহাগ সকাল বলেছেন: অনেক ভালো লাগলো। মোবাইল থেকে প্লাস দেয়া যাচ্ছেনা।

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩২

মাক্স বলেছেন: ধন্যবাদ!
প্লাস মাইনাস কোন ব্যপারনা!

৮৫| ৩০ শে মে, ২০১৩ সকাল ১০:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি খুবই মনোযোগ দিয়ে লেখাটা পড়লাম,,,,,,,,,,দারুন,,,,,,ঝরঝরে /সাবলীল বর্ণনা,,,,,,,,,,,,,,,

শুভকামনা

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৪

মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ আপু। ভাল থাকবেন!

৮৬| ৩১ শে মে, ২০১৩ রাত ৯:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সালাম দিয়ে গেলাম ।

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৪

মাক্স বলেছেন: জবাব দিলাম ;)

৮৭| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:২৭

আমি তুমি আমরা বলেছেন: নতুন পোস্ট সরায়া ফেললেন ক্যা?

১৮ ই জুন, ২০১৩ রাত ১:২২

মাক্স বলেছেন: পোস্টটার লিখা ভালো হয় নাই :(

৮৮| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:৫০

সাকিব-আল-নাহিয়ান বলেছেন: প্রথমবারের মত আপনার লেখা পড়লাম।অসাধারণ লিখেন।অসাধারণ...

১৮ ই জুন, ২০১৩ রাত ১:২৩

মাক্স বলেছেন: থ্যাংকস সাকিব ভাই!

৮৯| ১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

নাছির84 বলেছেন: ভাই নতুন গল্প চাই ? এক্ষুনি !!!!!

১৮ ই জুন, ২০১৩ রাত ১:৩০

মাক্স বলেছেন: কই পামু??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.