![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
নীল নাকি অনেকের প্রিয় রং। রং নিয়া এত রং ঢংয়ের কি আছে বুঝি না, বিশেষ করে নীল রং। বেশিরভাগ বাথরুমের বদনা বালতির রংও নীল। অনেক খ্যাত বিখ্যাত তারকা, লেখক, গুণীজনের সাক্ষাতকারেও প্রিয় রং কি জিজ্ঞেস করা হলে উত্তর আসে নীল। বদনার কালার নিয়া এত লাফালাফির কিছু নাই। জহিরের নীল রংয়ের উপর ক্ষিপ্ত হওয়ার কারণ বেশ কয়েকটা। যুবা বয়সে তন্বী নামক এক বালিকারে নীল খামে চিঠি পাঠাইছিল। চিঠিতে তেমন কিছু লিখা ছিল না। কবিগুরুর দুইটা চরণ লিখা ছিল মাত্র। চরণদ্বয় নিম্নরুপ
"প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস
তোমার চখে দেখেছিলাম আমার সর্বনাশ"
ঐ দুইচরণও লিখা হয়েছিল নীল কালিতে। ফাউন্টেন পেনের নীল কালি। দুই লাইনের চিঠি। তার জবাব আসছিল এক লাইনে,
জুতা চিনস জুতা? আবার পুণশ্চও লিখা ছিল। পুণশ্চ অংশ চিঠির চেয়ে বড়।
পুণশ্চঃ যে লোক দুই লাইনের চিঠিতেও বানান ভুল করে তার শুধু সর্বনাশ না আরো কিছু হওয়া উচিত।
জহিরের লিখায় প্রায়ই বানান ভুল হয়। চোখ লিখতে গিয়ে লিখেছিল 'চখ'। কিন্তু জহিরের ধারণা, ভুল টুল না নীল রংই যত গুবলেট হবার কারণ।
এই মুহূর্তে নীলের উপর ক্ষিপ্ত হবার কারণ, আকাশ ঘন নীল। মাঝে মধ্যে দুই এক টুকরো সাদা মেঘ থাকে আজকে তাও নাই। ঘামানোর মত আর্দ্র আবহাওয়াও না তবে চামড়ায় জ্বলুনি হচ্ছে। আজকের দিনে বের হওয়ার সিদ্ধান্তটাই বোধহয় ভুল ছিল। বেরুনোর পর আবার ফেরত যাওয়ারও কোন মানে হয় না। তার গন্তব্য জামতলা নামক একটা জায়গা। সেখানে এক বিরাট ভদ্রলোক থাকেন।
ভদ্রলোকের নাম কাজী নাজিম। কাজী বংশের লোকজনের বেশীর ভাগেরই কোন কাজ থাকে না। প্রচুর জমিজামা থাকে এগুলো বাগা দিয়ে পায়ের উপর পা তুলে বসে থাকাই কাজী বংশের লোকদের একমাত্র কাজ। আরও কিছু টুকটাক কাজ অবশ্য তারা করে থাকে। কাজ না বলে অকাজ বলাই ভালো।
যেমন, গ্রামের জমিজামা সংক্রান্ত মামলার সাক্ষী হওয়া।
বিকালে পাড়ার বাজারে চায়ের দোকানে আড্ডা দেয়া।
বিভিন্ন গ্রাম্য সালিশে চেয়ারে বসে অতি গম্ভীর মুখভঙ্গি করে আবুল বিড়ি টানা।
এখনকার সালিশ অবশ্য একটু অন্যরকম। যারা চেয়ারে বসবে তাদের হাতে থাকে সিগারেট। কাজী নাজিম এসবের কোন কিছুতেই নেই। গ্রামের লোকজনকে এড়িয়েই চলেন বলা চলে। তার সম্পর্কে কিছু গুজবও বাজারে বহুল প্রচলিত। তার মধ্যে একটা হল, তিনি পরী বশ করেছেন। পরী হল জ্বীনের স্ত্রী লিঙ্গ। তার বাড়ির ছাদে গভীর রাতে প্রায়ই সাদা শাড়ী পরা কাউকে হাটতে দেখা যায়। শাড়ি পরা মেয়ের চুল খোলা, চোখে কাজল দেয়া। পরীরা কখনোই শ্যামলা বা কৃষ্ণ বর্নের হয় না। তারা সর্বদাই অনিন্দ্য সুন্দরী।
জহির অবশ্য পরী দেখতে যাচ্ছে না। গ্রামে গন্জে গিয়ে পরী দেখার কিছু নাই। পরী দেখার এখন নানান ব্যবস্থা আছে। ইন্টারনেট নামক এক বস্তুর কল্যাণে বিভিন্ন পরীরা অতি সহজেই বর্ণণা সহকারে হাতের মুঠোয় চলে আসে। জহিরের কাজ হল কাজী সাহেবের ছোট্ট একটা ইন্টারভিউ নেয়া। যদি কাজী সাহেব সম্মত হোন তো।
লক্কর ঝক্কর টাইপের বাস। পা সোজা করে বসতে পারা যায় না এমন সিট। স্থানীয় ভাষায় এর নাম মুড়ির টিন। যদিও বাসের গায়ে লেখা মায়ের দোয়া পরিবহন। বাস ছাড়ব ছাড়ব করেও ছাড়ছেনা। যাত্রীসংকট, সব মিলিয়ে দশজনও হবে না। আর দুই একজন যদি পাওয়া যায় এই চিন্তা করে ড্রাইভার বাস ছাড়ছে না। ভ্যাপসা গরমে বাসের ভেতরের পরিবেশ মোটামুটি অসহনীয় পর্যায়ের। তবে যাত্রীরা মনে হল নির্বিকার। তারা বোধহয় এমন দেখে দেখেই অভ্যস্ত।
বিরক্তির তৃতীয় স্তর পার হবার কিছুক্ষণ আগে বাস ছাড়ল। বাসের গতির সাথে শম্বুকগতির মিল আছে। এরমধ্যে ছোটখাট বাজার দেখলেতো দাড়ায়ই রাস্তায় কোন দোকান দেখলেও বাস দাড়িয়ে পড়ছে। এসব জায়গা থেকে যাত্রী উঠছে না। উঠছে হকার, যৌনশক্তিবর্ধক বটিকা বিক্রেতা। বিভিন্ন ভদ্রাশ্লীল ভাষায় বটিকার গুনগান চলছে। প্রত্যেকের কাছে গিয়ে আবার একটা করে স্যাম্পলও রেখে আসা হচ্ছে। জহিরের কানে হেডফোন, তারদিকে একটা স্যাম্পল এগিয়ে দিতে গিয়েও দিল না। কানে হেডফোন থাকা কোন ব্যাক্তিতে স্যম্পল দেয়ার বোধহয় নিয়ম নাই।
ইচ্ছে হলে এখন তুমি নাইতে পারো
বৃষ্টি জলে নুপুর পরে গাইতে পারো
এখানে সবাই স্বাধীন
বাধনহারা
এখানে সবই নতুন, অন্যরকম
অন্যধারা
জহিরের কানে বৃষ্টির গান বাজছে। এই গরমে বৃষ্টির গান শোনার কোন অর্থ নাই। তবুও বাজছে। সবকিছুর অর্থ থাকতে হবে এমন কোন ব্যাপারও নাই।
কিছুক্ষণের মধ্যেই জহিরের ঘুম চলে আসল। ঘুমের মধ্যে একটা স্বপ্নও দেখল। স্বপ্নে জহির একটা ডায়নোসরের পিঠে চড়ে বেড়াচ্ছে। ডায়নোসরের রং নীল, মুখ হাসি হাসি। জহিরকে পিঠে নিয়ে বোধহয় সে লজ্জা পাচ্ছে। টুকটাক কথাও বলছে, জহির আপনার বৃষ্টি দেখতে কেমন লাগে?
-ফালতু, বৃষ্টি মানেই রাস্তার কাদা টাদা জমে। ধুর!
ডায়নোসরের বোধহয় আন্সারটা ভালো লাগে নাই। তাকে একটু আহত মনে হল।
-আচ্ছা বৃষ্টিতে ভিজতে কেমন লাগে?
-আরো ফালতু, ঠান্ডা ঠুন্ডা লাগতে পারে।
এই পর্যায়ে লোকজনের চেচামেচিতে ঘুম ভাঙল। ঘুম ভাঙার পর ব্যস্ত হয়ে বাসের জানালা বন্ধ করতে হল। শার্টের একপাশ বৃষ্টির পানিতে মোটামুটি ভিজে গেল।
জামতলায় যখন বাস পৌছল তখন সূর্য ডুববে ডুববে এমন অবস্থা। আবহাওয়ার পরিবর্তন আগে থেকে টের পাওয়া বড়ই মুশকিল। অবস্থা দেখে মনে হচ্ছে এখনও আবার বৃষ্টি নামবে। আশেপাশের দোকানে খোজ নিয়ে জানা গেল কাজী সাহের বাড়ি কাছেই।
জহির আয়েশী ভঙ্গিতে একটা সিগারেট ধরাল, সাথে চা। গুড়িগুড়ি বৃষ্টিও শুরু।
জহিরের শুধু বানান ভুল হয় তা না আজকে দেখা গেল রাস্তাও ভুল করেছে। বাড়ীর সামনের রাস্তা দিয়ে না এসে এসেছে পিছনের রাস্তায়। পায়ে হাটা পথ।
প্রায় সন্ধ্যা। রাস্তার একপাশে কৃষ্ণচূড়া ফুলের গাছ। তার পাশেই একটা মেঠো পথ ধরে গেলেই কাজী বাড়ি। কৃষ্ণচূড়ার অল্প কিছু আগুন রঙা পাপড়ি রয়ে গেছে এখনো। বর্ষার কদমফুলও উকি মারবে এমন একটা সময়। নতুন প্রেমিক প্রেমিকাদের জন্য খুব ভালো একটা আবহাওয়া কিন্তু জহিরের জন্য তা না। তার জন্য আছাড় খাওয়ার ভালো পরিবেশ। এরমধ্যেই কয়েকবার পায়ের তলার মাটি এবং স্যান্ডেল একযোগেই প্রতারণার চেষ্টা চালিয়েছে। সফল হয় নি, তবে একটু সতর্ক করতে পেরেছে জহিরকে।
সঙ্গতকারণেই কয়েকটা গালি কাজী সাহেবের প্রাপ্য। এত ঝামেলার পরে দু একটা অর্থহীন শব্দ মন চাঙা করে দেয় অতি সহজেই।
২
কাজীর বাড়িতে পৌছেই প্রথম যে লোকটির সাথে দেখা তার নাম সামাদ। সামাদের দায়িত্বটা কি ঠিক বুঝা গেল না। দায়িত্ব যেমন বুঝা গেল না তেমনি তার বয়সও বুঝা গেল না। কাজী সাহেব কোথায় জিজ্ঞেস করতেই একটা ঘরের দিকে আঙুল তুলে ইশারা করল।
জহির কোন প্রকার ভদ্রতার ধারে কাছে দিয়ে গেল না।
-আমি ঢাকা থেকে আসছি।
-অজিত বলসিল তোমার কথা।
কাজী সাহেবের সাথে এতটুকুই কথাবার্তা। এরপরই তিনি সামাদকে ডেকে কি কি বুঝিয়ে দিলেন।
সামাদের দায়িত্ব এখন বুঝা গেল। খুব ব্যস্ত ভঙ্গিতে তাকে দৌড়াদৌড়ি করতে দেখা গেল। আধাঘন্টার মধ্যে একটা রুম পরিষ্কার করে ফেলল। মেস বাড়ির মত ছোট খুপরি রুম না। বেশ বড়সড়, মাঝামাঝিতে একটা খাট তোশক বালিশ কিছুই নাই শুধু একটা চাদর বিছানো। এক কোনায় একটা ডিভান। ডিভানের সোজাসুজি একটা জানালা। অন্ধকারে কিছুই চোখে পড়ল না। আজরাতটা ডিভানেই কাটাতে হবে এমন মনে হল।
ব্যাগটা কোনমতে ছুড়ে ফেলে ঘুমিয়ে পড়া প্রয়োজন। কিন্তু সেটা সম্ভব না। আজকের দিনলিপি ডায়েরীতে উঠাতে হবে। একটু ফ্রেশ হয়েই ডায়েরী খুলে লিখতে বসলো।
১৮ মে, ২০১১
রাশিফল পড়া হয় না। আজ সকালে ঘুম থেকে উঠে পেপার হাতে নিতেই রাশিফল পড়ার কথা মনে হল। আজকে সবই শুভ ছিল, অর্থভাগ্য শুভ, যাত্রা শুভ, প্রেম রোমান্স কোন কিছুতেই অশুভের ছোয়া নাই।
কাজী সাহেবের চেহারা যেমন চিন্তা করসিলাম তার ধারে কাছেও নাই। মুখভর্তি খোচাখোচা দাড়ি, শেইভ করার সময় পাচ্ছে না নাকি নতুন দাড়ি রাখতেসে ঠিক বুঝা গেল না। যারা দাড়ি রাখে তাদের গোফ ছাটা থাকা। এই লোকের তাও না। বয়স আন্দাজ করা কঠিন এমন চেহারা। চুল ছোট ছোট, কদমছাটের মত। দেখে মনে হয় এই লোক কিছুদিন পরপর মাথা কামায় ফেলে। স্বল্পভাষী মনে হল।
এই লোকের কাছ থেকে ইনফরমেশন নেয়া টাফ হবে। সবচেয়ে ভালো হয় যদি উনার কোন ম্যানেজার থাকে। একটা প্রজেক্টের কাজে বেশ কিছু তথ্য দরকার।
এই বাড়ির দোতলায় আমার যাওয়া নিষেধ। আজ সকালে একবার দীপা ফোন করেছিল।
-তুই কোথায়?
-বাসে।
-বাসটা কোথায়?
-রাস্তায়।
-রাস্তা কোথায়?
-এত কিছু বলতে পারব না ফোন রাখ।
-আর জীবনেও আমারে ফোন দিবি না।
আমি কিছু বলার আগেই ফোন কেটে গেল।
সামাদ এসে খাবার দিয়ে গিয়েছে কিছুক্ষণ আগে। খাবারের গন্ধ বিরক্ত লাগতেসে, বমিই করে দিব নাকি বুঝতেসি না।
এটুকু লিখেই ঘুমে চোখ জড়িয়ে আসলো। জহির ডিভানটাতে গিয়ে শুয়ে পড়লো।
সকালে ঘুম থেকে উঠে ঠিক বুঝা গেল না কটা বাজে। টিপটিপ বৃষ্টি পড়ছে। অন্ধকার অন্ধকার একটা পরিবেশ। ঘুমানোর পক্ষে চমত্কার আবহাওয়া।
শুয়ে থেকেই একটা পুকুর চোখে পড়ছে। পুকুরের এক পাড়ে চাপা ফুল গাছের সারি আরেকপাশে কৃষ্ণচূড়ার সারি। বৃষ্টিতে কৃষ্ণচূড়ার আগুন রঙ আরো বেশী করে চোখে লাগছে। জহিরের মনে হল বাহ মন্দ না তো।
ভালো মন্দ ছাপিয়ে হঠাত করেই নিরের কথা মনে পড়লো। কাল থেকে একবারও কথা হয় নি মেয়েটার সাথে। সেলফোন হাতে নিয়ে দেখল ফোন অফ। অন করতেই দুটো মেসেজ। এরমধ্যে একটার ভাষা অতি কুত্সিত আরেকটাতে লিখা আপনি আর আমাকে ফোন দেয়ার প্রয়োজন নাই। তার মানে রাগের নবম পর্যায়ে আছে।
"আচ্ছা কল দিব না, এখন থেকে শুধু মেসেজ দিব।"
এটুকু লিখে পাঠিয়ে আবার ফোন অফ করে দিল জহির। ইদানিং মেয়েটা বড্ড জ্বালাতন করছে। কিছু শিক্ষা হোক, ফোন অফ করে রাখা শিক্ষা দেয়ারই একটা অংশ।
আজকে কাজে নামা দরকার। একটু ফ্রেশ হয়ে এসেই দেখল টেবিলে নাশতা দেয়া হয়েছে। নাশতার আইটেম সুবিধার না। জেলী পাউরুটি আর সিদ্ধডিম। ডিমের সাইজ টিকটিকের ডিমের মত। তার উপর টেবিলে পানি দেয়া হয় নাই।
সামাদকে ডেকে দুই একটা কড়া কথা অবশ্যই বলা উচিত। কিন্তু সেটা সম্ভব কিনা কে জানে। চেয়ারম্যান বাড়ির কুত্তাও চেয়ারম্যান হয় আর সেতো কাজের লোক তার মধ্যেও কাজি কাজি ভাব ঢুকে যাওয়ার কথা।
কোনমতে পাউরুটি চালান করে দিয়ে বেরুনো উচিত।
টু বি কন্টিনিউড.............
১৮ ই জুন, ২০১৩ রাত ১:৪৫
মাক্স বলেছেন: হ ফার্স্ট হইসেন দেখতাসি!
২| ১৮ ই জুন, ২০১৩ রাত ১:৪৪
মেহেদী হাসান মানিক বলেছেন: ++
১৮ ই জুন, ২০১৩ রাত ১:৪৬
মাক্স বলেছেন: ধইন্না!
৩| ১৮ ই জুন, ২০১৩ রাত ১:৪৫
মেহেদী হাসান মানিক বলেছেন: ভাবছিলাম পইল্লা অমু তাই তারাতাড়ি পেলাস দিলাম কিন্তু অভি ভাই অইতে দিল না
খেলুম না।
১৮ ই জুন, ২০১৩ রাত ১:৪৭
মাক্স বলেছেন: আহারে। কান্তেই আছি
৪| ১৮ ই জুন, ২০১৩ রাত ১:৫৭
সাকিব-আল-নাহিয়ান বলেছেন: একটানে পড়লাম...
১৯ শে জুন, ২০১৩ রাত ১:১৬
মাক্স বলেছেন: ধন্যবাদ!
৫| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:০০
দেহঘড়ির মিস্তিরি বলেছেন: চালায় যান
১৯ শে জুন, ২০১৩ রাত ১:১৬
মাক্স বলেছেন: ওকে!
৬| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:১৪
সিলেটি জামান বলেছেন: বড়ই রহস্যময় কাহানি, তা ভাইজান আছেন কেমুন
১৯ শে জুন, ২০১৩ রাত ১:১৭
মাক্স বলেছেন: জী ভালো আছি। আপনার খবর কি?
৭| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:২৪
সোহাগ সকাল বলেছেন: ভাইজানগো বাসার বদনার রঙ সম্ভবত নীল, তাইনা?
গপ্পো কিন্তু সিরাম লাগলো!
১৯ শে জুন, ২০১৩ রাত ১:১৮
মাক্স বলেছেন: নাহ
পড়ার জন্য ধন্যবাদ!
৮| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: অনেকদিন পর সুপ্রিয় ব্লগারের পোস্ট পড়লাম। সুন্দর হয়েছে। খুব বাল লেগেছে । ৪র্থ+
১৯ শে জুন, ২০১৩ রাত ১:১৮
মাক্স বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ সেলিম ভাই!
৯| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:৫৮
মহাজাগতিক পাগল বলেছেন: প্রিয় তে নিয়া রাখলাম । কাইল সকালে পরীক্ষা শেষে পরুম ।
১৯ শে জুন, ২০১৩ রাত ১:১৯
মাক্স বলেছেন: পড়া হইসে??
১০| ১৮ ই জুন, ২০১৩ রাত ৩:৪৮
বটবৃক্ষ~ বলেছেন: অবশেষে সকল প্রতিক্ষার অবসান ঘটিয়ে গল্প লিখা হলো!!!
চমৎকার চলছে.....।
আগুন রঙা পাপড়ি দেখতে মন চায়!! ++++++
নেক্সট টা জলদি!!
১৯ শে জুন, ২০১৩ রাত ১:২০
মাক্স বলেছেন: আগুন রঙা পাপড়ি দেখতে মন চায় আমারও!!
ধন্যবাদ!
১১| ১৮ ই জুন, ২০১৩ রাত ৩:৪৯
মুশাসি বলেছেন: ৬ষ্ঠ ভালোলাগা
১৯ শে জুন, ২০১৩ রাত ১:২০
মাক্স বলেছেন: থ্যাংকস!!
১২| ১৮ ই জুন, ২০১৩ ভোর ৪:২৭
নাইমুল ইসলাম বলেছেন: অনেক দিন পর আপনার কোনো লেখা পড়লাম...........আগের মতই অসাধারন লাগলো !
১৯ শে জুন, ২০১৩ রাত ১:২০
মাক্স বলেছেন: ধন্যবাদ ভাই!
১৩| ১৮ ই জুন, ২০১৩ ভোর ৪:৫৭
আমিনুর রহমান বলেছেন:
Present Sir +++
To be continue ...
১৯ শে জুন, ২০১৩ রাত ১:২০
মাক্স বলেছেন: থ্যাংকস ভাইজান!!
১৪| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৭:২৯
মামুন রশিদ বলেছেন: লেখনিতে মাক্সীয় স্টাইলের উৎকর্ষতা চলমান । অনেক গল্পের পর আসল গল্প শুরু হবে হবে অবস্থা,
পরের পর্ব পড়ার জন্য অপেক্ষা ছাড়া গত্যন্তর নাই
১৯ শে জুন, ২০১৩ রাত ১:২২
মাক্স বলেছেন: বরাবরের মতই উৎসাহদায়ক মন্তব্য!!
ধন্যবাদ ভাই!
১৫| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:০৯
লিঙ্কনহুসাইন বলেছেন: ভালৈ তো লাগলো +++++্
১৯ শে জুন, ২০১৩ রাত ১:২২
মাক্স বলেছেন: ধন্যবাদ!
১৬| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:১৬
আর.হক বলেছেন: পরের পর্ব মিস করলে সব দোষ আপনার
১৯ শে জুন, ২০১৩ রাত ১:২২
মাক্স বলেছেন: মিস হইব না
১৭| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৫০
অপূর্ণ রায়হান বলেছেন: ১১ তম ভালোলাগা ভ্রাতা । অসাধারণ লিখনি ++
ভালো থাকবেন সবসময়
১৯ শে জুন, ২০১৩ রাত ১:২৩
মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা!
১৮| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৭
ইলুসন বলেছেন: ধুরমিয়া! পরের পর্ব তাড়াতাড়ি দিয়েন।
১৯ শে জুন, ২০১৩ রাত ১:২৩
মাক্স বলেছেন: টাইপ করা হইলেই দিয়া দিমু!
১৯| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
অপেক্ষায় রইলাম।
১৯ শে জুন, ২০১৩ রাত ১:২৪
মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাই!
২০| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:২৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: পরের পর্বের অপেক্ষায়। সত্যি কথা বলতে হুমায়ুনীয় ফ্লেভার পেয়েছি গল্পটাতে। এক ডজন তম প্লাস।
১৯ শে জুন, ২০১৩ রাত ১:২৪
মাক্স বলেছেন: থ্যাংকস!
২১| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৬
শুকনোপাতা০০৭ বলেছেন: পরের পর্বের অপেক্ষায় রইলাম...
১৯ শে জুন, ২০১৩ রাত ১:২৪
মাক্স বলেছেন: ধন্যবাদ!
২২| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৫০
আরজু পনি বলেছেন:
অনেকদিন পর মাক্সের লেখা পড়লাম।
বেশিরভাগ বাথরুমের বদনা বালতির রংও নীল।... এইডা কিছু হইলো
হহাহাহাহা
গল্প পড়তে গেলে অসমাপ্ত থাকলে উসখুস লাগে...বুঝতেই পাচ্ছেন পাঠকের চাহিদা
১৯ শে জুন, ২০১৩ রাত ১:২৫
মাক্স বলেছেন: অনেকদিন পর আপনাকেও পাঠক হিসাবে পেয়ে ভালো লাগলো।
ভালো থাকবেন
২৩| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৫
হাসান মাহবুব বলেছেন: মজা লাগতেসে পড়তে।
১৯ শে জুন, ২০১৩ রাত ১:২৬
মাক্স বলেছেন: আমারও লিখতে মজা লাগতাসে
২৪| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৩
নাজিম-উদ-দৌলা বলেছেন: এহ হে রে! থামায় দিলেন।
ভাবছিলাম একবারে শেষ করবেন।
পড়তে মজা পাচ্ছিলাম, জলদি পোস্টান।
১৯ শে জুন, ২০১৩ রাত ১:২৬
মাক্স বলেছেন: জলদিই পোস্টাইব!!
২৫| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৫
তারছেড়া লিমন বলেছেন: অনেক;দিন পর পেলুম............++++++++++++++++
১৯ শে জুন, ২০১৩ রাত ১:২৭
মাক্স বলেছেন: ধন্যবাদ লিমন!
২৬| ১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১২
অপর্ণা মম্ময় বলেছেন: পর্ব আকারে দিলে গল্পের মজাই আমার কাছে মনে হয়ে অনেকটা মিইয়ে গেলো। যাই হোক , গল্প মনে হয় আকারে বড় তাই পর্ব আকারে দিলেন।
ভালো লেগেছে পড়তে। আগ্রহ নিয়েই অপেক্ষা করছি এর পরের অংশ পড়ার জন্য।
১৯ শে জুন, ২০১৩ রাত ১:২৯
মাক্স বলেছেন: পর্ব আমার নিজেরও পছন্দ না।
দ্রুতই অপেক্ষার অবসান ঘটাব!
২৭| ১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বদনার কালার নিয়া এত লাফালাফির কিছু নাই।
তার জন্য আছাড় খাওয়ার ভালো পরিবেশ।
হাহাহাহাহাহ বড়ই বিনোদিত হইলাম ।
মহান এক কথা শিল্পীর যোগ্য ভাব শিস্যের অসাধারন লিখা ।
এতো ঘণ্টা হয়ে গেল , পরের পর্ব কই ?
১৯ শে জুন, ২০১৩ রাত ১:৩০
মাক্স বলেছেন: আসবে আসবে!
আছেন কিরাম?
২৮| ১৮ ই জুন, ২০১৩ রাত ৯:০০
বাংলার হাসান বলেছেন: ++++++
১৯ শে জুন, ২০১৩ রাত ১:৩০
মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ!
২৯| ১৯ শে জুন, ২০১৩ রাত ২:০৩
নাছির84 বলেছেন: গল্প ভাল হয়েছে। ষোলতম ভাল লাগা।......দেরিটা সহ্য হয়না।
২৩ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৫
মাক্স বলেছেন: ধন্যবাদ!
৩০| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৫
সপ্নাতুর আহসান বলেছেন: বেশ ভাল। +
২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:০৮
মাক্স বলেছেন: ধন্যবাদ আহসান।
৩১| ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
নাছির84 বলেছেন: টাইপ করতে আর কতদিন...?
২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:২২
মাক্স বলেছেন: অলসতা
৩২| ১৯ শে জুন, ২০১৩ রাত ৯:৫৪
পেন্সিল চোর বলেছেন: ১৭ নাম্বার প্লাসডা পেন্সিল চোরের
২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৬
মাক্স বলেছেন: আইচ্ছা!
৩৩| ২০ শে জুন, ২০১৩ রাত ১১:৩৯
মায়াবতী নীলকন্ঠি বলেছেন: পরের পর্ব কোথায়?++++++++++
২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:৪১
মাক্স বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ।
৩৪| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:৩১
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: আমার বদনাও নীল!!!
ভাল্লাগছে ভাইয়া!!
২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৫
মাক্স বলেছেন: ভাল্লাগছে জেনে ভালো লাগলো।
৩৫| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১:২৪
সায়েম মুন বলেছেন: বেঁশ লাগলো। চালিয়ে যান।
২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৫
মাক্স বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য!
৩৬| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১:২৪
সায়েম মুন বলেছেন: *বেশ
২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৬
মাক্স বলেছেন: বুচ্ছি!
৩৭| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
রহস্যময়ী কন্যা বলেছেন: ভালো লাগছিলো পড়তে।পরের টা তাড়াতাড়ি দেন ভাইয়া
২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৯
মাক্স বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ রহস্যময়ী কন্যা।
৩৮| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
খেয়া ঘাট বলেছেন: লিখায় একগুচ্ছ ++++++++++++++++++++++++++++++++++++
আর আমার সবচেয়ে প্রিয় অভিনেতা'র ছবি লাগানোর জন্য আরেকবার আরেকগুচ্ছ +++++++++++++++++++++++++++++++++++++
পুরো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা যিনে মন্চে আসলে বাকি সবাই দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শণ করেন।
২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৯
মাক্স বলেছেন: অনেক অনেক ধন্যবাদ খেয়া ঘাট!
৩৯| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:১৮
আমি তুমি আমরা বলেছেন: পরের পর্বের অপেক্ষায়
২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:২০
মাক্স বলেছেন: থাকেন অপেক্ষায়
৪০| ২২ শে জুন, ২০১৩ সকাল ১০:৫০
আমি ময়ূরাক্ষী বলেছেন: "প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস
তোমার চখে দেখেছিলাম আমার সর্বনাশ"
ঐ দুইচরণও লিখা হয়েছিল নীল কালিতে। ফাউন্টেন পেনের নীল কালি। দুই লাইনের চিঠি। তার জবাব আসছিল এক লাইনে,
জুতা চিনস জুতা? আবার পুণশ্চও লিখা ছিল। পুণশ্চ অংশ চিঠির চেয়ে বড়।
পুণশ্চঃ যে লোক দুই লাইনের চিঠিতেও বানান ভুল করে তার শুধু সর্বনাশ না আরো কিছু হওয়া উচিত।
হা হা ফানি...
নীলনবঘন আষাড় গগনে তিল ঠায় আর নাহিরে
ওগো আজ তোরা জাসনে ঘরের বাহিরে
প্রিয় গান...
২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৫
মাক্স বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ময়ূরাক্ষী।
৪১| ২২ শে জুন, ২০১৩ সকাল ১০:৫১
আমি ময়ূরাক্ষী বলেছেন: যাসনে ..চখের মত ভুল হয়ে গেলো।
২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৯
মাক্স বলেছেন:
৪২| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৪২
পরিবেশ বন্ধু বলেছেন: রঙ নিয়ে ভড়ং
নিল সব জরং
বেশ রসের হাড়ি
নিল নজর খাঁড়ি
শুভকামনা তায়
ভাল থাকা যেন হয়
২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩১
মাক্স বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ পরিবেশ বন্ধু !
৪৩| ২৩ শে জুন, ২০১৩ ভোর ৫:০৬
টেস্টিং সল্ট বলেছেন: ভ্রাতা আমার বন্ধুরা আমারে আদর কইরা নীল ডাকে। খায়ালামু কিন্তুক নীল নিয়া নীল ডলাডলি করলে
২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৬
মাক্স বলেছেন: ডরাইসি
৪৪| ২৩ শে জুন, ২০১৩ সকাল ৮:৪৯
অচিন তারা বলেছেন: নীল আমারও প্রিয় রঙ
লেখাটির জন্য অনেক গুলো ভালোলাগা
২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫০
মাক্স বলেছেন: ধন্যবাদ অচিন তারা।
৪৫| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:১৬
গ্রাম্যবালিকা বলেছেন: বদনা পার্ট পড়ে সেই হাসলাম
২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৭
মাক্স বলেছেন: হাসতে থাকেন, হাসা ভালো!
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪৬| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:২২
লাবনী আক্তার বলেছেন: গল্পটা ভাল লেগেছে । পরের পর্বের অপেক্ষায় রইলাম।
২৪ শে জুন, ২০১৩ রাত ১১:০১
মাক্স বলেছেন: ধন্যবাদ!
৪৭| ২৩ শে জুন, ২০১৩ রাত ৮:৫১
কালোপরী বলেছেন: চলুক
২৪ শে জুন, ২০১৩ রাত ১১:০১
মাক্স বলেছেন:
৪৮| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আনন্দ সহকারে পড়িলাম.. হুমায়ন আহমেদ স্টাইল অনেকটা যা পড়তে আর পাঠকের ভেতরে খুবই আরাম দেয়.. ..অপেক্ষায় থাকিলাম পরের পর্বের জন্য....
২৪ শে জুন, ২০১৩ রাত ১১:০২
মাক্স বলেছেন: পড়া এবং মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন!
৪৯| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৪৫
সপ্নাতুর আহসান বলেছেন: পরের পর্ব কই?
ভাই ভুইলা গ্যালেন নাকি, দেখিনা আর ব্লগে; আপনার মতন লিখবার পারি না তাই??
৩০ শে জুন, ২০১৩ রাত ১১:৪৫
মাক্স বলেছেন: এইটা কি বললেন? নিয়মিতই তো যাই আপনার ব্লগে।
৫০| ২৬ শে জুন, ২০১৩ রাত ১২:০২
মাগুর বলেছেন: পিলাস নাম্বার টুয়েন্টি টু সাথে এত্ত গুলা ভালোলাগা
৩০ শে জুন, ২০১৩ রাত ১১:৪৭
মাক্স বলেছেন: এত্তগুলা ধইন্নাপাতা
৫১| ২৬ শে জুন, ২০১৩ রাত ১০:৫৯
সায়েদা সোহেলী বলেছেন: কুটি কালে গল্পের বই গিফট পাইছিলাম , এই দুইলাইন সহ যথারিতি বানান ভুল ছিল সাথে কাটাকুটি । ঘটনা কি !!!
কপিপেস্ট এর যামানাই ভালো
বাকিটা শেষ করেন ,
।নীল নিয়ে কোন কথা নাই
০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:০৫
মাক্স বলেছেন: আমি জানিনা ক্যামনে কি
৫২| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫০
খেয়া ঘাট বলেছেন: এই পোস্টে শততম মন্তব্য করিবার লোভ সামলাইতে পারিলাম না, তাই আবার পড়িলাম, আবার মন্তব্য করিলাম।
০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:১১
মাক্স বলেছেন: পুনর্বার পড়ার জন্য ধন্যবাদ খেয়াঘাট।
ভালো থাকুন!
৫৩| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৩
এরিস বলেছেন: মামুন রশিদ বলেছেন: লেখনিতে মাক্সীয় স্টাইলের উৎকর্ষতা চলমান । অনেক গল্পের পর আসল গল্প শুরু হবে হবে অবস্থা,
পরের পর্ব পড়ার জন্য অপেক্ষা ছাড়া গত্যন্তর নাই
আমি যে কলম দিয়ে খাতায় মার্জিন করি, সেটাই নীল, আর কিছুই নীল নেই। বদনা ন্নিয়ে বদনামের হাত থেকে বাঁচা গেলো। মুড়ির টিন শব্দটা আপনার গল্পে পেয়ে ভালো লেগেছে। ওগুলো আসলেই মুড়ির তিন। পরবর্তী পর্বের অপেক্ষায়। ভালো লাগা জানবেন।
০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:২৩
মাক্স বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকুন এরিস!
৫৪| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:১৪
অরুদ্ধ সকাল বলেছেন:
এইসব সরল গপ্পে টু-বি-কন্টিনিউ মানেই ম্যালা অপেক্ষা করার হ্যাপা। আমার এক ফ্রেন্ড আছে কবি কিংবা কবিতা শুনলেই চরম ক্ষেপে যায় তার মতে নীলের মতো অসভ্য রঙ দুনিয়ায় নাই।
সমসাময়িক ভাষায় গল্পটা বেশ চনমনে!
০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৪৮
মাক্স বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ অরুদ্ধ সকাল।
ভাল
৫৫| ৩০ শে জুন, ২০১৩ রাত ১০:১৪
এহসান সাবির বলেছেন: ভালো লাগা রইলো।
চলুক......... আছি.....
০১ লা জুলাই, ২০১৩ রাত ১:০০
মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন!
৫৬| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:০৯
বটের ফল বলেছেন: খুব সুন্দর। অনেক ভালো লাগলো। একগুচ্ছ প্লাস।
++++++++++++++++++++++++++++++
অতিসত্বর পরের পর্ব চাই।
ভালো থাকুন।
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫০
মাক্স বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ বটের ফল।
ভালো থাকুন।
৫৭| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:১১
মাগুর বলেছেন: বাহ! সুন্দর হইচে
চলতে থাকুক.....
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:১৪
মাক্স বলেছেন: ধন্যবাদ মাগুর!
৫৮| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:০৮
সমুদ্র কন্যা বলেছেন: এতদিন পরেও পরের পর্ব আসে নাই? তাহলে আর আসবে বলেতো মনে হয় না।
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৪
মাক্স বলেছেন: আসবে আসবে
৫৯| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:০২
আরমিন বলেছেন: বাহ , চমৎকার ! পরের পর্ব কখন আসবে?
০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:১৩
মাক্স বলেছেন: আসবে অতি শীঘ্রই!
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন
৬০| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
রাজু মাষ্টার বলেছেন: নীলে নীলময়
বাট বদনার রঙ ক্যান নীল
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৫
মাক্স বলেছেন: কি জানি
৬১| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:৫৭
~মাইনাচ~ বলেছেন: নীল গল্প ভালই লাগলো
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৬
মাক্স বলেছেন: ধন্যবাদ!
৬২| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৭
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
অনেক দিন পর আপনার লেখা পড়লাম ...
ভালো লাগা রইল ।
( নীল আমার ও পছন্দের ! )
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৭
মাক্স বলেছেন: অনেকদিন পর আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।
ধন্যবাদ!
৬৩| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৫
মিজানুর রহমান মিলন বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পড়লাম । ৩১ তম ভাল লাগা রইলো ।
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৮
মাক্স বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন!
৬৪| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৮
প্রত্যাবর্তন@ বলেছেন: ৩২ তম ভাললাগা রইল
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৯
মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ!
৬৫| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:১০
আমি তুমি আমরা বলেছেন: এটার পরের পর্ব লিখবেন না?
১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৪
মাক্স বলেছেন: লিখতাসি একটু একটু করে! দোয়া রাইখেন!
৬৬| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: গল্প পড়ে মজা পেয়েছি। প্রিয়তে নিলাম।
পরের পর্বের অপেক্ষায়।
১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৪
মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ প্রোফেসর সাহেব।
ভাল থাকুন!
৬৭| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৫
মাহমুদ০০৭ বলেছেন: সুন্দর লাগল । মজা পেলাম ।
২ ইয় পর্ব তাড়াতাড়ি দেন ।
ভাল থাকবেন ।
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮
মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ!
ভালো থাকবেন!
৬৮| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৪
শান্তির দেবদূত বলেছেন: পড়তে পড়তে কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না, অদ্ভুত লেখেন আপনি! পরের পর্ব কবে আসবে? বেশ জমিয়ে ফেলেছেন কিন্তু।
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৪
মাক্স বলেছেন: আপনার উত্সাহদায়ক মন্তব্য পেয়ে ভালো লাগলো।
আসবে শীঘ্রই!
৬৯| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:০০
বৃষ্টিধারা বলেছেন: পরের পর্বের লিংক দেন .....
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৫
মাক্স বলেছেন: আমিও খুজতাসি
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৩ রাত ১:৪৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ফার্ষ্ট হইছি মনে হয় ! পড়তে পড়তে যত দেরী ! চলুক !
এনি ওয়ে আমার বাথরুমের বালতির রঙ লাল , আর নীলে এলার্জি নাই ! কাজী সাহেব মনে হয় ইচ্ছা কইরা ভাব ধরে খোচা খোচা দাড়ি রাখে !