নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস

inside you

মাক্স

নিপাট ভদ্রলোক!

মাক্স › বিস্তারিত পোস্টঃ

স্বরধ্বনির ষড়যন্ত্র

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৩











প্রায় মৃত, স্রোতহীন একটা নদীর মাঝখানে জেগে উঠা একটা অনুর্বর চর। কল্পনাপ্রবণ কোন লেখক দ্বীপ হিসাবেও দেখতে পারে। তবে কল্পিত দ্বীপের দিকে মনোযোগী না হয়ে চরটার একটা বর্ণনা দেখে নেয়া উচিত।

এখানে লাশকাটা ঘরের বিষণ্ণতা এবং হিমঘরের শীতলতায় ঘন নীলবর্নের মাছিদের একটানা বেসুরো গুঞ্জন, দিয়ে যায় এক অদ্ভূত ভয় পাওয়ার অনুভূতি। অনুভূতিটা হয়তো ভয়ের নয়তো ভয়কে মিথ্যে করে বুড়ো আঙুল দেখিয়ে জীবন্মৃত থাকার চেষ্টা।

পুরো চরটাতেই ফ্যাকাশে হয়ে যাওয়া ঘাস অপেক্ষা করছে মাটিতে মিশে যাবার জন্য।

এখানে কখনোই বাতাস বয় না, বৃষ্টি হয় না, বসন্তের কোন বালাই নেই এখানে। বৃষ্টির বদলে প্রায়ই ঝড়ে পড়ে বিষণ্ণতার দুর্বোধ্য আলো।

এখানটায় একসময় দলবেধে পাখিরা এসে আত্মহত্যা করত। কারণ অনুসন্ধিত্‍সু উত্‍সুক মানুষের দল প্রায়ই আসত এখানে। অনেকখানি সময় নষ্ট করার পর, একটা সিদ্ধান্তে উপনীত হবার পর এবার ফেরার পালা। তাদের জন্য অপেক্ষারত ব্যক্তিরা দাড়িয়ে থাকত উত্‍সুক দৃষ্টিতে। অপেক্ষার পালা শেষ হত না কখনোই, কে জানে হয়তো তাদের শেষ পরিণতিও হত পাখিগুলোর মতই হত।



তবে চরটার মধ্যে কিছুটা পরিবর্তন হচ্ছে সাম্প্রতিককালে। অনুসন্ধানী দলের চোখ এড়ায় না তা।







দুজন বসে আছে মুখোমুখি।

তাদেরকে বিভাজিত করে রেখেছে মাঝামাঝি সাজিয়ে রাখা একটা বোর্ড। আত্মহন্তক পাখিদের দল চমকে একবার তাকায় তাদের দিকে। একদিকে মৃত্যুদেবতার ডাক অন্যদিকে কৌতুহলদ্দীপক দুজন মানব মানবী।

পাখিগুলোর কিচিরমিচির স্পষ্টতই মৃত্যুদেবতার দিকে ছুড়ে দেয়া খিস্তিখেউর। নিজেদেরকে শেষ করে ফেলার আগে সম্ভবত দেখে নিতে চায় মৃত্যুময় দ্বীপটাতে হঠাত এ ধরনের পরিবর্তনের কারণ।

পাখিদের খিস্তিখেউর একসময় কোরাসে পরিণত হয়ে মাছিগুলোর গুঞ্জনের উপর কর্তৃত্ব শুরু করে। হারিয়ে যায় বিষণ্ণতার করুণ সুর। তার বদলে সংগীতময় একটা পরিবেশ তৈরী হতে সময় নেয় না খুব একটা।

বোর্ড সামনে নিয়ে বসে থাকা দুজনের দৃষ্টি এড়ায় না এমন একটা পরিবর্তন। তবে তারা ব্যাপারটাকে তেমন আমলে নেয় না, উল্টো আরও মনোযোগী হয়ে উঠে সামনের বোর্ডটায়। সম্ভবত জটিল কোন চাল দিয়ে পরাস্ত করতে চায় একে অপরকে, নয়তো সুরসম্বৃদ্ধ একটা পরিবেশ অজান্তেই অধিক মনোযোগী করে ফেলে তাদের।



দু একটা অতিউত্‍সাহী পাখি কাছাকাছিও চলে আসে কখনো কখনো। দুজনের মাথার উপর দিয়ে ঘুরপাক খেয়ে দেখে নিতে চায় দুর্বোধ্য খেলাটার সারমর্ম অথবা সারাংশ। একটা দুটো করে সদস্য বাড়তে থাকে উড়ন্ত পাখিদলের। পাখির ডানায় হয়তোবা আটকে যায় বিষণ্ণতার রং। ফ্যাকাশে হয়ে যাওয়া ঘাসগুলো বুঝিবা পাখির ছায়ায় আবারো সবুজ রং ফেরত পাওয়ার জন্য তোড়জোড় জুড়ে দেয়। একটা দুটো ঘাসফুলও উকি দেয় দ্বীপের বুকে।

যেন বসন্ত আনার দৃঢ় প্রত্যয় ঘাসফুলের।

ঘাসফুলের বনে জোনাকপোকার দল ভিড়তে শুরু করে যেদিন সেদিনই আনুষ্ঠানিকভাবে মৃত্যুদেবতা মুখ ফিরিয়ে নেয় দ্বীপ থেকে।

একই সঙ্গে বিষণ্ণ কুয়াশার চাদর গলে ঢুকে পরে উষ্ণ জোছনা। স্বর্গীয় আবহের ষোলকলা পূর্ণ হয়।

বোর্ডের দু'প্রান্তে থাকা দুজন অবাক হয়ে জোছনাবৃষ্টি দেখে, জোনাকপোকার গতিবিধি লক্ষ করে মুগ্ধ চোখে, রাতপাখিদের সুরময় সংগীতের সাথে সুর মিলিয়ে একে অন্যের দিকে তাকায়। চোখজুড়ে ভর করে রাজ্যের মুগ্ধতা।



উত্‍সুক জনতার মধ্যে কেউ কেউ যখন দ্বীপটাতে আসতে শুরু করল আর এসেই দ্বীপের সাম্যাবস্থা নষ্ট করতে শুরু করল তখন থেকে দু'পক্ষের মনোযোগ বিঘ্নিত হতে শুরু করল। উত্‍সাহীদের কেউ কেউ আবার নিতান্তই শখের বশে জুয়ায় বসে যায়। পক্ষ বিপক্ষের দ্বন্দ উসকে দেয়ার পায়তারা করে। সমর্থিত পক্ষের বিজয় ছিনিয়ে আনতে চায় যেন অনেকটা ক্রোধোন্মত্ত হয়ে। বিপক্ষ দলের খেলুড়ের দিকে ছুড়ে দেয় দুয়োধ্বনি।

স্বাভাবিকভাবে মনঃসংযোগ ঘটাতে না পেরে ভুলভাল করতে থাকে তারা উভয়ই।

বোর্ডের বিভিন্ন অংশে এর ছাপ পড়ে।

কোন একজন খেলুড়ের আক্রমণাত্মক ভঙ্গি অপরপক্ষ লঘুকরণের দায়িত্ব নিয়ে নেয় অজান্তেই।

এভাবে চলেও যাচ্ছিল কিন্তু শেষ রক্ষা আর হল কই?







তারা দুইজন।

বসে আছে সদ্য ধ্বংসপ্রাপ্ত একটা সাদাকালো বোর্ডটার দুইপ্রান্তে।

অনেকদিন ধরেই তারা খেলে আসছিল ক্লান্তিহীন, হৃষ্টচিত্তে। প্রতিপক্ষকে ঘায়েল করবার চেষ্টায় ছিল তা মনে হয়নি একবারও। একে অন্যকে জিতিয়ে দেয়ার চেষ্টাও করেছিল কখনো কখনো। নিতান্তই করুণা ভেবে দুপক্ষের মধ্যেই হয়তো একটা মানষিক অনুশোচনা ভর করেছিল। তাই পরক্ষণেই আবার সামলে উঠেছে। এমন ভান করেছে যেন প্রবল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ একটি খেলায় অংশগ্রহণ করছি, আমিই জিতব। আর হ্যা তোমাকেও দেখে নিব একহাত।



তবে আজকের অবস্থা ভিন্ন। হঠাত করেই একজন নিজেকে বিজয়ী ঘোষণা করেছে। দীর্ঘসময় নষ্ট করার পর হয়তো তার শুভবুদ্ধি উদিত হয়েছে। জিতটাকে হাতের নাগালে পাওয়ার লোভ হয়তো সামলে উঠতে পারে নি, আকষ্মিক সৃষ্টি হওয়া মোহ হয়তো কাটিয়ে উঠতে পারে নি।

আরো একটা সম্ভাবনার ব্যাপারও একেবারে উড়িয়ে দেয়া যায় না, ধৈর্য্যচ্যুতি! এটা অবশ্যই দোষনীয় না। একঘেয়েমী পেয়ে বসলে তা কাটানোর চেষ্টা করতে হতেই পারে। তাতে জয় পরাজয় নির্ণীত হওয়াটাই মুখ্য নয় বরং একঘেয়েমী কাটিয়ে উঠতে পারাটাই বিবেচ্য হওয়া উচিত।



-চেকমেট!



দু'পক্ষের একজনের চোখে রাজ্যজয়ের উল্লাস। তার চোখ প্রতিপক্ষকে শাসিয়ে বলতে চাচ্ছে তুমি পরাজিত, আর কোন মুভ নেই তোমার।

সে তাকিয়ে আছে প্রতিপক্ষের ধূলোচ্ছন্ন, ঘোলাটে কাচের চশমার দিকে। উল্লাস ছাপিয়ে বিব্রতভঙ্গি প্রকাশের ব্যর্থ চেষ্টা যে করল না তা না। কিন্তু তাতে কোন কিছুই প্রমাণিত হয় না।

পরাজিত পক্ষ নির্বাক, তার চোখে পরাজয়ের গ্লানি নেই। বরং কিছুটা হালকা অনুভব করছে। এমন ফলাফলে সে সন্তুষ্ট না হলেও অন্তত অসন্তোষ প্রকাশ করারও প্রয়োজন বোধ করছে না। মূলত পরাজিত প্রতিপক্ষ আহত হবার বদলে বিষ্মিত।

একটু লুকোচুরি খেলা যাক বরং।

অবদমিত বিষ্ময়ের পর বিজয়ী পক্ষকে অভিনন্দন জানানো সাধারণ ভদ্রতার পর্যায়ে পড়ে। হ্যাঁ, অভিনন্দিত করাটাই শ্রেয়। ভদ্রতা প্রকাশ করবার একটা যুতসই উপায় বের হয়ে আসায় কিছুটা উত্‍ফুল্ল মনে হয় তাকে। এটাই মোক্ষম সময় বিজয়ী প্রতিপক্ষকে অর্থপূর্ণ একটি শব্দ বা বাক্য ছুড়ে দেয়ার।

"তোমাকে প্রতিযোগী হিসেবে পেয়ে পুরো ব্যাপারটাই হয়ে উঠেছিল উপভোগ্য!"

স্থানত্যাগ করার পূর্বমুহূর্তে তাকে এও জানিয়ে দেয়া যায়, পরবর্তীতেও তোমাকে প্রতিপক্ষ হিসেবে পেলে আনন্দিত হব। আমি তোমার সার্বঙ্গীন সাফল্য কামনা করছি।

অথবা এরকম মঙ্গলসূচক দুটি অর্থপূর্ণ শব্দ বা বাক্য।



এটুকু ভাবতেই সে খেয়াল করল গলার নিচটা অসাড়। শব্দযন্ত্রের নাড়াচাড়ায় একটা অর্থবোধক বাক্য বের হতে গিয়েও হুমড়ি খেয়ে পড়ছে। ঠিকঠাক শ্রবণ কম্পাংকে পৌছে দিতে পারছে না। হয়তো এটা সদ্য পরাজয় বরণ করবার পার্শ্বপ্রতিক্রিয়া। নয়তো দীর্ঘ, উপভোগ্য অথবা ক্লান্তিকর, নির্বাক খেলার পর আচমকাই হেরে যাওয়ায় পরবর্তী বিষ্ময়ের ধাক্কা সামলে উঠতে না পারার ব্যর্থতা।



-ফাক ইউ।



বিজয়োল্লাসের পূর্বপ্রস্তুতিরত খেলোয়াড় এমন একটা অভিনন্দন বার্তা হয়তো আশা করে নি। তার হতচকিত ভাব কাটানোর সুযোগ না দিয়েই স্থান ত্যাগ করতে পারত পরাজিত পক্ষের খেলোয়াড়। কিন্তু সে ঠায় বসে থাকে ঠিক আগের জায়গাটাতেই।



হঠাত করেই আক্রমণাত্মক হয়ে উঠা এবং সদ্য বিজয়ী খেলুড়ের সব আক্রোশ শুকনো পাতার মত পড়ে আছে বোর্ডের আশেপাশে থাকা অন্য কোন জগতের আলোকসংবেদী পর্দায়।

অপেক্ষাকৃত কম আক্রমণাত্মক এবং হেরে যাওয়া প্রতিদ্বন্দীর চশমা ভেদ করতে পারে না তারা। তার সব মনোযোগ নিবিষ্ট, বোর্ডের দিকে। হয়তো হেরে যাবার কারণগুলো উদঘাটন করতে চায় সে। ভবিষ্যতের কোন খেলার জন্য সঞ্চিত রাখতে চায় মাত্রই হেরে যাওয়া ম্যাচটায় কৃত ভুলগুলোর অভিজ্ঞতা।

এক এক করে পিছনে নিয়ে যায় তার প্রতিটা চাল। ভাবতে থাকে কোনটা ঠিক ছিল আর কোনটা ছিল কম ঠিক।

হুম, নিজের ভুল স্বীকার করতে নারাজ সে।

নিজের অঞ্চলের দুর্বলতাগুলো ঢেকে নিয়ে অপেক্ষাকৃত সবল ব্যূহ রচনা করার চেষ্টায় লিপ্ত ছিল।







বিজয়ী খেলুড়ে স্বস্থান ছেড়ে উঠে দাঁড়াল। তবে চলে যাচ্ছে না, আশেপাশেই কাউকে খুজতে লাগল। এরমধ্যে একজন এসে তাকে অভিনন্দন জানাল। ঠিক কোন অংশটায় তার নৈপুণ্য ছিল চোখে পড়ার মত, কোন অংশটার বুদ্ধিদীপ্ত চাল প্রতিপক্ষের পরাস্ত হবার পথে অনেকটাই সুগম করে দিয়েছে, কিছু কিছু অংশে আরও একটু সূক্ষচিন্তা করে চললে জয়টা উপভোগ্য হত ইত্যাদি ইত্যাদি বলে চলল অনর্গল।

সবশেষে স্মরণ করিয়ে দিতে চাইল এখানেই শেষ না, আরো আরো অনেক পথ চলতে হবে তোমার। হারাতে হবে অনেক প্রতিপক্ষকে।

সে কি শুনছিল পাঁড়ভক্তের উচ্ছাসপূর্ণ বাণী? বোধহয় না। অন্তত তার চোখ দেখে তাই মনে হচ্ছিল। এভাবে না চাইতেই পাওয়া একটা জয় হয়তোবা অংকের হিসাবেই গুরুত্ব বহন করে। হয়তো তার ক্রম একধাপ উপরে নিয়ে যাবে। কিন্তু ভেতরে ভেতরে একটা পোকার উপস্থিতি কোন ভাবেই অস্বীকার করতে পারবে না। সময়ে অসময়ে ঠিকই জানান দিয়ে যাবে। কখনোই কাউকে বলা হয়ে উঠবে না, প্রতিপক্ষই জিতিয়ে দিয়েছে আমাকে। স্বরযন্ত্রের ষড়যন্ত্রে আটকে পড়ে থাকবে কথাগুলো, কোন এক গোপন, অন্ধকারাচ্ছন্ন কুঠুরীতে। প্রাত্যহিক কর্মব্যস্ততা হয়তো ভুলিয়ে রাখবে তবে অবসরে অবশ্যই সে শুনতে পাবে কিছু একটা চিত্‍কার করে জানান দিচ্ছে, তুমিই জিতেছিলে ভুল পথে।



পরাজিত প্রতিপক্ষ তখনো বোর্ডের সামনে বসে আছে। তার চোখ লাল। উহু হেরে যাওয়ার গ্লানি তাকে স্পর্শ করতে পারছে না। একসময়তো হারতেই চেয়েছিল সে। নিতান্তই ভদ্রতার বশে তখন গাট হয়ে বসেছিল অথচ আজ হেরে যাবার পর কেমন যেন অস্থিরতা ভর করেছে।

উল্লাসরতা প্রতিপক্ষের দিকে তাকানোর ইচ্ছেটাকে কবর দিতে গিয়েও পারে না।

আচ্ছা একবারও কি তোমার মনে হয় নি এই আমিই তোমার পাড়ভক্ত, আমি চাই তুমিই বিজয়ী হও। এইসময় এই ভাবনাটা অর্থহীন এবং কিছুটা অপ্রাসঙ্গিকও বটে। বরং ভুলগুলোকে শোধরিয়ে নেবার চেষ্টা করাটাই যুক্তিসঙ্গত। এই ভেবে আবারও বোর্ডের দিকে মনঃসংযোগ করার চেষ্টা করে সে। পরক্ষণেই ভাবে আর কোন খেলা নয় বরং এখানেই শেষ করে দেয়া যাক। বোর্ডে ইতস্তত পড়ে থাকে কিছু স্মৃতি, কখনো আনন্দের কখনো দুঃখের?

নাহ বলা উচিত কম আনন্দের। তাতে অন্তত নৈরাশ্যবাদী বলবে না লোকে। এবং পরবর্তী কোন খেলায় এখান থেকে সঞ্চিত অভিজ্ঞতা অথবা স্কিল কাজে লাগানোও যাবে।







অবশেষে সময় এল বিধ্বস্ত বোর্ডটাকে ফেলে রেখে দ্বীপ ছেড়ে যাবার। বিজয়ী পক্ষ যেদিন নোঙর তুলল সেদিন পরাজিত পক্ষ সিদ্ধান্ত নিল দ্বীপটার পরিচর্যার দায়িত্ব নিবে। শুধু একবার সে বলতে পারল,



-শুভ বিদায়!



একাকী দ্বীপটার প্রান্তে দাড়িয়ে আছে লোকটা। অতলান্তিক অন্ধকার কূপের তলদেশ থেকে বুদ্বুদের মত ভেসে উঠা কিছু স্মৃতি প্রকাশিত হয়েছিল চোখ থেকে গড়িয়ে পড়া কয়েক ফোঁটা নোনতা জলে।



সমাপ্ত!





একটি কবিতার অংশবিশেষ এবং অতি অবশ্যই জীবনানন্দ দাশের



আমি



রাতের বাতাস আসে

আকাশের নক্ষত্রগুলো জ্বলন্ত হয়ে উঠে।

যেন কাকে ভালোবেসেছিলাম-

তখন মানবসমাজের দিনগুলো ছিল মিশর-নীলিমার মতো।



আর তত্‍পর হাত জেগে রয়েছে সৃষ্টির

অনাদি অগ্নিউসের প্রথম অনলের কাছে আজও

সমস্ত শরীর আকাশ রাত্রি নক্ষত্র উজ্জল হয়ে উঠেছে তাই,

আমি টের পাই সেই নগ্ন হাতের গন্ধের

সেই মহানুভব অনিঃশেষ আগুনের

রাতের বাতাসে শিখা-নীলাভ এই মানবহৃদয়ের

সেই অপর মানবীকে।



মন্তব্য ১৩৮ টি রেটিং +৩৮/-০

মন্তব্য (১৩৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

অনেক দিন পর পোস্ট পেলাম। পোস্ট সার্থক। ++++++++

নোনতা জলগুলো মিশে যেতে দিলে হবেনা। বিজয়ী বেশেই থাকাটাই কাম্য।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:২০

মাক্স বলেছেন: পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন!

২| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৮

টুম্পা মনি বলেছেন: একটু বেশিই মুগ্ধতা! খুব ভালো মাক্স।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:২১

মাক্স বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি।
ভালো থাকুন!

৩| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৮

আমিনুর রহমান বলেছেন:



কঠিন +++

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:২২

মাক্স বলেছেন: ধৈন্না!

৪| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। ভালো হয়েছে লেখাটা।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৭

মাক্স বলেছেন: অনেকদিন পর কোন পোস্টে আপনার উৎসাহদায়ক মন্তব্য পেয়ে আনন্দিত হলাম খুব!
ভালো থাকবেন।

৫| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কিছুটা ঘোর ঘোর লাগলো লেখা পড়তে পড়তে। লেখার স্টাইল এবং শৈল্পিক বর্ননা মুগ্ধ হয়ে পড়লাম। কাহিনী ভিত্তিক লেখা আর বর্ননা ভিত্তিক লেখার মধ্য থেকে কাহিনী ভিত্তিক লেখাই ভালো লাগে কিন্তু মাক্সের শৈল্পিক স্টাইল ভালো লেগেছে। আরো কিছু যেন ছিল গল্পে ধরেও ধরতে পারছি না। আবারো এসে পড়বো। :)

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩০

মাক্স বলেছেন: মুগ্ধ হয়েছেন জেনে আনন্দিত হলাম।
পুনর্বার পড়ার আশ্বাস পেয়ে প্রীত না হয়ে পারলাম না। ভালো থাকুন!

৬| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ৭ম ভাল লাগা!

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩০

মাক্স বলেছেন: ধন্যবাদ!

৭| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৭

সপ্নাতুর আহসান বলেছেন: শৈল্পিক বর্ননা মুগ্ধ হয়ে পড়লাম।
অনেক দিন পর এলেন।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৩

মাক্স বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ!
আছি একটু অনিয়মিত।
ভালো আছেন নিশ্চয়?

৮| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: বিজিত বা পরাজিত ব্যক্তির অনুভবের দিকে না গিয়ে আমার গল্প পাঠের মূল ফোকাস ছিল আপনার ভাষা শৈলীর দিকে , উপস্থাপনের দিকে। কথামালার রাজত্ব যেন।

খুব সুন্দর লেগেছে আপনার এই লেখাটা। চমৎকার !

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৪

মাক্স বলেছেন: আপনার কাছ থেকে এমন মন্তব্য পেয়ে আনন্দিত হলাম।
ভালো থাকবেন!

৯| ০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অসাধারণ এক পোস্ট ++++++++++++++++

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৫

মাক্স বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন!

১০| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪০

তন্দ্রা বিলাস বলেছেন:

অসাধারণ পোস্ট। শৈল্পিক বর্ননা মুগ্ধ হয়ে পড়লাম।
অনেক দিন পর এলেন। আশাকরি এখন থেকে নিয়মিত হবেন।

[হায়! আমার এখানে প্লাস বাটন নাই পিলাস দিব কেমতে? :( পরে দিমুনি।]

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫১

মাক্স বলেছেন: মুগ্ধ করতে পেরেছি জেনে আনন্দিত হলাম।

পাওনা মিটায়া যায়েন সময়মত ;) ;)

১১| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার লিখেছেন। !!!!


অনেকদিন পরে আপনার পোস্ট দেখলাম।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৯

মাক্স বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ বর্ষণ।
ভালো থাকুন!

১২| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পর পোস্ট পেলাম। পোস্ট সার্থক। ++++++++

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৪

মাক্স বলেছেন: ধন্যবাদ অভি।
ভালো থাকবেন!

১৩| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪২

মামুন রশিদ বলেছেন: কথামালার জাদুতে হারিয়ে যাই মুগ্ধতায় । একটা নতুন জগত তৈরি হয় শুন্য দ্বীপে, পাখিরা যেখানে আত্মহননে লিপ্ত । মেটাফোরিক বর্ণনায় মৃত দ্বীপেও তৈরি হয় জীবনের রুপকল্প ।


মুগ্ধ হলেও অবাক হই নি । অনেক দিন ধরেই চলছে শব্দ নিয়ে এই ভাঙ্গাগড়া খেলা, আনমনে আপনসনে । আমি যাকে বলি লেখায় 'মাক্সীয় ধারা' ।


+++

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৬

মাক্স বলেছেন: বরাবরের মতই উৎসাহ দায়ক মন্তব্য পেয়ে আনন্দিত হলাম।
ভালো থাকবেন!

১৪| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৮

অপূর্ণ রায়হান বলেছেন: ১২ তম ভালোলাগা ভ্রাতা । ++++++

ভালো থাকবেন সবসময় :)

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১২

মাক্স বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা।
আপনিও ভালো থাকুন!

১৫| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ১৪ তম + টা আমার ।চমৎকার।

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬

মাক্স বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন!

১৬| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫২

মামুন (১০৮) বলেছেন: কঠিন লাগলো অনেক।


+++++++++++

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬

মাক্স বলেছেন: ধন্যবাদ মামুন (১০৮) ।

১৭| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৫

নাজিম-উদ-দৌলা বলেছেন:
লেখার স্টাইল, শব্দচয়ন, বাক্য বিন্যাস- সব মিলিয়ে অসাধারন একটা পোস্ট হয়েছে। মুগ্ধ হয়ে পড়লাম। মেটাফোরিক বর্ণনায় দারুন এক দৃশ্যকল্প উঠে এসেছে। শেষে জীবনানন্দের কবিতা ভাললাগার মাত্রা বাড়িয়ে দিয়েছে আরও । চলতে থাকুন লেখা। ++++++

অক্ষরভূলিকার পরের পার্ট কই? :(

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২০

মাক্স বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আনন্দিত হলাম।

পরের পার্ট লিখার ইচ্ছা আছে :) :)

১৮| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:২১

একজন আরমান বলেছেন:
আপনার প্লট যাই হোক লিখার স্টাইলেই বাজিমাত করেছেন।

কম লিখেন কেন আজকাল? আমাদের কি আর শিখাতে ইচ্ছে করে না?

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২২

মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ আরমান ভাই।

আপনার প্রশ্ন পড়ে হাসতাসি :) :)

ভালো থাকবেন।

১৯| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬

হাসান মাহবুব বলেছেন: একটা মৃত্যুদ্বীপে পাখিদের আত্মহত্যা, কৌতুহলী মানুষদের জীবনবোর্ডের খেলায় অত্যুৎসাহ। জিতলেও উল্লাস নেই। হারলে শুভেচ্ছা জানাতে চাইলে গলা আটকে আসে। শেষ পর্যন্ত কিছুই বলা হয় না। পাখিদের আত্মহনন আর কৌতুহলী মানুষদের মচ্ছব শেষ বিষাদ বিদায়। অসাধারণ! থিম এবং বর্ণনা দুটোতেই মুগ্ধ।

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৭

মাক্স বলেছেন: আপনি মুগ্ধ হয়েছেন জেনে একটু বেশিই আনন্দিত হলাম।
শুভ দুপুর!

২০| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০২

প্রত্যাবর্তন@ বলেছেন: অনন্য চিত্রকল্প আর অনুপুংখ বর্ণনা । খুবই ভাল লাগল লেখাটা

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকুন!

২১| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১০

সমুদ্র কন্যা বলেছেন: গল্পের শব্দচয়ন, বাক্যবিন্যাস এবং উপস্থাপন অসাধারণ।

মুগ্ধপাঠ!

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

মাক্স বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ সমুদ্র কন্যা ।
ভালো থাকুন!

২২| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৩

সায়েম মুন বলেছেন: গল্পে অনেক ভাললাগা রইলো। যেন মায়াচ্ছন্ন একটা গল্প।

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

মাক্স বলেছেন: ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন!

২৩| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৯

শুঁটকি মাছ বলেছেন: সুন্দর হইছে ভাইয়া!!!!!!!!

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

মাক্স বলেছেন: ধন্যবাদ শুঁটকি মাছ।
ভালো থাকুন!

২৪| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫২

তন্দ্রা বিলাস বলেছেন: পিলাচ দিয়া গেলাম। পাওনা শোধ :)

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

মাক্স বলেছেন: ধৈন্না :) :)

২৫| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৮

বোকামন বলেছেন:
অসাধারণ ! ! ! দুর্দান্ত তবে বেশ স্হির কল্পনা ..........।
মুগ্ধ হলাম প্রিয় ভাই :-)
ভালো থাকুন সবসময়-এই কামনা করি।

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

মাক্স বলেছেন: ধন্যবাদ বোকামন। ভালো থাকুন!

২৬| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৮

আমি তুমি আমরা বলেছেন: অ্যা B:-)

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

মাক্স বলেছেন: ঞঁ B:-)

২৭| ১০ ই জুলাই, ২০১৩ রাত ২:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখায় মুগ্ধতা আছে !

দারুণ থিম, চমতকার বর্ণনা , চিত্রকল্পগুলা অন্যরকম!

অট- "লাল ডানাওয়ালা যাযাবর পাখির আত্মহত্যার নোট" শিরোনামে আমার একটা কথোপকথন গপ আছে, আপনার এই লেখায় পাখিদের আত্মহত্যার ব্যাপারটা দেখে আমার সেই গপের কথা মনে পড়ে গেল :)

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৬

মাক্স বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।
আপনার লিখাটা পড়ব অবশ্যই!
ভালো থাকুন!

২৮| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫৮

মোঃ ইসহাক খান বলেছেন: অনেক ধন্যবাদ মাক্স সাহেবকে, একটি সুন্দর গল্প উপহার দেয়ার জন্য। এবং শেষের কবিতাটির জন্য তো বটেই।

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৬

মাক্স বলেছেন: আপনার মন্তব্য পেয়ে দারুণ ভালো লাগলো!

২৯| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৪

অদৃশ্য বলেছেন:




দারুন হয়েছে লিখাটি, অনেকদিন পর আপনার দারুন একটি লিখা পড়া হলো...


শুভকামনা...

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২০

মাক্স বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকুন!

৩০| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:২২

প্রোফেসর শঙ্কু বলেছেন: পুনঃ পুনঃ মুগ্ধ হচ্ছি!

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৫

মাক্স বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল!
ধন্যবাদ!

৩১| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৪

নাছির84 বলেছেন: মামুন ভাইয়ের মতোই বলছি...মুগ্ধ হলেও অবাক হইনি। অলস ছেলেটির মস্তিস্ক যেন কল্পনা আর বাস্তবের মিশেলে এক অসহ্য উর্বর চারণভূমি ! এভাবে লিখতে মন চায়..কিন্ত চাইলেই যেমন আর চাঁদ ছোঁয়া যায়না...তেমনি ‌'মাক্সীয় ধারা'ও তালুবন্দি করা আমার মতো তালবিলিমের পক্ষে সম্ভব নয়। মাক্সের প্রতিটা গল্পই বারবার পড়তে ইচ্ছে হয়।
.........ওপরের শব্দগুলো নিছকই শব্দ নয়..আবার এতটুকু বাড়িয়ে বলাও নয়। সবই আমার বুকের হাঁপর থেকে বেরিয়ে আসা নৈবেদ্য।...দয়া করে গ্রহন করবেন।

...শেষপাতে একটা অভিযোগ ও অনুরোধ....কাউকে নিমন্ত্রন করে অর্ধেক খাইয়ে বসিয়ে রাখা কি ঠিক ? অক্ষর ভূলিকার শেষ স্বাদটুকু কবে আস্বাদ করার সুযোগ হবে কি ?..সেই সঙ্গে এই লেখাটার সম্মোহনী বর্ণণা পরবর্তি সব লেখায় চাই ?
লেখায় ভাল লাগা।

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪১

মাক্স বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আসলে আমিও সুযোগ খুজতেসি পরের পর্ব পাব্লিশ করার।
আবারও ধন্যবাদ ভাই।
ভাল থাকবেন!

৩২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:০১

সুপান্থ সুরাহী বলেছেন:
শব্দ, শব্দ প্রয়োগ আর বর্ণনা শৈলী সব মিলিয়ে চমৎকার...


ভাললাগা নিন..

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৪

মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ সুপান্থ সুরাহী ।
আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল।

৩৩| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৬:০৮

দানবিক রাক্ষস বলেছেন: অনেক দিন পর সামুতে আসলাম আপনার লেখা পড়ব বলে এবং পেয়েও গেলাম :D +++

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৪

মাক্স বলেছেন: মনে মনে স্মরণ করতাসিলাম আপ্নারে। এসেছেন দেখে ভাল লাগল!

৩৪| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৪

মাহমুদ০০৭ বলেছেন: গল্পের চাইতে ভাষার প্রয়োগের দিকে নজর গেছে বেশি ।
মুগ্ধ হলাম ।
এমন গল্প হয়ত এভাবেই বলতে হয় ।
প্লাস ।

১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

মাক্স বলেছেন: প্লাস এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ!
ভাল থাকুন!

৩৫| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৪

এক্সপেরিয়া বলেছেন: ম্যাক্স ভাই... মুগ্ধ হয়ে গেলাম...

১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ এক্সপেরিয়া ।
নামের বানান ভুল করাতে মাইনাচ ;)

৩৬| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১২

মাহতাব সমুদ্র বলেছেন: মুগ্ধ হলাম

১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

মাক্স বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল।

৩৭| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩২

ইখতামিন বলেছেন:
পোস্টে ভালো লাগা :)

১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

মাক্স বলেছেন: অনেকদিন পর আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল।
অনেক ধন্যবাদ।

৩৮| ১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

খেয়া ঘাট বলেছেন: চমৎকার বর্ণনা। বিমুগ্ধ পাঠ।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

মাক্স বলেছেন: আপনাকে আরও আগেই পোস্টে আশা করেছিলাম!
ভাল আছেন নিশ্চয়?

৩৯| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাব্যিক ছন্দে চমৎকার গদ্য , স্টাইল টা এক্সপেরিমেন্টাল মনে হয়েছে ।
অনেক পরিশ্রম আর চিন্তা ভাবনার ফসল এই পোস্টে প্লাস ।

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮

মাক্স বলেছেন: এতদিন পরে আসলেন?
তবুও আসতে পারছেন তাতেই আমি খুশি।
ভালো থাকবেন লিটন ভাই!

৪০| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৭

এক্সপেরিয়া বলেছেন: আজকে লক্ষ্য করলাম যে নাম মাক্স... ম্যাক্স না... আমি অবশ্য ম্যাক্স ই পড়ি... মাইনাচ তুলে নিয়েন...

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০২

মাক্স বলেছেন: তুলে নেয়া হইল ;)

৪১| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:০২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দেরীতে হলেও না পড়ে ও প্লাস না দিলে নিজেকে বঞ্ছিতই করা হতো!

আমার পাতায়ও আসবেন ভ্রাতা, শত শুভকামনা রইলো।

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪

মাক্স বলেছেন: ধন্যবাদ দিকভ্রান্ত*পথিক!

৪২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিপাট ভদ্রলোক মিস্টার মাক্সের লেখার ভক্ত আমি আগে থেকেই। আপনার লেখায় একটা তীব্র আকর্ষণ থাকে। কিন্তু আমার আগে-পড়া আপনার লেখাগুলো থেকে এটি স্বতন্ত্র- উপস্থাপনা এবং বর্ণনায়। শব্দবুননে চমৎকৃত হয়েছি।

শুভেচ্ছা থাকলো।

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪১

মাক্স বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আনন্দিত হলাম!
ভাল থাকুন কবি!

৪৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৫

রাজু মাষ্টার বলেছেন: ওহরে বড্ড দেরী হইয়া গেলো.........
এতো সুন্দর লেখাটাকে মিস করলাম,যাই হোক লেখাটা পড়ে ভাবনায় ডুবে গেলাম......

আর হাত পাতেন প্লাস এর ঝুড়ি দিয়া যাই :-B :-B :-B :-B

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৪

মাক্স বলেছেন: প্লাসের ঝুরির জন্য ধন্যবাদ মাস্টার সাহেব!
ভাল থাকবেন!

৪৪| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:২৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ভাষাশৈলীর দিক দিয়ে চমৎকার একটি লেখা। ধন্যবাদ সংকলন সংশ্লীষ্টদের।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৮

মাক্স বলেছেন: ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্য!
ভালো থাকুন।

৪৫| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৬

কয়েস সামী বলেছেন: অাগের লেখাগুলো থেকে অন্যরকম!

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৯

মাক্স বলেছেন: অনেকদিন পর আপনার মন্তব্য পেয়ে আনন্দিত হলাম!
ধন্যবাদ!

৪৬| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৩১

তুষার কাব্য বলেছেন: অসাধারন লেখনী...........+++

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:১১

মাক্স বলেছেন: ধন্যবাদ!

৪৭| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৩৬

এন এফ এস বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
অনেক দিন পর পোস্ট পেলাম। পোস্ট সার্থক।
++++++++
নোনতা জলগুলো মিশে যেতে দিলে হবেনা।
বিজয়ী বেশেই থাকাটাই কাম্য।

টুম্পা মনি বলেছেন: একটু বেশিই মুগ্ধতা! খুব
ভালো মাক্স।

আমিনুর রহমান বলেছেন:
কঠিন +++

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার।
ভালো হয়েছে লেখাটা।

আজ আমি কোথাও যাবো না বলেছেন:
কিছুটা ঘোর ঘোর লাগলো লেখা পড়তে পড়তে।
লেখার স্টাইল এবং শৈল্পিক বর্ননা মুগ্ধ
হয়ে পড়লাম। কাহিনী ভিত্তিক লেখা আর
বর্ননা ভিত্তিক লেখার মধ্য থেকে কাহিনী ভিত্তিক লেখাই
ভালো লাগে কিন্তু মাক্সের শৈল্পিক স্টাইল ভালো লেগেছে।
আরো কিছু যেন ছিল গল্পে ধরেও ধরতে পারছি না।
আবারো এসে পড়বো।

সপ্নাতুর আহসান বলেছেন: শৈল্পিক
বর্ননা মুগ্ধ হয়ে পড়লাম।
অনেক দিন পর এলেন।

অপর্ণা মম্ময় বলেছেন: বিজিত বা পরাজিত
ব্যক্তির অনুভবের দিকে না গিয়ে আমার গল্প
পাঠের মূল ফোকাস ছিল আপনার ভাষা শৈলীর
দিকে , উপস্থাপনের দিকে। কথামালার রাজত্ব যেন।
খুব সুন্দর লেগেছে আপনার এই লেখাটা। চমৎকার !

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অসাধারণ
এক পোস্ট ++++++++++++++++

তন্দ্রা বিলাস বলেছেন:
অসাধারণ পোস্ট। শৈল্পিক বর্ননা মুগ্ধ
হয়ে পড়লাম।
অনেক দিন পর এলেন। আশাকরি এখন
থেকে নিয়মিত হবেন।
[হায়! আমার এখানে প্লাস বাটন নাই পিলাস
দিব কেমতে? পরে দিমুনি।]

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার
লিখেছেন। !!!!
অনেকদিন পরে আপনার পোস্ট দেখলাম।

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পর
পোস্ট পেলাম। পোস্ট সার্থক। ++++++++

মামুন রশিদ বলেছেন: কথামালার
জাদুতে হারিয়ে যাই মুগ্ধতায় । একটা নতুন
জগত তৈরি হয় শুন্য দ্বীপে,
পাখিরা যেখানে আত্মহননে লিপ্ত ।
মেটাফোরিক বর্ণনায় মৃত দ্বীপেও তৈরি হয় জীবনের রুপকল্প ।
মুগ্ধ হলেও অবাক হই নি । অনেক দিন ধরেই চলছে শব্দ
নিয়ে এই ভাঙ্গাগড়া খেলা, আনমনে আপনসনে ।
আমি যাকে বলি লেখায় 'মাক্সীয় ধারা' ।

অপূর্ন বলেছেন: ১২ তম ভালোলাগা ভ্রাতা ।
++++++
ভালো থাকবেন সবসময়

সেলিম আনোয়ার বলেছেন: ১৪ তম +
টা আমার ।চমৎকার।

মামুন (১০৮) বলেছেন: কঠিন লাগলো অনেক।
+++++++++++

নাজিম-উদ-দৌলা বলেছেন:
লেখার স্টাইল, শব্দচয়ন, বাক্য বিন্যাস- সব
মিলিয়ে অসাধারন একটা পোস্ট হয়েছে। মুগ্ধ
হয়ে পড়লাম। মেটাফোরিক বর্ণনায় দারুন এক
দৃশ্যকল্প উঠে এসেছে। শেষে জীবনানন্দের
কবিতা ভাললাগার মাত্রা বাড়িয়ে দিয়েছে আরও । চলতে থাকুন
লেখা। ++++++
অক্ষরভূলিকার পরের পার্ট কই?

একজন আরমান বলেছেন:
আপনার প্লট যাই হোক লিখার স্টাইলেই
বাজিমাত করেছেন।
কম লিখেন কেন আজকাল? আমাদের কি আর
শিখাতে ইচ্ছে করে না?

হাসান মাহবুব বলেছেন:
একটা মৃত্যুদ্বীপে পাখিদের আত্মহত্যা,
কৌতুহলী মানুষদের জীবনবোর্ডের খেলায়
অত্যুৎসাহ। জিতলেও উল্লাস নেই।
হারলে শুভেচ্ছা জানাতে চাইলে গলা আটকে আসে। শেষ
পর্যন্ত কিছুই বলা হয় না। পাখিদের আত্মহনন আর
কৌতুহলী মানুষদের মচ্ছব শেষ বিষাদ বিদায়। অসাধারণ! থিম
এবং বর্ণনা দুটোতেই মুগ্ধ।

প্রত্যাবর্তন@ বলেছেন: অনন্য চিত্রকল্প আর
অনুপুংখ বর্ণনা । খুবই ভাল লাগল লেখাটা

সমুদ্র কন্যা বলেছেন: গল্পের শব্দচয়ন,
বাক্যবিন্যাস এবং উপস্থাপন অসাধারণ।
মুগ্ধপাঠ!

সায়েম মুন বলেছেন: গল্পে অনেক
ভাললাগা রইলো। যেন মায়াচ্ছন্ন একটা গল্প।

শুঁটকি মাছ বলেছেন: সুন্দর হইছে ভাইয়া!!!!!!!!

তন্দ্রা বিলাস বলেছেন: পিলাচ দিয়া গেলাম।
পাওনা শোধ

বোকামন বলেছেন:
অসাধারণ ! ! ! দুর্দান্ত তবে বেশ স্হির
কল্পনা ..........।
মুগ্ধ হলাম প্রিয় ভাই :-)
ভালো থাকুন সবসময়-এই কামনা করি।

আমি তুমি আমরা বলেছেন: অ্যা

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখায়
মুগ্ধতা আছে !
দারুণ থিম, চমতকার বর্ণনা ,
চিত্রকল্পগুলা অন্যরকম!
অট- "লাল ডানাওয়ালা যাযাবর পাখির
আত্মহত্যার নোট" শিরোনামে আমার
একটা কথোপকথন গপ আছে, আপনার এই
লেখায় পাখিদের আত্মহত্যার
ব্যাপারটা দেখে আমার সেই গপের কথা মনে পড়ে গেল

মোঃ ইসহাক খান বলেছেন: অনেক ধন্যবাদ
মাক্স সাহেবকে, একটি সুন্দর গল্প উপহার
দেয়ার জন্য। এবং শেষের কবিতাটির জন্য
তো বটেই।

অদৃশ্য বলেছেন:
দারুন হয়েছে লিখাটি, অনেকদিন পর আপনার
দারুন একটি লিখা পড়া হলো...
শুভকামনা...

প্রোফেসর শঙ্কু বলেছেন: পুনঃ পুনঃ মুগ্ধ
হচ্ছি!

নাছির84 বলেছেন: মামুন ভাইয়ের মতোই
বলছি...মুগ্ধ হলেও অবাক হইনি। অলস
ছেলেটির মস্তিস্ক যেন কল্পনা আর বাস্তবের
মিশেলে এক অসহ্য উর্বর চারণভূমি !
এভাবে লিখতে মন চায়..কিন্ত চাইলেই যেমন আর চাঁদ
ছোঁয়া যায়না...তেমনি ‌'মাক্সীয় ধারা'ও তালুবন্দি করা আমার
মতো তালবিলিমের পক্ষে সম্ভব নয়। মাক্সের প্রতিটা গল্পই
বারবার পড়তে ইচ্ছে হয়।
.........ওপরের শব্দগুলো নিছকই শব্দ নয়..আবার এতটুকু
বাড়িয়ে বলাও নয়। সবই আমার বুকের হাঁপর
থেকে বেরিয়ে আসা নৈবেদ্য।...দয়া করে গ্রহন করবেন।
...শেষপাতে একটা অভিযোগ ও অনুরোধ....কাউকে নিমন্ত্রন
করে অর্ধেক খাইয়ে বসিয়ে রাখা কি ঠিক ? অক্ষর ভূলিকার
শেষ স্বাদটুকু কবে আস্বাদ করার সুযোগ হবে কি ?..সেই
সঙ্গে এই লেখাটার সম্মোহনী বর্ণণা পরবর্তি সব লেখায়
চাই ?
লেখায় ভাল লাগা।

সুপান্থ সুরাহী বলেছেন:
শব্দ, শব্দ প্রয়োগ আর বর্ণনা শৈলী সব
মিলিয়ে চমৎকার...
ভাললাগা নিন..

দানবিক রাক্ষস বলেছেন: অনেক দিন পর
সামুতে আসলাম আপনার লেখা পড়ব
বলে এবং পেয়েও গেলাম +++

মাহমুদ০০৭ বলেছেন: গল্পের চাইতে ভাষার
প্রয়োগের দিকে নজর গেছে বেশি ।
মুগ্ধ হলাম ।
এমন গল্প হয়ত এভাবেই বলতে হয় ।
প্লাস ।

এক্সপেরিয়া বলেছেন: ম্যাক্স ভাই... মুগ্ধ
হয়ে গেলাম...

মাহতাব সমুদ্র বলেছেন: মুগ্ধ হলাম

ইখতামিন বলেছেন:
পোস্টে ভালো লাগা

খেয়া ঘাট বলেছেন: চমৎকার বর্ণনা। বিমুগ্ধ
পাঠ।
++++++++++++++++++++++++++++++++++
++++++++++
একগুচ্ছ প্লাস।

গিয়াসলিটন বলেছেন: কাব্যিক ছন্দে চমৎকার
গদ্য , স্টাইল টা এক্সপেরিমেন্টাল
মনে হয়েছে ।
অনেক পরিশ্রম আর চিন্তা ভাবনার ফসল এই
পোস্টে প্লাস ।

এক্সপেরিয়া বলেছেন: আজকে লক্ষ্য করলাম
যে নাম মাক্স... ম্যাক্স না... আমি অবশ্য
ম্যাক্স ই পড়ি... মাইনাচ তুলে নিয়েন...

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দেরীতে হলেও
না পড়ে ও প্লাস না দিলে নিজেকে বঞ্ছিতই
করা হতো!
আমার পাতায়ও আসবেন ভ্রাতা, শত
শুভকামনা রইলো।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
নিপাট ভদ্রলোক মিস্টার মাক্সের লেখার ভক্ত
আমি আগে থেকেই। আপনার লেখায়
একটা তীব্র আকর্ষণ থাকে। কিন্তু আমার
আগে-পড়া আপনার
লেখাগুলো থেকে এটি স্বতন্ত্র-
উপস্থাপনা এবং বর্ণনায়। শব্দবুননে চমৎকৃত
হয়েছি।
শুভেচ্ছা থাকলো।

রাজু মাষ্টার বলেছেন: ওহরে বড্ড
দেরী হইয়া গেলো.........
এতো সুন্দর লেখাটাকে মিস করলাম,যাই হোক
লেখাটা পড়ে ভাবনায় ডুবে গেলাম......
আর হাত পাতেন প্লাস এর ঝুড়ি দিয়া যাই

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ভাষাশৈলীর দিক
দিয়ে চমৎকার একটি লেখা। ধন্যবাদ সংকলন
সংশ্লীষ্টদের।

কয়েস সামী বলেছেন: অাগের
লেখাগুলো থেকে অন্যরকম!

মহামান্য এন এফ এস বলেছেন : এপিক কমেন্ট করলাম :D

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:১২

মাক্স বলেছেন: ইউ স্কেয়ার্ড মী!

৪৮| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:০২

বৃতি বলেছেন: খুব সুন্দর একটা গল্প পড়লাম । অনেক ভালো লাগা থাকলো ।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৭

মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ!

৪৯| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:১০

সেলিম আনোয়ার বলেছেন: নতুন পোস্ট চাই মহান ব্লগার মাক্স ।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৯

মাক্স বলেছেন: আমিও চাইতেসি!!!!!

৫০| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩২

এরিস বলেছেন: চমৎকার লিখেছেন মাক্স।

ছোট একটা দাবার বোর্ডকে ঘিরে পুরোটা দ্বীপ, দুটো মানুষ, আর তাদের মনের মধ্যে হাজারো ভাংচুর এঁকে ফেলেছেন। থিমটা যেমন তার অনন্যতায় মুগ্ধ করেছে, তেমনি ভাষার প্রয়োগ। বলতে দ্বিধা নেই, গল্পটা দুইবার পড়তে হয়েছে। প্রথমবার পড়তে পড়তে শৈল্পিক বর্ণনায় মুগ্ধ হচ্ছিলাম,গল্পের থিমের দিকে মনোযোগ ছিল না। দ্বিতীয়বার পড়ার সময় থিম বুঝেছি। স্বরধ্বনির ষড়যন্ত্র দুইদিক থেকে বিচার করলেই অনন্য বৈশিষ্ট্যে মহিমান্বিত।

অনেক অনেক ভাল থাকুন। আমাদের মাঝেই থাকুন এমন সব অবাক মুগ্ধতা ছড়িয়ে দিতে।
ভাল লাগা, অনেক ভাল লাগা।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৫

মাক্স বলেছেন: যাক অবশেষে আপনার মন্তব্য পেলাম। আমি ভেবেছিলাম মাক্স নামে যে একটা নিক আছে আপনি বোধহয় ভুলেই গেসেন!
আসলো গেল টাইপ সস্তা ধরনের থীম, হঠাৎ চেষ্টা নিয়া দেখতে ইচ্ছা করল তাই লিখলাম!
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৫১| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:২৮

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, চমৎকার একটা স্বপ্নাতুর ভাব আসে লেখাটার মধ্যে।খুব ভাল্লাগসে।
অপার মানবীর লিংক দেখার জন্য ইন্টারেস্টেড ছিলাম, কিন্তু কাজ করতেসেনা।একটু দেইখেন তো ||

০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৪

মাক্স বলেছেন: অনেকদিন পর আপনার মন্তব্য পেয়ে ভাল লাগ্ল!
আমিও চেষ্টা নিসিলাম কিন্তু লিঙ্কটা কাজ করে না ;)

৫২| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৯

দুঃস্বপ্০০৭ বলেছেন: রাতের বাতাস আসে
আকাশের নক্ষত্রগুলো জ্বলন্ত হয়ে উঠে।
যেন কাকে ভালোবেসেছিলাম-
তখন মানবসমাজের দিনগুলো ছিল মিশর-নীলিমার মতো।

আর তত্‍পর হাত জেগে রয়েছে সৃষ্টির
অনাদি অগ্নিউসের প্রথম অনলের কাছে আজও
সমস্ত শরীর আকাশ রাত্রি নক্ষত্র উজ্জল হয়ে উঠেছে তাই,
আমি টের পাই সেই নগ্ন হাতের গন্ধের
সেই মহানুভব অনিঃশেষ আগুনের
রাতের বাতাসে শিখা-নীলাভ এই মানবহৃদয়ের
সেই অপর মানবীকে।

০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৯

মাক্স বলেছেন: ধন্যবাদ দুঃস্বপ্০০৭!

৫৩| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন গল্প লেখার জোছনা
সিদ্ধ হস্ত দ্বিপ কাহিনী
সুদ্ধ শুভেচ্ছা থাকল বন্ধু
এস আজিকায় নিজেকে চিনি

শুভেচ্ছান্তে
ঈদ মোবারক

০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৮

মাক্স বলেছেন: ধন্যবাদ!

৫৪| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫২

শান্তির দেবদূত বলেছেন: চমৎকার লিখেছেন। জাদুকরি একটা আবেশ ছিল সম্পূর্ণ গল্পজুড়ে। কিছু উপমা বেশ লেগেছে। গল্পটা পড়তে পড়তে মনে হয়েছে সুমনের জ্ঞাতিস্বর গানটা শুনছি। একেকবার একেক ভাব ফুটে উঠেছে, কখনও মনে হয়েছে আসলেই কোন দাবা খেলা চলছে, আবার কখনও রাজনৈতিক মল্লযুদ্ধ, আবার কখনও ভালবাসার টানাপোড়ন। গ্রেট।

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৯

মাক্স বলেছেন: ভালবাসার টানাপোড়ন চিন্তা করেই লিখেছিলাম।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাল থাকুন!

৫৫| ০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪০

আমিনুর রহমান বলেছেন:





ঈদ মোবারক ব্রাদার! কেমন আছো??? ঈদ কেমন কাটছে !!

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০০

মাক্স বলেছেন: ঈদ মোবারক!
ভালো আছি ভাই।
আপনিও ভালো আছেন নিশ্চয়?

৫৬| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নতুন লেখা কবে আসছে ভাই?

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০১

মাক্স বলেছেন: সুযোগ খুজতেসি, পাওয়ার সাথে সাথেই লিখে ফেলব!

৫৭| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩০

সোমহেপি বলেছেন: মন্ত্রমুগ্ধ!

চমৎকার।

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০২

মাক্স বলেছেন: ধন্যবাদ সোমহেপি।
ভালো থাকুন!

৫৮| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ৩৭ তম ভাললাগা ।

লেট ঈদ মোবারক :) |

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০২

মাক্স বলেছেন: ধন্যবাদ :)

৫৯| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনুসরন করলাম ।

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৫

মাক্স বলেছেন: আমিও যে কারো অনুসরণে থাকতে পারি তা ভেবে আনন্দিত এবং সম্মানিত বোধ করছি!
ভালো থাকুন!

৬০| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

৪৭ নং মন্তব্য ও এর প্রতিউত্তর পড়ে মজা পেলাম

২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

মাক্স বলেছেন: :P :P

৬১| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৮

এন এফ এস বলেছেন: ৬০ নং মন্তব্য ও এর প্রতিউত্তর না পেয়ে টাশকি খেলাম :D

২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

মাক্স বলেছেন: বেশি না কম?

৬২| ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১১

বৃতি বলেছেন: গল্পটা প্রিয়তে নিতে আবার এলাম মাক্স ।

২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

মাক্স বলেছেন: অনেক ধন্যবাদ বৃতি!
ভালো থাকুন!

৬৩| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৩

রোমেন রুমি বলেছেন: বেশ ভাল লাগল ।

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৭

মাক্স বলেছেন: থ্যাংকস!

৬৪| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৪

শাওণ_পাগলা বলেছেন: চমৎকার একটা গল্প পড়লাম।

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৪

মাক্স বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ শাওণ_পাগলা।
ভালো থাকবেন!

৬৫| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭

অনীনদিতা বলেছেন: খুব খুব সুন্দর একটা গল্প পড়লাম। নতুন লেখা কবে আসছে?

২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

মাক্স বলেছেন: শেষ পর্যন্ত পড়তে পারায় আপনাকে অভিনন্দন! :P
নতুন লেখা দেয়ার সুযোগ খুজতাসি আমিও!

৬৬| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৭

ইখতামিন বলেছেন:
লাইক বাটন কাজ করছে না :(

২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

মাক্স বলেছেন: শুনলাম ক্রোম থেকে নাকি কাজ করে না, ফোন থিকা ট্রাই করেন! :)

৬৭| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩০

মাগুর বলেছেন: খুব ভালো লাগলো পড়ে....পরবর্তী গল্পের অপেক্ষায় থাকলা, :)

+++

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪২

মাক্স বলেছেন: ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।
প্লাস বাটনটা বোধহয় কাজ করে নাই!

ভালো থাকবেন!

৬৮| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২১

ইখতামিন বলেছেন:
হাহাহ ;)
লাইক তো অনেক আগেই দিয়েছিলুম :)
তাই আর কাজ করছিল না


৩৭ নং মন্তব্য এবং তার প্রতিমন্তব্য দেখুন :) ;) B-) B-)) :P

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৫

মাক্স বলেছেন: :P :P :P
ইদানিং কম দেখি বোধহয়। ব্যাস্ততা বেশি?

৬৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৪

বাংলার ফেসবুক বলেছেন: তবে চরটার মধ্যে কিছুটা পরিবর্তন হচ্ছে সাম্প্রতিককালে। অনুসন্ধানী দলের চোখ এড়ায় না তা।

৭০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯

মাক্স বলেছেন: তাই??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.