নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

আদুরীকে ভদ্রলোকদের শহরের ডাস্টবিনে পাওয়া গেছে। জানোয়ারদের খুজে বের করতে আমাদের সাথে যোগ দিন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১



এই মেয়েটির নাম আদুরী । আমাদের মত ভদ্রলোকের বাড়িতে কাজ করত এই আদুরী। গৃহকর্তা/গৃহকতীর অত্যাচারে আদুরী এখন ঢাকা মেডিক্যাল হাসপাতালে 204 নাম্বার ওয়াডের বারান্দায় মৃত্যু সাথে লড়ছে। আদুরীকে বাচানোর কোন পদক্ষেপ নিয়ে মহৎ হবার জন্য ঐক্যবদ্ধ না হয়ে, আসুন ঐ বেটা বেটিকে চিহিৃত করতে সবাই অপারেশনে নামি। এই পশুদের খুঁজে বের করার দায়িত্ব শুধু পুলিশের না, আমাদেরও।



অত্যাচারী এই ভদ্রলোকের বাড়ি বনানীতে ধারনা করা হচ্ছে। কারণ আদুরীকে তারা বনানীর একটি ডাস্টবিনে ফেলে যায়। বনানী ভাই ব্রাদার /বোনেরা পশুগুলাকে চিহিৃত করতে আপনাদের সহযোগিতা চাই।



স্যালুট ঢাকা মেডিক্যাল হাসপাতাল যারা দিন রাত বিনামূল্যে শিশুটির সেবা দিচ্ছে।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: মানুষের বসতি থেকে শ্বাপদদের হঠাতে হবেই।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

শিপু ভাই বলেছেন:
শেয়ার দিলাম।


আসুন সবাই ঐক্যবদ্ধ হই এই অমানবিক অন্যায়ের প্রতিবাদে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: প্রতিবাদের জন্য ধন্যবাদ। গ্রেফতার হয়েছে ঐ মহিলা

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

বংশী নদীর পাড়ে বলেছেন: অবশ্যই নর পশুদের খুজে উপযুক্ত শাস্তির মঞ্চ তৈরি করুন। এই পোস্টি স্টিকি করে রাখার আবেদন জানাচ্ছি।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

এম ই জাভেদ বলেছেন: ভদ্র বেশি নরপিশাচদের মুখোশ উন্মোচিত হোক

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধরা খাইছে

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫১

শীতের সকাল বলেছেন: সর্বপ্রথম আদুরীর চিকিৎসার ব্যাপারে যত্নবান/ আন্তরিক হতে হবে। বাকি হিৎসা পরে।
আল্লাহ্ যেনো আদুরীকে আমাদের জন্য স্থায়ী করে দেন।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫২

মদন বলেছেন: ছড়িয়ে দিলাম

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

স্পেলবাইন্ডার বলেছেন: শুেয়ারগুেলাকে অবশ্যই খুজে বের করতে হবে

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধরা পরছে

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯

alimranbd বলেছেন: শুয়োরের বাচ্চা গালিটা সভ্য সমাজের ওইসব অসভ্যদের জন্যে যথেষ্ট নয়।

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

কেএসরথি বলেছেন: জানোয়ার!! X(

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৯

শয়তান ২০০০ বলেছেন: madarchod golare paile.....

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জারজ সন্তান ঐ সব লোকরা। এরা ঘৃনার অনুপযুক্ত!!!

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫২

মেংগো পিপোল বলেছেন: মুখে সত্যিই একটা খারাপ কথা বের হয়ে আসতে চাচ্ছিলো, মানুষ আর মানুষ নাইরে ভাই। ইদানিং নিজেকেও নিজের কাছে ভয় লাগে। নাহ আমাদের এতো অধঃপতন হলে সমাজ বাচবে কিভাবে। মানুষের মনথেকে সামাজিক, ধর্মিয় সকল প্রকার মুল্যবোধ চলে যাওয়াই বোধ হয় এসবের কারন।

তবে,

এখন কারন খোজার আগে, দু পায়ের পষু গুলোকে খোজা দরকার আমাদের। ওগুলো মুখে থুহ (দুখিঃত কমেন্টস লেখার সময় থুতু তে মুখ ভরে গিয়ে ছিলো পষু গুলোর কথা মনে পরতে)

ঢাকা মেডিক্যালে লোক আছে আমার দেখি কিছু করা যায় কিনা, মেয়েটার জন্য।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৭

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: সবার সহযোগিতায় সে এখন নিরাপদে আছে

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৬

খাটাস বলেছেন: আমাদের মত ভদ্রলোকের বাড়িতে কাজ করত এই আদুরী
সে কোন মানুষের বাসায় কাজ করেনি, করেছে পশু দের বাসায়।

১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

হেডস্যার বলেছেন:
হায় আল্লাহ !! :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.