নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

এই শহরের আমার কুনু ক্ষমতাওয়ালা মানুষ নাই। তাই আমার মাইয়াডারে আটকাই রাখছে।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৬





ছবির মেয়েটির নাম লোপা ওরফে রূপা।



পাঁচ বছরে আগে তার মা তাকে মতিঝিল টিএন্ডটি কলোনীতে দেলোয়ার হোসেনের বাড়িতে কাজ করতে দেন। বাড়ির মালিক লোপা/রূপাকে তার মেয়ের (জেসমিনের বসুন্ধরার বাড়িতে কাজ করতে পাঠিয়ে দেয়। পাঁচ বছরে লোপা/রূপা কত বড় হয়েছে, তা দেখার সুযোগ মা পাচ্ছেন না। গৃহকর্তা নানাভাবে লোপা/রূপার মাকে কালে এসো পরশু এসো করে কয়েক বছর যাবৎ হয়রানি করছে। লোপা/রূপার মা প্রতিবার ঢাকায় আসে মেয়েকে নিয়ে বাড়ি ফিরবেন বলে। দিন কয়েক আগে দেলোয়ার হোসেন জানিয়ে দিয়েছে লোপা/রূপা হারিয়ে গেছে তার মেয়ের বসুন্ধরার বাড়ি থেকে। এই বিষয়ে কোন প্রকার ঝামেলা যেন না করে সরাসরি লোপা/রূপার মাকে বলে দেওয়া হয়েছে। লোপা/রূপার মার এই শহরে খুব ক্ষমতাশালী লোকের সাথে পরিচয় নেই।



কিন্তু এই মা কোনভাবেই মেয়ে ছাড়া বাড়িতে যাবে না। যে করেই হোক এই ঈদে লোপা/রুপাকে নিয়ে বাড়ি ফিরতে চায়। দেলোয়ার হোসেন এবং তার মেয়ে জেসমিন কত ক্ষমতাশালী তার জানতে চাই না। শুধু বলতে কোটি মানুষের ঢাকা শহরে একটা মায়ে লোপা/রূপাকে খুজে বের করার জন্য যতগুলো সন্তানের প্রয়োজন আমরা তারচেয়ে বেশি সন্তান ঐক্যবদ্ধ হতে চাই। আমরা ঐক্যবদ্ধ হয়ে অনুসন্ধান করতে চাই লোপা/রূপাকে।
আপনাদের পরিচিত সাংবাদিক, আইন প্রয়োগ সংস্থা/পুলিশ, মানবধিকার সংগঠন যার যা পরিচয় আছে সেই শক্তি দিয়ে আমাদের সহযোগিতা করুন। আমরা লোপা/রূপাকে খুঁজে বের করতে চাই। ।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা লোপা/রূপাকে খুঁজে বের করতে চাই। ।

শূরু হোক অণুসন্ধান।

কোন মানবাধীকার সংস্থায় লোপার মাকে দিয়ে আবেদন করান। তার সাথৈ সাথে সকল মিডিয়ায় বিষয়টা হাইলাইটস করেন। আশা করা যায় তখন সকলের টনক নড়বে

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৩

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: কিন্তু আমরা নিজেরা নিজেদের অবস্থান থেকেও চেষ্টা করতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটু চিলাচিল্লি করলে অনেক কাজ হবে।

২| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৯

খেয়া ঘাট বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা লোপা/রূপাকে খুঁজে বের করতে চাই। ।

শূরু হোক অণুসন্ধান।

কোন মানবাধীকার সংস্থায় লোপার মাকে দিয়ে আবেদন করান। তার সাথৈ সাথে সকল মিডিয়ায় বিষয়টা হাইলাইটস করেন। আশা করা যায় তখন সকলের টনক নড়বে । সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটু চিলাচিল্লি করলে অনেক কাজ হবে।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:০৪

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আমরা চেষ্টা করছি। কিন্তু শুক্রবার। তারপর শনিবার দুইদিন বন্ধ। তার আগে কিছু করতে হবে

৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৩

হারকিউলিস বলেছেন: স্টিকি হোক =p~ B-)

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৭

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:২৫

আমিনুর রহমান বলেছেন:



টিএন্ডটি কলোনির ঠিকানাসহ দিলে হয়ত ভালো। ব্লগেই অনেক সাংবাদিক আছে তারা হয়ত খোজখবর নিয়ে একটা ব্যবস্থা নিতে পারতেন। ব্লগে সাংবাদিক ও প্রসাশনের কর্মরত ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি।

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১২

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ঠিকানাটা দেওয়া ঠিক হবে না। আমি জিডির কপি দিতে পারি ব্লগে

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:৪১

রৌহান খাঁন বলেছেন: এই পোস্টটা একদিনের জন্য স্টিকি করা যায় না?

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৫

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: করলেই কাজ হয়ে যাবে। তারপরও চেষ্টা চালিয়ে যাব

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৩:১৮

জেনারেশন সুপারস্টার বলেছেন: পোস্টটা কাজে লাগুক।

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৪

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: অপেক্ষায় আছি

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩০

কাজী মামুনহোসেন বলেছেন: আরও বিস্তারিত জানা দরকার,

সে হারিয়ে গেছে এ ব্যাপারে আপনি কতটুকু নিশ্চিত ?
লোপা/রূপার মায়ের সাথে কি আপনার যোগাযোগ আছে ?

আপনার মেইল আইডি দেন, দেখি কতটুকু কি করা যায়।

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৪

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আমার মেইল আইডি হল shovan1209 এট ইয়াহু.কম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.