![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
ছবির মেয়েটির নাম লোপা ওরফে রূপা।
পাঁচ বছরে আগে তার মা তাকে মতিঝিল টিএন্ডটি কলোনীতে দেলোয়ার হোসেনের বাড়িতে কাজ করতে দেন। বাড়ির মালিক লোপা/রূপাকে তার মেয়ের (জেসমিনের বসুন্ধরার বাড়িতে কাজ করতে পাঠিয়ে দেয়। পাঁচ বছরে লোপা/রূপা কত বড় হয়েছে, তা দেখার সুযোগ মা পাচ্ছেন না। গৃহকর্তা নানাভাবে লোপা/রূপার মাকে কালে এসো পরশু এসো করে কয়েক বছর যাবৎ হয়রানি করছে। লোপা/রূপার মা প্রতিবার ঢাকায় আসে মেয়েকে নিয়ে বাড়ি ফিরবেন বলে। দিন কয়েক আগে দেলোয়ার হোসেন জানিয়ে দিয়েছে লোপা/রূপা হারিয়ে গেছে তার মেয়ের বসুন্ধরার বাড়ি থেকে। এই বিষয়ে কোন প্রকার ঝামেলা যেন না করে সরাসরি লোপা/রূপার মাকে বলে দেওয়া হয়েছে। লোপা/রূপার মার এই শহরে খুব ক্ষমতাশালী লোকের সাথে পরিচয় নেই।
কিন্তু এই মা কোনভাবেই মেয়ে ছাড়া বাড়িতে যাবে না। যে করেই হোক এই ঈদে লোপা/রুপাকে নিয়ে বাড়ি ফিরতে চায়। দেলোয়ার হোসেন এবং তার মেয়ে জেসমিন কত ক্ষমতাশালী তার জানতে চাই না। শুধু বলতে কোটি মানুষের ঢাকা শহরে একটা মায়ে লোপা/রূপাকে খুজে বের করার জন্য যতগুলো সন্তানের প্রয়োজন আমরা তারচেয়ে বেশি সন্তান ঐক্যবদ্ধ হতে চাই। আমরা ঐক্যবদ্ধ হয়ে অনুসন্ধান করতে চাই লোপা/রূপাকে। আপনাদের পরিচিত সাংবাদিক, আইন প্রয়োগ সংস্থা/পুলিশ, মানবধিকার সংগঠন যার যা পরিচয় আছে সেই শক্তি দিয়ে আমাদের সহযোগিতা করুন। আমরা লোপা/রূপাকে খুঁজে বের করতে চাই। ।
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৩
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: কিন্তু আমরা নিজেরা নিজেদের অবস্থান থেকেও চেষ্টা করতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটু চিলাচিল্লি করলে অনেক কাজ হবে।
২| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৯
খেয়া ঘাট বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা লোপা/রূপাকে খুঁজে বের করতে চাই। ।
শূরু হোক অণুসন্ধান।
কোন মানবাধীকার সংস্থায় লোপার মাকে দিয়ে আবেদন করান। তার সাথৈ সাথে সকল মিডিয়ায় বিষয়টা হাইলাইটস করেন। আশা করা যায় তখন সকলের টনক নড়বে । সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটু চিলাচিল্লি করলে অনেক কাজ হবে।
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:০৪
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আমরা চেষ্টা করছি। কিন্তু শুক্রবার। তারপর শনিবার দুইদিন বন্ধ। তার আগে কিছু করতে হবে
৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৩
হারকিউলিস বলেছেন: স্টিকি হোক
০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৭
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:২৫
আমিনুর রহমান বলেছেন:
টিএন্ডটি কলোনির ঠিকানাসহ দিলে হয়ত ভালো। ব্লগেই অনেক সাংবাদিক আছে তারা হয়ত খোজখবর নিয়ে একটা ব্যবস্থা নিতে পারতেন। ব্লগে সাংবাদিক ও প্রসাশনের কর্মরত ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি।
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১২
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ঠিকানাটা দেওয়া ঠিক হবে না। আমি জিডির কপি দিতে পারি ব্লগে
৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:৪১
রৌহান খাঁন বলেছেন: এই পোস্টটা একদিনের জন্য স্টিকি করা যায় না?
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৫
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: করলেই কাজ হয়ে যাবে। তারপরও চেষ্টা চালিয়ে যাব
৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৩:১৮
জেনারেশন সুপারস্টার বলেছেন: পোস্টটা কাজে লাগুক।
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৪
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: অপেক্ষায় আছি
৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩০
কাজী মামুনহোসেন বলেছেন: আরও বিস্তারিত জানা দরকার,
সে হারিয়ে গেছে এ ব্যাপারে আপনি কতটুকু নিশ্চিত ?
লোপা/রূপার মায়ের সাথে কি আপনার যোগাযোগ আছে ?
আপনার মেইল আইডি দেন, দেখি কতটুকু কি করা যায়।
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৪
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আমার মেইল আইডি হল shovan1209 এট ইয়াহু.কম
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা লোপা/রূপাকে খুঁজে বের করতে চাই। ।
শূরু হোক অণুসন্ধান।
কোন মানবাধীকার সংস্থায় লোপার মাকে দিয়ে আবেদন করান। তার সাথৈ সাথে সকল মিডিয়ায় বিষয়টা হাইলাইটস করেন। আশা করা যায় তখন সকলের টনক নড়বে