নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
বাংলাদেশে তিন প্রজাতির গুইসাপ দেখা যায়। এগুলো হলো সোনা গুই, কালো গুই ও রামগাদি বা বড় গুই। এদের প্রতিটিই বিপন্ন। কালো গুইসাপ দেশের সর্বত্র দেখা যায়। সোনা গুই পাহাড়ি এলাকায় আর রামগাদির প্রধান আবাস হলো মিঠাপানি ও লোনাপানির সঙ্গম এলাকায়।
আমি গতকাল বিকেলে ধানমন্ডি থেকে ১০ কি:মি: দূরে বড় গুই বা রামগাদি (গুইসাপ) দেখলাম। এলাকাবাসী খুবই উৎসাহ নিয়ে মারার জন্য ব্যস্ত হয়ে উঠল। সবার ধারনা ছিল এটি কুমির। সাপটি খুবই ধীর গতিতে একটি ঝোপে আশ্রয় নিল। স্থানীয় প্রবীনদের সাথে কথা বলে জানা গেল। এখানে ছোট আকারের গুই সাপ প্রচুর দেখা যেত কিন্তু এত বড় আকারের গুইসাপ এই প্রথম দেখেছে তারা।
কেউ যদি আগ্রহী থাকেন সাপটিকে বিরক্ত না করে। ভিডিও কিংবা ছবি তুলতে ইনবক্সে জানাবেন। আমি ঠিকানা দিব।
ছবিটি ইন্টার নেট থেকে সংগ্রহ করা হয়েছে।
০৬ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৩
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: নাহ ভাই।
২| ০৬ ই মে, ২০১৫ দুপুর ১:১৮
মৈত্রী বলেছেন: ঠিকানা দেন
আমি আগামি পরশুদিন শুক্রবার যাবো সাইকেল নিয়ে
তখন ছবি তুলব...
৩| ০৬ ই মে, ২০১৫ দুপুর ১:৩৭
হাসান মাহবুব বলেছেন: আজব প্রাণী।
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৩
মৈত্রী বলেছেন:
ভাই, আপনার বাসা কি কেরাণীগন্জ / বছিলা / সাভার / ভাকুর্তা / কলাতিয়া / আটিবাজার বা কামরাংগীরচর -- এই দিকে ???