![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
দেশে বায়োমেট্রিক পদ্ধতি বা আঙুলের ছাপে সিম নিবন্ধন ও পুনঃনিবন্ধন চালু বিষয়ে সরকার ঘোষণা দিল ফ্রি। বাংলালিংক কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে কোন টাকা লাগবে না। কিন্ত তারা টাকা নিচ্ছে নিবন্ধনে। আমি নিজে দেখেছি রায়েরবাজার ঢাকায় বাংলালিংক এর নিয়োগপ্রাপ্ত লোকজন টাকা নিচ্ছে।
আমি বাংলালিংক ফেইজবুক পেইজে গিয়ে এই বিষয়ে জানতে চেয়েছি। তারা বলে ----- নাম্বারে ফোন দিন। ৪ঘন্টায় উত্তর দিব। আমি কিন্তু চিঠি দিলাম জায়গা মত দেখি কি উত্তর আসে।
২| ০৫ ই মার্চ, ২০১৬ ভোর ৪:৩৯
নিশি মানব বলেছেন: আজকাল অলিতে গলিতে বিভিন্ন কোম্পানির কাস্টমার সার্ভিস গড়ে উঠেছে।
এগুলো কি আসলেই কাস্টমার সার্ভিস নাকি অন্য কিছু। নির্ধারিত ইউনিফর্ম পড়ে সামনে একটা কম্পিউটার রেখে কথা বলে এরা। কি যে সার্ভিস দেয় এরা। বলে কোম্পানির কাস্টমার কেয়ার। পেছনে কোম্পানির লোগো থাকে অপশ্যি।
তবে এরা যে চার্জ নেয়, তা অন্য দশটা কেয়ার থেকে অনেক বেশী। এক্কটা কেয়ার সার্ভিস একেক রকম সার্ভিস নেয়।
এরা কি সরাসরি কোম্পানি থেকে আসা নাকি ডিশট্রিবিউটর নেওয়া।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:০২
বিপরীত বাক বলেছেন: রায়েরবাজারের যে সেন্টারটা আছে সেইটা চোরেদের আস্তানা। আমি একবার নষ্ট সিম বদলাতে গেছিলাম। বলে কিনা ১০০ টাকা আই টপ আপ করতে হবে ওদের ওখান থেকে। এটা নাকি নিয়ম।