![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
শাহজাহান তাজমহল বানিয়েছিলেন স্ত্রীর প্রেমে মুগ্ধ হয়ে (যদিও ব্যক্তিগত ভাবে তাজমহলকে ভালবাসার প্রতীক বলার পক্ষে নই)। কিন্তু স্ত্রীরা কি বানাতে পারে তার নমুনা ইহা।
তাজমহল আর এই বাজারের তালিকায় ভালবাসার ওজনে বাজারের তালিকা অনেক বেশি ভারী।
বাজারের লিস্ট ১৯.০৫.১৬
..............................................
১. চাল ৫কেজি (মিনিকেট আনবা)
২.মসুর ডাল ১কেজি ( মোটা ডাল হলে সব তুমি একলা খাইবা)
৩.রসুন ১ কেজি (দেশি ভাল রসুন আনবা)
৪.পেয়াঁজ ১কেজি ( ইন্ডিয়ান আনলে ফেরত দেওয়ামু)
৫.গরুর মাংস ২কেজি (মহিষের মাংস আনলে খবর আছে. চোখ দিয়া ভাল কইরা দেইখা হাড্ডি ছাড়া আনবা)
৬.পোলাউ চাল ১কেজি (প্যাকেটের আনবা না)
৭.ডিম ১হালি (হাতে নিয়া ঝাকি দিয়া দেখবা)
৮.আদা ২৫০ গ্রাম ( ভাল করে দেইখা আনবা পঁচা যেন না হয়)
৯.কাচামরিচ,ধনেপাতা (লাল বা পঁচা আনবা না)
১০. হলুদের গুড়া (রাধুনী হইলে ভাল)
১১.বেগুন ১কেজি (গোল বেগুন না হইলে সব তুলি খাইবা)
১২.দেশী মুরগী ২টা (পাকিস্তানী হইলে খবর আছে)
১৩.লাল আলু ১কেজি না পাইলে সাদাটা আনবা
১৪. মাছ আনার দরকার নাই,ঠিক আছে?
১৫. মশার কয়েল( আগেও বলছি আনতে, আনো নাই)
১৬. কাপড় ধোয়ার পাউডার (সার্ফ এক্সেল আনবা)
১৭.হ্যান্ড ওয়াশ ১প্যাকেট ( না আনলে আবার বাজারে পাঠাবো)
১৮.যেকোন শাক নিয়া আসব ২ আটি।
কোন আইটেম যেন বাদ না যায়। আমার মোবাইলে টাকা নাই ফ্যাক্সিলোড করবা। সোজা বাজারে যাইবা কারো সাথে গল্প কইরা সময় নষ্ট করবা না। তাড়াতাড়ি আসবা।
২৭ শে মে, ২০১৬ রাত ১:৫৯
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: সবই আমার কপাল
২| ২৭ শে মে, ২০১৬ রাত ২:০২
মি. বিকেল বলেছেন: আমার কপালে কি আছে সেটা দেখার অপেক্ষায় থাকলাম।
৩| ২৭ শে মে, ২০১৬ ভোর ৬:৪০
বাঁকখালির বাঁকে বলেছেন: ভালো লাগা
++++++++++
৪| ২৭ শে মে, ২০১৬ সকাল ৮:০৪
শূণ্য মাত্রিক বলেছেন: ভাই !!! একটা প্রেম তো ঠিকঠাক করতে পারলাম না, বিয়ে নিয়া যদি মন ভয় দেখান তাইলে কৈ যায় বলেন তো
৫| ২৭ শে মে, ২০১৬ সকাল ৮:৪৫
চেয়ারম্যান০০৭ বলেছেন: আমি যদ্দুর জানি এটা ব্লগার ঘুড্ডির পাইলট ওরফে রাফাত নুরের লেখা , এট লিস্ট তার আইডিয়া
২৮ শে মে, ২০১৬ রাত ১১:৪২
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: না ভাই তথ্যটা আপনার কোন ভুল হয়েছে।
৬| ২৭ শে মে, ২০১৬ সকাল ১১:২২
কল্লোল পথিক বলেছেন:
বাহ!বউ,বাহ!
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৬ রাত ১:৫২
কবি হাফেজ আহমেদ বলেছেন: এটা বউ নাকি আরমির কমান্ডার ...?
হা হা হা কথা কিন্তু টিক বলছেন। সামনে কার কপালে কেমন বউ পড়ে খোদা ভালো জানে।
মজা পাইলাম পড়ে। ধন্যবাদ।