![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
ফলের নাম মাইলাম, কেউ বলে মালিআম,উরিআম, বালাম। কুকুর কামড়ালে এই আম খাওয়ানো হয় ঔষধ হিসেবে।ঢাকায় শুধুমাত্র আমার জানা মতে রমনায় মাইলাম পাওয়া যায়
রমনা ছাড়া পাবর্ত্য চট্টগ্রামে মাইলাম মিলে। আজ আমি প্রথম মাইলাম খেলাম।ফল কাঁচা এবং পাকা উভয় অবস্থাতেই খাওয়া যায়।যারা টক পছন্দ করেন তাদের জন্য মাইলামের বিকল্প কিছু হতে পারে, বলে আমার মনে হয় না। জীবনে জিহ্বে তো অনেককিছুর স্বাদই দিয়েছেন। মাইলমের স্বাদটা একবার নিয়ে নিতে পারেন
২| ০২ রা মে, ২০১৭ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
আপনি কুকুরের ভয়ে থাকেন?
৩| ০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি দেখে ডিমের মতো বুঝছিলাম! ভালো লাগলো জেনে।
৪| ০২ রা মে, ২০১৭ রাত ৯:১৫
সুমন কর বলেছেন: নামই শুনলাম, আজকে !!
৫| ০২ রা মে, ২০১৭ রাত ৯:৪১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ওমেরা বলেছেন: জীবনে প্রথম নাম শুনলাম আর ছবি দেখলাম ।
আমিও তো তাই। এই ফল পামু কনে?
১৪ ই মে, ২০১৭ সকাল ১১:০৯
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: রমনায় পাবেন
৬| ১৪ ই মে, ২০১৭ সকাল ১১:২৪
মানবী বলেছেন: বাহ! নতুন ফলের নাম জানা হলো।
ফল কাটলে ভিতরটা কেমন দেখায় জানার আগ্রহ রইলো!
কুকুরের কামড়ের পর এই ফল খাওয়ালে আর কোন চিকিৎসা না দিলে সমস্যা হয়না কিনা জানার কৌতুহল হচ্ছে!
নতুন ফলের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য ধন্যবাদ সৈয়দ সাইফুল আলম শোভন।
১৪ ই মে, ২০১৭ দুপুর ১২:০৬
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ভিতরটা আমের মত ছোট আটি আছে
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৭ বিকাল ৫:৩৪
ওমেরা বলেছেন: জীবনে প্রথম নাম শুনলাম আর ছবি দেখলাম ।