![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
ভিয়েতনামের Vietnam Academy Of Social Sciences তাদের নিজেস্ব ভাষার বিশুদ্ধতা রক্ষা ও তাদের ভাষায় ইংরেজি শব্দের আগ্রাসনমুক্ত রাখতে নতুন নতুন শব্দ তৈরি এবং তা প্রচারে ব্যস্ত। যেমন ধরুন কম্পিউটার শব্দটা আমাদের বাংলা শব্দ হয়ে গেছে। কিন্তু ভিয়েতনাম কর্তৃপক্ষ Computer এর ভিয়েতনাম শব্দ máy vi tính মাই ভি থিন। তেমনি সেলফোন, মোটর সাইকেল সবকিছু ভিয়েতনাম নিজেস্ব শব্দ আছে।
Académie française ফান্স একাডেমি তারা তাদের ভাষার বিশুদ্ধতা রক্ষায় নিজেস্ব শব্দ তৈরি করে তা জনগণের মাঝে প্রচার করে।
বাংলা ভাষার বিশুদ্ধতা রক্ষায় প্রয়োজন ভিয়েতনামের মত নতুন নতুন বাংলা শব্দ তৈরি করা ও প্রচার এবং জনগণকে ব্যবহারে উদ্ভুদ্ধ করা।
যদিও অনেকের যুক্তি বিভিন্ন ভাষার মিশ্রণ আজকের এই বাংলা ভাষা। তারপরও বলি বাংলা ভাষার এত দূর আসার পরও বাংলা একাডেমীর প্রতি প্রত্যাশা যদি আমরা আমাদের ভাষার বিশুদ্ধতা রক্ষা ও নতুন নতুন বিদেশি শব্দের আগ্রাসন প্রতিহত করতে পারি, তবে মন্দ হয় না।
বাংলা একাডেমীর প্রতি অনুরোধ রইল অসংখ্য প্রয়োজন ইংরেজি শব্দের বাংলা শব্দ তৈরি করতে হবে
ভালই লাগে শুনতে ক্ষুদেবার্তা কিংবা মুঠোফোন। এ রকম আরো নতুন নতুন বাংলা শব্দ যুক্ত হোক বাঙালির কণ্ঠে। বাংলা ভাষা হোক অমর
১৪ ই মে, ২০১৭ সকাল ১১:০৫
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: লিখি না তো অনেকদিন তাই একটু সচল হতে চাইলাম।
২| ১৪ ই মে, ২০১৭ দুপুর ২:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: ভাই, কে একজন একবার কোন আই,ডি,বি-তে গিয়ে গণনাযন্ত্র চেয়েছিলো। তার হাতে একটি ক্যালকুলেটর ধরিয়ে দেওয়া হয়!
১৪ ই মে, ২০১৭ দুপুর ২:২০
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: খারাপ না। আস্তে আস্তে হবে
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
চাঁদগাজী বলেছেন:
১ম পৃস্ঠায় আপনার ৪টি পোস্ট; আর ৬/৭ টা দেন, তা'হলে এলাকা দখল হয়ে যাবে! বসুন্ধরা কর্পোরেশনে চাকুরী করেন নাকি, নাকি সেক্রটারিয়েটে?